প্রাইমারি টেট ২০২২ প্রস্তুতি। পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ 30 টি MCQ । Praimary TET
১. ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় ——- এককে ?
ক) বার
খ) ডবসন
গ) নট
ঘ) লুমেন
উত্তরঃ খ) ডবসন
২.গঙ্গা অ্যাকশন প্ল্যান বা GAP এর সূচনা হয় কত সালে?
ক) 1973
খ) 1986
গ) 1992
ঘ) 1996
উত্তরঃ খ) 1986
1985 সাল থেকে গঙ্গার দূষণ কমানোর প্রকল্প শুরু করা হয় তত্কালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উদ্যোগে। 1986 সালে শুরু হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান – 1 (গ্যাপ – 1) এর কাজ উত্তরপ্রদেশের 6টি শহর, বিহারের 4টি এবং পশ্চিমবঙ্গের 15টি শহরকে (মোট 25টি) এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল।
৩. কোন প্রাণীর রেচন অঙ্গ হল নেফ্রিডিয়া ?
ক) আরশোলা
খ) চিংড়ি
গ) শামুক
ঘ) কেঁচো
উত্তরঃ ঘ) কেঁচো
⏬ সম্পূর্ণ ভিডিও ক্লাস ⏬
৪. ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী ?
ক) মিথাইল আইসোসায়ানেট
খ) মিথাইল আইসোক্লোরেট
গ) মিথাইল আইসোসোয়ানাইড
ঘ) মিথাইল আইসোক্লোরাইড
উত্তরঃ- ক) মিথাইল আইসোসায়ানেট
১৯৮৪ সালের ৩রা ডিসেম্বর ভোরে একটি ট্যাংকে রক্ষিত MIC অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়ে এবং বাতাসের চেয়ে ভারী গ্যাস আকারে মাটি ঘেঁষে বের হয়ে আশেপাশের রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে। এতে তৎক্ষণাৎ হাজার হাজার ঘুমন্ত লোকের মৃত্যু ঘটে।
৫. নীচের কোনটি হল পশ্চিমবঙ্গের একটি এলিফ্যান্ট রিজার্ভ ?
ক) বক্সা
খ) সুন্দরবন
গ) ময়ূরঝর্ণা
ঘ) বেথুয়াডহরী
উত্তরঃ- গ) ময়ূরঝর্ণা
ময়ূরঝর্ণা- এটি পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় অবস্থিত।
৬. হার্বিসাইড কি কাজে ব্যবহৃত হয় ?
ক) ফলন বৃদ্ধিতে
খ) পতঙ্গ রোধ করতে
গ) রাসায়নিক সার হিসেবে
ঘ) আগাছা নাশক হিসেবে
উত্তরঃ ঘ) আগাছা নাশক হিসেবে
৭. ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়েছে –
ক) 1972 সালে
খ) 1970 সালে
গ) 1975 সালে
ঘ) 1977 সালে
উত্তরঃ ক) 1972 সালে
৮. রামসার সম্মেলন যে উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছিল –
ক) সুস্থায়ী উন্নয়ন
খ) জলাভূমি সংরক্ষণ
গ) ব্যাঘ্র সংরক্ষণ
ঘ) পক্ষী সংরক্ষণ
উত্তরঃ- খ) জলাভূমি সংরক্ষণ
রামসার কনভেনশন :
জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৭১ সালের ২রা ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে বিভিন্ন দেশসমূহ কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেন, যেটিরামসার কনভেনশন নামে পরিচিত। এককথায় বলা যায়, রামসার কনভেনশন হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস।
■ রামসার সাইটঃ
রামসার কনভেনশনের অধীনে তালিকাভুক্ত সমস্ত জলাভূমিকে রামসার সাইট বলা হয়ে থাকে।
ভারতের রামসার সাইট এর সংখ্যাঃ ৭৫টি।
সর্বাধিক সংখ্যক রামসার সাইট যুক্ত রাজ্য- তামিলনাড়ু – সংখ্যা -১৪ টি
দ্বিতীয় স্থানে রয়েছে – উত্তরপ্রদেশ সংখ্যা- ১০টি
পশ্চিমবঙ্গে আছে ২ টি – পূর্ব কলকাতা জলাভূমি, সুন্দরবন জলাভূমি
১৯৯২ সালের ২১ মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে।
৯. প্রতিবছর কোন তারিখে পালিত হয় বিশ্ব জলাভূমি দিবস ?
ক) ২ ফেব্রুয়ারি
খ) ২ ডিসেম্বর
গ) ২০ এপ্রিল
ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক) ২ ফেব্রুয়ারি
১০. প্রথম বসুন্ধরা সম্মেলন বা প্রথম Earth Summit সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
ক) 1987 সালে
খ) 2010 সালে
গ) 1992 সালে
ঘ) 2002 সালে
উত্তরঃ- 1992 সালে
United Nations Conference on Environment and Development (UNCED) বা জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন এর প্রথম সম্মেলন The Earth Summit 1992 বা বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত। 1889 সালের জাতিসংঘের সাধারণ পরিষদের 44 তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী 1992 সালের 3 থেকে 14 ই জুন ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে বিশ্বের 178 টি দেশ ও প্রায় 30 হাজারের বেশি মানুষ অংশ গ্রহন করেছিল।
১১. একটি বিলুপ্ত প্রাণী –
ক) ন্যাদোস
খ) ডোডো
গ) নীলগাই
ঘ) ব্লগাহরিণ
উত্তরঃ-খ) ডোডো
১২. নীচের কোন্ দূষকটি ভুমিক্ষয় ঘটায় ?
ক) গাছের কাঁটা
খ) গোবর
গ) প্লাস্টিক
ঘ) পুরনো কাগজ
উত্তরঃ গ) প্লাস্টিক
১৩. নীচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী ?
ক) মেলানিন
খ) ভিটামিন
গ) আল্ট্রা ভায়োলেট
ঘ) কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ গ) আল্ট্রা ভায়োলেট
১৪. বিশ্ব খাদ্য দিবস –
ক) 5 জুন
খ) 16 অক্টোবর
গ) 13 অক্টোবর
ঘ) 4 অক্টোবর
উত্তরঃ খ) 16 অক্টোবর
১৫. WCU – কার বর্তমান নাম ?
ক) WWF
খ) IUCN
গ) UNEP
ঘ) UNCED
উত্তরঃ- খ) IUCN
WCU – World Conversation Union
IUCN এর Full form- International union for conservation of nature
১৬. ভারতের সংরক্ষিত পক্ষী হল –
ক) মোনলে
খ) ডাব
গ) গ্রেড ইন্ডিয়ান বাস্টার্ড
ঘ) সারস
উত্তরঃ গ) গ্রেড ইন্ডিয়ান বাস্টার্ড
১৭. যে বই এ ক্ষতিকারক জীব প্রজাতিসমূহ লিপিবদ্ধ করা হয়েছে তাকে বলে –
ক) গ্রিন ডাটা বুক
খ) ব্ল্যাক ডাটা বুক
গ) রেড ডাটা বুক
ঘ) অরেঞ্জ ডাটা বুক
উত্তরঃ- খ) ব্ল্যাক ডাটা বুক
গ্রিন ডাটা বুক:- যে বইয়ে লুপ্তপ্রায় প্রজাতির প্রাণীকে কিভাবে বাচাঁনো যায় তার উল্লেখ রয়েছে তাকে গ্রীন ডাটা বুক বলে। রেড ডাটা বুক:- যে বইয়ে লুপ্তপ্রায় জীব প্রজাতির তালিকা রয়েছে তাকেই রেড ডাটা বুক বলে।
১৮.ভারতের কোন বায়োস্পিয়ার রিজার্ভ-টি সবচেয়ে বড়ো ?
ক) সুন্দরবন
খ) কচ্ছের রণ
খ) নীলগিরি
ঘ) মানস সরোবর
উত্তরঃ- খ) কচ্ছের রণ
১৯. ক্লোরোফিল হল একটি –
ক) পিগমেন্ট
খ) ডাই
গ) উভয়ই
ঘ) কোনোটিই নয়
উত্তরঃ-ক) পিগমেন্ট
২০.ভারতের সর্বাধিক ব্যবহৃত সার কোনটি ?
ক) অ্যামোনিয়াম সালফেট
খ) ইউরিয়া
গ) সুপার ফসফেট অফ লাইম
ঘ) গোবর
উত্তরঃ- খ) ইউরিয়া
২১. বায়ো ‘মেগাডাইভার্সিটি অঞ্চল’ কোনটি ?
ক) বিষুব অঞ্চলের কাছাকাছি অঞ্চল
খ) কুমেরু ও সুমেরু অঞ্চল
গ) মরু অঞ্চল
ঘ) নাতিশীতোষ্ণ অঞ্চল
উত্তরঃ ক) বিষুব অঞ্চলের কাছাকাছি অঞ্চল
২২. ‘Ecosystem’ কথাটি প্রথম ব্যবহার করেন –
ক) আর্নেস্ট হেকেল
খ) ডারউইন
গ) আর্নেস্ট জোনস
ঘ) হর গোবিন্দ খোরানা
উত্তরঃ ক) আর্নেস্ট হেকেল
২৩. কোন্ দূষণে B.O.D.- এর মাত্রা পরিবর্তিত হয় –
ক) বায়ূদূষণ
খ) জলদূষণ
গ) মাটিদূষণ
ঘ) পরিবেশদূষণ
উত্তরঃ- খ) জলদূষণ
BOD এর full from- Biochemical oxygen demand
COD এর full from- Chemical Oxygen Demand
■ BOD : জলাশয়ের জলে জলজ উদ্ভিদের পরিমাণ বেড়ে গেলে দ্রবীভূত অক্সিজেনের অভাব দেখা দেয়। এই অবস্থাকে BOD বা জৈবিক অক্সিজেন চাহিদা বলে।
■ COD : জলাশয়ের জলে রাসায়নিক পদার্থের পরিমাণ যেমন— (কলকারখানার বর্জ্য পদার্থ, প্লাস্টিক, ডিটারজেন্ট,কীটনাশক ইত্যাদি) অত্যধিক হারে বেড়ে গেলে দ্রবীভূত অক্সিজেনের অভাব দেখা দেয়। এই অবস্থাকে COD বা Chemical Oxygen Demand বলে।
২৪. প্রাণহীন জড় পদার্থ থেকে উৎপন্ন মানুষের চাহিদা ও সামাজিক লক্ষ্য মেটায় তাকে বলে –
ক) জৈব সম্পদ
খ) মিশ্র সম্পদ
গ) মানবিক সম্পদ
ঘ) অজৈব সম্পদ
উত্তরঃ- ঘ) অজৈব সম্পদ
২৫. সুন্দরবনকে বায়োস্পিয়ার রিজার্ভ নামে ঘোষণা করা হয় –
ক) ১৯৭১-৭২ সালে
খ) ১৯৭২-৭৩ সালে
গ) ১৯৭৩-৭৪ সালে
ঘ) কোনটিই নয়
উত্তরঃ- ঘ) কোনটিই নয়
সুন্দরবনকে বায়োস্পিয়ার রিজার্ভ নামে ঘোষণা করা হয় – ১৯৮৯ সালে
২৬. World Wild Life Fund কবে গঠিত হয় ?
ক) ১৯৬১ সালে
খ) ১৯৮০ সালে
গ) ১৯৬২ সালে
ঘ) কোনটিই নয়
উত্তরঃ- ক) ১৯৬১ সালে
২৭. জলে যারা স্বাধীনভাবে সাঁতার কাটতে পারে তাদের বলে –
ক) প্ল্যাংটন
খ) নেকটন
গ) বেনথস
ঘ) জুপ্ল্যাংকটন
উত্তরঃখ) নেকটন
প্ল্যাংটন:-জলে ভাসমান আনুবীক্ষণিক জীবেদের প্ল্যাঙ্কটন বলে, উদ্ভিদ প্ল্যাঙ্কটনকে ফাইটোপ্ল্যাংকটন (যেমন-ভলভক্স, ক্ল্যামাইডােমােনাস) এবং প্রাণী প্ল্যাঙ্কটনকে জুপ্ল্যাংকটন বলে (যেমন-ডাফনিয়া, সাইক্লপস) জলাশয়ের নীচের অংশে বসবাসকারী জীবকুলকে বেনথোস বলে।
২৮. ভারতবর্ষে সিংহের স্বাভাবিক বাসস্থান কোথায় ?
ক) সুন্দরবন
খ) সিমলিপাল
গ) গিরঅরণ্য
ঘ) কাজিরাঙা অভয়ারণ্য
উত্তরঃ:- গ) গিরঅরণ্য
গিরঅরণ্য – গুরজরাট রাজ্যে অবস্থিত
কাজিরাঙা অভয়ারণ্য :-একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত। অসমে রাজ্য অবস্থিত।বিশ্বের একশৃঙ্গ গণ্ডারের দুই-তৃতীয়াংশ এই জাতীয় অরণ্যে বাস করে।
সিমলিপাল:- উড়িষ্যা রাজ্যে অবস্থিত।
সুন্দরবন:-সুন্দরবন জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি জাতীয় উদ্যান, ব্যাঘ্র প্রকল্প ও বায়োস্পিয়ার রিজার্ভ।
ভারতের জাতীয় উদ্যান সংখ্যায় ১০৪টি।
ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো ১৯৩৫ সালে স্থাপিত হাইলে জাতীয় উদ্যান, যেটি পরে জিম করবেট জাতীয় উদ্যান নামে অভিহিত হয়।
২৯. দুইটি বাস্তুতান্ত্রিক জীব গোষ্ঠীর অন্তর্বর্তী স্থানকে কী বলে ?
ক) বায়োমাস
খ) ইকোটোন
গ) ইকোপ্লেস
ঘ) নেকটন
উত্তরঃ- খ) ইকোটোন
৩০. কত সালে ‘বায়ুদূষণ সম্পর্কিত আইন’ পাস হয় –
ক) ১৯৭৮ সালে
খ) ১৯৮১ সালে
গ) ১৯৭০ সালে
ঘ) কোনটিই নয়
উত্তরঃ খ) ১৯৮১ সালে