Class 10 Bengaliমাধ্যমিক পরীক্ষা

২০২৫ মাধ্যমিক বাংলা SAQ সাজেশন | মাধ্যমিক বাংলা গুরুত্বপূর্ণ SAQ

মাধ্যমিক বাংলা SAQ

উত্তরঃ- পান্নালাল প্যাটেল রচিত ‘অদল-বদল’ গল্পে অমৃত ইসবের জামা অদল-বদল সংক্রান্ত গল্প তাদের গ্রামপ্রধানের কানে গেলে তিনি ঘোষণা করেন—“আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব।”

উত্তরঃ- যে বিশেষ বৃত্তিধারী ব্যক্তিরা বিভিন্ন রূপধারণ করে, বিশেষ বেশে সজ্জিত হয়ে জনসাধারণের মনোরঞ্জন করার মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাদের বহুরূপী বলে।

উত্তরঃ- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাসের পাঠ্য অংশে ভামো যাত্রার সময় ট্রেনে অপূর্বর সঙ্গী ছিল এক আরদালি এবং তার অফিসের এক হিন্দুস্থানি ব্রাক্ষ্মণ পেয়াদা।

উত্তরঃ- আশাপূর্ণা দেবী রচিত ‘জ্ঞানচক্ষু’ গল্পে ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় তপনের গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হয়। সেই পত্রিকার সূচিপত্রে লেখা ছিল—“ ‘প্রথম দিন’ (গল্প) শ্রীতপন কুমার রায়।”

উত্তরঃ- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘নদীর বিদ্রোহ’ গল্পের নায়ক নদেরচাঁদ নদীর প্রতি তার এই অস্বাভাবিক মায়া যে পাগলামিরিই নামান্তর, এ কথা বোঝে।

উত্তরঃ- যুদ্ধ দাঙ্গার মধ্যে পড়ে যেসব মানুষ সর্বস্ব হারিয়েছে, সেইসব বিপন্ন মানুষের চারপাশে-কাছে-দূরে শিশুদের শব ছড়ানো রয়েছে।

উত্তরঃ- ‘অম্বুরাশি-সুতা’ অর্থাৎ দেবী লক্ষ্মী প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে বীরবাহুর মৃত্যুসংবাদ ও রাজা রাবণের যুদ্ধসজ্জার সংবাদ ইন্দ্রজিৎকে দেওয়ার জন্য তাঁর কাছে গিয়েছিলেন।

২০২৫ মাধ্যমিক বাংলা সাজেশন :-

উত্তরঃ- সমুদ্রকন্যা পদ্মা সিন্ধুতীরে পদ্মাবতীর সংকটাপন্ন অবস্থা দেখে নিজের সখীদের বললেন পদ্মাবতী ও তাঁর সখীদেরকে যত্ন করে তুলে নিয়ে যাওয়ার জন্য।

উত্তরঃ- প্রখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য পাবলো নেরুদার ‘the unhappy one’ কবিতাটি ‘অসুখী একজন’ শীর্ষনামে অনুবাদ করেন।

উত্তরঃ- ‘রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন’ – একে প্রসারিত করে লেখা যায়— ‘রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন’। সুতরাং, ‘গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য’ হল বিধেয়র প্রসারক।

উত্তরঃ- ঠিক ইসাবের মতো জামাটি তার চাই, নতুবা ও স্কুলে যাবে না। (যৌগিক বাক্য)।

Also Read : ২০২৫ মাধ্যমিক বাংলা MCQ | Madhyamik Bengali Suggestion 2025

উত্তরঃ- প্রাবন্ধিক শ্রীপান্থ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ঋতেন্দ্রনাথ ঠাকুরের পুত্র সুভো ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখে জেনেছিলেন যে, সোনার দোয়াত-কলম সত্যিই হয়।

উত্তরঃ- প্রাবন্ধিক রাজশেখর বসু তাঁর ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তেন।

উত্তরঃ- যে সমাসের সমস্তপদে (সমাসবদ্ধ) পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে বলে অলোপ সমাস বা অলুক সমাস। যেমন—রাজার হাট—রাজারহাট।

উত্তরঃ- তার পক্ষে তখন যাওয়া অসম্ভব। (হ্যাঁ-বাচক বাক্য)।

উত্তরঃ- যে বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্তার অন্বয় স্পষ্ট হয়ে ওঠে, অর্থাৎ কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়া কর্তার পুরুষের অনুগামী হয়, তাকে কর্তৃবাচ্য বলে। যেমন — আমরা নিয়মিত খেলা করি।

উত্তরঃ- তাদের আর স্বপ্ন দেখা হল না। (ভাববাচ্য)।

2025 Madhyamik Bangla Suggestion :-

উত্তরঃ- দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ হল—আত্মীয়স্বজন। এর ব্যাসবাক্যটি হল—আত্মীয় ও স্বজন।

উত্তরঃ- মেঘে ঢাকা = মেঘে ঢাকা —অলোপ করণ তৎপুরুষ সমাস।

সমস্ত ক্লাসগুলি নিয়মিত ভিডিও আকারে পেতে চলে আসো আমাদের YouTube Channel এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X