WBSSC Preparation Archives - Prerona Academy https://preronaacademy.com/category/bengali-subject/wbssc-preparation/ Just another WordPress site Thu, 01 Aug 2024 18:35:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://preronaacademy.com/wp-content/uploads/2022/10/cropped-PA-Favicon-32x32.png WBSSC Preparation Archives - Prerona Academy https://preronaacademy.com/category/bengali-subject/wbssc-preparation/ 32 32 ভাষা ও উপভাষা || ভাষা ও উপভাষা সম্পর্কে ধারণা ||উপভাষার শ্রেণিবিভাগ || সাধু ও চলিত ভাষা কাকে বলে https://preronaacademy.com/bhasha_o_upobhasha/ https://preronaacademy.com/bhasha_o_upobhasha/#respond Thu, 01 Aug 2024 18:15:16 +0000 https://preronaacademy.com/?p=605 ভাষা ও উপভাষা, ভাষা ও উপভাষা সম্পর্কে ধারণা ,উপভাষার শ্রেণিবিভাগ, সাধু ও চলিত ভাষা কাকে বলে , WBCHSE , একাদশ

The post ভাষা ও উপভাষা || ভাষা ও উপভাষা সম্পর্কে ধারণা ||উপভাষার শ্রেণিবিভাগ || সাধু ও চলিত ভাষা কাকে বলে appeared first on Prerona Academy.

]]>

ভাষা ও উপভাষা, ভাষা ও উপভাষা সম্পর্কে ধারণা ,উপভাষার শ্রেণিবিভাগ, সাধু ও চলিত ভাষা কাকে বলে , WBCHSE , একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার এর বাংলা সিলেবাস , ভাষা থেকে গুরুত্বপূর্ণ অংশ আলোচনা এখানে করা হল। Class 11 Bengali syllabus

ভাষা ও উপভাষা

ভাষা:- মানুষের কন্ঠ নিঃসৃত বহুজন বোধ্য ধ্বনির সমষ্টিকে ভাষা বলে, যেমন বাংলা, হিন্দি, ইংরেজি জার্মান, ইত্যাদি।

উপভাষা:- কোন ভাষার প্রত্যক্ষ ব্যবহারিক রূপকে তার উপভাষা বলে। ভাষাকে দুটোভাবে ব্যবহার করা যায় যথা –

 i) মুখে মুখে

ii) লিখে লিখে

তাই উপভাষা হলো দুই প্রকার –

ক) কথ্য উপভাষা ও

খ) লেখ্য উপভাষা

বাংলা উপভাষার শ্রেণিবিভাগটি দেখে নাও-

কথ্য উপভাষা:- কোন একটি অঞ্চলের কথ্য ভাষার আঞ্চলিক যে ভাষাছাদ, তাকেই কথ্য উপভাষা বলে। বাংলা কথ্য উপভাষা পাঁচটি- রাঢ়ী, বরেন্দ্রী, ঝাড়খন্ডি, কামরূপী, বঙ্গালি।

** এখানে বিশেষভাবে মনে রাখতে হবে যে, কথাটি আগেরকার দিনে অর্থাৎ ডক্টর সুকুমার সেনের আমলে কথ্য উপভাষাকেই সরাসরি উপভাষা বলা হয়েছে।

কিন্তু বর্তমানে উপভাষা হল কোন ভাষার প্রত্যক্ষ ব্যবহারিক রূপ। আর ড: সেন উপভাষার যে সংজ্ঞা দিয়েছেন সেটা এখন কথ্য উপভাষার সংজ্ঞা। – এই নতুনত্বটি মাথায় রাখতে হবে।

বাংলা কথ্য উপভাষা গুলির ভৌগোলিক এলাকা ও সাধারণ পরিচয়:-

– ভাষাতত্ত্ববিদরা বাংলা কথ্য উপভাষার প্রধান পাঁচটি ভাগের কথা বলেছেন। যথা-

১.রাঢ়ী

২.ঝাড়খণ্ডী

৩.বরেন্দ্রী

৪.কামরূপী বা রাজবংশী

৫. বঙ্গালী

এবার লেখ্য উপভাষা ও তাদের প্রধান বৈশিষ্ট্যগুলো দেখে নিই চলো-

গদ্য উপভাষা :- লেখ্য উপভাষার ক্ষেত্রে গদ্য রচনার জন্য যে রূপটি ব্যবহৃত হয় তাকে গদ্য উপভাষা বলে । গদ্য উপভাষা দুই প্রকার-

i) সাধু ও

Ii) চলিত

সাধুভাষা:- লেখার জন্য যে কৃত্রিম ও গাম্ভীর্যপূর্ণ ভাষারূপ ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা বলে। যেমন – তাহারা সকলে আসিয়া উপস্থিত হইলেন।

সাধু রীতির বৈশিষ্ট্যগুলো:

১.তৎসম ও সংস্কৃত শব্দের প্রাধান্য বেশি।

২.সন্ধি ও সমাসবদ্ধ দীর্ঘাকৃতি পদের প্রয়োগ।

৩.ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। যেমন: করিয়াছি, গিয়াছি।

৪.সর্বনাম পদের পূর্ণাঙ্গ রূপ। যেমন: তাহারা, তাহার, তাহাদের।

৫.অনুসর্গের পূর্ণাঙ্গরূপের ব্যবহার দেখা যায়। যেমন: হইতে, দিয়া প্রভৃতি।

৬ ভাষায় গাম্ভীর্য ও আভিজাত্যের প্রকাশ।

৭. বাক্য গঠনে ও পদবিন্যাসে নিয়মবদ্ধ রীতির অনুসরণ, যেমন- কর্তা কর্মের ক্রমবিন্যাসের পর বাক্যের শেষে ক্রিয়া পদের ব্যবহার ইত্যাদি।

৮. সাধু ভাষার একটি বৈশিষ্ট্য হলো এটি লেখ্য ভাষা।

চলিতভাষা :- রাঢ় অঞ্চলের ভাগীরথী তীরবর্তী এলাকায় প্রচলিত কথ্য উপভাষাকে মানদণ্ড করে যে কথ্য ভাষার অনুগামী লেখ্য উপভাষা চালু হয়েছে তাকে প্রচলিত ভাষা বা সংক্ষেপে চলিত ভাষা বলে। যেমন – সবাই এসে উপস্থিত হলেন।

চলিত ভাষার বৈশিষ্ট্য:-

(১) ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য। ।

(২) অসমাপিকা ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ, যেমন-করে (< করিয়া), বসে (< বসিয়া), রয়ে (< রহিয়া), চেয়ে (< চাহিয়া), নিয়ে (< লইয়া) ইত্যাদি; সমাপিকা ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ, যেমন-ছুটছে (< ছুটিতেছে), চলত (< চলিত), পাচ্ছে (< পাইতেছে), করছেন (< করিতেছেন) ইত্যাদি।

(৩) সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ, যেমন-তার (< তাহার), তারা (< তাহারা), যারা (< যাহারা) ইত্যাদি।

(৪) অনুসর্গের সংক্ষিপ্ত রূপ, যেমন-বাইরের (< বাহিরের), কাছে (< নিকটে), থেকে (< থাকিয়া), মাঝে (< মধ্যে) ইত্যাদি।

(৫) পদবিন্যাস ও বাক্যগঠনভঙ্গি বিশেষ প্রকৃতির।

(৬) ভাষা কিছুটা লঘু, সাবলীল ও স্বচ্ছন্দ গতিময় যেন জীবন্ত।

পদ্য উপভাষা:-

কাব্য রচনা জন্য যে লেখ্য ভাষারূপে সর্বনাম ও ক্রিয়া পদের বিশেষ পদ্যরূপ ব্যবহৃত হয় তাকে পদ্য উপভাষা বলে। যেমন –

মম(আমার) তব (তোমার), নারি (না পারি), করিনু(করলাম) ইত্যাদি।

পদ্য উপভাষার বৈশিষ্ট্য :-

১। পদ্যের ক্ষেত্রে বাক্যের সাধারণ বিন্যাসক্রম বেশিরভাগ ক্ষেত্রে রক্ষিত হয় না।

২। পদ্যের ভাষা ছন্দবদ্ধ কাব্যভাষা।

৩। পদ্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ লক্ষিত হয়।

৪। ছন্দ কবিতায় অন্ত্যমিল থাকে।

The post ভাষা ও উপভাষা || ভাষা ও উপভাষা সম্পর্কে ধারণা ||উপভাষার শ্রেণিবিভাগ || সাধু ও চলিত ভাষা কাকে বলে appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/bhasha_o_upobhasha/feed/ 0
সাহিত্যের রূপ ও রীতি । সাহিত্যের রূপ ও রীতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর https://preronaacademy.com/sahityer-rup-o-riti-mcq/ https://preronaacademy.com/sahityer-rup-o-riti-mcq/#respond Wed, 15 May 2024 18:19:27 +0000 https://preronaacademy.com/?p=540 ১. নাটক কথাটি বাংলা সাহিত্যে প্রথম কোথায় কিভাবে পাওয়া যায় ? উত্তর: নাটক কথাটি: নাটক কথাটি বাংলা সাহিত্যে প্রথম ব্যবহৃত

The post সাহিত্যের রূপ ও রীতি । সাহিত্যের রূপ ও রীতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর appeared first on Prerona Academy.

]]>

উত্তর: নাটক কথাটি: নাটক কথাটি বাংলা সাহিত্যে প্রথম ব্যবহৃত হয় চর্যাপদে- বীনা পা এর ১৭ নং পদে।

উদ্ধৃতি: “নাচন্তি বাজিল গান্তি দেবী।
বুদ্ধ নাটক বিষমা হোই।”

উত্তর: * রূপক ও সাংকেতিক নাটকের দুটি পার্থক্য :-

i) বাহ্যিক আপাত কাহিনীর অন্তরালে জীবনের গভীর কোনো ঘটনা সমস্যা বিষয়কে তুলে ধরা হয় রূপক নাটকে। আর সাংকেতিক নাটকে আদর্শভাব, কল্পনা ইত্যাদি বিমূর্ত বিষয় কেন্দ্রিক নাটক হল সাংকেতিক নাটক।

ii) রূপক নাটকে চরিত্রগুলি হয় রূপক চরিত্র ।

আর সাংকেতিক নাটকে ঘটনা বা চরিত্রগুলি ইঙ্গিতপূর্ণ বা সাংকেতিক।

একটি করে উদাহরণ: রূপক নাটক এর উদাহরণ- মন্মথ রায়ের ‘কারাগার’।
সাংকেতিক নাটকের উদাহরণ – রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’।

উত্তর: ত্রয়ী ঐক্যঃ – অ্যারিস্টটলের পোয়েটিকস গ্রন্থে উল্লিখিত ত্রয়ী ঐক্য হল- স্থানগত ঐক্য, কালগত ঐক্য, বিষয়গত ঐক্য।

ট্রাজেডির ষড়ঙ্গগুলি হলো: – অ্যারিস্টটল তাঁর poetics গ্রন্থে ট্রাজেডির ষড়ঙ্গ বা ছয়টি অঙ্গের কথা বলেছেন- ১. প্লট ২. চরিত্র ৩. মঞ্চসজ্জা ৪. চিন্তন ৫. বাচন ও ৬. সুর।

উত্তর:-

গীতিনাট্য – গিরিশচন্দ্রের ‘আবুহোসেন’ রবীন্দ্রনাথের ‘বাল্মিকী প্রতিভা’।

নাট্যকাব্য – রবীন্দ্রনাথের ‘বিদায় অভিশাপ’, ‘কর্ণ কুন্তী সংবাদ’।

নৃত্যনাট্য – রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্যামা ‘ও ‘চন্ডালিকা’।

সামাজিক নাটক – গিরিশচন্দ্রের ‘প্রফুল্ল’ , ‘বলিদান’।

উত্তর: প্রহসন: সামাজিক অন্যায় ,দুর্নীতি বা কপটতা বা অনাচারের বিরুদ্ধে হাস্য পরিহাস এর মধ্য দিয়ে যে সংক্ষিপ্ত নাটক লেখা হয় তাকে প্রহসন বলে।

মাইকেল মধুসূদন দত্তের প্রহসন হল – একেই কি বলে সভ্যতা , বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।

উত্তর: হ্যামারশিয়া: ‘হ্যামারশিয়া’ কথার অর্থ চরিত্রের পতনের জন্য দায়ী নায়ক চরিত্রের বিশেষ স্বভাব বা বৈশিষ্ট্য। (“Hamartia is a literary device that reflects a character’s tragic or fatal flaw, or mistake in judgment, that ultimately leads to their downfall” –Literary Devices)

উদাহরণ – “ইদিপাস” ট্রাজেডিতে রাজা ইদিপাসের Complex কেই বলা হয়েছে হ্যামারশিয়া। আর শেক্সপিয়রের ট্রাজিডিতে বলা যায় ওথেলোর সন্দেহবাতিকতা , ইর্ষা এবং ম্যাকবেথের উচ্চাকাংক্ষা ।

উত্তর:- গুরু গম্ভীর বিষয়ের যে নাটকের শেষে বিয়োগ ব্যথা বা বিষাদ জনিত কোন ঘটনা ঘটে তাকেই স্থূল অর্থে ট্রাজেডি বলে। অ্যারিস্টটল ট্রাজেডি নাটকের জনক।

Read More : অনুবাদ সাহিত্য || রামায়ন, মহাভারত, ভাগবত

উত্তর:-ট্রাজেডির প্রথম উদ্ভব হয় গ্রিসে।
অ্যারিস্টটল তাঁর ‘পোয়েটিক্স’ গ্রন্থের ষষ্ঠ অধ্যায়ে ট্রাজিডির সংজ্ঞা দিয়েছেন।

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি ট্রাজেডি নাটক- বিসর্জন, মালিনী।

উত্তরঃ- ‘জুলিয়াস সিজার’।

উত্তরঃ- ’ট্রাজেডি’ শব্দটির আভিধানিক অর্থ ‘ goat-song’ বা ছাগগীতি।

উত্তরঃ- প্রাচীনকালে ডায়োনিসাস দেবতার উদ্দেশ্যে ছাগল বা ভেড়া বলিদানের সময় যে অনুষ্ঠানের আয়োজন করা হতো, তা থেকে ট্রাজেডির উৎপত্তি হয়েছে।

উত্তরঃ- ফার্স এক ধরণের লঘু জাতীয় নাটক।

উত্তর: কমেডির উৎপত্তি: কমেডি শব্দটির উৎস গ্রিক শব্দ কময়ডিয়া (komoidia)।
প্রাচীন গ্রিসে ডায়ানিওসাস দেবতার গ্রাম্য উৎসব অনুষ্ঠান থেকেই কমেডির উদ্ভব হয়েছে। কমেডির চরিত্রেরা – হাস্য পরিহাস কৌতুক উদ্রেক করে সকলের মনোরঞ্জন করে। পরে এই জাতীয় হাস্যরসাত্মক গ্রিক নাটকের নাম হয় কমেডি ; যা বিশ্ব সাহিত্যে ছড়িয়ে পড়ে।

উত্তরঃ- রামনারায়ণ তর্করত্নের ‘কুলীন কুল সর্বস্ব’।

উত্তরঃ- বৈকুন্ঠের খাতা ও চিরকুমার সভা।

উত্তরঃ-যে নাটকে চরিত্র এবং ঘটনাসজ্জা দেখে আনন্দ পাওয়া যায় এবং নাটকের শেষে মিলন থাকে, সেই নাটকেই ‘কমেডি’নাটক বলে।

উত্তরঃ- বাংলা সাহিত্যে কমেডি নাটকে মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্র সিদ্ধিলাভ করেছেন।
মধুসূদন দত্তের দুটি কমেডি নাটক হল ‘একেই কি বলে সভ্যতা’ ও ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’।

দীনবন্ধু মিত্রের দুটি কমেডি নাটক হল ‘সধবার একাদশী’, ‘জামাই বারিক’।

উত্তর: ট্রাজেডি ও মহাকাব্যের প্রধান পার্থক্যগুলি হল :

ট্রাজেডি হল ব্যক্তিকেন্দ্রিক।
মহাকাব্য হল গোষ্ঠীকেন্দ্রিক।

ট্রাজেডি হল বিয়োগান্তক।
মহাকাব্য হল মিলনান্তক।

ট্রাজেডি হয় দৃশ্য।
মহাকাব্য হয় পাঠ্য।

ক্যাথার্সিস: ক্যাথার্সিস কথার অর্থ ভাবের বিমোক্ষণ। ট্রাজেডিতে যখন নায়ক চরিত্রের লড়াই দেখে দর্শক মনে করুণা ও ভীতির সঞ্চার ঘটে। এই করুণা ও ভীতির যখন বহিঃপ্রকাশ ঘটে তখন দর্শক মনের অবদমিত ভাব বাইরে মুক্ত হয় – একেই ক্যাথার্সিস বা ভাবের বিমোক্ষণ বলে।

উত্তর: ‘Melodrama’ শব্দটির উৎস গ্রিক ‘Melos ‘ থেকে।

বাংলায় মেলোড্রামা কে অতিনাটক বলে।

নাটকে যখন তার দ্বন্দ্ব অতিরঞ্জিত হয়, ঘটনা হয় অস্বাভাবিক,আকস্মিক কোন উত্তেজনা সৃষ্টি করাই নাটকের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় তাকেই মেলোড্রামা বলে।

উদাহরণ: রবীন্দ্রনাথের ‘রাজা ও রানী’ ।
দ্বিজেন্দ্রলালের ‘সাজাহান’।

উত্তর:- ‘এবং ইন্দ্রজিৎ’ -বাদল সরকারের ‘উদ্ভট’ নাটক বা অ্যাবসার্ড ড্রামা।
‘সাজাহান’ – দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ঐতিহাসিক নাটক’।
‘গুরু’ – রবীন্দ্রনাথের ‘সাংকেতিক নাটক’।
‘মানময়ী গার্লস স্কুল’- রবীন্দ্রনাথ মৈত্রের কমেডি নাটক।

উত্তরঃ- গীতি কবিতা বলতে যে ধরনের কবিতা বোঝানো হয় তার সঙ্গে সঙ্গীতের বিশেষ কোনো সম্পর্ক নেই। আসলে কবির অনুভূতি ও ব্যক্তিগত উপলব্ধির সঙ্গে গীতি কবিতার এক শাশ্বত ও সর্বজনীন আবেদন থাকে। সম্ভবত এই জন্যই এই আন্তরিক অনুভূতির মধ্যে এমন এক নিত্যতা ও আবেদন থাকে যা অনুভূতিশীল সকল মানুষকে আন্দোলন করে।

উত্তরঃ- গীতিকবিতা কথাটি এসেছে ইংরেজি ‘Lyric Poetry’ থেকে।

উত্তরঃ- কোলরিজের।

উত্তরঃ- কয়েকটি গীতিকাব্যের উদাহরণ হল-

স্বর্ণকুমারী দেবীর লেখা- ‘গাথা’ ও ‘বসন্ত উৎসব’।
মানকুমারী দেবীর- ‘কনকাঞ্জলি’।
অক্ষয় কুমার বড়ালের – ‘প্রদীপ’ ও ‘ভুল’
দেবেন্দ্রনাথ সেনের- ‘নির্ঝরিনী’ ও ‘গোলাপগুচ্ছ’।
বিহারীলাল চক্রবর্তীর- ‘বঙ্গসুন্দরী’, ‘নিসর্গ সন্দর্শন’, ‘বন্ধু বিয়োগ’, ‘প্রেমপ্রবাহিণী’, ‘সারদামঙ্গল’, ‘সাধের আসন’।

উত্তরঃ- গীতিকাব্য সম্পর্কে বঙ্কিমচন্দ্র বলেছেন- “গীতের যে উদ্দেশ্য, যে কাব্যের সেই উদ্দেশ্য, তাহাই গীতিকাব্য। বক্তার ভাবোচ্ছাসের পরিস্ফুটতামাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য।”

The post সাহিত্যের রূপ ও রীতি । সাহিত্যের রূপ ও রীতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/sahityer-rup-o-riti-mcq/feed/ 0