আর্নেস্ট জোনস্, রুশো ও জাস্টিন পিকুনাসের মতে জীবন বিকাশের ধারা
আর্নেস্ট জোনস্, রুশো ও জাস্টিন পিকুনাসের মতে জীবন বিকাশের ধারা :-
বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্য:
১। বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া
২। বিকাশ গুণগত প্রক্রিয়া –
৩। বিকাশ সাধারণের দিক থেকে বিশেষের দিকে অগ্রসর হয় ।
৪। ব্যক্তিজীবনে বিকাশের ধারা স্বাতন্ত্র্য বজায় রাখে ।
৫। বিকাশ হলো এক ধরনের অবিচ্ছিন্ন প্রক্রিয়া।
৬। ব্যক্তিজীবনের বিকাশ বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল ।
বিকাশের নীতি : –
১। বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে।
২। বিকাশ ধারাবাহিকতা মেনে চলে ।
৩। বিকাশ উপর দিক থেকে (মস্তিষ্ক) শুরু হয়ে নিচের দিকে ঘটে।
৪। শিশুর বিকাশ একটি ক্রমাগত প্রক্রিয়া।
৫।শিশুর বিকাশ পরিবর্তনশীল ধর্মকে মেনে চলে।
● শিশুর বিকাশের কতগুলি দিক :
শিশুর বিকাশের ধারা গুলি নিম্নরূপ –
১। দৈহিক বিকাশ : ক) শিশুর বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গ প্রতঙ্গের বিকাশ। খ) উচ্চতা গ) ওজন ঘ) শারীরিক কাঠামো ঙ) স্নায়ুতন্ত্রের বিকাশ।
২। মানসিক বিকাশ : ক) চিন্তা খ) কল্পনা গ) সৃজনশীল বিকাশ
৩। নৈতিক বিকাশ :
নৈতিক বিকাশ : শিশুর মনে ন্যায়-অন্যায় উপকার-অপকার প্রভৃতি নৈতিক অনুভূতিগুলির সক্রিয়তা করার প্রক্রিয়াকে শিশুর নৈতিক বিকাশ বলা হয় । ক) ন্যায়-অন্যায়
খ) উপকার-অপকার
৪। সামাজিক বিকাশ :
ক) অভিযোজন খ) সহানুভূতি গ) সহযোগিতা
৫। প্রাক্ষোভিক বিকাশ :- ক) আনন্দ খ) দুঃখ
গ) ভালোবাসা ঘ) ভয়,রাগ, হিংসা
জীবন বিকাশের স্তর :
● আর্নেস্ট জোনস্- এর মতে জীবন বিকাশের স্তর চারটি।
১। শৈশবকাল : শিশুর জন্ম থেকে শুরু করে ৫ বছর
২। বাল্যকাল : ৫ বছর থেকে ১২ বছর
৩। কৈশোর বা বয়ঃসন্ধিকাল : ১২ বছর থেকে ১৮ বছর
৪। প্রাপ্তবয়স্ক কাল : ১৮ বছর থেকে মৃত্যু পর্যন্ত
● রুশোর মতে- জীবন বিকাশের স্তর চারটি –
শৈশবকাল: ১ থেকে ৫ বছর
বাল্যকাল: ৫ থেকে ১২ বছর
প্রাক্ কৈশোর: ১২ থেকে ১৫ বছর
কৈশোর: ১৫ থেকে ২০ বছর
● মনোবিদ জাস্টিন পিকুনাস জীবন বিকাশের ধারাকে বয়স অনুযায়ী দশটি স্তরে ভাগ করেছেন।
১। প্রাক্ জন্মস্তর (Prenatal stage): গর্ভসঞ্চারের পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্ত সময়কালকে প্রাক্ জন্মস্তর বলা হয়।
২। সদ্যোজাত স্তর (Neonatal stage): জন্ম থেকে প্রথম চার সপ্তাহ ।৩| প্রারম্ভিক শৈশব (Early infancy): ১ মাস থেকে দেড় বছর ।
৪। প্রান্তীয় শৈশব(Late infancy): দেড় বছর থেকে আড়াই বছর ।
৫। প্রারম্ভিক বাল্য (Early childhood): আড়াই বছর থেকে পাঁচ বছর।
৬। মধ্য বাল্য (Middle childhood): ৫ বছর থেকে ৯ বছর
৭। প্রান্তীয় বাল্য (Late childhood): ৯ বছর থেকে ১২ বছর
৮। বয়ঃসন্ধিকাল (Adolescence): ১২ বছর থেকে ২১ বছর
৯। প্রাপ্তবয়স্ক স্তর (Adulthood): ২১ বছর থেকে ৭০ বছর।
১০। বার্ধক্য স্তর (Senescence): ৭০ বছরের ঊর্ধ্বে।
১.মনোবিদ পিকুনাস মানজীবন বিকাশের স্তরগুলিকে ভাগ করেছেন –
ক) চারটি ভাগে
খ) আটটি ভাগে
গ) দশটি ভাগে
ঘ) বারোটি ভাগে
উত্তরঃ- গ) দশটি ভাগে
৩. রুশোর মতে, কৈশোরকালের সীমা হল-
ক) আট থেকে বারো বছর
খ) বারো থেকে পনেরো বছর
গ) বারো থেকে বাইশ বছর
ঘ) পনেরো থেকে থেকে কুড়ি বছর
উত্তরঃ-ঘ) পনেরো থেকে থেকে কুড়ি বছর
৪. বিশিষ্ট শিক্ষাবিদ রুশো তাঁর ‘এমিল’ গ্রন্থে মানবজীবন বিকাশের ধারাকে ভাগ করেছেন-
ক) চারটি পর্যায়ে
খ) পাঁচটি পর্যায়ে
গ) ছয়টি পর্যায়ে
ঘ) সাতটি পর্যায়ে
উত্তরঃ-ক) চারটি পর্যায়ে
৫. শিশুর ক্রমবিকাশের প্রক্রিয়া হল-
ক)একমুখী খ) বহুমুখী
গ) ক্রমসংযোজনশীল ঘ) বিচ্ছিন্ন প্রক্রিয়া
উত্তরঃ-গ) ক্রমসংযোজনশীল
৬.প্রান্তীয় বাল্যকালে আবেগের চরম প্রকাশ ঘটে-
ক) পরিবেশগত কারণে খ) শারীরবৃত্তীয় কারণে
গ) ক এবং খ সঠিক গ) কোনোটিই নয়
উত্তরঃ-গ) ক এবং খ সঠিক
৭. শিশুর সামাজিক বিকাশ প্রক্রিয়া হল-
ক) মনস্তাত্ত্বিক খ) শারীরবৃত্তীয়
গ) মনোদৈহিক ঘ) জৈবিক
উত্তরঃ-গ) মনোদৈহিক
৮.শিশুর ক্রমবিকাশের হার –
ক) একই থাকে না
খ) একই থাকে
গ) ক্রমবিকাশ স্তরের যে কোনও সময় হ্রাস বৃদ্ধি ঘটে
ঘ) কোনোটিই নয়
উত্তরঃ-গ) ক্রমবিকাশ স্তরের যে কোনও সময় হ্রাস বৃদ্ধি ঘটে
৯. জীবন বিকাশের কোন্ স্তরে শিশু প্রথম কথা বলতে শেখে-
ক) শৈশবে
খ) প্রান্তিক বাল্যকালে
গ) যৌবনকালে
ঘ) প্রথম বাল্যকালে
উত্তরঃ-ক) শৈশবে
১০. শিশুর মধ্যে সামাজিক বিকাশ ঘটায় –
ক) গৃহ
খ) পরিবার
গ) প্রতিবেশী
ঘ) এগুলির সবকটি
উত্তর-ঘ) এগুলির সবকটি
মনোবিদ্ আর্নেস্ট জোনস্-এর মতে জীবন বিকাশের স্তর হল – চারটি ।
জীবন বিকাশের স্তর কে ১০ টি ভাগে ভাগ করেছেন- মনোবিদ্ জে পিকুনাস ।
শিশুর বিকাশের অগ্রসরতা – কেন্দ্র থেকে পরিধির দিকে (প্রক্সিমোডিস্টাল)
বিকাশের প্রক্রিয়াটি সংঘটিত হতে থাকে – সারাজীবনব্যাপী।
শিশুর হীনম্মন্যতা ,লজ্জা, ভয় কোন্ ধরনের বিকাশের অন্তর্গত- প্রাক্ষোবিক বিকাশ ।
শিখন বৌদ্ধিক বিকাশের উপর নির্ভর করে- সর্বদা।
Adolescence শব্দটি একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, সেটি হল- Adolescere.
কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বা ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়- কৈশোর কাল বা বয়ঃসন্ধিকালকে।
বয়ঃসন্ধিকালের একটি পরিচিত সমস্যা হল – প্রবঞ্চিত হওয়ার ভ্রান্তি।
শৈশবে শিশুদের দৈহিক বিকাশ খুব দ্রুতগতিতে ঘটে।
জন্মাবার সময় শিশুর উচ্চাতা থাকে 17 ইঞ্চি থেকে 21 ইঞ্চি।
2 বছরে তার উচ্চতা হয় 32 ইঞ্চি থেকে 34 ইঞ্চি।
জন্মাবার পর যা উচ্চতা থাকে 5 বছরের উচ্চতা তার দ্বিগুন হয়।
1বছরে শিশু 3 থেকে 4টি শব্দ বলতে পারে। 2 বছরে শিশু মোটামুটি 250 টি এবং 5 বছরে প্রায় 2092টি শব্দ শেখে।
2বছর বয়স থেকেই শিশুদের সত্যিকারের সমাজ চেতনা দেখা যায়।