অদল বদল গল্প থেকে বাছাই করা MCQ । মাধ্যমিক বাংলা 2025
অদল বদল গল্প থেকে বাছাই করা MCQ
মাধ্যমিক বাংলা 2025
ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১. ‘অদল বদল’ শব্দের অর্থ কী ?
(ক) সদলবলে
(খ) দল-মাদল-কামান
(গ) দলাদলি করা
(ঘ) বিনিময়
উত্তরঃ- (ঘ) বিনিময়
২. ‘অদল বদল’ গল্পের লেখকের নাম হল
(ক) পান্নালাল ভট্টাচার্য
(খ) পান্নালাল সরখেল
(গ) পান্নালাল প্যাটেল
(ঘ) পান্নালাল যোশী
উত্তরঃ- (গ) পান্নালাল প্যাটেল
৩. হোলির দিন ছেলেরা কোথায় খেলছিল ?
(ক) নিম গাছের তলায়
(খ) মাঠে
(গ) গলির মধ্যে
(ঘ) অমৃতদের উঠোনে
উত্তরঃ-(ক) নিম গাছের তলায়
৪. ছেলেরা কী খেলা করছিল ?
(ক) বল খেলা করছিল
(খ) ক্রিকেট খেলা করছিল
(গ) কাবাডি খেলছিল
(ঘ) ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল
উত্তরঃ-(ঘ) ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল
৫. নীচের বিবরণের কোনটি ঠিক নয় ?
(ক) অমৃত ও ইসাব দৌড়োতে দৌড়োতে খেলতে এল
(খ) অমৃত ও ইসাব হাত ধরাধরি করে ওদের কাছে এল
(গ) অমৃত ও ইসাব দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা ছিল
(ঘ) অমৃত ও ইসাবদের বাড়ি দুটো পরস্পর মুখোমুখি ছিল
উত্তরঃ-(ক) অমৃত ও ইসাব দৌড়োতে দৌড়োতে খেলতে এল
৬. নীচের বিবরণের কোনটি ঠিক ?
(ক) অমৃতের বাবা দিনমজুর
(খ) ইসাবের বাবা চাষি
(গ) অমৃত ও ইসাবের বাবা উভয়েই অবস্থাপন্ন
(ঘ) ইসাবের অনেক ভাইবোন আছে
উত্তরঃ-(খ) ইসাবের বাবা চাষি
৭. অমৃত ও ইসাবকে নতুন জামা পরে আসতে দেখে অব ছেলেরা তাদের কী বলেছিল ?
(ক) জামা দুটো খুলে তাদের একবার পরতে দিয়ে বলেছিল
(খ) জামা দুটো পরস্পর পালটা-পালটি করে পরার বলেছিল
(গ) জামা দুটো বাড়িতে খুলে রেখে আসতে বলেছিল
(ঘ) দুজনকে পরস্পরের সঙ্গে কুস্তি করতে বলেছিল
উত্তরঃ-(ঘ) দুজনকে পরস্পরের সঙ্গে কুস্তি করতে বলেছিল
৮. অমৃতর মা অমৃতকে কখন ঠ্যাঙাবে বলেছিলেন।
(ক) সময় মতো খেলা থেকে ফিরে না আসতে পারদে
(খ) নতুন জামা ময়লা করলে বা ছিঁড়ে ফেললে।
(গ) ইসাবের সঙ্গ্যে বেশি মেশামিশি করলে
(ঘ) পুনরায় নতুন জামার জন্য বায়না ধরলে
উত্তরঃ-(খ) নতুন জামা ময়লা করলে বা ছিঁড়ে ফেললে
৯. মার কাছে অমৃত কী ফতোয়া জারি করেছিল।
(ক) ইসাবের মতো জামা না পেলে সে খেলতে যাবে না
(খ) ইসাবের মতো জামা না পেলে সে পড়তে বসবেন
(গ) ইসাবের মতো জামা না পেলে সে স্কুলে যাবে না
(ঘ) ইসাবের মতো জামা না পেলে সে কিছু খাবে না
উত্তরঃ-(গ) ইসাবের মতো জামা না পেলে সে স্কুলে যাবে না
১০. অমৃতর মার কথা মতো ইসাবকে তার বাবা নতুন জাম কিনে দিয়েছিল, কারণ ইসাবের আগের জমাটা ছিঁড়ে গিয়েছিল?
(ক) কুস্তি লড়তে গিয়ে
(খ) বাবর কাছে মার খেতে গিয়ে
(গ) খেতে কাজ করতে গিয়ে
(ঘ) গাছে চড়তে গিয়ে
উত্তরঃ-(গ) খেতে কাজ করতে গিয়ে
১১. নতুন জামা না দেওয়ার জন্য অমৃতর মা অমৃতকে কী অজুহাত দেখিয়েছিলেন।
(ক) পরে নতুন জমা দেবেন
(খ) নতুন জামা না নিলে তাকে ভালো জিনিস খেতে দেবেন
(গ) নতুন জামা নিলে তাকে বন্ধুদের সঙ্গে খেলতে দেওয়া হবে না
(ঘ) নতুন জামা নিলে তাকে ইসাবের মতোই মার খেতে হবে
উত্তরঃ-(ঘ) নতুন জামা নিলে তাকে ইসাবের মতোই মার খেতে হবে
১২. অমৃত কীভাবে তার মাকে তার জন্য জামা কিনতে বাধ্য করেছিল ?
(ক) অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল
(খ) অমৃত খাওয়া ছেড়ে দিয়েছিল
(গ) অমৃত রাতে বাড়ি ফেরা ছেড়ে দিয়েছিল
(ঘ) উপরের তিনটি কাজই করেছিল
উত্তরঃ-(ঘ) উপরের তিনটি কাজই করেছিল
১৩. অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন কোনায় লুকিয়েছিল ?
(ক) এক বন্ধুর বাড়িতে
(খ) ইসাবদের বাড়িতে
(গ) ইসাবদের গোয়ালঘরে
(ঘ) কালিয়াদের বাড়িতে
উত্তরঃ-(গ) ইসাবদের গোয়ালঘরে
১৪. অমৃত ইসাবের সঙ্গে কুস্তি করতে রাজি ছিল না কী কারণে ?
(ক) ইসাবের সঙ্গে কুস্তিতে হেরে যাবে বলে
(খ) জামা নোংরা হতে পারে বা ছিঁড়ে যেতে পারে এই আশঙ্কায়
(গ) কুস্তি করা অমৃতর বাবা পছন্দ করত না বলে
(ঘ) কুস্তি করা অমৃতর মা পছন্দ করত না বলে
উত্তরঃ-(খ) জামা নোংরা হতে পারে বা ছিঁড়ে যেতে পারে এই আশঙ্কায়
১৫. অমৃতকে কে কুস্তি লড়ার জন্য আহ্বান করল ?
(ক) ইসার
(খ) কালিয়া
(গ) অমৃত ও ইসাবের এক প্রতিবেশী
(ঘ) কেউই নয়
উত্তরঃ-(খ) কালিয়া
১৬. ‘অমৃতের নজয়ে এল যে ইসাবের জামার পকেট ও_পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে।” শূন্যস্থান পুরণ করো।
(ক) ছ-ইঞ্চি
(খ) চার ইঞ্চি
(গ) তিন ইঞ্চি
(ঘ) দু-ইঞ্চি
উত্তরঃ-(ক) ছ-ইঞ্চি
১৭. ‘অমৃত জামার বোতাম খুলতে লাগল।” কী কারণে অমৃত জামার বোতাম খুলতে লাগল।
(ক) নতুন জামা যাতে নোংরা না হয় তার জন্য
(খ) নতুন জামা ছিঁড়ে যেতে পারে এই আশঙ্কায়
(গ) ইসাবের সঙ্গে জামা পালটা-পালটি করার জন্য
(ঘ) মা তাকে নতুন জামা খুলে রাখবে বলেছিলেন বলে
উত্তরঃ-(গ) ইসাবের সঙ্গে জামা পালটা- পালটি করার জন্য
১৮. ইসাবের বাবা ইসাবকে জামা কিনে দিতে টাকা ধার করেছিলেন –
(ক) অমৃতের মায়ের কাছ থেকে
(খ) গ্রাম-প্রধানের কাছ থেকে
(গ) সুদখোরের কাছ থেকে
(ঘ) সমিতি থেকে
উত্তরঃ-(গ) সুদখোরের কাছ থেকে
১৯. অমৃত কার ভরসায় ইসাবের সঙ্গে নতুন জামা পালটা-পালটি করতে পারল।
(ক) মায়ের ভরসায়
(খ) বাবার ভরসায়
(গ) ইসাবের ভরসায়
(ঘ) ভাইদের
উত্তরঃ-(ক) মায়ের ভরসায়
২০. নতুন জামা ছিঁড়ে গিয়েছে দেখে অমৃতোর মা কী করলেন।
(ক) অমৃতকে শাস্তি দিলেন
(খ) অমৃতকে ক্ষমা করে দিলেন।
(গ) নতুন জামা ছেঁড়ার জন্য ইসাবকে দোষ দিলেন
(ঘ) নতুন জামা ছেঁড়ার জন্য কালিয়াকে বকাবকি করলেন
উত্তরঃ-(খ) অমৃতকে ক্ষমা করে দিলেন
২১. নতুন জামা ছিঁড়ে যাওয়ার কারণ হিসেবে অমৃতের মা ভেবেছিলেন –
(ক) কালিয়ার সঙ্গে কুস্তি করা
(খ) হোলির দিনের বস্তাধস্তি
(গ) ইসাবের সঙ্গে খেলা
(খ) মাটিতে বাঙের মত পড়ে যাওয়া
উত্তরঃ-(খ) হোলির দিনের ধস্তাধস্তি
২২. “দুজনেরই ভয় কেটে গেল,”ভয় কেটে যাওয়ায় তারা কী করেছিল।
(ক) রং খেলতে চলে যায়
(খ) হোলির বাজি আর বুড়ির ঘর পোড়ানো দেখতে যায়।
(গ) গ্রাম-প্রধানের বাড়ি মিষ্টিমুখ করতে যায়।
(খ) গ্রামের নদীতে গায়ের রং তুলতে চলে যায়।
উত্তরঃ-(খ) হোলির বাজি আর বুড়ির ঘর পোড়ানো দেখতে যায়
২৩. কে প্রথম অমৃত ও ইসাবের মধ্যে জামা অদল-বদল করা দেখেছিল।
(ক) ইসাবের বাবা
(খ) অমৃতর মা
(গ) কালিয়া
(ঘ) একটি ছেলে
উত্তরঃ-(ঘ) একটি ছেলে
২৪. পাড়ার ছেলেরা অমৃত-ইসাবকে ‘অদল-বদল’ বলে রাগাচ্ছিল কারণ
(ক) গ্রাম-প্রধান অমৃতকে ‘অদল’ আর ইসাবকে ‘বদল’ বলে ডাকতে নির্দেশ দিয়েছিলেন
(খ) ওরা অমৃত ইসাবের জামা অদল-বদলের ঘটনা জেনে ফেলেছিল
(গ) অমৃত ইসাবের মত জামা তৈরি করেছিল
(ঘ) অমৃত আর ইসাব তাদের বইয়ের ব্যাগ পালটে ফেলেছিল
উত্তরঃ-(খ) ওরা অমৃত-ইসাবের জামা অদল- বদলের ঘটনা জেনে ফেলেছিল
২৫. জমা অদল-বদল করার পর অমৃত ও ইসাব ভয়ে ছুটে পালাল কেন ?
(ক) অমৃতর মা তাদের বকবে এই অশঙ্কায়
(খ) ইসাবের বাবা তাদের বকতে পারে এই আশঙ্কায়
(গ) অমৃতর বাবা তাদের বকতে পারে এই আশঙ্কায়
(ঘ) ছেলেদের চ্যাঁচামেচির কারণে জানা অদল-বদলের
কথা উভয়ের বাবা জেনে ফেলবে এই আশঙ্কায়
উত্তরঃ-(ঘ) ছেলেদের চ্যাঁচামেচির কারণে জামা অদল-বদলের কথা উভয়ের বাবা জেনে ফেলবে এই আশঙ্কায়
২৬. বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিল-
(ক) অমৃতর বাবা
(খ) গ্রাম-প্রধান
(গ) ইসাবের বাবা
(ঘ) সুদখোর মহাজন
উত্তরঃ-(গ) ইসাবের বাবা
২৭. ইসাবের বাবা অমৃতকে বুকে জড়িয়ে ধরলেন কেন ?
(ক) খেলার সময় অমৃত ইসাবের জন। অন্য ছেলেদের সঙ্গে লড়াই করেছে বলে
(খ) ইসাবকে তার নতুন জামা দেওয়ার জন্য
(গ) অমৃত দেখতে খুব সুন্দর ছিল বলে
(ঘ) অমৃত ও ইসাবের মধ্যে বন্ধুত্বের গভীরতা দেখে
উত্তরঃ-(ঘ) অমৃত ও ইসাবের মধ্যে বন্ধুত্বের গভীরতা দেখে
২৮. অমৃতর বয়স ছিল
(ক) সাত
(ক) আট
(গ) নয়
(ঘ) দশ
উত্তরঃ-(ঘ) দশ
২৯. ইসাবের বাবা জাতিতে ছিলেন
(ক) পাঠান
(খ) মোগল
(গ) জাঠ
(ঘ) শিখ
উত্তরঃ-(ক) পাঠান
৩০. “পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়াল।” পাঠানের কোন্ গল্প শোনার জন্য পাড়াপড়শি ঘিরে দাঁড়াল?
(ক) ছেলেদের খেলাধুলার গল্প
(খ) রূপকথার গল্প
(গ) অমৃত ও ইসাবের জামা অদল-বদলের গল্প
(ঘ) গ্রামের পুরোনো দিনের গল্প
উত্তরঃ-(গ) অমৃত ও ইসাবের জামা অদল- বদলের গল্প
৩১. “গল্প শুনে তাঁদের বুক ভরে গেল”- যে গল্পের কথা বলা হয়েছে
(ক) অমৃতর জামা আদায় করার গল্প
(খ) অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালবাসার গল্প
(গ) কালিয়ার সঙ্গে ইসাবের কুস্তির গল্প
(ঘ) মায়ের প্রতি অমৃতর আস্থার গল্প
উত্তরঃ-(খ) অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প
৩২. “ইতিমধ্যে ছেলের দল দেখে ফিরছিল ছেলের দল কী দেখে ফিরছিল ?
(ক) গ্রামের মেলা
(খ) বাজি ও বুড়ির বাড়ি পোড়ানো
(গ) গ্রামের অন্য ছেলেদের খেলা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ-(খ) বাজি ও বুড়ির বাড়ি পোড়ানো
৩৩. অমৃত ও ইসাবদের গ্রাম-প্রধান কী ঘোষণা করলেন।
(ক) অমৃত ও ইসাবকে বিশেষ পুরস্কার দেওয়ার কথা
(খ) অমৃত ও ইসাবকে ‘গ্রামের গৌরব’ বলার কথা
(গ) অমৃতকে ‘অদল’ ও ইসাবকে ‘বদল’ বলে ডাকার কথা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ-(গ) অমৃতকে ‘অদল’ ও ইসাবকে ‘বদল’ বলে ডাকার কথা
৩৪. গ্রাম পেরিয়ে আকাস বাতাস মুখরিত হয়ে উঠেছিল যে আওয়াজে
(ক) অমৃত-ইসাব অদল-অদল, বদল-বদল
(খ) ইসাব-অমৃত অদল-বদল, অদল-বদল
(গ) অমৃত-ইসাব অদল-বদল, অদল-বদল
(ঘ) অমৃত-ইসাব বদল-অদল, বদল-অদল
উত্তরঃ-(গ) অমৃত-ইসাব অদল-বদল, অদল- বদল
Follow Us on YouTube : –
