বাংলা সাহিত্যের ইতিহাস – “মধ্যযুগ” থেকে গুরুত্বপূর্ণ MCQ
বাংলা সাহিত্যের ইতিহাস – “মধ্যযুগ”
MSC ও WBSLST Bangla Mock Test
১. ‘ক্রিয়াযোগে সাগর’ ও ‘বৃহদ্ধর্ম- পুরান এর রচয়িতা- কোচবিহার রাজা –
(ক) রাজা হরেন্দ্র
(খ) নৃপেন্দ্র নারায়ন
(গ) জগদ্বীপেন্দ্র নারায়ন
(ঘ) বিশ্বসিংহ
উত্তর:- (ক) রাজা হরেন্দ্র
২. রামায়নের কোন কবি নিজেকে ‘ বুদ্ধাবতার’ বলে উল্লেখ করেছেন-
(ক) শ্যামদাস
(খ) মাধব দাস
(গ) রামানন্দ দাস
(ঘ) রামানন্দ ঘোষ
উত্তর:- (ঘ) রামানন্দ ঘোষ
৩. কাশীরাম দাসের পিতার নাম-
(ক) দ্বৈপায়ন দাস
(খ) কমলাকান্ত দাস
(গ) বলরাম দাস
(ঘ) রঘুনাথ দাস
উত্তর:- (খ) কমলাকান্ত দাস
৪. ‘জগন্নাথ মঙ্গল’ এর রচয়িতা-
(ক) ভবানন্দ
(খ) জগন্নাথ দাস
(গ) অভিরাম
(ঘ) বিশ্বম্ভর দাস
উত্তর:- (ঘ) বিশ্বম্ভর দাস
৫. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে যে নদীর নাম আছে তা হল-
(ক) গাঙুড় নদী
(খ) পদ্মা নদী
(গ) ভাগীরথী নদী
(ঘ) যমুনা নদী
উত্তর:- (ঘ) যমুনা নদী
৬. চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে নীলাচলসহ বৃন্দাবন ভ্রমণ করেন ?
(ক) ১৫১৫ খ্রিস্টাব্দে
(খ) ১৫১৭ খ্রিস্টাব্দে
(গ) ১৫১৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫২০ খ্রিস্টাব্দে
উত্তর:- (ক) ১৫১৫ খ্রিস্টাব্দে
৭. চৈতন্যদেব প্রচার করেছিলেন-
(ক) ভক্তিরস
(খ) বাৎসল্য রস
(গ) পঞ্চরস
(ঘ) কোনোটিই নয়
উত্তর:- (ক) ভক্তিরস
৮. চৈতন্যদেবের মৃত্যু হয়েছিল-
(ক) ১৪৮৫ খ্রিস্টাব্দে
(খ) ১৫৩৩ খ্রিস্টাব্দে
(গ) ১৪৮৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫৮৬ খ্রিস্টাব্দে
উত্তর:- (খ) ১৫৩৩ খ্রিস্টাব্দে
৯. “বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া।”- উক্তিটির বক্তা হলেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) নজরুল ইসলাম
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর:- (ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
১০. ‘অমৃতাভ’ কাব্যের রচয়িতা কে ?
(ক) গিরিশচন্দ্র ঘোষ
(খ) শিশিরকুমার ঘোষ
(গ) নবীনচন্দ্র সেন
(ঘ) সমর সেন
উত্তর:- (গ) নবীনচন্দ্র সেন
১২. শিশিরকুমার ঘোষের লেখা গদ্যজীবনী গ্রন্থ হল-
(ক) শ্রীচৈতন্যলীলা
(খ) অমৃতাভ
(গ) অমিয়-নিমাই চরিত
(ঘ) জীবনচরিত
উত্তর:- (গ) অমিয়-নিমাই চরিত
১৩. ‘চণ্ডালোহপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তিপরায়ণ” কথাটির অর্থ হল-
(ক) দ্বিজের থেকে শ্রেষ্ঠ
(খ) হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ
(গ) হরিভক্ত চণ্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ
(ঘ) চণ্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ
উত্তর:- (গ) হরিভক্ত চণ্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ
১৪. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুঁথির সঙ্গে প্রাপ্ত চিরকুটে কার নাম ও কত সনের উল্লেখ আছে ?
(ক) পঞ্চামৃত,১১৮৯ সন
(খ) পঞ্চানন, ১০৮৯ সন
(গ) গজানন,১০৮০ সন
(ঘ) অক্রুর,১০০৯ সন
উত্তর:-(খ) পঞ্চানন, ১০৮৯ সন
১৫, ‘শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম্’ গ্রন্থটির লেখক হলেন-
(ক) কবি কর্ণপুর
(খ) মুরারি গুপ্ত
(গ) পরমানন্দ সেন
(ঘ) কৃষ্ণমিশ্র
উত্তর:- (খ) মুরারি গুপ্ত
১৬. ‘শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম্’ গ্রন্থটি বিভক্ত –
(ক) ৭৭টি সর্গে
(খ) ৭৮টি সর্গে
(গ) ৭৯টি সর্গে
(ঘ) ৮০টি সর্গে
উত্তর:- (খ) ৭৮টি সর্গে
১৭. কবি কর্ণপুর রচিত দশ অঙ্কে সমাপ্ত নাটকটি হল-
(ক) চৈতন্যচরিতামৃতম্
(খ) চৈতন্যচন্দ্রোদয়
(গ) চৈতন্যভাগবত
(ঘ) গৌরাঙ্গবিজয়
উত্তর:- (খ) চৈতন্যচন্দ্রোদয়
Read More : সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 30 টি গুরুত্বপূর্ণ MCQ
১৮. ‘প্রবোধচন্দ্রোদয়’ নাটকটির রচয়িতা হলেন-
(ক) কৃষ্ণমিশ্র
(খ) কবি কর্ণপুর
(ঘ) শিবানন্দ
(ঘ) মুরারি গুপ্ত
উত্তর:- (ক) কৃষ্ণমিশ্র
১৯. ‘শ্রীচৈতন্যচরিতামৃত’ গ্রন্থটির রচয়িতা-
(ক) বৃন্দাবন দাস
(খ) কৃষ্ণদাস কবিরাজ
(গ) লোচনদাস
(ঘ) গোবিন্দদাস
উত্তর:- (খ) কৃষ্ণদাস কবিরাজ
২০. লোচনদাসের ‘চৈতন্যমঙ্গল’ কাব্যটি-
(ক) ৩টি খণ্ডে বিভক্ত
(খ) ৪টি খণ্ডে বিভক্ত
(গ) ২টি খণ্ডে বিভক্ত
(ঘ) ৬টি খণ্ডে বিভক্ত
উত্তর:- (খ) ৪টি খণ্ডে বিভক্ত
২১. চূড়ামণি দাসের ‘গৌরাঙ্গবিজয়’ গ্রন্থটি –
(ক) ‘ভুবনমঙ্গল’ নামে পরিচিত
(খ) ‘চৈতন্যমঙ্গল’ নামে পরিচিত
(গ) ‘চৈতন্যচন্দ্রোদয়’ নামে পরিচিত
(ঘ) ‘প্রবোধচন্দ্রোদয়’ নামে পরিচিত
উত্তর:- (ক) ‘ভুবনমঙ্গল’ নামে পরিচিত
২২. দৌলত কাজী কত খ্রিস্টাব্দে আবির্ভূত হন ?
(ক) যোড়শ শতাব্দীতে
(খ) সপ্তদশ শতাব্দীতে
(গ) অষ্টাদশ শতাব্দীতে
(ঘ) নবম শতাব্দীতে
উত্তর:- (খ) সপ্তদশ শতাব্দীতে
২৩. দৌলত কাজীর রচনার নাম কী ?
(ক) সয়ফুলমুলুক-বদিউজ্জমাল
(খ) লায়লা-মজনু
(গ) লোরচন্দ্রানী
(ঘ) মধুমালতী
উত্তর:-(গ) লোরচন্দ্রানী
২৪. ‘রসুলবিজয়’ কত শতাব্দীতে রচিত হয় ?
(ক) পঞ্চদশ
(খ) ষোড়শ
(গ) দ্বাদশ
(ঘ) একাদশ
উত্তর:- (ক) পঞ্চদশ
২৫. ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক –
(ক) মুহম্মদ কবির
(খ) সা বিরিদ খাঁ
(গ) দোনাগাজী
(ঘ) দৌলত উজির
উত্তর:- (ক) মুহম্মদ কবির
২৬.. হিন্দিতে রচিত ‘মৈনা কো সত্’ গ্রন্থের ভাবানুবাদ কোনটি ?
(ক) বিদ্যাসুন্দর
(খ) সতীময়না বা লোরচন্দ্রানী
(গ) রামায়ণ
(ঘ) মনসামঙ্গল
উত্তর:- (খ) সতীময়না বা লোরচন্দ্রানী
২৭. সতীময়না ক-টি ভাগে বিভক্ত ?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তর:- (ক) ২টি
২৮. সা বিরিদ খাঁ রচিত একটি গ্ৰন্থ হল –
(ক) লায়লা-মজনু
(খ) বিদ্যাসুন্দর
(গ) মধুমালতী
(ঘ) মৈনা কো সত্
উত্তর:- (খ) বিদ্যাসুন্দর
২৯. সৈয়দ আলাওল কোন্ শতকে জন্মগ্রহণ করেন ?
(ক) ষোড়শ শতকে
(খ) সপ্তদশ শতকে
(গ) দ্বাদশ শতকে
(ঘ) একাদশ শতকে
উত্তর:- (ক) ষোড়শ শতকে
৩০.’সয়ফুলমুলুক-বদিউজ্জমাল’-এর রচয়িতা –
(ক) দৌলত কাজী
(খ) সৈয়দ আলাওল
(গ) দোনাগাজী
(ঘ) সা বিরিদ খাঁ
উত্তর:- (খ) সৈয়দ আলাওল
৩১.”শ্রীকৃষ্ণকীর্তন’’ – এর শেষ খন্ডে কোন মাসের ঘটনা দিয়ে সমাপ্ত হয় ?
(ক) ফাল্গুন
(খ) চৈত্র
(গ) শ্রাবণ
(ঘ) ভাদ্র
উত্তর:- (খ) চৈত্র
বাংলা সাহিত্যের ইতিহাস সহ আর কোন কোন বিষয়ে Mock Test চাও তা আমাদের কমেন্টে জানাও। সমস্ত ক্লাস ভিডিও আকারে পেতে আমাদের YouTube চ্যানেলে যুক্ত থাকো।