ভাষা উপভাষা MCQ | ভাষা ও উপভাষা | বাংলা ভাষার বৈচিত্র্য MCQ
ভাষা ও উপভাষা থেকে গুরুত্বপূর্ণ MCQ
১. ভাষার আঞ্চলিক রূপকে বলা হয়-
(ক) বিভাষা
(খ) উপভাষা
(গ) মান্য ভাষা
(ঘ) কথ্য ভাষা
উত্তরঃ- (খ) উপভাষা
২. কথ্য বাংলার উপভাষার সংখ্যা –
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
উত্তরঃ- (ঘ) পাঁচটি
৩. রাঢ়ি উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হল –
(ক) নদিয়া
(খ) কোচবিহার
(গ) বাঁকুড়া
(ঘ) যশোর
উত্তরঃ- (ক) নদিয়া
৪. বঙ্গালি উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হল –
(ক) বরিশাল
(খ) কাছাড়
(গ) হুগলি
(ঘ) চব্বিশ পরগনা
উত্তরঃ- (ক) বরিশাল
৫. মালদা ও দিনাজপুরে কোন্ উপভাষা প্রচলিত ?
(ক) বঙ্গালি
(খ) কামরূপী
(গ) রাঢ়ি
(ঘ) বরেন্দ্রী
উত্তরঃ- (ঘ) বরেন্দ্রী
৬. ঝাড়খণ্ডি উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হল –
(ক) ঢাকা
(খ) মানভূম
(গ) কোচবিহার
(ঘ) শ্রীহট্ট
উত্তরঃ- (খ) মানভূম
৭. কামরূপী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হল –
(ক) দক্ষিণবঙ্গে
(খ) উত্তরবঙ্গে
(গ) উত্তর-পূর্ব বঙ্গে
(ঘ) উত্তর-পশ্চিমবঙ্গে
উত্তরঃ- (গ) উত্তর-পূর্ব বঙ্গে
Read More : ভাষা ও উপভাষা || ভাষা ও উপভাষা সম্পর্কে ধারণা
৮. কামরূপী উপভাষার অন্য নামটি হল-
(ক) বিহারী
(খ) ভোজপুরি
(গ) পশতু
(ঘ) রাজবংশী
উত্তরঃ- (ঘ) রাজবংশী
৯. ‘ও’-কার > ‘অ’-কার রূপে উচ্চারিত হয় কোন্ উপভাষায় ?
(ক) রাঢ়ি
(খ) ঝাড়খণ্ডি
(গ) কামরূপী
(ঘ) বরেন্দ্রী
উত্তরঃ- (খ) ঝাড়খণ্ডি
১০. রাঢ়ী উপভাষার উচ্চারণ প্রবণতায় লক্ষ্য করা যায় –
(ক) অপিনিহিতির প্রাধান্য
(খ) অভিশ্রুতির প্রাধান্য
(গ) স্বরাগমের প্রাধান্য
(ঘ) সমীভবনের প্রাধান্য
উত্তরঃ- (খ) অভিশ্রুতির প্রাধান্য
১১. অপিনিহিতিজাত শব্দের ব্যবহার কোন্ উপভাষায় পরিলক্ষিত হয় ?
(ক) বঙ্গালি উপভাষায়
(খ) ঝাড়খন্ডি উপভাষায়
(গ) কামরূপী উপভাষায়
(ঘ) বরেন্দ্রী উপভাষায়
উত্তরঃ- ক) বঙ্গালি উপভাষায়
বাংলা ভাষার বৈচিত্র্য MCQ : –
১২. ‘সাধুভাষা’ শব্দটি ব্যবহার করেন –
(ক) রামমোহন রায়
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) রামরাম বসু
(ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তর:- (ক) রামমোহন রায়
১৩.ডায়ালেক্ট কনটিনিয়াম হল –
(ক) অনেক উপভাষার শৃঙ্খল
(খ) সামাজিক ভাষার শৃঙ্খল
(গ) বিভাষার শৃঙ্খল
(ঘ) ঐতিহাসিক ভাষার শৃঙ্খল
উত্তরঃ- ক) অনেক উপভাষার শৃঙ্খল
১৪. ‘স’, ‘শ’-এর স্থানে ‘হ’ উচ্চারিত হয় (শালা > হালা) কোন্ উপভাষায় ?
(ক) রাঢ়ি
(খ) বরেন্দ্রী
(গ) কামরূপী
(ঘ) বঙ্গালি
উত্তরঃ- (ঘ) বঙ্গালি
১৫. ‘ও’- কার ‘উ’- কার রূপে উচ্চারিত হয় (বোন > বুন) কোন্ উপভাষায় ?
(ক) ঝাড়খন্ডি উপভাষায়
(খ) বঙ্গালি উপভাষায়
(গ) কামরূপী উপভাষায়
(ঘ) রাঢ়ি উপভাষায়
উত্তরঃ- (গ) কামরূপী উপভাষায়
১৬. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্যে অন্যতম ভিত্তি হল-
(ক) বিশেষ্য ও ক্রিয়াপদ
(খ) ক্রিয়াপদ ও বিশেষণ
(গ) সর্বনাম ও ক্রিয়াপদ
(ঘ) সর্বনাম, অব্যয় ও ক্রিয়াপদ
উত্তরঃ- গ) সর্বনাম ও ক্রিয়াপদ
১৭. গৌণ কর্মে ‘কে’ এবং ‘ক’ বিভক্তির প্রয়োগ দেখা যায় কোন উপভাষায় ?
(ক) রাঢ়ি
(খ) বরেন্দ্রী
(গ) ঝাড়খণ্ডি
(ঘ) কামরূপী
উত্তরঃ- (খ) বরেন্দ্রী
১৮ . পশ্চিমবঙ্গের প্রধান উপভাষাটি হল –
(ক) বঙ্গালী
(খ) বরেন্দ্রী
(গ) রাঢ়ি
(ঘ) ঝাড়খন্ডি
উত্তরঃ- (গ) রাঢ়ি
১৯.অনুনাসিকতার প্রাধান্য লক্ষ্য করা যায় যে উপভাষায় তা হল-
(ক) কামরূপী
(খ) ঝাড়খন্ডি
(গ) বঙ্গালী
(ঘ) বরেন্দ্রী
উত্তরঃ- (খ) ঝাড়খন্ডি
যেমন:- আক > আঁক, আটা > আঁটা
২০. ‘ল’ ধ্বনি কখনো কখনো ‘ন’ ধ্বনি রূপে উচ্চারিত হয় কোন্ উপভাষায় ? (যেমন- লুচি > নুচি , লাল > নাল)
(ক) বঙ্গালী উপভাষায়
(খ) রাঢ়ী উপভাষায়
(গ) ঝাড়খন্ডি উপভাষায়
(ঘ) কামরূপী উপভাষায়
উত্তর:- (খ) রাঢ়ী উপভাষায়