Bengali Subject

বিশাল ডানাওয়ালা এক থুথথুরে বুড়ো। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। বিশাল ডানাওয়ালা এক থুথথুরে বুড়ো গল্প থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর

বিশাল ডানাওয়ালা এক থুথথুরে বুড়ো । গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

ক) আর. কে . নারায়ণ
খ) সুগত বসু
গ) গাবরিয়েল গার্সিয়া মার্কেজ
ঘ) আইয়াপ্পা পানিকর

Ans:-গ) গাবরিয়েল গার্সিয়া মার্কেজ

ক) অমিতাভ রায়
খ) মানবেন্দ্র বন্দোপাধ্যায়
গ) দুলাল রায়
ঘ) উৎপলকুমার বসু

Ans:-খ) মানবেন্দ্র বন্দোপাধ্যায়

ক) বৃষ্টির প্রথম দিন
খ) বৃষ্টির দ্বিতীয় দিন
গ) বৃষ্টির তৃতীয় দিন
ঘ) বৃষ্টির চতুর্থ দিন

Ans:-গ) বৃষ্টির তৃতীয় দিন

মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে পড়েছিল। বৃষ্টির তৃতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার।

ক) এলিসেদা
খ) এলিসেন্দা
গ) এলিসেরা
ঘ) এলিয়ানা

Ans:-খ) এলিসেন্দা

ক) পিঁপড়ে
খ) কাঁকড়া
গ) বিছা
ঘ) আরশোলা

উত্তর : খ) কাঁকড়া

ক) দেবদূত
খ) ভাঁওতাবাজ
গ) গুপ্তচর
ঘ) অপদেবতা

Ans:-ক) দেবদূত

ক) পেট ব্যাথায়
খ) জ্বরে
গ) মাথার যন্ত্রণায়
ঘ) শ্বাসকষ্টে

Ans: খ) জ্বরে

ক) দু-দিনের
খ) তিন দিনের
গ) চার দিনের
ঘ) এক সপ্তাহের

Ans:-খ) তিন দিনের

ক) অন্যগ্রহের প্রাণী
খ) সার্কাসের জন্তু
গ) চিড়িয়াখানার জন্তু
ঘ) মিসিং লিঙ্ক

Ans:-খ) সার্কাসের জন্তু

ক) সকাল পাঁচটায়
খ) সকাল সাতটার আগে
গ) সকাল আটটার আগে
ঘ) ভোর সাড়ে ছ’টায়

Ans:-খ) সকাল সাতটার আগে

ক) লাতিনে
খ) ফরাসিতে
গ) জার্মানিতে
ঘ) ইংরেজিতে

Ans:-ক) লাতিনে

ক) কাঠুরে
খ) অধ্যাপক
গ) পুরোহিত
ঘ) বিশাল ব্যাবসায়ী

উত্তর : ক) কাঠুরে

ক) ঘোলাটে
খ) নব্যপ্রাচীন
গ) মধ্যপ্রাচীন
ঘ) প্রত্নপ্রাচীন
Ans:-ঘ) প্রত্নপ্রাচীন

Read More : বাংলা ব্যাকরণ। অব্যয় পদ কাকে বলে। শ্রেণিবিভাগ সহ আলোচনা

ক) বিশপকে
খ) আর্চবিশপকে
গ) সর্বোচ্চ মোহান্তকে
ঘ) রাজাকে

Ans:-ক) বিশপকে

ক) পাঁচ সেন্ট
খ) পাঁচ ডলার
গ) পাঁচ পাউন্ড
ঘ) পাঁচ টাকা

উত্তর : ক) পাঁচ সেন্ট

ক) চরকির মতো
খ) দেবদূতের মতো
গ) নাক্ষত্র পেঁচার মতো
ঘ) নাক্ষত্র বাদুড়ের মতো

Ans:-ঘ) নাক্ষত্র বাদুড়ের মতো

ক) ডাব
খ) বেগুনভর্তা
গ) ন্যাপথলিন
ঘ) মিছরি

Ans:-গ) ন্যাপথলিন

ক) বেগুনভর্তা
খ) আলুর ভর্তা
গ) কাঁকড়া
ঘ) ন্যাপথলিন

Ans: ক) বেগুনভর্তা

ক) পুরপিতা
খ) ক্রীতদাস
গ) রাজা
ঘ) যাজক

Ans:- ক) পুরপিতা

মনে রেখো:-

দর্শকদের মধ্যে যারা কঠিন হৃদয়ের ছিল তাদের মনে হয়েছিল অচেনা মানুষটিকে ( ডানাওয়ালা থুথথুরে বুড়ো) এক পাঁচতারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক যাতে সে সব যুদ্ধবিগ্রহ জিতিয়ে দিতে পারে।

দর্শকদের মধ্যে যারা দূরদর্শী ছিল তাদের মনে হয়েছিল তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেয়ানো যায় তবে সে জাতি হবে জ্ঞানে-গুণে সবার সেরা, আর তারই তখন বিশ্বব্রাহ্মন্ডের দায়িত্ব নিয়ে নেবে।

ক) লন্ডন
খ) ইতালি
গ) প্যারিস
ঘ) রোম

Ans:-ঘ) রোম

ক) কলেরা
খ) গুটি বসন্ত
গ) জল বসন্ত
ঘ) টাইফয়েড

উত্তর : গ) জল বসন্ত

ক) গঙ্গাফড়িং এ
খ) হরিণে
গ) চামচিকেতে
ঘ) মাকড়সায়

Ans:-ঘ) মাকড়সায়

ক) একটি সাধারণ মেয়ে
খ) একটি মাকড়সা-কন্যা
গ) অন্য এক দেবদূত
ঘ) দক্ষ দড়বাজিকর

Ans:-খ) একটি মাকড়সা-কন্যা

ক) পয়সা
খ) ডালের বড়া
গ) ফলমূল
ঘ) মাংসের বড়া

Ans:-ঘ) মাংসের বড়া

ক) বিষাদময়ী কুমারী মেয়ের মত
খ) সধবা মেয়ের মত
গ) বয়স্কা মেয়ের মতো
ঘ) ছোট্ট মেয়ের মতো

Ans:-ক) বিষাদময়ী কুমারী মেয়ের মত

ক) জবা ফুল
খ) সূর্যমুখী ফুল
গ) হাসনুহানা ফুল
ঘ) রজনীগন্ধা ফুল

Ans:-খ) সূর্যমুখী ফুল

ক) ঘরামির কাজ
খ) মেষ পালকের কাজ
গ) কুম্ভকারের কাজ
ঘ) সাধ্যপালের কাজ

Ans:-ঘ) সাধ্যপালের কাজ

ক) ডিসেম্বর মাসে
খ) ডিসেম্বর মাসের শেষে
গ) ডিসেম্বরের মাঝামাঝি
ঘ) ডিসেম্বরের গোড়ায়

Ans:- ঘ) ডিসেম্বরের গোড়ায়

ক) শোবার ঘরের মেঝেতে
খ) বাগানের পাশে
গ) মুরগির খাঁচাতে
ঘ) আটচালার নীচে

Ans:-ঘ) আটচালার নীচে

ক) পেঁয়াজকলি
খ) কাঁকড়া
গ) শাকের পাতা
ঘ) অলিভ পাতা

Ans:-ক) পেঁয়াজকলি

ক) সামান্য খাঁজ
খ) একটু খাঁজ
গ) গভীর খাঁজ
ঘ) অগভীর খাঁজ

Ans:-গ) গভীর খাঁজ

ক) জরাগ্রস্ত চিলের মতো
খ) জরাগ্রস্ত বাজপাখির মত
গ) জরাগ্রস্ত শকুনের মতো
ঘ) জরাগ্রস্ত বাদুরের মতো

Ans:-গ) জরাগ্রস্ত শকুনের মতো

ক) রামধনু-রঙা
খ) সাতরঙা
গ) লালরঙা
ঘ) গোলাপিরঙা

Ans:-ক) রামধনু-রঙা

ক) দৈনিক ক্ষমতা
খ) অধ্যবসায়
গ) ধৈর্য
ঘ) অসীম সাহস

Ans: গ) ধৈর্য

ক) ডানা
খ) সুতো
গ) পরভৃৎ
ঘ) পালক

Ans:- গ) পরভৃৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X