বাংলা সাহিত্যের ইতিহাস গুরুত্বপূর্ণ 30 টি MCQ। MSC ও WBSLST Bangla 2023
বাংলা সাহিত্যের ইতিহাস
মাদ্রাসা সার্ভিস কমিশন ও WBSLST Bangla 2023 Exam Preparation
বাংলা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ ৩০ টি MCQ
1.বিদ্যাপতিকে ‘অভিনব জয়দেব’ আখ্যা কে দিয়েছিলেন ?
A) শিব সিংহ
B) দেব সিংহ
C) জন বীমস্
D) দীনেশচন্দ্র সেন
Ans:- A) শিব সিংহ
2.কমলাকান্তের প্রকৃত পদবী হলো –
A) ভট্টাচার্য
D) চট্টোপাধ্যায়
B) বন্দ্যোপাধ্যায়
C) মুখোপাধ্যায়
Ans:- B) বন্দ্যোপাধ্যায়
3.‘নবীবংশ’ গ্রন্থটি কার লেখা ?
A) মুহম্মদ খান
B) আব্দুল হাকিম
C) মুহম্মদ সগীর
D) সৈয়দ সুলতান
Ans:-D) সৈয়দ সুলতান
4.হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপুথির মলাটে ‘চর্য্যাচর্য্যটীকা’ নামটি যে হরফে লেখা ছিল-
A) নাগরী
B) দেবনাগরী
C) প্রত্নবাংলা
D) রোমান
Ans:-A) নাগরী
5.‘কাব্যে উপেক্ষিতা’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কোন্ উপেক্ষিতা নারীর আলোচনা করেছেন?
A)রামায়ণের উর্মিলা
B)শকুন্তলার অনুসূয়া,প্রিয়ংবদা
C)কাদম্বরীর পত্রলেখা
D)সবগুলি ঠিক
Ans:-D)সবগুলি ঠিক
6.‘পাতালকন্যা’ কাব্যগ্রন্থটি কার লেখা?
A) বুদ্ধদেব বসু
B) অজিত দত্ত
C) শঙ্খ ঘোষ
D) সুধীন্দ্রনাথ দত্ত
Ans:-B) অজিত দত্ত
7.নিচের কোনটি লীলা মজুমদার রচিত উপন্যাস?
A) বদ্যিনাথের বড়ি
B) দিন-দুপুরে
C) মনিমালা
D) টংলিং
Ans:-D) টংলিং
8.দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পন’ নাটকটি ভারতে প্রথম কোন থিয়েটারে মঞ্চস্থ হয় ?
A) মির্নাভা থিয়েটারে
B) শোভাবাজার থিয়েটারে
C) স্টার থিয়েটারে
D) ন্যাশানাল থিয়েটারে
Ans:-D) ন্যাশানাল থিয়েটারে
9. সতীনাথ ভাদুড়ীর ‘ঢোঁড়াই চরিত মানস’- উপন্যাসে কোন অঞ্চলের কথা ফুটে উঠেছে ?
A) উড়িষ্যার
B) বিহারের
C) সাঁওতাল পরগনার
D) ছোটনাগপুর
Ans:-B) বিহারের
10.বড়ু চন্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের সবচেয়ে বড়ো খন্ড হল দান খণ্ড, এই খণ্ডের পদ সংখ্যা হলো ?
A) ১১৬ টি
B) ১১২টি
C) ১১০টি
D) ১০৮ টি
Ans:-B) ১১২টি
11.কালিদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম্’ নাটকের প্রথম বাংলা অনুবাদ করেছিলেন কে ?
A) নীলমনি পাল
C) রামরতন মুখোপাধ্যায়
B) ঈশ্বরচন্দ্র গুপ্ত
D) রামতারক ভট্টাচার্য
Ans:-D) রামতারক ভট্টাচার্য
12.’বিদ্যাপতি ও জয়দেব’ প্রবন্ধটির রচয়িতা কে ?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C) হরপ্রসাদ শাস্ত্রী
D) প্রমথ চৌধুরী
Ans:-B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
13. রবীন্দ্রনাথ ঠাকুর ‘সবুজপত্রে’র সম্পাদক প্রমথ চৌধুরীকে ক্রমান্বয়ে যে পাঁচটি পত্র দিয়েছিলেন তা সাহিত্যক্ষেত্রে কী নামে পরিচিত ?
A) চরিতপূজা প্রবন্ধ
C) বাতায়নিকের পত্র
D) রাশিয়ার চিঠিপত্র
B) ছিন্নপত্র
Ans:-C) বাতায়নিকের পত্র
14.অমিত্রাক্ষরের চরণ ভেঙে গিরিশচন্দ্র তৈরি করেছিলেন-
A) পয়ার ছন্দ
B) দলবৃত্ত ছন্দ
C) গৈরিশ ছন্দ
D) সবকটিই ঠিক
Ans:-C) গৈরিশ ছন্দ
15. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পঞ্চাঙ্ক নাটক কোনটি ?
A) বিসর্জন
B) রাজা ও রানী
A) মালিনী
D) প্রায়শ্চিত্ত
Ans:-B) রাজা ও রানী
16. শ্রীকৃষ্ণবিজয়ে’র মোট অধ্যায় সংখ্যা-
A) ৩৩৫টি
B) ২১৫ টি
C) ৪২৪ টি
D) ৩৭২ টি
Ans:-A) ৩৩৫টি
17.যে গ্রন্থে কৃত্তিবাসের প্রথম উল্লেখ পাওয়া যায় ?
A) জয়ানন্দের চৈতন্যমঙ্গল
B) বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত
C) কৃষ্ণদাসের চৈতন্যচরিতামৃত
D) লোচন দাসের চৈতন্যমঙ্গল
Ans:-D) লোচন দাসের চৈতন্যমঙ্গল
Read More : বাংলা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 40 টি MCQ
18.খেতুরি উৎসবে যে চৈতন্য জীবনীকার যোগদান করেছিলেন-
A) বৃন্দাবন দাস
B) কৃষ্ণদাস কবিরাজ
C) জয়ানন্দ
D) লোচন দাস
Ans:-A) বৃন্দাবন দাস
19. কৃষ্ণদাসকে যিনি ‘কবিভূপতি’ উপাধি দান করেন তিনি হলেন –
A) সনাতন গোস্বামী
B) শ্রীজীব গোস্বামী
C) রঘুনাথ দাস
D) শ্রীরূপ গোস্বামী
Ans:-C) রঘুনাথ দাস
20. ‘রামের সুমতি’, ‘বিন্দুর ছেলে’ গল্প দুটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
A) যমুনা
B) ভারতবর্ষ
C) ভারতী
D) বসুমতি
Ans:-A) যমুনা
21. নীচের কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস ?
A) ফরিয়াদ
B) অভিনেত্রী
C) ডাকহরকরা
D) নবদিগন্ত
Ans:-D) নবদিগন্ত
22. ‘ধরা বাঁধা জীবন’ উপন্যাসটি কে রচনা করেন ?
A) মানিক বন্দ্যোপাধ্যায়
B) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
C) বনফুল
D) আশাপূর্ণা দেবী
Ans:- A) মানিক বন্দ্যোপাধ্যায়
23. নীচের কোনটি বুদ্ধদেব বসুর উপন্যাস নয় ?
A) ধূলিধূসর
B) যেদিন ফুটলো কমল
C) ধূসর গোধূলি
D) রডডেনড্রনগুচ্ছ
Ans:-A) ধূলিধূসর
24. তোরাপ ও ক্ষেত্রমণি কোন নাটকের চরিত্র ?
A) নীলদর্পণ
B) নবীন তপস্বিনী
C) লীলাবতী
D) কমলে কামিনী
Ans:-A) নীলদর্পণ
25.”ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা” – গানটি যে নাটকে অন্তর্ভুক্ত হয়েছে ?
A) সাজাহান
B) নুরজাহান
C) মেবার পতন
D) প্রতাপ সিংহ
Ans:-A) সাজাহান
26. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্যটি গ্রন্থাকারে প্রকাশিত হয় –
A) ১৯০৬ খ্রিস্টাব্দে
B) ১৯০৭ খ্রিস্টাব্দে
C) ১৯১০ খ্রিস্টাব্দে
D) ১৯১২ খ্রিস্টাব্দে
Ans:-C) ১৯১০ খ্রিস্টাব্দে
27. ‘ভবঘুরে ও অন্যান্য’ গ্রন্থটি কার রচনা ?
A) সৈয়দ মুজতবা আলী
B) জগদীশচন্দ্র বসু
C) গোলাম মোস্তফা
D) সঞ্জীবচন্দ্র চট্টপাধ্যায়
Ans:-A) সৈয়দ মুজতবা আলী
28.কোন প্রাবন্ধিককে ‘বাঙালি জাতির বিদূষক’ বলা হয় ?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) প্রমথ চৌধুরী
C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D) সৈয়দ মুজতবা আলী
Ans:-B) প্রমথ চৌধুরী
29. ‘অমৃতকুম্ভের সন্ধানে’ গ্রন্থটি কার রচনা ?
A) সমরেশ বসু
B) লীলা মজুমদার
C) মহাশ্বেতা দেবী
D) সতীনাথ ভাদুড়ী
Ans:-A) সমরেশ বসু
30.জৈমিনি মহাভারত অনুবাদ করেন কে ?
A) কবীন্দ্র পরমেশ্বর
B) শ্রীকর নন্দী
C) ছুটি খাঁ
D) কাশীরাম দাস
Ans:-B) শ্রীকর নন্দী
বাংলা সাহিত্যের ইতিহাস সহ আর কোন কোন বিষয়ে Mock Test চাও তা আমাদের কমেন্টে জানাও। সমস্ত ক্লাস ভিডিও আকারে পেতে আমাদের YouTube চ্যানেলে যুক্ত থাকো।