বিশ্বের ভাষা ও পরিবার MCQ || একাদশ শ্রেণি বাংলা 1st Semester
বিশ্বের ভাষা ও পরিবার MCQ
১. ভাষাবিজ্ঞানীদের মতে, পৃথিবীতে কত সংখ্যক ভাষার মধ্যে বৈচিত্র্য রয়েছে ?
(ক) তিন হাজার
(খ) পাঁচ হাজার
(গ) ছয় হাজার
(ঘ) আট হাজার
উত্তরঃ-(ক) তিন হাজার
২. ভাষাবিজ্ঞানীদের মতে পৃথিবীর বেশিরভাগ ভাষা ব্যবহারকারীর সংখ্যা হল –
(ক) দশ লক্ষ
(খ) দশ লক্ষ থেকে কয়েকশোর মধ্যে
(গ) দশ লক্ষ থেকে কয়েকশো বেশি
(ঘ) বারো লক্ষ
উত্তরঃ-(খ) দশ লক্ষ থেকে কয়েকশোর মধ্যে
৩.সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় ভাষার সাদৃশ্য আছে, এ কথা বলেছেন –
(ক) শুলৎস ও ক্যারদ্যুও
(খ) উইলিয়াম জোন্স
(গ) ওটো ইয়েসপারসন
(ঘ) জামেনহফ
উত্তরঃ-ক) শুলৎস ও ক্যারদ্যুও
শুলৎস জার্মান দেশের ভাষাবিদ ছিলেন। ক্যারদ্যুও ছিলেন ফরাসি ভাষাবিদ।
৪.১৭৮৬ সালে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনের বক্তৃতায় কে সংস্কৃত গ্রীক ল্যাটিন ও জার্মানিক গোষ্ঠীর ভাষা গুলির মধ্যে গভীর মিলের কথা বলেন ?
(ক) শুলৎস
(খ) ক্যারদ্যুও
(গ) জামেনহফ
(ঘ) উইলিয়াম জোন্স
উত্তরঃ- ঘ) উইলিয়াম জোন্স
৫. পৃথিবীর সমস্ত ভাষাকে মোট ক-টি বিশেষ পদ্ধতিতে বর্গীকরণ করা হয়েছে ?
(ক) পাঁচটি
(খ) ছ-টি
(গ) সাতটি
(ঘ) দশটি
উত্তর:- (খ) ছ-টি
৬.বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা, কর্ম ইত্যাদি নিরূপণ করা হয় যে ধরনের ভাষায় তা হল –
(ক) আফ্রিকান ভাষায়
(খ) জার্মান ভাষাগোষ্ঠীর ভাষায়
(গ) চিনা ভাষাগোষ্ঠীর ভাষায়
(ঘ) ইরানীয় ভাষাগোষ্ঠীর ভাষায়
উত্তরঃ-গ) চিনা ভাষাগোষ্ঠীর ভাষায়
৭.চিনা ভাষা গোষ্ঠীর ভাষা ও ভারতীয় ভোট চিনা ভাষা কোন শ্রেণীবিভাগের অন্তর্ভুক্ত ?
(ক) মুক্তান্বয়ী
(খ) অত্যন্বয়ী
(গ) অনন্বয়ী বা অসমবায়ী
(ঘ) সমন্বয়ী
উত্তর:-(গ) অনন্বয়ী বা অসমবায়ী
৮. বাক্যের মধ্যে পদ গঠিত হয় বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে এবং শব্দের উপাদানগুলিকে আলাদা করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে যে ভাষায়, তাকে বলে –
(ক) অনন্বয়ী বর্গ
(খ) অত্যন্বয়ী বর্গ
(গ) সমন্বয়ী বর্গ
(ঘ) মুক্তান্বয়ী বর্গ
উত্তরঃ-(ঘ) মুক্তান্বয়ী বর্গ
তুর্কি ও আফ্রিকার সোয়াহিলি ভাষা মুক্তান্বয়ী বর্গের অন্তর্ভুক্ত।
৯.মুক্তান্বয়ী বর্গকে কয়েকটি উপবর্গে ভাগ করা হয় –
(ক) উপসর্গ-অনুসর্গের ব্যবহারের উপর ভিত্তি করে
(খ) ভাষা-উপভাষার ব্যবহারের উপর ভিত্তি করে
(গ) কারক-বিভক্তির ব্যবহারের উপর ভিত্তি করে
(ঘ) ধাতু ও ক্রিয়া ব্যবহারের উপর ভিত্তি করে
উত্তরঃ-ক) উপসর্গ-অনুসর্গের ব্যবহারের উপর ভিত্তি করে
১০.এস্কিমোদের ভাষা কোন বর্গের অন্তর্ভুক্ত ?
(ক) মুক্তান্বয়ী
(খ) অত্যন্বয়ী
(গ) অনন্বয়ী
(ঘ) সমন্বয়ী
উত্তরঃ-(খ) অত্যন্বয়ী
১১.সংস্কৃত, বাংলা, ল্যাটিন, ইংরেজি, আরবি ইত্যাদি ভাষাগুলি কোন্ বর্গের অন্তর্গত ?
(ক) সমন্বয়ী
(খ) মুক্তান্বয়ী
(গ) অত্যন্বয়ী
(ঘ) অনন্বয়ী
উত্তরঃ-ক) সমন্বয়ী
১২. পৃথিবীর বেশিরভাগ ভাষাই যে-কটি ভাষা পরিবারে বর্গীভূত হয়েছে –
(ক) ২৫ /২৬ টি
(খ) ১০/১১ টি
(গ) ১৫ /১৬ টি
(ঘ) ২০/২১ টি
উত্তরঃ-(ক) ২৫/২৬ টি
১৩.যে ভাষাকে শ্রেণিভুক্ত করা সম্ভব হয়নি, তাকে বলা হয় –
(ক) গোষ্ঠীভুক্ত ভাষা
(খ) অগোষ্ঠীভুক্ত ভাষা
(গ) সমগোত্রজভাষা
(ঘ) বিভাষা
উত্তরঃ-(খ) অগোষ্ঠীভুক্ত ভাষা
Read More : ভাষা উপভাষা MCQ | ভাষা ও উপভাষা
১৪. পৃথিবীর বৃহত্তম ভাষা বংশটি হলো-
(ক) ইন্দো-ইরানীয়
(খ) ইরানীয় আর্য
(গ) ভারতীয় আর্য
(ঘ) ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ-ঘ) ইন্দো-ইউরোপীয়
১৫.পৃথিবীর প্রধান ভাষাবংশের সংখ্যা-
(ক) ১৪টি
(খ) ১২টি
(গ) ১০টি
(ঘ) ১১টি
উত্তরঃ-(খ) ১২টি
১৬.ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষা সংখ্যা ক-টি ?
(ক) ৯টি
(খ) ১০টি
(গ) ১১টি
(ঘ) ১২টি
উত্তরঃ-(ক) ৯টি
১৭.হোমারের ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত ?
(ক) লাতিন
(খ) হিব্রু
(গ) আবেস্তীয়
(ঘ) গ্রিক
উত্তরঃ-(ঘ) গ্রিক
১৮. ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রীক ভাষার নিদর্শনটি কোন্ সময়কার ?
(ক) ১৩৫০ খ্রিস্টপূর্বাব্দের
(খ) ১৪০৫ খ্রিস্টপূর্বাব্দের
(গ) ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দের
(ঘ) ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের
উত্তরঃ-(গ) ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দের
১৯. কেলতিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষাটির নাম হল-
(ক) পোর্তুগিজ
(খ) ফ্লেমিশ
(গ) আইরিশ
(ঘ) বুলগেরীয়
উত্তরঃ-(গ) আইরিশ
২০. ইন্দো-ইরানীয় শাখাটি কয়টি শাখায় বিভক্ত ?
(ক) ৬টি
(খ) ৮টি
(গ) ৪টি
(ঘ) ২টি
উত্তরঃ-(ঘ) ২টি
একটি শাখা ‘ইরানীয় আর্য’ হিসেবে ইরানে প্রবেশ করে অন্যটি ‘ভারতীয় আর্য’ নামে ভারতে চলে আসে।
২১.গ্রিক, ইতালীয়, কেলতিক ভাষা যে ভাষাগুচ্ছের অন্তর্গত, তা হল-
(ক) সতম্
(খ) কেন্তুম
(গ) হিট্টি
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ-(ক) সতম্
২২.জার্মানিক, তোখারীয় ভাষা যে ভাষাগুচ্ছের অন্তর্গত; তা হল-
(ক) কেন্তুম্
(খ) সতম্
(গ) হিট্টি
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ-(ক) কেন্তুম্
২৩.আবেস্তীয় এবং প্রাচীন পারসিক ভাষা দুটি জন্ম নেয়-
(ক) জার্মানিক শাখা থেকে
(খ) ইন্দো-ইরানীয় শাখা থেকে
(গ) ইরানীয় শাখা থেকে
(ঘ) ভারতীয় আর্য শাখা থেকে
উত্তরঃ- (গ) ইরানীয় শাখা থেকে
২৪.জরথুস্ট্রীয় মতাবলম্বীদের ধর্মগ্রন্থের নাম-
(ক) ত্রিপিটক
(খ) বাইবেল
(গ) জেন্দ্ আবেস্তা
(ঘ) তোখারীয়
উত্তরঃ-(গ) জেন্দ্ আবেস্তা
জেন্দ্ আবেস্তা আবেস্তীয় ভাষায় রচিত।
জেন্দ্ আবেস্তা ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন।
২৫.আফগানিস্তানের ভাষা হল-
(ক) কিচুয়া
(খ) বেলুচি
(গ) পুশতু
(ঘ) পহ্লবী
উত্তরঃ- (গ) পুশতু
বেলুচিস্তানের ভাষা হল বেলুচি।
২৬.সেমীয় ও হামীয় ভাষা বংশের দুটি উল্লেখযোগ্য ভাষা হল-
(ক) হিব্রু, আরবি ভাষা
(খ) নিয়াঞ্জা,জুলু ভাষা
(গ) হিব্রু, কাবিল ভাষা
(ঘ) গ্রিক ও ইংরেজি ভাষা
উত্তরঃ-(ক) হিব্রু, আরবি ভাষা
২৭.বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন্ ভাষায় রচিত?
(ক) হিব্রু
(খ) ল্যাটিন
(গ) গ্রিক
(ঘ) ইতালীয়
উত্তরঃ-(ক) হিব্রু
২৮.ইজরায়েল দেশের সরকারি ভাষা-
(ক) আধুনিক ফরাসি
(খ) আধুনিক আরবি
(গ) আধুনিক হিব্রু
(ঘ) আধুনিক ইংরেজি
উত্তরঃ- (গ) আধুনিক হিব্রু
২৯.সেমীয়-হামীয় ভাষাবংশের বাইরে আফ্রিকার সব ভাষাগোষ্ঠীকে অভিহিত করা হয়-
(ক) বান্টু
(খ) হামীয়
(গ) কঙ্গো
(ঘ) তোখোরীয়
উত্তরঃ-(ক) বান্টু
৩০.কাদের ভাষাগুলি হটেনটট্-বুশম্যান বংশের অন্তর্ভুক্ত ?
(ক) এস্কিমোদের
(খ) হাঙ্গেরীয়দের
(গ) এস্তোনিয়াদের
(ঘ) পিগমিদের
উত্তরঃ-ঘ) পিগমিদের
৩১. মজর কোন্ দেশের ভাষা ?
(ক) ফিনল্যান্ড
(খ) হাঙ্গেরির
(গ) এস্তোনিয়া
(ঘ) সাইবেরিয়ার
উত্তরঃ-(খ) হাঙ্গেরির
ফিনল্যান্ডের ভাষা ফিনিস।
এস্তোনিয়ার ভাষা এস্তোনীয়।
সাইবেরিয়ার মরু অঞ্চলের ভাষা সাময়েদ।
৩২.’মায়া’ এই প্রাচীন ঐতিহ্যপূর্ণ ভাষাটি পাওয়া গেছে –
(ক) উত্তর আমেরিকায়
(খ) দক্ষিণ আমেরিকায়
(গ) এশিয়ায়
(ঘ) আফ্রিকায়
উত্তরঃ-(ক) উত্তর আমেরিকায়
দক্ষিণ আমেরিকার প্রাচীন ও গুরুত্বপূর্ণ সভ্যতাটির নাম- ইনকা।
৩৩. ‘কিচুয়া’ ভাষা ব্যবহার করে-
(ক) এস্কিমোরা
(খ) হাঙ্গেরীয়রা
(গ) ইতালীয়রা
(ঘ) ইনকারা
উত্তরঃ- (ঘ) ইনকারা
৩৪.জর্জীয় ভাষা যে ভাষাবংশের অন্তর্গত, তা হল –
(ক) সেমীয় ও হামীয়
(খ) আলতাইক
(গ) উরালীয়
(ঘ) ককেশীয়
উত্তরঃ-(ঘ) ককেশীয়
৩৫. ভাষাবিজ্ঞানীদের মতে ‘পিজিন’ ও ‘ক্রেওল’ হল-
(ক) অবর্গীভূত ভাষা
(খ) এসপেরান্তো ভাষা
(গ) কৃত্রিম ভাষা
(ঘ) মিশ্র ভাষার পারিভাষিক শব্দ
উত্তরঃ-(ঘ) মিশ্র ভাষার পারিভাষিক শব্দ
পিজিন ইংলিশের ‘পিজিন’ শব্দটি ইংরেজি বিজনেস শব্দের চিনীয় উচ্চারণ থেকে এসেছে।
৩৬. বিচ-লা-মার এই মিশ্র ভাষাটি ব্যবহৃত হত-
(ক) ভারত মহাসাগরের মরিশাস দ্বীপে
(খ) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
(গ) উত্তর আমেরিকায়
(ঘ) মাদাগাসকার দ্বীপে
উত্তরঃ-(খ) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
প্রাচীন মিশ্র ভাষাগুলির মধ্যে উল্লেখযোগ্য বিচ-লা-মার, পিজিন-ইংরেজি, মরিশাস ক্রেওল এবং চিনুক।
বিচ- লা-মার হল ইংরেজি ভাষার সঙ্গে স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণ।
ফরাসি ও মাদাগাসকারি ভাষার মিশ্রণে তৈরি হয়েছিল মরিশাস ক্রেওল।
অষ্টাদশ শতকে উত্তর আমেরিকার ওরেগণ অঞ্চলে জন্ম হয়েছিল চিনুকের।
৩৭. ‘ভোলাপুক’ এই কৃত্রিম ভাষাটির আবিস্কারক হলেন-
(ক) মার্টিন শ্লেইয়ার
(খ) ফ্রান্সিস বেকন
(গ) জন উইলকিন্স
(ঘ) রেনে দেকার্ত
উত্তরঃ- (ক) মার্টিন শ্লেইয়ার
৩৮. ‘এসপেরান্তো’ এই কৃত্রিম ভাষাটি আবিষ্কার করেন-
(ক) ফ্রান্সিস বেকন
(খ) রেনে দেকার্ত
(গ) এল.এল.জামেনহফ
(ঘ) মার্টিন শ্লেইয়ার
উত্তরঃ-(গ) এল.এল.জামেনহফ
‘এসপেরান্তো’:-
১৮৮৭ সালে পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল এল জামেনহফ ‘এসপেরান্তো’ এই কৃত্রিম ভাষাটি
তৈরি করেন। রুশ ভাষায় তিনি যে প্রস্তাবটি লেখেন সেখানে তিনি ব্যবহার করেন ছদ্মনাম Doktoro Esperanto, যার অর্থ Doctor Hopeful.
বর্তমান পৃথিবীতে প্রায় কুড়ি লক্ষ মানুষ এই ভাষায় কথা বলতে পারে, যার মধ্যে প্রায় এক হাজার লোকের মাতৃভাষা ‘এসপেরান্তো’।
‘এসপেরান্তো’ ইন্দো-ইউরোপীয় ভাষাগুলির উপর ভিত্তি করেই গড়ে তোলা হয়েছে।
‘এসপেরান্তো’ এই কৃত্রিম ভাষাটির ‘ধ্বনির’ ক্ষেত্রে ‘স্লাভ’ এবং ‘রূপতত্ত্বের’ ক্ষেত্রে ‘রোমান’ ও ‘জার্মানিক’ ভাষার প্রভাব পড়েছে।
‘এসপেরান্তো’ ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা ২৩ টি।
‘এসপেরান্তো’ ভাষায় স্বরধ্বনির সংখ্যা ৫টি।
‘এসপেরান্তো’ ভাষায় অর্ধস্বর ২টি।
‘এসপেরান্তো’ ভাষায় যৌগিক স্বরধ্বনি আছে ৫টি।
‘এসপেরান্তো’ ভাষায় ৯২১ টি শব্দমূলের সঙ্গে বিভিন্ন প্রত্যয়/বিভক্তি যোগ করে শব্দ তৈরি হয়।
‘এসপেরান্তো’ ভাষায় শব্দসংখ্যা ৬০০০-এরও বেশি।
৩৯. ‘এসপেরান্তো’ ভাষা ক-টি সূত্রের সাহায্যে আয়ত্ত করা সম্ভব –
(ক) ১২টি
(খ) ১৩টি
(গ) ১৫টি
(ঘ) ১৬টি
উত্তরঃ-(ঘ) ১৬টি
৪০. ‘Sign Language’ তৈরি হয়েছিল মূলত –
(ক) বধিরদের জন্য
(খ) অন্ধদের জন্য
(গ) মূকদের জন্য
(ঘ) মূক ও বধিরদের জন্য
উত্তরঃ-(ঘ) মূক ও বধিরদের জন্য
‘Sign Language’ তৈরি হয়েছিল- ১৭৭৫ সালে। ফরাসি শিক্ষাবিদ Abb’e charles Michel de l’ Epe’e প্রথম এই ধরণের ভাষার উদ্ভাবন করেছিলেন।
Sign Language-এর মধ্যে অন্যতম পদ্ধতি – ‘Paget Gorman’।