২০২৫ মাধ্যমিক বাংলা MCQ | Madhyamik Bengali Suggestion 2025
২০২৫ মাধ্যমিক বাংলা সাজেশন MCQ
১. “রত্নের মূল্য জহুরির কাছেই।” কার কথা বলা হয়েছে –
(ক) মেজো কাকা
(খ) বড়ো মেসোমশাই
(গ) ছোটোমামা
(ঘ) ছোটো মেসোমশাই
উত্তরঃ- (ঘ) ছোটো মেসোমশাই
২. “হৈমবতী সূত’’ কে ? –
(ক) রাবণ
(খ) ইন্দ্রজিৎ
(গ) কর্ণ
(ঘ) কার্তিক
উত্তরঃ- (ঘ) কার্তিক
৩. ‘স্টাইলাস’ হল –
ক) পিতলের শলাকা
খ) লোহার শলাকা
গ) তামার শলাকা
ঘ) ব্রোঞ্জের শলাকা
উত্তরঃ- (ঘ) ব্রোঞ্জের শলাকা
৪. স্টেশনের কাছে নদীটি নদের চাঁদের চেনা ছিল –
(ক) ২ বছরের
(খ) ৩ বছরের
(গ) ৪ বছরের
(ঘ) ৫ বছরের
উত্তরঃ- (গ) ৪ বছরের
৫. “ছড়ানো রয়েছে কাছে দূরে!”- কাছে দূরে ছড়ানো রয়েছে –
(ক) হিমানীর বাঁধ
(খ) শিশুদের শব
(গ) ধ্বংসের চিহ্ন
(ঘ) যুদ্ধের চিহ্ন
উত্তরঃ- (খ) শিশুদের শব
৬. ‘আফ্রিকা’ কবিতায় কবি আদিম যুগকে বলছেন –
(ক) দিশেহারা
(খ) মানহারা
(গ) উদভ্ৰান্ত
(ঘ) অমানবিক
উত্তরঃ- (গ) উদভ্ৰান্ত
৭. হরিদা কি সাজ দেখিয়ে সবচেয়ে বেশি পয়সা পেয়েছিলেন ?
(ক) রূপসী বাইজি
(খ) পুলিশ
(গ) পাগল
(ঘ) হনুমান
উত্তরঃ- (ক) রূপসী বাইজি
৮. ‘প্রলয়োল্লাস’ কবিতায় ধুমকেতুকে কবি বলেছেন –
(ক) সর্বনাশী জ্বালামুখী
(খ) কালবোশেখি
(গ) ধ্বংসের চিহ্ন
(ঘ) যুদ্ধের চিহ্ন
উত্তরঃ- (ক) সর্বনাশী জ্বালামুখী
৯. রাজশেখর বসু ছোটোবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন, তাঁর লেখক ছিলেন –
(ক) রাধামোহন রায়
(খ) রাধানাথ শিকদার
(গ) ব্রহ্মমোহন মল্লিক
(ঘ) কেশবচন্দ্র নাগ
উত্তরঃ- (গ) ব্রহ্মমোহন মল্লিক
১o. “দুজনে ধুন্ধুমার ঝগড়া লেগে গেল”—বাক্যটিতে ‘দুজনে’ কী জাতীয় কারক ?
(ক) কর্তৃকারকে ‘এ’ বিভক্তি
(খ) কর্মকারকে ‘এ’ বিভক্তি
(গ) করণকারকে ‘এ’ বিভক্তি
(ঘ) অপাদান কারকে ‘এ’ বিভক্তি
উত্তরঃ- (ক) কর্তৃকারকে ‘এ’ বিভক্তি
১১. অনুসর্গের ওপর নাম –
(ক) উপসর্গ
(খ) পরাসর্গ
(গ) পরসর্গ
(ঘ) পরের সর্গ
উত্তরঃ- (গ) পরসর্গ
১২. আমাদের বাঁয়ে গিরিখাত -এখানে ‘গিরিখাত’ পদটি হল –
(ক) সম্বন্ধ তৎপুরুষ সমাস
(খ) করণ তৎপুরুষ সমাস
(গ) নঞ তৎপুরুষ সমাস
(ঘ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস
উত্তরঃ- (ঘ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস ( গিরি মধ্যবর্তী খাদ)
১৩. ‘নিমাইবাবু চুপ করিয়া রহিলেন।’- কী ধরণের বাচ্যের উদাহরণ ?
(ক) কর্তৃবাচ্যের
(খ) কর্মবাচ্যের
(গ) কর্মকর্তৃবাচ্যের
(ঘ) ভাববাচ্যের
উত্তর:- (ক) কর্তৃবাচ্যের
Follow Us for More on our YouTube Channel
১৪. ‘রাত্রে সূর্যের আলোয় পথঘাট স্পষ্ট হয়ে উঠল।’ – বাক্যনির্মাণের শর্ত অনুসারে, এই বাক্যে যা নেই –
(ক) আকাঙ্ক্ষা
(খ) উদ্দেশ্য
(গ) বিধেয়
(ঘ) যোগ্যতা
উত্তরঃ- (ঘ) যোগ্যতা
১৫. ‘আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধূলি।’ – এটি কোন্ শ্রেণির বাক্য ?
(ক) সরল বাক্য
(খ) যৌগিক বাক্য
(গ) জটিল বাক্য
(ঘ) মিশ্র বাক্য
উত্তরঃ (খ) যৌগিক বাক্য
১৬. দ্বিগু সমাসে অর্থ প্রাধান্য থাকে –
(ক) পূর্ব পদের
(খ) উভয় পদের
(গ) পর পদের
(ঘ) অন্য পদের
উত্তরঃ- (গ) পর পদের
১৭. কূলের সমীপে = উপকূল – এটি যে সমাসের উদাহরণ তা হল –
(ক) তৎপুরুষ
(খ) অব্যয়ীভাব
(গ) বহুব্রীহি
(ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ (খ) অব্যয়ীভাব