সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন ও উত্তর । সাম্যবাদী কবিতা । কাজী নজরুল ইসলাম
সাম্যবাদী কবিতা একাদশ শ্রেণির নতুন সিলেবাস বাংলা। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা। একাদশ শ্রেণীর 1st Semester বাংলা। সাম্যবাদী কবিতা। সাম্যবাদী কবিতার MCQ
১. ‘ সাম্যবাদী ‘ কবিতাটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
ক) মহিলা
খ) লাঙল
গ) মোসলেম ভারত
ঘ) কল্লোল
উত্তর : খ) লাঙল পত্রিকা
২. “যেখানে আসিয়া এক হয়ে গেছে সব – – – ।’ – শূন্যস্থানে কী বসবে ?
ক) মানুষ
খ) ধর্ম
গ) বাধা-ব্যবধান
ঘ) রাজমুকুট
উত্তর : গ) বাধা-ব্যবধান
৩. কনফুসিয়াস ছিলেন—
ক) চৈনিক দার্শনিক
খ) জাপানি দার্শনিক
গ) মিশরীয় লেখক
ঘ) জৈন সন্ন্যাসী
উত্তর : ক) চৈনিক দার্শনিক
৪. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হল –
ক) দোলন চাঁপা
খ) বিষের বাঁশী
গ) সর্বহারা
ঘ) অগ্নিবীণা
উত্তর : ঘ) অগ্নিবীণা
৫. “সকল কেতাব সকল কালের জ্ঞান” – কবিতায় কোথায় থাকার কথা বলা হয়েছে ?
ক) তোমাতে রয়েছে
খ) আমাতে রয়েছে
গ) ধর্মে রয়েছে
ঘ) সাম্যবাদ এ রয়েছে
উত্তর : ক) তোমাতে রয়েছে
৬. ‘ত্রিপিটক’ যাদের ধর্মগ্রন্থ —
ক) জরথুস্ট্র ধর্মালম্বীদের
খ) জৈন ধর্মালম্বীদের
গ) বৌদ্ধ ধর্মালম্বীদের
ঘ) পারসিক ধর্মালম্বীদের
উত্তর: গ) বৌদ্ধ ধর্মালম্বীদের
৭. ‘জেন্দাবেস্তা’ কাদের ধর্মগ্রন্থ—
ক) হিন্দু
খ) ইহুদি
গ) পারসিক
ঘ) জৈন
উত্তর: গ) পারসিক
৮. ‘গ্রন্থসাহেব’ যাদের ধর্মগ্রন্থ—
ক) শিখদের
খ) পারসিকদের
গ) জৈনদের
ঘ) ইসলামীয়দের
উত্তর:- ক) শিখদের
৯. “কিন্তু কেন এ পণ্ডশ্রম… ?” – কবি যাকে ‘পণ্ডশ্রম’ বলেছেন –
ক) ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান
খ) চোরকে ধর্মের কাহিনি শোনানো
গ) কঠিন কাজে আত্মনিয়োগ
ঘ) মানবসেবায় নিজেকে নিবেদন
উত্তর: ক) ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান
১০. “দোকানে কেন এ দর-কষাকষি ?”—কবি এখানে বলতে চেয়েছেন —
ক) ধর্মে ধর্মে বিভেদের কথা
খ) ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাবের কথা
গ) মানুষের স্বার্থ রক্ষার কথা
ঘ) উপরের সবকটিই
উত্তর: ক) ধর্মে ধর্মে বিভেদের কথা
১১. কবির মতে ‘তাজা ফুল’ যেখানে ফোটার কথা —
ক) সাগরে
খ) কাননে
গ) পথে
ঘ) মাঠে
উত্তর: গ) পথে
১২. ইহুদিরা কোন্ দেশের নাগরিক ?
ক) প্রাচীন জুডিয়া
খ) পারস্য
গ) মায়ানমার
ঘ) ভারতবর্ষ
উত্তর: ক) প্রাচীন জুডিয়া
১৩. ‘সাম্যবাদী কবিতায় উল্লিখিত যে তীর্থক্ষেত্রটি হিন্দুদের তীর্থক্ষেত্র নয় –
ক) মথুরা
গ) বৃন্দাবন
খ) নীলাচল
ঘ) জেরুজালেম
উত্তর: ঘ) জেরুজালেম
১৪. নিজের প্রাণের মধ্যেই যা খুঁজে পাওয়া যাবে তা হল —
ক) বিশ্বভুবন
গ) সকল শাস্ত্র
খ) বিশ্ব দেউল
ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর: খ) সকল শাস্ত্র
১৫. ‘দেউল’ শব্দটির উৎস-
ক) উদারতা
খ) দোল
গ) দেবকুল
ঘ) দেয়াল
উত্তর: গ) দেবকুল
১৬. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে ‘মহা-গীতা’ গাইলেন —
ক) নবীরা
খ) চার্বাক মুনি
গ) বাঁশীর কিশোর
ঘ) মেষের রাখাল
উত্তর: গ) বাঁশীর কিশোর
১৭. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা কারা হলেন —
ক) বাঁশীর কিশোর
খ) নবীরা
গ) বৌদ্ধ ধর্মাবলম্বীরা
ঘ) হজযাত্রীরা
উত্তরঃ খ) নবীরা
১৮. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে যে মুনি রাজ্য ত্যাগ করলেন —
ক) শাক্যমুনি
গ) বিশ্বামিত্র মুনি
খ) ভরদ্বাজমুনি
ঘ) কাশ্যপ মুনি
উত্তরঃ ক) শাক্যমুনি
১৯. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে কোরানের সাম গান কে গেয়েছেন ?
ক) জরথুস্ট্র
খ) আরব দুলাল
গ) শাক্যমুনি
ঘ) রাখাল বালক
উত্তরঃ খ) আরব দুলাল
২০. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে সবচেয়ে বড়ো মন্দির-কাবা হল –
গ) ধর্মগ্রন্থ
ক) নীলাচল
গ) হৃদয়
(খ) পুঁথি
উত্তরঃ গ) হৃদয়
২১ ‘গাহি সাম্যের গান—’ এখানে ‘সাম্য’ বলতে বোঝানো হয়েছে —
(ক) গানের কথা
(খ) সমতার কথা
(গ) ধর্মের কথা
(ঘ) ভেদাভেদের কথা৷
উত্তর:-(খ) সমতার কথা
২২. বৌদ্ধধর্মের প্রবক্তা হলেন –
ক) মহাবীর
খ) জরাথুস্ট্র
গ) ঈসা মুসা
ঘ) গৌতম বুদ্ধ
উত্তরঃ ঘ) গৌতম বুদ্ধ
২৩. বুদ্ধদেব যে স্থানে সিদ্ধিলাভ করেছিলেন –
ক) কলিঙ্গ
খ) বুদ্ধ-গয়া
ঘ) কপিলাবস্তু
গ) জেরুজালেম
উত্তরঃ খ) বুদ্ধ-গয়া
২৪. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে কী শুনে শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছিলেন ?
ক) দেবতার ডাক শুনে
খ) সন্তানের ডাক শুনে
গ) মনের ডাক শুনে
ঘ) মানবের বেদনার ডাক শুনে
উত্তরঃ ঘ) মানবের বেদনার ডাক শুনে
২৫. সাম্যবাদী’ কবিতা অনুসারে কবি বলেছেন মানুষের ধর্মগ্রন্থ পড়া ব্যর্থ হয় কখন ?
ক) যখন মানুষ অন্য ধর্মের মানুষের সঙ্গে আলোচনা করে
খ) যখন মানুষ ধর্মগ্রন্থ নিয়ে দরদাম করে
গ) যখন মানুষ নিজেকে ছোটো মনে করে
ঘ) যখন মানুষ সব ধর্মের মানুষকে সমান ভালোবাসে
উত্তরঃ খ) যখন মানুষ ধর্মগ্রন্থ নিয়ে দরদাম করে
২৬. ‘সাম্যবাদী’ কবিতাটি যে ছন্দে রচিত –
ক) স্বরবৃত্ত ছন্দ
খ) পয়ার ছন্দ
গ) গদ্যছন্দ
ঘ) মাত্রাবৃত্ত ছন্দ
উত্তরঃ ঘ) মাত্রাবৃত্ত ছন্দ
২৭. ‘সাম্যবাদী’ কবিতায় মোট পক্তির সংখ্যা —
ক) ছত্রিশ
খ) বত্রিশ
গ) পনের
ঘ) তেইশ
উত্তরঃ খ) বত্রিশ
২৮. ‘সাম্যবাদী’ কবিতায় উল্লিখিত ভারতীয় উপমহাদেশের দুটি প্রাচীন জনগোষ্ঠী হল —
ক) সাঁওতাল
খ) গারো
গ) ভীল
ঘ) উপরের সবকটিই
উত্তরঃ ঘ) উপরের সবকটিই
২৯. বিবৃতিঃ A) কবি নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন। কারণঃ B) সাম্যের মধ্যে সব বাধা ব্যবধান দূর হয়।
ক) A ও B দুটোই ভুল
খ) A ও B দুটোর সম্পর্ক সঠিক
গ) A , B এর কারণ
ঘ) উপরের বিবৃতি ও কারণ দুটো সম্পর্কহীন
উত্তরঃ- খ) A ও B দুটোর সম্পর্ক সঠিক
৩০. i) দেউল শব্দের অর্থ মন্দির
ii) কেতাব শব্দের সমার্থক শব্দ পুস্তক
iii) হিয়া শব্দের অর্থ মস্তিষ্ক
iv) মেষ শব্দের অর্থ মোষ
ক) i) সত্য ii) সত্য iii) সত্য iv) সত্য
খ) i) সত্য ii) সত্য iii) মিথ্যা iv) সত্য
গ) i) সত্য ii) মিথ্যা iii) মিথ্যা iv) সত্য
ঘ) i) সত্য ii) সত্য iii) মিথ্যা iv) মিথ্যা
উত্তরঃ ঘ) i) সত্য ii) সত্য iii) মিথ্যা iv) মিথ্যা
Your comment is awaiting moderation.
Thank you for being of assistance to me. I really loved this article. http://www.hairstylesvip.com