চারণ কবি ভারভারা রাও | চারণ কবি কবিতার MCQ | একাদশ শ্রেণি বাংলা 1st Semester
চারণকবি ভারভারা রাও, চারণ কবি কবিতার MCQ প্রশ্ন ও উত্তর –
১.‘চারণ কবি’ কবিতাটি অনুবাদ করেছেন –
ক) অশোক চট্টোপাধ্যায়
খ) শক্তি চট্টোপাধ্যায়
গ) শঙ্খ ঘোষ
ঘ) উৎপল দত্ত
উত্তরঃ- গ) শঙ্খ ঘোষ
২.ভারভারা রাও যে ভাষার কবি –
ক) তামিল
খ) তেলেগু
গ) মলায়ালম্
ঘ) কন্নড়
উত্তরঃ- খ) তেলেগু
৩.‘যখন সব লোপাট।’ – লোপাট হয়ে গেছে
ক) আইনকানুন
খ) রীতিনীতি
গ) আদবকায়দা
ঘ) নিয়মকানুন
উত্তরঃ- ঘ) নিয়মকানুন
৪.গলায় ফাঁস লাগার পরেও যা হচ্ছে না—
ক) মানুষ মারা যাচ্ছে না
খ) কথা বন্ধ হচ্ছে না।
গ) ফাঁসুড়ে সন্তুষ্ট হচ্ছে না
ঘ) রক্ত চুঁইয়ে পড়ছে না
উত্তরঃ- ঘ) রক্ত চুঁইয়ে পড়ছে না
৫.‘বিদ্যুৎ হয়ে উঠছে বাজ’—যার প্রভাবে—
ক) তীব্র প্রতিবাদে
খ) নৈরাজ্যের কারণে
গ) ঘূর্ণিপাকে
ঘ) প্রবল বর্ষণে
উত্তরঃ- গ) ঘূর্ণিপাকে
৬.“ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ” — উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন—
ক) প্রকৃতি ক্রমশ রুদ্ররূপ ধারণ করছে
খ) সমাজে সর্বনাশ আসন্ন
গ) ক্ষোভ-প্রতিবাদের চেহারা নিচ্ছে
ঘ) মানুষ অত্যন্ত অসহায়
উত্তরঃ- গ) ক্ষোভ-প্রতিবাদের চেহারা নিচ্ছে
৭.ঘূর্ণিপাকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে ওঠে-
ক) প্রবল বর্ষণ
খ) প্রলয়ঝড়
গ) নদী
ঘ) চোখের জল
উত্তরঃ- খ) প্রলয়ঝড়
৮.“ঝিরেঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয়ঝড়”—উদ্ধৃতাংশের অন্তর্নিহিত অর্থ হল—
ক) প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে
খ) ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে
গ) অত্যাচারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে
ঘ) দৈবরোষ থামছে না
উত্তরঃ- খ) ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে
৯.কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে—
ক) কবিতার খাতা থেকে
খ) মানুষের মিছিল থেকে
গ) বজ্রবিদ্যুৎ ভরতি খাতা থেকে
ঘ) জেলের গরাদ থেকে
উত্তরঃ- ঘ) জেলের গরাদ থেকে
১০. জেলের গরাদ থেকে বেরিয়ে আসা লিপিকার স্বরে রয়েছে-
ক) প্রতিরোধের আগুন
খ) আগুনের হলকা
গ) বহুস্বর
ঘ) মায়ের বেদনাশ্রু
উত্তরঃ- ঘ) মায়ের বেদনাশ্রু
১১.মানুষ যখন প্রতিবাদ করে সেই সময় গান হয়ে ওঠে —
ক) নিষিদ্ধ বিষয়
খ) জীবনবিমুখ মানুষের অবসরযাপন
গ) শাসকের বিনোদন
ঘ) যুদ্ধের শস্ত্র
উত্তরঃ- ঘ) যুদ্ধের শস্ত্র
Read More : বিশাল ডানাওয়ালা এক থুথথুরে বুড়ো গল্প থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর
১২.“কবিকে তখন ভয় পায় ওরা।”—“ওরা” বলতে যাদের কথা বোঝানো হয়েছে—
ক) অত্যাচারী শাসক
খ) বড়োলোক শ্রেণি
গ) দস্যুদল
ঘ) দুর্জন ব্যক্তিরা
উত্তর:- ক) অত্যাচারী শাসক
১৩. কবিকে কখন ভয় পায় ‘ওরা’?
ক) কবি যখন কলম ছেড়ে বন্দুক ধরেন
খ) যখন গান হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র
গ) কবি যখন রাস্তায় নামেন
ঘ) কবি যখন ঘুমিয়ে থাকেন
উত্তর:- খ) যখন গান হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র
১৪.“গান তখন যুদ্ধেরই শস্ত্র হয়ে ওঠে যখন—
ক) “কাঁপন লাগে জিভে”
খ) “পুবের আকাশে সূর্য ওঠে’
গ) “আকাশ ঢাকে কালো মেঘে”
ঘ) “রাস্তার দখল নেয় মিছিল
উত্তরঃ- ক) “কাঁপন লাগে জিভে”
১৫.জিভে কাঁপন লাগলে গান কী হয়ে ওঠে ?
ক) আনন্দের স্ফূর্তি
খ) মনের মুক্তির পথ
গ) যুদ্ধের শস্ত্র
ঘ) শিল্পকলার মাধ্যম
উত্তরঃ- গ) যুদ্ধের শস্ত্র
১৬. ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল-
ক) মাটিতে
খ) হওয়ায়
গ) ইতিহাসে
ঘ) শহীদের দুঃখে
উত্তরঃ- ক) মাটিতে
১৭.কবিকে ভয় পেয়ে শাসক—
ক) কবিকে কয়েদ করে রাখে
খ) কবিকে খেতাব দেয়
গ) কবির দাবিগুলি মেনে নেয়
ঘ) আত্মসমর্পণ করে
উত্তরঃ- ক) কবিকে কয়েদ করে রাখে
১৮.কবিকে ভয় পেয়ে শাসক তার গর্দানে আরও শক্ত করে যা করে—
ক) জড়িয়ে দেয় ফাঁস
খ) আঘাত করে
গ) বোঝা চাপিয়ে দেয়
ঘ) বন্ধুত্বের হাত রাখে
উত্তরঃ- ক) জড়িয়ে দেয় ফাঁস
১৯.“স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে” – কে ?
ক) তরুণ বিপ্লবী
খ) অত্যাচারী শাসকবর্গ
গ) কবি
ঘ) ফাঁসির মঞ্চ
উত্তরঃ- ঘ) ফাঁসির মঞ্চ
২০.“ফাঁসুড়ে’’ শব্দের সাধারণ অর্থ –
ক) যে ফাঁসি দেয়
খ) যাকে ফাঁসি দেওয়া হয়
গ) যে ফাঁসির হুকুম দেয়
ঘ) কোনোটিই নয়
উত্তরঃ- ক) যে ফাঁসি দেয়
২১.ফাঁসির মঞ্চে শেষপর্যন্ত যাকে জুলিয়ে দেওয়া হয়-
ক) মানুষের স্বপ্নকে
খ) ফাঁসুড়েকে
গ) সমস্ত প্রতিবাদীকে
ঘ) আদর্শকে
উত্তরঃ- খ) ফাঁসুড়েকে
২২. চুঁইয়ে পড়ছে না কোনো —
ক) জল
খ) ঘাম
গ) রক্ত
ঘ) অশ্রু
উত্তরঃ- গ) রক্ত
Complete Class on YouTube :-