একাদশ শ্রেণির নতুন বাংলা সিলেবাস ‘পুঁইমাচা’ । বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন ও উত্তর
১। ‘পুঁইমাচা’ গল্পটি প্রথম কোন্ পত্রিকায় প্রকাশিত হয় ?
(ক) প্রবাসী
(গ) সবুজপত্র
(খ) কল্লোল
(ঘ) বিচিত্রা
উত্তর – (ক) প্রবাসী
২। কালীময় ঠাকুর ক্ষেন্তির বিয়ে ঠিক করেছিল –
(ক) নিজের ভাস্তার সঙ্গে
(খ) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে
(গ) চক্রবর্তীমশাইয়ের ছেলের সঙ্গে
(ঘ) নিজের ছেলের সঙ্গে
উত্তর – (খ) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে
৩। গয়া বুড়ির কাছে সহায়হরির কত পয়সা ধার ছিল –
(ক) তিন পয়সা
(গ) চার পয়সা
(খ) দুই পয়সা
(ঘ) পাঁচ পয়সা
উত্তর – (খ) দুই পয়সা
ব্যাখ্যা:- এইকারণে গয়াবুড়ি ক্ষেন্তিকে চিংড়ি মাছ দিতে চায় না। ক্ষেন্তি চিংড়ি নিয়েছিল গয়া বুড়ির কাছ থেকে।
৪। পুঁইমাচা গল্পের কাহিনী কোন ঋতুতে শুরু হয় ?
(ক) শরতকালে
(খ) বর্ষা কালে
(গ) শীতকালে
(ঘ) গ্রীষ্মকালে
উত্তর – (গ) শীতকালে
৫। ক্ষেন্তির বয়স কত বছর ছিল ?
(ক) ১৫ বছর
(খ) ১৪ বছর
(গ) ১৬ বছর
(ঘ) ১৭ বছর
উত্তর – (ক) ১৫ বছর
অন্নপূর্ণার মুখে আমরা শুনেছি ক্ষেন্তির বয়স ১৫ বছর হয়েছে। সহায়হরি ক্ষেন্তির বয়স কমিয়ে তেরো বছর বলত।
৬। ক্ষেন্তির কাছে পুঁই পাতায় জড়ানো মাছটি কী ছিল ?
(ক) শিঙি মাছ
(খ) রুই মাছ
(গ) চিংড়ি মাছ
(ঘ) ট্যাঙরা মাছ
উত্তর – (গ) চিংড়ি মাছ
৭। “গ্রামে কী গুজব রঠেছে জানো” – কী গুজব রটেছিল গ্রামে ?
(ক) সহায়হরির জরিমানা হবে
(খ) সহায়হরির কাজ বন্ধ করে দেওয়া হবে
(গ) সহায়হরিকে একঘরে করে দেওয়া হবে
(ঘ) সহায়হরিকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না
উত্তর – (গ) সহায়হরিকে একঘরে করে দেওয়া হবে ।
৮। ‘পুঁইমাচা’ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
(ক) ‘যাত্রাবদল’ গ্রন্থ থেকে
(খ) ‘তালনবমী’ গ্রন্থ থেকে
(গ) ‘মেঘমল্লার’ গল্পগ্রন্থ
(ঘ) ‘কিন্নরদল’ গ্রন্থ থেকে
উত্তর – (গ) ‘মেঘমল্লার’ গল্পগ্রন্থ থেকে
৯। ‘কি অমর্ত্তই তোমাকে তারা দিয়েছে।’–এখানে ‘অমর্ত্ত’-টি হল –
(ক) তারক খুড়োর কাটা গাছের রস
(খ) গয়া পিসির কাছ থেকে আনা চিংড়ি মাছ
(গ) মোটা ও হলদে চেহারার পুঁইডাঁটা
(ঘ) বরোজপোতার বনের মেটে আলু
উত্তর:-(গ) মোটা ও হলদে চেহারার পুঁইডাঁটা
১০। সহায়হরিকে ‘একঘরে’ করার কথা যেখানে আলোচনা হয়েছে –
(ক) মুখুজ্জেদের চণ্ডীমণ্ডপে
(খ) সরকার বাড়িতে
(গ) চৌধুরীদের চন্ডীমণ্ডপে
(ঘ) চাটুজ্জেদের বাড়িতে
উত্তর -গ) চৌধুরীদের চন্ডীমণ্ডপে
১১। মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কী ?
(ক) দুর্গা
(খ) লক্ষ্মী
(গ) সরস্বতী
(গ) দময়ন্তী
উত্তর:-(ক) দুর্গা
১২। “মা, অর্ধেকগুলো কিন্তু আমার একার”-এ কথা ক্ষেন্তি বলেছিল –
(ক) পয়লা বৈশাখের আগের দিন
(খ) দুর্গাপুজোর সময়
(গ) চরক সংক্রান্তির দিন
(ঘ) অরন্ধনের আগের দিন
উত্তর – (ঘ) অরন্ধনের আগের দিন
পিঠে নিয়ে বলেছিল।
১৩।কোন্ শাকের ওপর ক্ষেন্তির লোভ ছিল ?
(ক) কলমিশাক
(খ) পালংশাক
(গ) পুঁইশাক
(ঘ) লাউশাক
উত্তর -(গ) পুঁইশাক
১৪। শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ভেঙে দিয়েছিল –
(ক) রায় কাকা
(খ) ক্ষেন্তি
(গ) সহায়হরি
(ঘ) অন্নপূর্ণা
উত্তর – (গ) সহায়হরি
১৫। কালের পুতুলের সঙ্গে তুলনা করা হয়েছে ?
(ক) ক্ষেন্তির
(খ) রাধীকর
(গ) পুঁটির
(ঘ) সহায়হরির
উত্তর -(খ) রাধীর
সহায়হরি চাটুজ্জে ও অন্নপূর্ণার তিন মেয়ে-
ক্ষেন্তি(বড় মেয়ে)
পুঁটি(মেজ মেয়ে)
রাধী(ছোট মেয়ে)
১৬। পাত্র আশীর্বাদের পরেও মেয়ের বিয়ে না দিলে তাকে বলা হয়েছে-
(ক) জাতভ্রষ্ট মেয়ে
(খ) অপয়মন্ত মেয়ে
(গ) উচ্ছগগু মেয়ে
(ঘ) লগ্নভ্রষ্ট মেয়ে
উত্তর -(গ) উচ্ছগগু মেয়ে
ক্ষেন্তির আশীর্বাদ হয়ে যাবার পরেও পাত্রের চরিত্রে দোষ থাকার কারণে সহায়হরি মেয়েকে পাত্রস্থ করেননি। আর তৎকালীন গ্রাম্য সমাজে রীতি ছিল যে আশীর্বাদ হয়ে যাওয়া মানেই মেয়ে উৎসর্গ হয়ে যাওয়া।
১৭। সহায়হরি কত টাকা দিয়ে ক্ষেন্তির জন্য জামাটা কিনেছিলেন –
(ক) দুই টাকা
(খ) আড়াই টাকা
(গ) চার টাকা
(ঘ) পাঁচ টাকা
উত্তর -(খ) আড়াই টাকা
জামাটি বহু বছর আগে হরিপুরের রাসের মেলা থেকে আনা হয়েছিল।
ক্ষেন্তির নিজস্ব একটা টিনের তোরঙ্গ ছিল। সেখানেই জামাটি থাকত।
১৮। সহায়হরি মেটে আলুটি এনেছিল-
(ক) বরোজমণির জঙ্গল থেকে
(খ) বরোজখালির জঙ্গল থেকে
(গ) বরোজপোতার জঙ্গল থেকে
(ঘ) বরোজপাতির জঙ্গল থেকে
উত্তর -(গ) বরোজপোতার জঙ্গল থেকে বরোজপোতার জঙ্গলের আলুর মালিক হল- চৌকিদার সহায়হরি যে মেটে আলুটি এনেছিল তার ওজন- ১৫-১৬ সের। সহায়হরি ও ক্ষেন্তি জঙ্গলে মেটে আলু তুলতে গিয়েছিল।
১৯। “ অন্নপূর্ণা ক্ষেন্তিকে কোন্ ঋতুতে পুঁইচারা পুঁততে বলে ?
(ক) শরৎকালে
(খ) বসন্তকালে
(গ) বর্ষাকালে
(ঘ) শীতকালে
উত্তর:-(গ) বর্ষাকালে
ক্ষেন্তি পুঁইচারাটি ভাঙ্গা পাঁচিলের ধারের জঙ্গলে স্থাপন করেছিল।
২০। ‘কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপিচুপিই পুঁইশাকের তরকারী রাঁধিলেন। – কে চুপিচুপি রেঁধেছিল ?
(ক) গয়াবুড়ি
(খ) অন্নপূর্ণা
(গ) সহায়হরি
(ঘ) ক্ষেন্তি
উত্তর – (খ) অন্নপূর্ণা
২১। বিবাহের পর ক্ষেন্তি হয়েছিল তার স্বামীর —– পক্ষের স্ত্রী ?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
উত্তর -(খ) দ্বিতীয়
ক্ষেন্তির বিবাহ বিষয়ক তথ্য:-
কালীময় ঠাকুর ক্ষেন্তির বিয়ে ঠিক করেছিল শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। চরিত্রে দোষ থাকার কারণে আশীর্বাদ হয়ে যাবার পরেও সহায়হরি মেয়েকে পাত্রস্থ করেননি। এক দূর সম্পর্কের আত্মীয় ক্ষেন্তির বিয়ের ঘটকালি করে। বৈশাখ মাসের প্রথমে ক্ষেন্তির বিয়ে হয়েছিল। যার সঙ্গে ক্ষেন্তির বিয়ে হয়েছিল তার বয়স ৪০ এর খুব বেশি নয়। ক্ষেন্তির স্বামী ক্ষেন্তিকে দ্বিতীয়পক্ষে বিবাহ করেছিল। বিয়ের সময় ক্ষেন্তি বালুচরী শাড়ী পড়েছিল। ক্ষেন্তি তার বাবার বাড়িতে আষার মাসে ফিরে আসতে চেয়েছিল। ক্ষেন্তির শ্বশুরের কাছে সহায়হরির আড়াইশো টাকা পণ বাকি ছিল।
২২। সহায়হরি ঘাড়ে করে কী নিয়ে এসেছিলেন ?
(ক) মস্ত একটা থোর
(খ) একটা যজ্ঞডুমুরের ডাল
(গ) একটা মেটে আলু
(ঘ) এক ঝুড়ি মাছ
উত্তর – (গ) একটা মেটে আলু
২৩। সহায়হরি অন্নপূর্ণাকে কোন্ চৌকিদারের কথা বলেছিলেন ?
(ক) গগন চৌকিদার
(গ) ময়রা চৌকিদার
(খ) হরিশ চৌকিদার
(ঘ) ময়শা চৌকিদার
উত্তর – (ঘ) ময়শা চৌকিদার
ব্যাখ্যা:- ময়শা চৌকিদারের প্রসঙ্গটা সম্পূর্ণ সহায়হরির বানানে ছিল।
২৪। অন্নপূর্ণা ক্ষেন্তির পিঠে কী ভাঙবে বলেছেন ?
(ক) নারকেল
(খ) তাল
(গ) চেলা কাঠ
(ঘ) লাঠি
উত্তর – (গ) চেলা কাঠ
২৫। বরোজপোতার জঙ্গলে দিনদুপুরে কী লুকিয়ে থাকে ?
(ক) শেয়াল
(খ) হায়না
(গ) বাঘ
(ঘ) ভাল্লুক
উত্তর – (গ) বাঘ
২৬। “ভবিষ্যসম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত-স্বরূপ…”-জিনিসটা কী ?
(ক) একটি শীর্ণকায় পুঁইচারা
(খ) একটি নধর লাউ চারা
(গ) একটি ছোটো কুমড়ো চারা
(ঘ) একটি বেগুন চারা
উত্তর – (ক) একটি শীর্ণকায় পুইচারা
২৭। ক্ষেন্তিকে পুঁইশাক দিয়েছিল কে ?
(ক) নদীর ধারের অচেনা লোক
(খ) রায় কাকা
(গ) ভট্টাচার্য্যি মশাই
(ঘ) গয়া বুড়ি
উত্তর – (খ) রায় কাকা
২৮। পৌষ পার্বণে ক্ষান্তি পিঠে খেয়েছিল —- টি ?
(ক) ১২-১৩
(খ) ১৩-১৪
(গ) ১৬-১৭
(ঘ) ১৮-১৯
উত্তর:-(ঘ) ১৮-১৯
২৯। ক্ষেন্তি যে রোগে মারা যায় –
(ক) টিবি রোগে
(খ) কলেরা রোগে
(গ) বসন্ত রোগে
(ঘ) হুপিং কাশিতে
উত্তর – (গ) বসন্ত রোগে
ক্ষেন্তির বসন্ত হয়েছিল ফাল্গুন মাসে। বসন্ত হওয়ার কারণে ক্ষেন্তিকে শ্বশুরবাড়ির লোক সহায়হরির দূর সম্পর্কের বোনের বাড়িতে রেখে যায়।
কালীঘাটে ক্ষেন্তির মৃত্যু হয়েছিল।
৩০| ক্ষেন্তির শ্বশুরবাড়ির কাছে সহায়হরির ধার ছিল –
(ক) একশো টাকা
(খ) দুশো টাকা
(গ) আড়াইশো টাকা
(ঘ) তিনশো টাকা
উত্তর – (গ) আড়াইশো টাকা