হারিয়ে যাওয়া কালি কলম । দশম শ্রেণি । গুরুত্বপূর্ণ 50 টি MCQ
আজকে আমরা আলোচনা করবো শ্রীপান্থ রচিত দশম শ্রেণির পাঠ্য হারিয়ে যাওয়া কালি কলম থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর (MCQ) . আশাকরি প্রশ্নগুলি তোমাদের কাজে লাগবে।
১. ” হারিয়ে যাওয়া কালি কলম ” রচনাটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটি হল –
ক) যখন ছাপাখানা এলো
খ) কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই
গ) আজব নগরী
ঘ) বটতলা
উত্তর:- খ) কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই
২. ‘শ্রীপান্থ’, ছদ্মনামে লিখেছেন-
ক) শরৎচন্দ্র
খ) নিখিল সরকার
গ) মুজতবা আলী
ঘ)বলাইচাঁদ মুখোপাধ্যায়
উত্তর:-খ) নিখিল সরকার
৩.কথায় আছে কালি কলম মন,লেখে- জন ?
ক)এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
উত্তর:-গ) তিন
৪.লেখক যে-অফিসে কাজ করতেন, সেটি হল-
ক) সরকারি অফিস
খ) ছাপাখানা
গ) বেসরকারি অফিস
ঘ) লেখালেখির অফিস
উত্তরঃ- ঘ) লেখালেখির অফিস
৫.লেখক যেখানে কাজ করেন, সেখানে সবাই-
ক) ফাঁকিবাজ
খ) পুলিশ
গ) আড্ডাবাজ
ঘ) লেখক
উত্তরঃ-ঘ) লেখক
৬.লেখকের হাতে ছাড়া আর কারও হাতে কী নেই ?
ক) ঘড়ি
খ) সময়
গ) কাজ
ঘ) কলম
উত্তরঃ-ঘ) কলম
৭.লেখক ছাড়া তাঁর অফিসের আর সকলের সামনেই রয়েছে-
ক) কম্পিউটার
খ) প্রচুর বই
গ) টাইপরাইটার
ঘ) টেলিফোন
উত্তরঃ-ক) কম্পিউটার
৮.বাংলা প্রবাদটি হল—কালি নেই, কলম নেই, বলে আমি
ক) মুনশি
খ) লেখক
গ) কবি
ঘ) কলমচি
উত্তরঃ-ক) মুনশি
৯. লেখকরা ছোটোবেলায় কলম তৈরি করতেন –
ক) পাখির পালক দিয়ে
খ) নলখাগড়া দিয়ে
গ) কাশফুলের খড় দিয়ে
ঘ) রোগা বাঁশের কঞ্চি কেটে
উত্তরঃ-ঘ) রোগা বাঁশের কঞ্চি কেটে
১০.লেখকরা হোমটাস্ক করতেন-
ক) শুকনো তালপাতায়
খ) বড়ো খাতায়
গ) কলাপাতায়
ঘ) পদ্মপাতায়
উত্তরঃ-গ) কলাপাতায়
১১.অক্ষরজ্ঞানহীনকে লোকে বলে-
ক) অন্ধের কীবা দিন কীবা রাত
খ) ওর কাছে ক’অক্ষর গোমাংস
গ) চোখ থাকতেও অন্ধ
ঘ) কুয়োর ব্যাঙ
উত্তরঃ-খ) ওর কাছে ক’অক্ষর গোমাংস
১২.ছোটোবেলায় কালি তৈরি করতে লেখকদের সাহায্য করতেন—
ক) মা-পিসি-দিদিরা
খ) বাবা-কাকা-দাদারা
ঘ) বন্ধুবান্ধবরা
গ) স্কুলের মাস্টারমশাইরা
উত্তরঃ-ক) মা-পিসি-দিদিরা
১৩. কালি তৈরি করতে লাগে –
ক) আলু
খ) চুন
গ) ত্রিফলা
ঘ) মিছরি
উত্তরঃ-গ) ত্রিফলা
১৪.কড়াইয়ের তলায় জমা কালি কী দিয়ে ঘষে তোলা হত-
ক) কলাপাতা দিয়ে
খ) কচু পাতা দিয়ে
গ) শিউলি পাতা দিয়ে
ঘ) লাউ পাতা দিয়ে
উত্তরঃ-ঘ) লাউ পাতা দিয়ে
১৫.লেখক প্রাচীন মিশরে জন্মালে কী দিয়ে লিখতেন?
ক) বাঁশের কঞ্চি
খ) নলখাগড়ার কলম
গ) হাড়ের কলম
ঘ) পালক
উত্তরঃ-খ) নলখাগড়ার কলম
১৬.লেখক প্রাচীন ফিনিসীয় হলে লেখার জন্য ব্যবহার করতেন-
ক) পালক
খ) স্টাইলাস
গ) হাড়
ঘ) নলখাগড়া
উত্তরঃ-গ) হাড়
১৭.‘স্টাইলাস’ হল-
ক) পিতলের শলাকা
খ) লোহার শলাকা
গ) তামার শলাকা
ঘ) ব্রোঞ্জের শলাকা
উত্তরঃ-ঘ) ব্রোঞ্জের শলাকা
১৮.”সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন”,তার পোশাকি নাম-
ক) রিজার্ভার
খ) স্টাইলাস
গ) পার্কার
ঘ) পাইলট
উত্তরঃ-খ) স্টাইলাস
১৯. কোন্ কলম একমাত্র সরস্বতী পুজোর সময় দেখা যায়?
ক) ফাউন্টেন পেন
খ) বল পেন
গ) বাঁশের কঞ্চির কলম
ঘ) খাগের কলম
উত্তরঃ-ঘ) খাগের কলম
২০.‘পালকের কলমের ইংরেজি নাম হল –
ক) স্টাইলাস
খ) ফাউন্টেন পেন
গ) কুইল
ঘ) রিজার্ভার পেন
উত্তরঃ-গ) কুইল
২১. বাঙালি সাংবাদিকদের “বাবু কুইল ড্রাইভারস”—কথাটি বলতেন-
ক) জব চার্নক
খ) লর্ড মেকলে
গ) শ্রীপান্থ
ঘ) লর্ড কার্জন
উত্তরঃ-ঘ) লর্ড কার্জন
২২. কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন—
ক) প্রাবন্ধিক
খ) দার্শনিক
গ) গল্পকার
ঘ) নাট্যকার
উত্তরঃ-খ) দার্শনিক
২৩. কুইল ‘হল–
ক) খাগের কলম
খ) পালকের কলম
গ) খাগড়ার কলম
ঘ) কঞ্চির কলম
উত্তরঃ-খ) পালকের কলম
২৪. ‘সেই আমার কলম।’- ‘সেই হল –
ক) নল খাগড়া
খ) হাড়
গ) পালক
ঘ) ব্রোঞ্জের শলাকা
উত্তরঃ-খ) হাড়
২৫. চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে-
ক) তুলি
খ) হাড়
গ) নল-খাগড়া
ঘ) ব্রোঞ্জের শলাকা
উত্তরঃ-ক) তুলি
২৬. হাড়কে কলম বানিয়ে লিখত—
ক) সুমেরীয়রা
খ) ইংরেজরা
গ) চিনারা
ঘ) ফিনিসীয়রা
উত্তরঃ-ঘ) ফিনিসীয়রা
২৭. এখন পালকের কলম দেখা যায়—
ক) পুরোনো দিনের তৈলচিত্রে
খ) মিউজিয়ামে
গ) গ্রন্থাগারে
ঘ) অফিসে
উত্তরঃ-ক) পুরোনো দিনের তৈলচিত্রে
২৮. দোয়াতে গোঁজা পালকের কলম দেখা যায়—
ক) রবীন্দ্রনাথের ছবিতে
খ) জিশু খ্রিস্টের ছবিতে
গ) জুলিয়াস সিজারের ছবিতে
ঘ) কেরি সাহেবের ছবিতে
উত্তরঃ-ঘ) কেরি সাহেবের ছবিতে
২৯. পালক কেটে কলম তৈরি করার যন্ত্রটি ছিল—
ক) পেনসিল সার্পনারের মতো
খ) সেফটি রেজারের মতো
গ) ট্রিমারের মতো
ঘ) হিরে কাটার যন্ত্রের মতো
উত্তরঃ- ক) পেনসিল সার্পনারের মতো
৩০. লেখক ছেলেবেলায় কাকে পায়ের মোজায় কলম রাখতে দেখেছিলেন?
ক) মন্ত্রীমশাইকে
খ) মাস্টারমশাইকে
গ) দারোগাবাবুকে
ঘ) পণ্ডিতমশাইকে
উত্তরঃ-গ) দারোগাবাবুকে
৩১. কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন-
ক) কালীঘাটে
খ) গঙ্গাঘাটে
গ) মাঠেঘাটে
ঘ) শ্মশানঘাটে
উত্তরঃ-ক) কালীঘাটে
৩২. কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায়-
ক) বল-পেন
খ) ব্রোঞ্জের শলাকা
গ) ফাউন্টেন পেন
ঘ) কুইল বা পালকের পেন
উত্তরঃ-গ) ফাউন্টেন পেন
৩৩. ফাউন্টেন পেনের বাংলা নাম ‘ঝরনা কলম’ দেন-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ-ক) রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪.ফাউন্টেন পেনের স্রষ্টা –
ক)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) পিটার পার্কার
গ) লুইস অ্যাডসন
ঘ) লুইস অ্যাডসন ওয়াটারম্যান
উত্তরঃ-ঘ) লুইস অ্যাডসন ওয়াটারম্যান
৩৫. লেখক প্রথম যে-ফাউন্টেন পেনটি কিনেছিলেন, তার নাম হল-
ক) শেফার্ড
খ) পার্কার
গ) ওয়াটারম্যান
ঘ) জাপানি পাইলট
উত্তরঃ-ঘ) জাপানি পাইলট
৩৬.শৈলজানন্দ ফাউন্টেন পেন সংগ্রহের নেশা পেয়েছিলেন—
ক) রবীন্দ্রনাথের থেকে
খ) শরৎচন্দ্রের থেকে
গ) অবনীন্দ্রনাথের থেকে
গ) বঙ্কিমচন্দ্রের থেকে
উত্তরঃ-খ) শরৎচন্দ্রের থেকে
৩৭.আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল-
ক) ঝরনা কলম
খ) ওয়াটারম্যান
গ) রিজার্ভার পেন
ঘ) শেফার্ড
উত্তরঃ-গ) রিজার্ভার পেন
৩৮.লেখক কার কাছে সোনার দোয়াত কলম দেখেছিলেন?
ক) সুভো ঠাকুরের কাছে
খ) শরৎচন্দ্রের কাছে
গ) শৈলজানন্দের কাছে
ঘ) অন্নদাশঙ্করের কাছে
উত্তরঃ-ক) সুভো ঠাকুরের কাছে
৩৯.যাঁরা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয়—
ক) লিপিকুশলী
খ) লেখক
গ) পণ্ডিত
ঘ) দার্শনিক
উত্তরঃ-ক) লিপিকুশলী
৪০.‘হারিয়ে যাওয়া কালি কলম’ রচনায় লেখকের বয়স কত বলে ধারণা করা হয়েছে-
ক) চল্লিশ-পঞ্চাশ
খ) পঁয়তাল্লিশ-পঞ্চাশ
গ) পঞ্চাশ-ষাট
ঘ) ষাট-সত্তর
উত্তরঃ-গ) পঞ্চাশ-ষাট
৪১. উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানোর পারিশ্রমিক ছিল-
ক) আট আনা
খ) দশ আনা
গ) বারো আনা
ঘ) চোদ্দো আনা
উত্তরঃ-গ) বারো আনা
৪২.‘অনেক দিন ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি হলেন—
ক) সত্যজিৎ রায়
খ) রাজশেখর বসু
গ) অন্নদাশঙ্কর রায়
ঘ) সুবোধ ঘোষ
উত্তরঃ-গ) অন্নদাশঙ্কর রায়
৪৩. সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে?
ক) সুভাষ মুখোপাধ্যায়
খ) অন্নদাশঙ্কর রায়
গ) সত্যজিৎ রায়
ঘ) মধুসূদন দত্ত
উত্তরঃ-গ) সত্যজিৎ রায়
৪৪. নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল-
ক) শৈলজানন্দের
খ) অন্নদাশঙ্করের
গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের
ঘ) তারাশঙ্করের
উত্তরঃ-গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের
৪৫.‘কঙ্কাবতী’ ও ‘ডমরুধর’-এর লেখক হলেন—
ক) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
খ) ভবানীপ্রসাদ মজুমদার
গ) শৈলজানন্দ
ঘ) তারাশঙ্কর
উত্তরঃ-ক) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
৪৬.চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন—
ক) সাত টাকা
খ) আট টাকা
গ) ন-টাকা
ঘ) দশ টাকা
উত্তরঃ- ক) সাত টাকা
৪৭. কলমের শক্তিকে কীসের শক্তির সঙ্গে তুলনা করা হয়ে থাকে?
ক) বন্দুকের
খ) তলোয়ারের
গ) কামানের
ঘ) বক্তব্যের
উত্তরঃ- খ) তলোয়ারের
৪৮.’আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম’- কোন্অ ধীশ্বরের কথা বলা হয়েছে?
ক) জুলিয়াস সিজার
খ) নেপোলিয়ান
গ) ফ্রেডারিক
ঘ) আলেকজান্ডার
উত্তরঃ-ক) জুলিয়াস সিজার
৪৯.ফাউন্টেন পেনের পর যে পেন বাজার দখল করেছে, তা হল-
ক) বল পেন
খ) পালকের পেন
গ) নিব পেন
ঘ) খাগের কলম
উত্তরঃ-ক) বল পেন
৫০.হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় কার চিত্রশিল্পী হওয়ার সূচনা?
ক) অবনীন্দ্রনাথ ঠাকুরের
খ) রবীন্দ্রনাথ ঠাকুরের
গ) সত্যজিৎ রায়ের
ঘ) নন্দলাল বসু
উত্তরঃ-খ) রবীন্দ্রনাথ ঠাকুরের
Sk Alif