✍ Mock TestBengali Subject

বাংলা ব্যাকরণ সমাস থেকে গুরুত্বপূর্ণ টি MCQ – WBSLST Bangla 2024

Important MCQ from ” বাংলা ব্যাকরণ ” – ” সমাস ” | For WBSLST Bengali 2024, মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 Preparation.

ক) সম্বন্ধ তৎপুরুষ
খ) ব্যধিকরণ বহুব্রীহি
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি

ক) সাধারণ কর্মধারয় সমাস
খ) অব্যয়ীভাব সমাস
গ) অপাদান তৎপুরুষ সমাস
ঘ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস

ক) অক্ষত
খ) আনাড়ি
গ) অসাবধান
ঘ) অশুদ্ধ

ক) কাজলের ন্যায় কালো
খ) কাজল রূপ কালো
গ) কাজল ও কালো
ঘ) কালো যে কাজল

ক) উপমান
খ) উপমিত
গ) রূপক
ঘ) মধ্যপদলোপী

ক) কর্ম তৎপুরুষ
খ) করণ তৎপুরুষ
গ) উপপদ তৎপুরুষ
ঘ) অব্যয়ীভাব

ক) তুষারের ন্যায় শুভ্র
খ) তুষার শুভ্রের ন্যায়
গ) তুষার ও শুভ্র
ঘ) শুভ্র যে তুষার

ক) না-তৎপুরুষ
খ) অধিকরণ তৎপুরুষ
গ) সম্বন্ধ তৎপুরুষ
ঘ) উপমান কর্মধারয়

ক) মহাপুরুষ
খ) অষ্টাদশ
গ) অষ্টবসু
ঘ) ঘনশ্যাম

ক) অলোপ বহুব্রীহি
খ) উপপদ তৎপুরুষ
গ) সাধারণ কর্মধারয়
ঘ) করণ তৎপুরুষ

ক) দেশান্তর
খ) গ্রামান্তর
গ) তেপান্তর
ঘ) লোকান্তর

ক) রাজার পথ
খ) রাজা নির্মিত পথ
গ) রাজাদের পথ
ঘ) পথের রাজা

ক) চিরকাল ব্যাপিয়া সুখী
খ) চিরকাল ব্যাপিয়া সুখ
গ) চিরদিনের জন্য সুখী
ঘ) চিরদিনের নিমিত্ত সুখী

Read More : সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 30 টি গুরুত্বপূর্ণ MCQ

ক) পূর্বপদ
খ) উভয়পদ
গ) অন্যপদ
ঘ) পরপদ

ক) পঞ্চ ও নদ
খ) পঞ্চ নামক নদ
গ) পঞ্চ নদের সমাহার
ঘ) পঞ্চ যে নদ

ক) মুখচন্দ্র
খ) ক্রোধানল
গ) কাজলকালো
ঘ) চিরসুখী

ক) অব্যয়ীভাব
খ) কর্মধারয়
গ) দ্বিগু
ঘ) বহুব্রীহি

ক) দ্বিগু সমাস
খ) কর্ম তৎপুরুষ সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) দ্বন্দ্ব সমাস

ক) বিদ্যা ও উৎসাহী
খ) বিদ্যার উৎসাহের ন্যায় উৎসাহ যার
গ) বিদ্যার জগতে উৎসাহী
ঘ) বিদ্যায় উৎসাহী

ক) অপাদান তৎপুরুষ
খ) করণ তৎপুরুষ
গ) সমানাধিকরণ বহুব্রীহি
ঘ) ব্যধিকরণ বহুব্রীহি

ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) ব্যতিহার বহুব্রীহি
গ) সম্বন্ধ তৎপুরুষ
ঘ) ব্যধিকরণ বহুব্রীহি

ক) কাঁচামিঠে
খ) অরুণরাঙা
গ) বিষাদসিন্ধু
ঘ) রণভূমি

ক) ক্ষীণ যে স্রোত
খ) ক্ষীণ স্রোত যার
গ) ক্ষীণ যে স্রোতা
ঘ) ক্ষীণ এর ন্যায় স্রোত যার

ক) গবাক্ষ
খ) এণাক্ষি
গ) নিমাইকাকা
ঘ) উপরের সবকটি ঠিক

ক) মাল যে গাড়ি
খ) মাল বহনকারী গাড়ি
গ) মাল বহনকারী যে গাড়ি
ঘ) মালের নিমিত্ত গাড়ি

ক) তেপান্তর
খ) মন্বন্তর
গ) মেঘাচ্ছন্ন
ঘ) দেখনহাসি

ক) গায়ে পড়া
খ) চা-বাগান
গ) মাল গুদাম
ঘ) উপরের সবকটি

ক) বাক্যাশ্রয়ী সমাস
খ) ব্যধিকরণ বহুব্রীহি
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) সমানাধিকরণ বহুব্রীহি

ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) একশেষ দ্বন্দ্ব
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) বাক্যাশ্রয়ী

ক) সিংহের শাবক
খ) সিংহ ও শাবক
গ) সিংহীর শাবক
ঘ) সিংহ যে শাবক

আর কোন কোন বিষয়ে Mock Test চাও তা আমাদের কমেন্টে জানাও। সমস্ত ক্লাস ভিডিও আকারে পেতে আমাদের YouTube চ্যানেলে যুক্ত থাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X