Bengali SubjectClass 11 bengali

বিড়াল প্রবন্ধ MCQ| বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | বিড়াল প্রবন্ধটি থেকে গুরুত্বপূর্ণ MCQ

প্রবন্ধ:- বিড়াল
প্রাবন্ধিক:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উৎস:- ‘বিড়াল’ প্রবন্ধটি ‘বঙ্গদর্শন’ পত্রিকায় ১২৮১ বঙ্গাব্দের ‘চৈত্র’ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে ‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থে ত্রয়োদশ সংখ্যক রচনা হিসেবে এটি সংকলিত হয়।

(ক) বিবিধ প্রবন্ধ
(খ) লোকরহস্য
(গ) কমলাকান্তের দপ্তর
(ঘ) কৃষ্ণ চরিত্র

উত্তর:- (গ) কমলাকান্তের দপ্তর

(ক) ১৩
(খ) ১৪
(গ) ১১
(ঘ) ৯

উত্তরঃ- (ক) ১৩

(ক) দিগদর্শন
(খ) বঙ্গদর্শন
(গ) নবপর্যায় বঙ্গদর্শন
(ঘ) তত্ত্ববোধিনী।

উত্তরঃ- (খ) বঙ্গদর্শন

(ক) বিড়াল
(খ) প্রসন্ন
(গ) শ্রীকমলাকান্ত চক্রবর্তী
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

উত্তরঃ- (গ) শ্রীকমলাকান্ত চক্রবর্তী

(ক) নসীরামবাবু
(খ) কমলাকান্ত চক্রবর্তী
(গ) প্রসন্ন
(ঘ) নেপোলিয়ন

উত্তরঃ- (খ) কমলাকান্ত চক্রবর্তী

(ক) পাষাণবৎ
(খ) জলবৎ
(গ) প্রেতবৎ
(ঘ) মনুষ্যবৎ

উত্তরঃ- (গ) প্রেতবৎ

(খ) দুগ্ধ শেষ
(ক) আফিং শেষ
(ঘ) আহার প্রস্তুত হয়নি
(গ) ক্ষুধা পায়নি

উত্তরঃ- (ঘ) আহার প্রস্তুত হয়নি

(ক) ওয়েলিংটনের যুদ্ধ
(গ) রাশিয়ার যুদ্ধ
(খ) পেনিনসুলারের যুদ্ধ
(ঘ) ওয়াটার্লুর যুদ্ধ

উত্তরঃ- (ঘ) ওয়াটার্লুর যুদ্ধ

নেপোলিয়ন বলতে নেপোলিয়ন বোনাপার্ট এর কথা বলা হয়েছে। যিনি ফ্রান্স দেশের যোদ্ধা ছিলেন। ওয়াটার্লুর যুদ্ধে নেপলিয়ন পরাজিত হয়েছিলেন।

(ক) দুগ্ধ
(খ) জ্ঞান
(গ) অর্থ
(ঘ) আফিং

উত্তরঃ- ঘ) আফিং

(ক) ঘেউ!
(গ) কুউ!
(খ) মেও!
(ঘ) চুপ্!

উত্তর:- খ) মেও!
ডিউক শব্দটির অর্থ হল রাজা।

(ক) নসীরামবাবুর
(খ) প্রসন্নের
(গ) বিড়ালের
(ঘ) কমলাকান্তের
উত্তর:- (ঘ) কমলাকান্তের

(ক) কমলাকান্তের রাতের খাবার
(খ) মাছের টুকরো
(গ) প্রসন্নের রেখে যাওয়া দুধ
(ঘ) ধেড়ে ইঁদুর

উত্তরঃ- (গ) প্রসন্নের রেখে যাওয়া দুধ

(ক) এক মাঘে শীত যায় না
(খ) কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই।
(গ) নাচতে না জানলে উঠোন বাঁকা
(ঘ) কষ্ট বিনা কেষ্ট মেলে না

উত্তর:- (খ) কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই।

(ক) প্রসন্ন গোয়ালিনি
(খ) মঙ্গলা গাভী
(গ) তিনি নিজে
(ঘ) কেউই নয়
উত্তরঃ- (খ) মঙ্গলা গাভী

(ক) কমলাকান্ত
(খ) নসীরাম
(গ) প্রসন্ন
(ঘ) মার্জার
উত্তরঃ- (ক) কমলাকান্ত

চিরাগত প্রথাটি হল- বিড়াল দুধ খেলে বিড়ালকে তাড়িয়ে মারতে হয়।

কিন্তু চিরাগত প্রথা অবমাননা করলে মনুষ্যকূলে কমলাকান্ত কুলাঙ্গার হিসাবে পরিচিত হবেন।

চিরাগত প্রথা অবলম্বন না করলে মার্জারি তার স্বজাতি মন্ডলে কমলাকান্ত কে কাপুরুষ বলে উপহাস করবে।
অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় বলে মনে করেছেন কমলাকান্ত। পুরুষের ন্যায় আচরণটি হল- দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা।

(ক) মার্জারির সাহসী।
(খ) মার্জারী কমলাকান্ত কে চিনত।
(গ) কমলাকান্তের মধ্যে ভয় পাওয়ার কিছু নেই।
(ঘ) মার্জারী কাউকে তোয়াক্কা করে না।

উত্তরঃ- (খ) মার্জারী কমলাকান্ত কে চিনত।

কমলাকান্ত মার্জারীর কথা বুঝতে পেরেছিল দিব্যকর্ণ প্রাপ্তির ফলে আর কমলাকান্ত বিড়াল কে মারতে পারেনি কারণ বিড়ালের কথা সে বুঝতে পেরেছিল।

(ক) সমাজের রাজনৈতিক সমস্যা
(খ) সমাজের বর্ণ বৈষম্য
(গ) সমাজের অবক্ষয় জনিত সমস্যা
(ঘ) সমাজের শ্রেণিবৈষম্য

উত্তরঃ- ঘ) সমাজের শ্রেণিবৈষম্য

(ক) বিড়াল
(খ) মানুষ
(গ) চোর
(ঘ) অধার্মিক

উত্তরঃ- (খ) মানুষ

বিড়ালের উক্তি:- (এখান থেকেও MCQ আসতে পারে তাই বিড়ালের মুখে বলা উক্তি গুলো তোমাদের জন্য সাজিয়ে দেওয়া হল)

“তোমাদের ক্ষুৎপিপাসা আছে – আমাদের কি নাই?

‘তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ কর।’

‘দেখো শয্যাশায়ী মনুষ্য! ধর্ম কি? পরোপকারই পরম ধর্ম।’

‘ আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ।’

‘দেখ, আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি।’

‘তাঁহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক।’’

“আমার মতো দরিদ্রের ব্যাথায় ব্যথিত হওয়া,লজ্জার কথা সন্দেহ নাই।”

“যে কখনও অন্ধকে মুষ্টি-ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাঁপরে পড়িলে রাত্রে ঘুমায় না।’

‘তবে আমার বেলায় লাঠি কেন?’

“অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আইসে নাই।”

(ক) কৃপণদের
(খ) বিড়ালের
(গ) শিরোমণিদের
(ঘ) বড় বড় সাধুদের

উত্তরঃ- (ঘ) বড় বড় সাধুদের

(ক) পুলিশ
(খ) চৌকিদার
(গ) কৃপণ ধনী
(ঘ) কমলাকান্ত

উত্তরঃ- গ) কৃপণ ধনী

(ক) ক্ষতিপূরণ চাইতেন
(খ) থানায় খবর দিতেন
(গ) জোড়হাতে আর একটু এনে দেওয়ার কথা বলতেন
(ঘ) মানহানির মামলা করতেন

উত্তরঃ- গ) জোড়হাতে আর একটু এনে দেওয়ার কথা বলতেন

(ক) আহারের অভাবে
(খ) পুষ্টির অভাবে
(গ) পরিবেশের অভাবে
(ঘ) অসুখের কারণে

উত্তরঃ- (ক) আহারের অভাবে

(ক) রিয়েলিস্টিক
(খ) সোশিয়ালিস্টিক
(গ) আইডিয়ালিস্টিক
(ঘ) মেটেরিয়েলিস্টিক

উত্তরঃ- খ) সোশিয়ালিস্টিক

(ক) তিন দিন
(খ) চার দিন
(গ) পাঁচ দিন
(ঘ) ছয় দিন

উত্তরঃ- ক) তিন দিন

(ক) মার্জারের
(খ) কমলাকান্তের
(গ) নসীরাম বাবুর
(ঘ) প্রসন্নের

উত্তর:- (খ) কমলাকান্তের

(ক) দি কমিউনিস্ট ম্যানিফেস্টো
(খ) ওল্ড টেস্টামেন
(গ) মহাভারত
(ঘ) নিউম্যান ও পার্কারের গ্রন্থ

উত্তর:- (ঘ) নিউম্যান ও পার্কারের গ্রন্থ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X