Bengali Subjectউচ্চমাধ্যমিক বাংলা

আদরিনী গল্প MCQ প্রশ্ন উত্তর । প্রভাত কুমার মুখোপাধ্যায় ।উচ্চমাধ্যমিক বাংলা 3rd Semester

আদরিনী গল্পের MCQ

প্রশ্ন 1. ‘আদরিনী’ গল্পের উৎস হল –

a) গীতাঞ্জলি
b) পুষ্পাঞ্জলি
c) গল্পাঞ্জলি
d) শ্রদ্ধাঞ্জলি

Ans: c) গল্পাঞ্জলি

প্রশ্ন 2. ‘আদরিনী’ গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

a) সাহিত্য
b) বঙ্গদর্শন
c) হিতবাদী
d) দেশ

Ans: a) সাহিত্য পত্রিকায়

প্রশ্ন 3. ‘আদরিনী’ গল্পে মোট পরিচ্ছেদ কয়টি ?

a) পাঁচটি
b) ছয়টি
c) আটটি
d) সাতটি

Ans: d) সাতটি

প্রশ্ন 4. ‘আদরিনী’ গল্পে উল্লিখিত যে কাজের জন্য হস্তী ভাড়া দেওয়া হবে –

a) বিবাহের শোভাযাত্রার জন্য
b) ব্যবসা করার জন্য
c) সার্কাসের জন্য
d) জঙ্গল সাফারির জন্য

Ans: a) বিবাহের শোভাযাত্রার জন্য

প্রশ্ন 5. জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি কোন্ পরীক্ষায় ফেল করেছিল ?

a) ম্যাট্রিক
b) বিএ
c) এমএ
d) আই এ

Ans: b) বিএ

প্রশ্ন 6. জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রীর নাম –

a) ভবানী
b) কল্যাণী
c) রাধিকা
d) নমিতা

Ans: b) কল্যাণী

প্রশ্ন 7. হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের আয় হত –

a) ৫-১০ টাকা
b) ১৫-২০ টাকা
c) ১০-১৫ টাকা
d) ৩০-৪০ টাকা

Ans: b) ১৫-২০ টাকা

প্রশ্ন 8. হাতির ভাড়া রোজ কত টাকা ধার্য করা হয়েছিল ?

a) ৬ টাকা
b) ৫ টাকা
c) ৩ টাকা
d) ১ টাকা

Ans: c) ৩ টাকা

প্রশ্ন 9. ‘‘বামুনহাটে মেলা হয় ’’- কোন সময়ে ?

a) চৈত্র সংক্রান্তিতে
b) পয়লা বৈশাখে
c) শ্রাবণ সংক্রান্তিতে
d) মকর সংক্রান্তিতে

Ans: a) চৈত্র সংক্রান্তিতে

প্রশ্ন 10. কল্যাণীর বিবাহের গয়না তৈরির টাকা আসবে-

a) হস্তী ভাড়ার টাকা থেকে
b) হস্তী বিক্রয়ের টাকা থেকে
c) কোম্পানির কাছে ঋণ নিয়ে
d) জয়রামের সঞ্চিত অর্থ থেকে

Ans: b) হস্তী বিক্রয়ের টাকা থেকে

প্রশ্ন 11. আদরিণী পীড়িত হয়ে কোথায় শুয়ে পড়েছিল ?

a) রাস্তার পাশের একটা লিচুবাগানে
b) রাস্তার পাশের একটা পেঁপেবাগানে
c) রাস্তার পাশের একটা আমবাগানে
d) পথের ধারে বাবলা গাছের ছায়ায়

Ans: c) রাস্তার পাশের একটা আমবাগানে

প্রশ্ন 12. হস্তী ভাড়ার বিজ্ঞাপন ‘আদরিণী’ গল্পের কোন্ পরিচ্ছেদে আছে ?

a) প্রথম
b) তৃতীয়
c) পঞ্চম
d) সপ্তম

Ans: c) পঞ্চম পরিচ্ছেদে

প্রশ্ন 13. আদরিণী বামুনহাটের মেলা থেকে ঘরে ফিরে এল । কারণ –

a) আদরিণী পাগলামি করছিল
b) মোক্তার সাহেব হাতিটিকে ফিরিয়ে আনার আদেশ দিয়েছিলেন
c) উপযুক্ত মূল্য দেওয়ার খদ্দেরের অভাবে আদরিণী মেলায় বিক্রি হয়নি
d) জয়রাম আদরিনীকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন

Ans: c) উপযুক্ত মূল্য দেওয়ার খদ্দেরের অভাবে আদরিণী মেলায় বিক্রি হয়নি

প্রশ্ন 14. আদরিণীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় আর কতদিন জীবিত ছিলেন ?

a) দুই মাস
b) তিন মাস
c) চার মাস
d) পাঁচ মাস

Ans: a) দুই মাস

প্রশ্ন 15. জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত ?

a) ৯০ বছর
b) ৮০ বছর
c) ৭০ বছর
d) ৬০ বছর

Ans: d) ৬০ বছর

প্রশ্ন 16. জয়রাম মোক্তারের মোট পুত্রের সংখ্যা কত ?

a) ২ টি
b) ৩টি
c) ৪টি
d) ৫টি

Ans: b) ৩টি

প্রশ্ন 17. “ও বাড়ীতে যে আর ফিরে আসবে না, তা জানতে পেরেছে।” – আদরিণী এ কথা জানতে পেরেছে কারণ তারা –

a) পশু
b) শান্ত
c) অন্তর্যামী
d) অবলা

Ans: c) অন্তর্যামী

প্রশ্ন 18. বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন্ মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল?

a) রসুলগঞ্জের মেলায়
b) মীরপুরের মেলায়
c) সাহেবগঞ্জের মেলায়
d) রাসমেলায়

Ans: a) রসুলগঞ্জের মেলায়

প্রশ্ন 19. জয়রাম মোক্তারের আদরিণীর কাছে যাওয়ার জন্য কীসের বন্দোবস্ত করা হল ?

a) মোষের গাড়ির
b) ঘোড়ার গাড়ির
c) চৌপালার
d) গোরুর গাড়ির

Ans: b) ঘোড়ার গাড়ির

প্রশ্ন 20. রসুলগঞ্জের মেলায় রওনা হওয়ার পরদিন বিকালে জয়রাম মুখোপাধ্যায়ের হাতে একখানি পত্র এনে দিয়েছিলেন একজন –

a) চাষীলোক
b) সবজি বিক্রেতা
c) দোকানদার
d) চাকর

Ans: a) চাষীলোক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X