বিশাল ডানাওয়ালা এক থুথথুরে বুড়ো। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। বিশাল ডানাওয়ালা এক থুথথুরে বুড়ো গল্প থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর
বিশাল ডানাওয়ালা এক থুথথুরে বুড়ো । গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
১. বিশাল ডানাওয়ালা এক থুথথুরে বুড়ো গল্পটির লেখক কে ?
ক) আর. কে . নারায়ণ
খ) সুগত বসু
গ) গাবরিয়েল গার্সিয়া মার্কেজ
ঘ) আইয়াপ্পা পানিকর
Ans:-গ) গাবরিয়েল গার্সিয়া মার্কেজ
২.বিশাল ডানাওয়ালা এক থুথথুরে বুড়ো গল্পটির অনুবাদক কে ?
ক) অমিতাভ রায়
খ) মানবেন্দ্র বন্দোপাধ্যায়
গ) দুলাল রায়
ঘ) উৎপলকুমার বসু
Ans:-খ) মানবেন্দ্র বন্দোপাধ্যায়
৩.পেলাইও কোন্ দিন প্রচুর কাঁকড়া মেরেছিল ?
ক) বৃষ্টির প্রথম দিন
খ) বৃষ্টির দ্বিতীয় দিন
গ) বৃষ্টির তৃতীয় দিন
ঘ) বৃষ্টির চতুর্থ দিন
Ans:-গ) বৃষ্টির তৃতীয় দিন
মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে পড়েছিল। বৃষ্টির তৃতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার।
৪.পেলাইওর স্ত্রীর নাম কী ?
ক) এলিসেদা
খ) এলিসেন্দা
গ) এলিসেরা
ঘ) এলিয়ানা
Ans:-খ) এলিসেন্দা
৫.বৃষ্টির রাতে তাদের শোবার ঘরে কি হাঁটছিল ?
ক) পিঁপড়ে
খ) কাঁকড়া
গ) বিছা
ঘ) আরশোলা
উত্তর : খ) কাঁকড়া
৬.পড়োশিনির মতে, থুথথুরে বুড়ো লোকটি আসলে কে ?
ক) দেবদূত
খ) ভাঁওতাবাজ
গ) গুপ্তচর
ঘ) অপদেবতা
Ans:-ক) দেবদূত
৭.পেলাইওর নবজাতক শিশুটি কষ্ট পেয়েছে প্রবল –
ক) পেট ব্যাথায়
খ) জ্বরে
গ) মাথার যন্ত্রণায়
ঘ) শ্বাসকষ্টে
Ans: খ) জ্বরে
৮.পেলাইও- এলিসেন্দা দেবদূতকে কতদিনের খাবার মতো জল দেবে বলে ঠিক করেছিল ?
ক) দু-দিনের
খ) তিন দিনের
গ) চার দিনের
ঘ) এক সপ্তাহের
Ans:-খ) তিন দিনের
৯.পাড়ার লোকেরা প্রাথমিকভাবে থুথ্থুরে বুড়ো লোকটিকে কী মনে করেছিল ?
ক) অন্যগ্রহের প্রাণী
খ) সার্কাসের জন্তু
গ) চিড়িয়াখানার জন্তু
ঘ) মিসিং লিঙ্ক
Ans:-খ) সার্কাসের জন্তু
১০.পাদরি গোনসাগা পেলাইওদের বাড়িতে কখন এসে হাজির হয় ?
ক) সকাল পাঁচটায়
খ) সকাল সাতটার আগে
গ) সকাল আটটার আগে
ঘ) ভোর সাড়ে ছ’টায়
Ans:-খ) সকাল সাতটার আগে
১১.পাদরি গোনসাগা বুড়ো লোকটিকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল ?
ক) লাতিনে
খ) ফরাসিতে
গ) জার্মানিতে
ঘ) ইংরেজিতে
Ans:-ক) লাতিনে
১২.পাদরি গোনসাগা যাজক হওয়ার আগে কি ছিলেন ?
ক) কাঠুরে
খ) অধ্যাপক
গ) পুরোহিত
ঘ) বিশাল ব্যাবসায়ী
উত্তর : ক) কাঠুরে
১৩.বৃদ্ধ লোকটির চোখদুটি ছিল –
ক) ঘোলাটে
খ) নব্যপ্রাচীন
গ) মধ্যপ্রাচীন
ঘ) প্রত্নপ্রাচীন
Ans:-ঘ) প্রত্নপ্রাচীন
Read More : বাংলা ব্যাকরণ। অব্যয় পদ কাকে বলে। শ্রেণিবিভাগ সহ আলোচনা
১৪.বুড়ো লোকটির ঠিক কী ব্যবস্থা করা যায়,তার জন্য পাদ্রী কাকে চিঠি দেবেন বলে ঠিক করেছিলেন ?
ক) বিশপকে
খ) আর্চবিশপকে
গ) সর্বোচ্চ মোহান্তকে
ঘ) রাজাকে
Ans:-ক) বিশপকে
১৫.দেবদূত কে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল কত ?
ক) পাঁচ সেন্ট
খ) পাঁচ ডলার
গ) পাঁচ পাউন্ড
ঘ) পাঁচ টাকা
উত্তর : ক) পাঁচ সেন্ট
১৬. সার্কাসের উড়ন্ত দরবাজিকরকে কার মত দেখাচ্ছিল ?
ক) চরকির মতো
খ) দেবদূতের মতো
গ) নাক্ষত্র পেঁচার মতো
ঘ) নাক্ষত্র বাদুড়ের মতো
Ans:-ঘ) নাক্ষত্র বাদুড়ের মতো
১৭. দেবদূতের খাদ্য হিসেবে পড়োশিনি কী নির্দেশ দিয়েছিলেন ?
ক) ডাব
খ) বেগুনভর্তা
গ) ন্যাপথলিন
ঘ) মিছরি
Ans:-গ) ন্যাপথলিন
১৮. ডানাওয়ালা বুড়ো লোকটা শুধু কী খেত ?
ক) বেগুনভর্তা
খ) আলুর ভর্তা
গ) কাঁকড়া
ঘ) ন্যাপথলিন
Ans: ক) বেগুনভর্তা
১৯.সহজ সরল গোছের মানুষটা এই অচেনা মানুষটিকে চেয়েছিলেন কি বানাতে ?
ক) পুরপিতা
খ) ক্রীতদাস
গ) রাজা
ঘ) যাজক
Ans:- ক) পুরপিতা
মনে রেখো:-
দর্শকদের মধ্যে যারা কঠিন হৃদয়ের ছিল তাদের মনে হয়েছিল অচেনা মানুষটিকে ( ডানাওয়ালা থুথথুরে বুড়ো) এক পাঁচতারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক যাতে সে সব যুদ্ধবিগ্রহ জিতিয়ে দিতে পারে।
দর্শকদের মধ্যে যারা দূরদর্শী ছিল তাদের মনে হয়েছিল তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেয়ানো যায় তবে সে জাতি হবে জ্ঞানে-গুণে সবার সেরা, আর তারই তখন বিশ্বব্রাহ্মন্ডের দায়িত্ব নিয়ে নেবে।
২০.পাদ্রী গোনসাগার কাছে পৃথিবীর কোন্ দেশ থেকে চিঠি আসার কথা ছিল ?
ক) লন্ডন
খ) ইতালি
গ) প্যারিস
ঘ) রোম
Ans:-ঘ) রোম
২১.ডানাওয়ালা থুথথুরে বুড়ো যে রোগে আক্রান্ত হয়েছিল, তার নাম কি ?
ক) কলেরা
খ) গুটি বসন্ত
গ) জল বসন্ত
ঘ) টাইফয়েড
উত্তর : গ) জল বসন্ত
২২. একটি মেয়ে তার বাবা-মার কথার অবাধ্য হয়ে কিসে পরিণত হয়েছিল ?
ক) গঙ্গাফড়িং এ
খ) হরিণে
গ) চামচিকেতে
ঘ) মাকড়সায়
Ans:-ঘ) মাকড়সায়
২৩. শহরে আগত একটি ভ্রাম্যমান প্রদর্শনের প্রধান আকর্ষণ কী ছিল ?
ক) একটি সাধারণ মেয়ে
খ) একটি মাকড়সা-কন্যা
গ) অন্য এক দেবদূত
ঘ) দক্ষ দড়বাজিকর
Ans:-খ) একটি মাকড়সা-কন্যা
২৪. যাদের প্রাণে অনেক দয়া ধর্ম ছিল তারা মাকড়সা কন্যার মুখে কি ছুঁড়ে দিত ?
ক) পয়সা
খ) ডালের বড়া
গ) ফলমূল
ঘ) মাংসের বড়া
Ans:-ঘ) মাংসের বড়া
২৫. মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির মাথাটা কেমন ছিল ?
ক) বিষাদময়ী কুমারী মেয়ের মত
খ) সধবা মেয়ের মত
গ) বয়স্কা মেয়ের মতো
ঘ) ছোট্ট মেয়ের মতো
Ans:-ক) বিষাদময়ী কুমারী মেয়ের মত
২৬. এক কুষ্ঠ রোগী যার ঘা গুলো থেকে গজিয়েছিল-
ক) জবা ফুল
খ) সূর্যমুখী ফুল
গ) হাসনুহানা ফুল
ঘ) রজনীগন্ধা ফুল
Ans:-খ) সূর্যমুখী ফুল
২৭. দর্শনিবাবদ প্রচুর অর্থ উপার্জনের পর পেলাইও চিরকালের মত কোন কাজ থেকে ইস্তফা দেয় ?
ক) ঘরামির কাজ
খ) মেষ পালকের কাজ
গ) কুম্ভকারের কাজ
ঘ) সাধ্যপালের কাজ
Ans:-ঘ) সাধ্যপালের কাজ
২৮. বৃদ্ধ লোকটির ডানায় মস্ত কতকগুলি পালক গজিয়েছিল কখন –
ক) ডিসেম্বর মাসে
খ) ডিসেম্বর মাসের শেষে
গ) ডিসেম্বরের মাঝামাঝি
ঘ) ডিসেম্বরের গোড়ায়
Ans:- ঘ) ডিসেম্বরের গোড়ায়
২৯. করুণা পরবশ হয়ে পেলাইও বৃদ্ধ লোকটিকে কোথায় শুতে দিয়েছিল ?
ক) শোবার ঘরের মেঝেতে
খ) বাগানের পাশে
গ) মুরগির খাঁচাতে
ঘ) আটচালার নীচে
Ans:-ঘ) আটচালার নীচে
৩০. থুথ্থুরে বুড়ো লোকটি যখন ডানা ছড়িয়ে ওরবার চেষ্টা করছিল তখন এলিসেন্দা রান্না ঘরে কি কাটছিল ?
ক) পেঁয়াজকলি
খ) কাঁকড়া
গ) শাকের পাতা
ঘ) অলিভ পাতা
Ans:-ক) পেঁয়াজকলি
৩১.সবজিবাগানের মধ্যে দেবদূতের নখের কী পড়েছিল ?
ক) সামান্য খাঁজ
খ) একটু খাঁজ
গ) গভীর খাঁজ
ঘ) অগভীর খাঁজ
Ans:-গ) গভীর খাঁজ
৩২. দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে কেমন দেখাচ্ছিল-
ক) জরাগ্রস্ত চিলের মতো
খ) জরাগ্রস্ত বাজপাখির মত
গ) জরাগ্রস্ত শকুনের মতো
ঘ) জরাগ্রস্ত বাদুরের মতো
Ans:-গ) জরাগ্রস্ত শকুনের মতো
৩৩. এলিসেন্ডার কেনা রেশমি কাপড়ের রং ছিল ?
ক) রামধনু-রঙা
খ) সাতরঙা
গ) লালরঙা
ঘ) গোলাপিরঙা
Ans:-ক) রামধনু-রঙা
৩৪.ডানাওয়ালা থুথথুরে বুড়োর অতিপ্রাকৃত শক্তি কী ?
ক) দৈনিক ক্ষমতা
খ) অধ্যবসায়
গ) ধৈর্য
ঘ) অসীম সাহস
Ans: গ) ধৈর্য
৩৫. বৃদ্ধ লোকটির ডানাগুলোর পেছন থেকে গজিয়েছে নানারকম-
ক) ডানা
খ) সুতো
গ) পরভৃৎ
ঘ) পালক
Ans:- গ) পরভৃৎ