বাংলা ব্যাকরণ সমাস থেকে গুরুত্বপূর্ণ টি MCQ – WBSLST Bangla 2024
Important MCQ from ” বাংলা ব্যাকরণ ” – ” সমাস ” | For WBSLST Bengali 2024, মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 Preparation.
১. ‘স্বেচ্ছা’ কোন সমাসের উদাহরণ ?
ক) সম্বন্ধ তৎপুরুষ
খ) ব্যধিকরণ বহুব্রীহি
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
Ans: ক) সম্বন্ধ তৎপুরুষ
২. ‘প্রাণভয় ’ কোন সমাসের উদাহরণ ?
ক) সাধারণ কর্মধারয় সমাস
খ) অব্যয়ীভাব সমাস
গ) অপাদান তৎপুরুষ সমাস
ঘ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস
Ans: ঘ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস (প্রাণ হারানোর ভয়)
৩. কোনটি না-তৎপুরুষ সমাস নয় ?
ক) অক্ষত
খ) আনাড়ি
গ) অসাবধান
ঘ) অশুদ্ধ
Ans: খ) আনাড়ি ( নেই নাড়ীজ্ঞান যার — না বহুব্রীহি)
৪.‘কাজলকালো’ – এর ব্যাসবাক্য কোনটি হবে ?
ক) কাজলের ন্যায় কালো
খ) কাজল রূপ কালো
গ) কাজল ও কালো
ঘ) কালো যে কাজল
Ans: ক) কাজলের ন্যায় কালো (উপমান কর্মধারয়)
৫. “জীবননাশের আশঙ্কায় বীমা = জীবনবীমা” কোন কর্মধারয় সমাস ?
ক) উপমান
খ) উপমিত
গ) রূপক
ঘ) মধ্যপদলোপী
Ans: ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
৬. ‘অনুগমণ’ কোন সমাস ?
ক) কর্ম তৎপুরুষ
খ) করণ তৎপুরুষ
গ) উপপদ তৎপুরুষ
ঘ) অব্যয়ীভাব
Ans: ঘ) অব্যয়ীভাব
৭. ‘তুষারশুভ্র’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক) তুষারের ন্যায় শুভ্র
খ) তুষার শুভ্রের ন্যায়
গ) তুষার ও শুভ্র
ঘ) শুভ্র যে তুষার
Ans: ক) তুষারের ন্যায় শুভ্র
৮. ‘অবিখ্যাত’ সমস্তপদটি কোন সমাস নির্দেশ করে ?
ক) না-তৎপুরুষ
খ) অধিকরণ তৎপুরুষ
গ) সম্বন্ধ তৎপুরুষ
ঘ) উপমান কর্মধারয়
Ans: ক) না-তৎপুরুষ
৯. ‘মধ্যপদলোপী কর্মধারয় ’ – এর উদাহরণ হিসেবে নিচের সমস্তপদ কোনটি ?
ক) মহাপুরুষ
খ) অষ্টাদশ
গ) অষ্টবসু
ঘ) ঘনশ্যাম
Ans: খ) অষ্টাদশ ( অষ্ট অধিক দশ — মধ্যপদলোপী কর্মধারয় )
১০.‘সদাচার’ কোন সমাসের উদাহরণ ?
ক) অলোপ বহুব্রীহি
খ) উপপদ তৎপুরুষ
গ) সাধারণ কর্মধারয়
ঘ) করণ তৎপুরুষ
Ans: গ) সাধারণ কর্মধারয় ( সৎ যে আচার । ‘সদা যে আচার’ এটা হবে না )
১১. কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত ?
ক) দেশান্তর
খ) গ্রামান্তর
গ) তেপান্তর
ঘ) লোকান্তর
Ans: গ) তেপান্তর ( তে [ তিন ] প্রান্তরের সমাহার )
১২. ‘রাজপথ’ – এর ব্যাসবাক্য কোনটি ?
ক) রাজার পথ
খ) রাজা নির্মিত পথ
গ) রাজাদের পথ
ঘ) পথের রাজা
Ans: ঘ) পথের রাজা
১৩. ‘চিরসুখী’ – এর ব্যাসবাক্য কোনটি ?
ক) চিরকাল ব্যাপিয়া সুখী
খ) চিরকাল ব্যাপিয়া সুখ
গ) চিরদিনের জন্য সুখী
ঘ) চিরদিনের নিমিত্ত সুখী
Ans: ক) চিরকাল ব্যাপিয়া সুখী
Read More : সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 30 টি গুরুত্বপূর্ণ MCQ
১৪. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান হয় ?
ক) পূর্বপদ
খ) উভয়পদ
গ) অন্যপদ
ঘ) পরপদ
Ans: ঘ) পরপদ
১৫. ‘পঞ্চনদ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক) পঞ্চ ও নদ
খ) পঞ্চ নামক নদ
গ) পঞ্চ নদের সমাহার
ঘ) পঞ্চ যে নদ
Ans: গ) পঞ্চ নদের সমাহার
১৬. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ?
ক) মুখচন্দ্র
খ) ক্রোধানল
গ) কাজলকালো
ঘ) চিরসুখী
Ans: ক) মুখচন্দ্র (মুখ চন্দ্রের ন্যায়)
১৭. যে সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে তাকে কী বলে ?
ক) অব্যয়ীভাব
খ) কর্মধারয়
গ) দ্বিগু
ঘ) বহুব্রীহি
Ans: ক) অব্যয়ীভাব
১৮. ‘ইতস্তত’ কোন সমাসের দৃষ্টান্ত ?
ক) দ্বিগু সমাস
খ) কর্ম তৎপুরুষ সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) দ্বন্দ্ব সমাস
Ans: ঘ) দ্বন্দ্ব সমাস ( ইতস [ এখানে ] ও ততস [ওখানে ] )
১৯. ‘বিদ্যোৎসাহী’ – এর ব্যাসবাক্য কোনটি ?
ক) বিদ্যা ও উৎসাহী
খ) বিদ্যার উৎসাহের ন্যায় উৎসাহ যার
গ) বিদ্যার জগতে উৎসাহী
ঘ) বিদ্যায় উৎসাহী
Ans: ঘ) বিদ্যায় উৎসাহী
২০. ‘মাতৃহীন’ শব্দটি কোন ধরণের সমাস হবে ?
ক) অপাদান তৎপুরুষ
খ) করণ তৎপুরুষ
গ) সমানাধিকরণ বহুব্রীহি
ঘ) ব্যধিকরণ বহুব্রীহি
২১. ‘ময়ূরপালক ’ – কোন সমাস ?
ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) ব্যতিহার বহুব্রীহি
গ) সম্বন্ধ তৎপুরুষ
ঘ) ব্যধিকরণ বহুব্রীহি
Ans: গ) সম্বন্ধ তৎপুরুষ
২২. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ ?
ক) কাঁচামিঠে
খ) অরুণরাঙা
গ) বিষাদসিন্ধু
ঘ) রণভূমি
Ans: খ) অরুণরাঙা(অরুণের ন্যায় রাঙা)
২৩. ‘ক্ষীণ-স্রোতা ’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক) ক্ষীণ যে স্রোত
খ) ক্ষীণ স্রোত যার
গ) ক্ষীণ যে স্রোতা
ঘ) ক্ষীণ এর ন্যায় স্রোত যার
Ans: খ) ক্ষীণ স্রোত যার
২৪. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি ?
ক) গবাক্ষ
খ) এণাক্ষি
গ) নিমাইকাকা
ঘ) উপরের সবকটি ঠিক
Ans: ঘ) উপরের সবকটি ঠিক
২৫. ‘মালগাড়ি’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক) মাল যে গাড়ি
খ) মাল বহনকারী গাড়ি
গ) মাল বহনকারী যে গাড়ি
ঘ) মালের নিমিত্ত গাড়ি
Ans: খ) মাল বহনকারী গাড়ি
২৬. একটি নিত্য সমাসের উদাহরণ হল –
ক) তেপান্তর
খ) মন্বন্তর
গ) মেঘাচ্ছন্ন
ঘ) দেখনহাসি
Ans: খ) মন্বন্তর
২৭. কোন উদাহরণটি নিত্য সমাস নয় ?
ক) গায়ে পড়া
খ) চা-বাগান
গ) মাল গুদাম
ঘ) উপরের সবকটি
Ans: ঘ) উপরের সবকটি ( অর্থাৎ উপরের কোনোটিই নিত্য সমাস নয়)
২৮. ‘সব পেয়েছির দেশ’ সমস্তপদটি কোন সমাসের উদাহরণ ?
ক) বাক্যাশ্রয়ী সমাস
খ) ব্যধিকরণ বহুব্রীহি
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) সমানাধিকরণ বহুব্রীহি
Ans: ক) বাক্যাশ্রয়ী সমাস
২৯. ‘বাবুরা’ – সমস্তপদটি কোন সমাসের উদাহরণ ?
ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) একশেষ দ্বন্দ্ব
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) বাক্যাশ্রয়ী
Ans: খ) একশেষ দ্বন্দ্ব ( বাবু ও আরও অনেকে )
৩০. ‘সিংহ-শাবক’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক) সিংহের শাবক
খ) সিংহ ও শাবক
গ) সিংহীর শাবক
ঘ) সিংহ যে শাবক
Ans: গ) সিংহীর শাবক
আর কোন কোন বিষয়ে Mock Test চাও তা আমাদের কমেন্টে জানাও। সমস্ত ক্লাস ভিডিও আকারে পেতে আমাদের YouTube চ্যানেলে যুক্ত থাকো।