Class X Bengali 1st Summative Evaluation 25 Important MCQ
১। তপন মামার বাড়িতে এসেছিল –
(ক) বেড়াতে
(খ) ছোটমাসির বিয়ে উপলক্ষে
(গ) পুজোর ছুটিতে
(ঘ) দিদিমার বিবাহ বার্ষিকীতে
Ans: (খ) ছোটমাসির বিয়ে উপলক্ষে
২। ‘হায় ছায়াবৃতা ! ’ — ‘ছায়াবৃতা’ বলতে বোঝানো হয়েছে –
(ক) আফ্রিকা মহাদেশকে
(খ) ইউরোপকে
(গ) ভারতবর্ষকে
(ঘ) সমুদ্রকে
Ans: (ক) আফ্রিকা মহাদেশকে
৩। শ্রীপান্থের প্রকৃত নাম হল–
(ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(খ) অনিন্দ্য দাস
(গ) নিখিল আদিত্য
(ঘ) নিখিল সরকার
Ans: (ঘ) নিখিল সরকার
৪। ‘বিভক্তি’ কথাটির অর্থ —
(ক) যে করে
(খ) যা পরে বসে
(গ) সংক্ষেপ
(ঘ) ভাগ বা বিভাজন
Ans: (ঘ) ভাগ বা বিভাজন
৫। “ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।” – কথাটি ছিল –
(ক) গল্প লেখার কথা
(খ) কারেকশনের কথা
(গ) গল্প ছাপানোর কথা
(ঘ) তপনের দুঃখের কথা
Ans: (খ) কারেকশনের কথা
৬। ‘দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে’—উদ্ধৃতাংশে ‘মানহারা মানবী’ বলতে বোঝানো হয়েছে –
(ক) আফ্রিকা মহাদেশকে
(খ) বসুধাকে
(গ) ভারতবর্ষকে
(ঘ) পশ্চিম দুনিয়াকে
Ans: (ক) আফ্রিকা মহাদেশকে
৭। শ্রীপান্থের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল–
(ক) সোয়ান
(খ) শেফার্ড
(গ) জাপানি পাইলট
(ঘ) পার্কার
Ans: (গ) জাপানি পাইলট
৮। অনুসর্গের অপর নাম –
(ক) বিশেষণ
(খ) কারক
(গ) কর্মপ্রবচনীয়
(ঘ) বিভক্তি
Ans: (গ) কর্মপ্রবচনীয়
৯। “সূচিপত্রেও নাম রয়েছে”— নামটি হল —
(ক) প্রথম দিনের গল্প
(খ) তপনের গল্প
(গ) জ্ঞানচক্ষু
(ঘ) প্রথম দিন
Ans: (ঘ) প্রথম দিন
১০। “তারপর যুদ্ধ এল” – কার মতো ?
(ক) পাহাড়ের আগুনের মতো
(খ) রক্তের সমুদ্রের মতো
(গ) আগ্নেয় পাহাড়ের মতো
(ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো
Ans: (ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো
১১। “প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস” – ‘প্রদোষকাল’ হল –
(ক) ভোর
(খ) দুপুর
(গ) সন্ধ্যা
(ঘ) রাত
Ans: (গ) সন্ধ্যা
১২। “অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন”– কে ?
(ক) অন্নদাশঙ্কর রায়
(খ) সত্যজিৎ রায়
(গ) সুবোধ ঘোষ
(ঘ) রাজশেখর বসু
Ans: (ক) অন্নদাশঙ্কর রায়
১৩। “আমি ভাইকে সাইকেল দিলাম”— এখানে ‘ভাইকে’ ও ‘সাইকেল’ পদ দুটি কোন কারক ?
(ক) মুখ্যকর্ম ও গৌণকর্ম
(খ) গৌণকর্ম ও মুখ্যকর্ম
(গ) দুটিই মুখ্যকর্ম
(ঘ) দুটিই গৌণকর্ম
Ans: (খ) গৌণকর্ম ও মুখ্যকর্ম
১৪। “পদ্মার ঢেউয়ে নৌকা টলমল করে” – “ঢেউয়ে “ পদটি কোন কারক ?
(ক) অপাদান কারক
(খ) কর্ম কারক
(গ) করণ কারক
(ঘ) অধিকরণ কারক
Ans: (গ) করণ কারক
১৫। “পাখির ডাক শোনা যাচ্ছে”— ‘পাখির” পদটি কী জাতীয় পদ ?
(ক) সম্বোধন পদ
(খ) সম্বন্ধ পদ
(গ) অব্যয় পদ
(ঘ) ক্রিয়া পদ
Ans: (খ) সম্বন্ধ পদ
১৬। রত্নের মূল্য জহুরির কাছেই’ — এখানে রত্ন ও জহুরি হলো—
(ক) গল্প ও ছোটোমেসো
(খ) তপন ও ছোটোমাসি
(গ) তপন ও সন্ধ্যাতারার সম্পাদক
(ঘ) তপন ও মেজকাকু
Ans: (ক) গল্প ও ছোটোমেসো
১৭। “নেমে এলো তার মাথার ওপর ” — কী নেমে এলো ?
(ক) মেঘ
(খ) বছর
(গ) মাস
(ঘ) দিন
Ans: খ) বছর
১৮। “পায়ে পায়ে হিমানীর বাঁধ” — ‘হিমানী “— শব্দের আক্ষরিক অর্থ কী ?
(ক) জল
(খ) আগুন
(গ) তুষার
(ঘ) পর্বত
Ans: (গ) তুষার
১৯। ‘কবির সংগীতে বেজে উঠেছিল “— কী বেজে উঠেছিল ?
(ক) সংগীতের মূর্ছনা
(খ) সুন্দরের আরাধনা
(গ) সুরের ঝংকার
(ঘ) রাগরাগিণী
Ans: (খ) সুন্দরের আরাধনা
২০। ” যার পোশাকি নাম স্টাইলাস “— কার পোশাকি নাম ?
(ক) কুইল
(খ) নল -খাগড়া
(গ) খাগের কলম
(ঘ) ব্রোঞ্জের শলাকা
Ans: (ঘ) ব্রোঞ্জের শলাকা
২১। ছোটোমাসি তপনের থেকে বয়সে —
(ক) ছয় বছরের বড়ো
(খ) বছর তিনেকের বড়ো
(গ) বছর আষ্টেকের বড়ো
(ঘ) বছর দশেকের বড়ো
Ans: (গ) বছর আষ্টেকের বড়ো
২২। ‘ ওহে মাঝি, আমাকে পার করো। ‘ —- এখানে ‘ ওহে মাঝি’ পদটি —
(ক) সম্বোধন পদ
(খ) কর্তৃকারক
(গ) সম্বন্ধপদ
(ঘ) নিমিত্ত কারক
Ans: (ক) সম্বোধন পদ
২৩। ‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি’ — বাক্যটির অর্থ কী ?
(ক) ঢিলেঢালা থাকা
(খ) দৃঢ় বন্ধনে থাকা
(গ) বন্ধন মুক্ত থাকা
(ঘ) ছাড়াছাড়া থাকা
Ans: (খ) দৃঢ় বন্ধনে থাকা
২৪। ‘তাহা পন্ডিতে বলিতে পারে না।’ এখানে ‘পন্ডিতে’ কোন কারক ও বিভক্তির উদাহরণ –
(ক) কর্মকারকে এ বিভক্তি
(খ) অপাদান কারকে তে বিভক্তি
(গ) কর্তৃকারকে এ বিভক্তি
(ঘ) কর্তৃকারকে তে বিভক্তি
Ans: (গ) কর্তৃকারকে এ বিভক্তি
২৫। ‘ছেলেটা প্রায়ই স্কুল পালায়। — এখানে ‘স্কুল’ কোন কারক ও বিভক্তির উদাহরণ –
(ক) অধিকরণ কারকে ‘শূন্য’ বিভক্তি
(খ) করণ কারকে ‘শূন্য’ বিভক্তি
(গ) অপাদান কারকে ‘শূন্য’ বিভক্তি
(ঘ) কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি
Ans: (গ) অপাদান কারকে ‘শূন্য’ বিভক্তি