Bengali SubjectClass 11 bengali

ভারতের ভাষাপরিবার ও বাংলা ভাষা MCQ। একাদশ শ্রেণি বাংলা। 1st Semester

ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা MCQ

ক) ভারত ভাষার নদী
খ) ভারত চার ভাষাববংশের দেশ
গ) ভারত দুই ভাষাবংশের দেশ
ঘ) ভারত ভাষার সমুদ্র

উত্তরঃ-খ) ভারত চার ভাষাববংশের দেশ

ক) Linguistic Survey of Bengal
খ) Linguistic Survey of Europe
গ) Linguistic Survey of India
ঘ) Linguistic Survey of England

উত্তরঃ- গ) Linguistic Survey of India

১৯০৩-১৯২৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজরা এই ভাষা সমীক্ষাটি চালিয়েছিল।

ক) ১৫০টি ভাষা ও ৫০০টি উপভাষা
খ) ১৭৯টি ভাষা ও ৫৪৪টি উপভাষা
গ) ২০০টি ভাষা ও ৬০০টি উপভাষা
ঘ) ২৫০টি ভাষা ও ৫৮০টি উপভাষা

উত্তরঃ- খ) ১৭৯টি ভাষা ও ৫৪৪টি উপভাষা

ক) উইলিয়াম জোন্স
খ) লর্ড গ্রিয়ার্সন
গ) জর্জ গ্রিয়ার্সন
ঘ) ড. সুকুমার সেন

উত্তরঃ-গ) জর্জ গ্রিয়ার্সন

ক) ১৫৫২টি
খ) ১৬৫২টি
গ) ১৭৫২টি
ঘ) ১৮৫২টি

উত্তরঃ-খ) ১৬৫২টি

ক) ৫৩০টি
খ) ৪৫০টি
গ) ৬৫০টি
ঘ) ৩৩০টি

উত্তরঃ-ক) ৫৩০টি

ক) ২০৪টি
খ) ১৪০টি
গ) ১৮০টি
ঘ) ১০৩টি

উত্তরঃ-ঘ) ১০৩টি

বাকি সব ভাষাগুলি আসলে চারটি ভাষাবংশের অন্তর্গত। ইন্দো-ইউরোপীয়, অস্ট্রিক,দ্রাবিড় ও ভোটচিনা।

ক) চারটি পরিবারে ভাগ করা যায়
খ) পাঁচটি পরিবারে ভাগ করা যায়
গ) ছয়টি পরিবারে ভাগ করা যায়
ঘ) সাতটি পরিবারে ভাগ করা যায়

উত্তরঃ-ক) চারটি পরিবারে ভাগ করা যায়

ক) মুন্ডা
খ) আদি অস্ত্রাল
গ) নিগ্রোবটু বা নেগ্রিটো
ঘ) চিনা

উত্তরঃ-গ) নিগ্রোবটু বা নেগ্রিটো

ক) সুকুমার সেন
খ) ড. মহম্মদ শহীদুল্লাহ
গ) গোপালকৃষ্ণ হালদার
ঘ) গোপাল হালদার

উত্তরঃ-ঘ) গোপাল হালদার

ক) প্যাঁচা
খ) ইঁদুর
গ) বাদুড়
ঘ) মাছি

উত্তরঃ-গ) বাদুড়

ক) অস্ট্রিক
খ) দ্রাবিড়
গ) ভোটচিনা
ঘ) ইন্দো-ইউরোপীয়

উত্তরঃ-ক) অস্ট্রিক

প্রত্ন-অস্ত্রালদের ভাষার নাম অস্ট্রিক।
বর্তমান ভারতে অস্ট্রিক ভাষাবংশের অন্তর্গত ভাষা সংখ্যা হল ৬৫টি।

Read More : বিশ্বের ভাষা ও পরিবার MCQ

ক) ইন্দো-ইরানীয় ভাষাগোষ্ঠী
খ) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী
গ) দ্রাবিড় ভাষাগোষ্ঠী
ঘ) অস্ট্রিক ভাষাগোষ্ঠী

উত্তরঃ-ঘ) অস্ট্রিক ভাষাগোষ্ঠী

ক) পাঁচটি ভাগ
খ) দুটি ভাগ
গ) ছয়টি ভাগ
ঘ) তিনটি ভাগ

উত্তরঃ-খ) দুটি ভাগ

ক) পাকিস্তানে
খ) আরবে
গ) ইউরোপে
ঘ) ইন্দোনেশিয়ায়

উত্তরঃ-ঘ) ইন্দোনেশিয়ায়

ইন্দোনেশিয়া ছাড়া অস্ট্রিক ভাষা ভারতের বাইরে কম্বোডিয়ায় বিস্তার লাভ করেছে।

অস্ট্রিক ভাষার দুটি শাখার মধ্যে একটি হলো অস্ট্রো- এশিয়াটিক আর অন্যটি হলো অস্ট্রোনেশীয়।

অস্ট্রোনেশীয় শাখাটি মূলত ছড়িয়ে গেছে ভারতের বাইরে যেমন-ক) ইন্দোনেশিয়ার নানা ভাষার মধ্যে অন্যতম ভাষাটি হলো ‘মালয়’।

খ) মেলানীশিয় ভাষাগোষ্ঠী, যেগুলি দেখা যায় ফিজি প্রভৃতি দ্বীপে।

গ) ক্যারোলাইন প্রভৃতি দ্বীপপুঞ্জের ভাষা, যেগুলি মাইক্রোনেশিয়ান ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

ঘ) পলিনেশীয় ভাষা। যার মধ্যে সামোয়া, তাহিতি, হাওয়াই দ্বীপের অধিবাসীদের ভাষা।

ক) মেলানেশীয়
খ) অস্ট্রো-এশিয়াটিক
গ) মাইক্রোনেশীয়
ঘ) পলিনেশীয়

উত্তরঃ-খ) অস্ট্রো-এশিয়াটিক

অস্ট্রো-এশিয়াটিকের তিনটি ধারা ভারতে প্রচলিত। যথা-
ক) পশ্চিমা
খ) মধ্যদেশীয়
গ) পূর্বী

অস্ট্রো-এশিয়াটিকের পশ্চিমা ধারাটি বৃহত্তম।
অস্ট্রো-এশিয়াটিকের পশ্চিমা ধারার অন্তর্ভুক্ত ভাষার সংখ্যা ৫৮টি।

ক) ঝাড়খন্ড ও বিহার
খ) বিহার ও ওড়িশা
গ) সাঁওতাল পরগনা ও ছোটনাগপুর
ঘ) পশ্চিমবঙ্গ, ওড়িশা

উত্তর:-গ) সাঁওতাল পরগনা ও ছোটনাগপুর

সাঁওতালি ভাষায় দশ রকমের ভাষা বৈচিত্র্য লক্ষ্য করা যায়।

সাঁওতালি লোককথা ও পুরান সংকলনে অবদান আছে পি .ও বোর্ডিং- এর।

সাঁওতালি ভাষা লেখা হতো বাংলা অথবা রোমক লিপিতে।

বর্তমান সাঁওতালি লিপির নাম ‘অলচিকি’। এবং এই লিপির উদ্ভাবক ‘রঘুনাথ মুর্মু’।

‘মুন্ডারি এনসাইক্লোপিডিয়া’ ফাদার হফম্যান সম্পাদনা করেন।

ফাদার হফম্যানের সম্পাদনায় সম্পাদিত ‘মুন্ডারি এনসাইক্লোপিডিয়া’ ১৩টি খন্ডে সংকলিত।

ক) সাঁওতালি
খ) মুন্ডা
গ) কোল
ঘ) অলচিকি

উত্তরঃ-খ) মুন্ডা

অস্ট্রিক ও আর্য ভাষার পারস্পরিক যোগাযোগের কারণে বেশ কিছু মুন্ডা শব্দ সংস্কৃত ভাষায় এসে গেছে।

ক) সাঁওতালি
খ) হো
গ) মুন্ডারি
ঘ) খাসি

উত্তরঃ-(ঘ) খাসি

খাসি ভাষা পূর্বে বাংলা হরফে লেখা হত। এখন লেখা হয় রোমক লিপিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X