Class 11 bengali

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ |একাদশ শ্রেণি বাংলা 1st Semester

কবিতা :- ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’
কবি :- মাইকেল মধুসূদন দত্ত
উৎস:- মাইকেল মধুসূদন দত্তের ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি তার ‘চতুর্দশপদী কবিতাবলী’(১৮৬৬) কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই গ্রন্থেরই ৮৬ সংখ্যক কবিতাটি হল ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’।

(ক) বীরাঙ্গনা কাব্য
(খ) মেঘনাদবধ কাব্য
(গ) চতুৰ্দ্শপদী কবিতাবলী
(ঘ) ব্রজাঙ্গনা কাব্য।

উত্তরঃ-(গ) চতুৰ্দ্শপদী কবিতাবলী

(ক) ৬৮ সংখ্যক
(খ) ৭৫ সংখ্যক
(গ) ১৮ সংখ্যক
(ঘ) ৮৬ সংখ্যক

উত্তরঃ-(ঘ) ৮৬ সংখ্যক

(ক) সনেট
(খ) পত্রকাব্য
(গ) ব্যঙ্গ কবিতা
(ঘ) গীতিকবিতা

উত্তরঃ-(ক) সনেট

সনেট হলো এক বিশেষ ধরনের চোদ্দো পংক্তির গীতি কবিতা। এর প্রথম আটটি পংক্তি নিয়ে গঠিত স্তবকে অষ্টক এবং পরবর্তী ছ-টি পংক্তি নিয়ে গঠিত স্তবক কে বলে ষটক। বাংলা ভাষায় সনেট রচনার প্রথম শিল্পী হলেন মধুসূদন দত্ত।

(ক) বিহারীলাল চক্রবর্তী
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ:- (ঘ) মাইকেল মধুসূদন দত্ত

(ক) ত্রিপদী
(খ) অমিত্রাক্ষর
(গ) মহাপয়ার
(ঘ) মুক্তক ছন্দ

উত্তরঃ-(খ) অমিত্রাক্ষর

(ক) দয়ার সাগর হিসেবে
(খ) বিদ্যার সাগর হিসেবে
(গ) করুণার সিন্ধু হিসেবে
(ঘ) দীনের বন্ধু হিসেব

উত্তরঃ- (খ) বিদ্যার সাগর হিসেবে

(ক) ভগিনী নিবেদিতা
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) শ্রীরামকৃষ্ণ পরমহংসকে
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ- (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ক) মধুসূদন
(খ) বিদ্যাসাগর
(গ) তরুদল
(ঘ) হেমাদ্রি

উত্তরঃ-(ক) মধুসূদন

(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) রাজনারায়ণ বসু

উত্তর:- (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ক) উজ্জ্বল নক্ষত্র
(খ) সোনার খনি
(গ) স্বর্ণাভ পর্বত
(ঘ) আগ্নেয় পর্বত

উত্তরঃ-(গ) স্বর্ণাভ পর্বত

স্বর্ণাভ পর্বতের স্বর্ণাভ দেহ। এক্ষেত্রে বিদ্যাসাগরকে স্বর্ণাভ পর্বতের সাথে তুলনা করা হয়েছে।

(ক) সূর্যের কিরণে
(খ) শিশিরে
(গ) তুষারাচ্ছাদনে
(ঘ) জ্যোৎস্নায়

উত্তরঃ-(ক) সূর্যের কিরণে

Read More : চারণ কবি ভারভারা রাও | চারণ কবি কবিতার MCQ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তীক্ষ্ণ জ্ঞানবেত্তা ও হৃদয় বোধকে হিমাদ্রির হেমকান্তি বলে বোঝাতে চেয়েছেন কবি।

(ক) হিমালয়কে
(খ) মৈনাককে
(গ) বিদ্যাসাগরকে
(ঘ) এভারেস্টকে

উত্তর:-(গ) বিদ্যাসাগরকে

(ক) মহাপর্বতের সুবর্ণ চরণে
(খ) তরুদলের শীতল ছায়ায়
(গ) সিন্ধুতীরে
(ঘ) গহন অরণ্যে

উত্তরঃ:-(ক) মহাপর্বতের সুবর্ণ চরণে

(ক) যে জন আশ্রয় লয় সুবর্ণচরণে
(খ) দীন যে দিনের বন্ধু
(গ) দীর্ঘ- শিরঃ তরু-দল
(ঘ) দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী

উত্তরঃ-(ক) যে জন আশ্রয় লয় সুবর্ণচরণে

(ক) গিরীশের
(খ) সাগরের
(গ) বনস্পতির
(ঘ) অমৃত ফলের

উত্তরঃ-ক) গিরীশের

(ক) দেব গৃহে প্রার্থনা করাকে
(খ) বনচ্ছায়ায় আশ্রয় নেওয়া কে
(গ) হিমালয়ের সুবর্ণচরণে আশ্রয় নেওয়া কে
(ঘ) রাজ দরবারে ধরনা দেওয়াকে

উত্তর:-(গ) হিমালয়ের সুবর্ণচরণে আশ্রয় নেওয়া কে

(ক) স্রোতস্বিনী
(খ) বিমলা কিঙ্করী
(গ) পতিতপাবনী
(ঘ) স্বচ্ছতোয়া

উত্তরঃ-খ) বিমলা কিঙ্করী

Read More : সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন ও উত্তর । সাম্যবাদী কবিতা

(ক) রানী
(খ) জায়া
(গ) দাসী
(ঘ) ধাত্রী

উত্তরঃ-(গ) দাসী

নদী যেমন দাসীর মতো স্বচ্ছ জল দান করে মানুষের উপকার করে বিদ্যাসাগরও তেমনি সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকতেন।

(ক) দীর্ঘ-শিরঃ তরু-দল
(খ) সহচরীরা
(গ) মন্দিরের পূজারিরা
(ঘ) দোকানদারেরা

উত্তরঃ-(ক) দীর্ঘ-শিরঃ তরু-দল

(ক) প্রাণদানকারী ফল
(খ) সুস্বাদু খাদ্য
(গ) বিদ্যাসাগরের অকৃপণ দান
(ঘ) সবকটিই সঠিক।

উত্তরঃ-(গ) বিদ্যাসাগরের অকৃপণ দান

(ক) উদ্ধত
(খ) রণ
(গ) দাস
(ঘ) সাধু

উত্তরঃ-(গ) দাস

(ক) পরিমলে
(খ) সুবিমলে
(গ) সুকোমলে
(ঘ) সুবাসে

উত্তরঃ-(ক) পরিমলে

‘পরিমল’ শব্দটির অর্থ সুগন্ধ।

(ক) নদীর সুবিমল জল
(খ) হেমাদ্রি
(গ) পর্বতের সুবর্ণ চরণ
(ঘ) বনেশ্বরী

উত্তরঃ- (ঘ) বনেশ্বরী

(ক) শীতল ছায়া
(খ) অমৃত ফল
(গ) সুশান্ত নিদ্রা
(ঘ) ক্লান্তি

উত্তরঃ:-(গ) সুশান্ত নিদ্রা

One thought on “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ |একাদশ শ্রেণি বাংলা 1st Semester