শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকে প্রশ্ন ও উত্তর MCQ
একাদশ শ্রেণির নুতন বাংলা সিলেবাস
বাংলার শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যে
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকেগুরুত্বপূর্ণ ২৫টি MCQ
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য:-
আদি মধ্যযুগ এমনকি সমগ্র মধ্যযুগেরই প্রথম আখ্যান কাব্য বড়ু চন্ডীদাস রচিত ‘শ্রীকৃষ্ণকীর্তন ‘কাব্য। এটি রাধা কৃষ্ণের প্রণয়লীলা অবলম্বন করে লিখিত একটি আখ্যান কাব্য।
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুথিটি বসন্ত রঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের অধিবাসী শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে থেকে আবিষ্কার করেন।
বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ- এর সম্পাদনায় ‘শ্রীকৃষ্ণকীর্তন’- কাব্যটি ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে গ্রন্থাকারে প্রকাশ করা হয় ১৯১৬ খ্রিস্টাব্দে। সম্পাদক বসন্তরঞ্জন নিজে থেকে গ্রন্থটির নাম দেন ‘শ্রীকৃষ্ণকীর্তন’।
পুথিটির প্রথম ও শেষ দিকের কিছু পাতা না থাকায় গ্রন্থটির নাম, তার রচয়িতা, রচনাকাল ইত্যাদি তথ্য জানা যায়নি। তবে বিষয়বস্তু দেখে বোঝা যায় যে এটি রাধা কৃষ্ণলীলা বিষয়ক আখ্যান কাব্য।
শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ আবিষ্কৃত পুথিটির মধ্যে ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’ নামক একটি গ্রন্থের চিরকুট থাকায়, কেউ কেউ উক্ত আখ্যানটির নাম ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’ করতে চেয়েছেন। তবে এই মতের পক্ষে উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি বলে সম্পাদকের দেওয়া ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামটিই স্বীকৃত হয়।
বড়ু চন্ডীদাস কোথাও কোথাও অনন্ত বড়ু চন্ডীদাস বা চন্ডীদাস নামেও পরিচিত হন।
সংস্কৃত ভাষায় পন্ডিত কবি বড়ু চন্ডীদাস তার কাব্য রচনার সময় ভাগবত পুরাণ, জয়দেবের গীতগোবিন্দম্ থেকে যেমন সাহায্য নিয়েছেন, তেমনি লৌকিক কাহিনীরও সাহায্য নিয়েছেন অনেকাংশে।
কৃষ্ণ, রাধা, বড়াই এই তিনটি চরিত্রের সংলাপ তথা উক্তি প্রত্যুক্তির মাধ্যমে কাহিনীর অগ্রসর ঘটেছে।
সমগ্র কাহিনীটি ১২টি পূর্ণ খন্ড এবং একটি প্রক্ষিপ্ত অংশ অর্থাৎ ১৩ টি খন্ডে বিন্যস্ত। খণ্ডগুলি হল— (১) জন্মখণ্ড, (২) তাম্বুলখণ্ড, (৩) দানখণ্ড, (৪) নৌকাখণ্ড, (৫) ভারখণ্ড, (৬) ছত্রখণ্ড, (৭) বৃন্দাবনখণ্ড, (৮) কালীয়দমন খণ্ড, (৯) যমুনাখণ্ড, (১০) হারখণ্ড, (১১) বাণখণ্ড, (১২) বংশীখণ্ড এবং (১৩) রাধাবিরহ। শেষ খণ্ডটির নামে ‘খণ্ড’শব্দের উল্লেখ না থাকায় অনেকে এটিকে প্রক্ষিপ্ত বলে মনে করেন । কৃষ্ণের জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত কাহিনি বর্ণিত হয়েছে এই খন্ডগুলিতে।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকে গুরুত্বপূর্ণ ২৫টি MCQ :-
১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি বাংলা সাহিত্যের কোন্ যুগের নিদর্শন ?
ক) আধুনিক যুগের
খ) আদি-মধ্যযুগের
গ) অন্ত্য-মধ্যযুগের
ঘ) প্রাচীন যুগের
উত্তর: খ) আদি-মধ্যযুগের
২। শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটি কে আবিষ্কার করেছিলেন ?
ক) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
খ) প্রমথ চৌধুরী
গ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
ঘ) প্রবোধচন্দ্র বাগচী
উত্তর: গ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
৩। শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটি কবে আবিষ্কৃত হয় ?
ক) ১৯১১ খ্রি.
খ) ১৯০৭ খ্রি.
গ) ১৯০৯ খ্রি.
ঘ) ১৯১৫ খ্রি.
উত্তর: গ) ১৯০৯ খ্রি.
৪। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয় ?
ক) এশিয়াটিক সোসাইটি থেকে
খ) আনন্দ প্রকাশনী থেকে
গ) বঙ্গদর্শন থেকে
ঘ) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
উত্তর: ঘ) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
৫। শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটি ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়—— সালে –
ক) ১৯১৯ খ্রি.
খ) ১৯০৯ খ্রি.
গ) ১৯০১ খ্রি.
ঘ) ১৯১৬ খ্রি.
উত্তর: ঘ) ১৯১৬ খ্রি.
৬। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির রচয়িতা কে ?
ক) পদাবলীর চণ্ডীদাস
খ) বড়ু চণ্ডীদাস
গ) দীন চণ্ডীদাস
ঘ) দ্বিজ চণ্ডীদাস
উত্তর: খ) বড়ু চণ্ডীদাস
৭। শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটিতে প্রাপ্ত চিরকুটে গ্রন্থের যে নাম পাওয়া যায় —
ক) শ্রীকৃষ্ণকীর্তন
খ) শ্রীকৃষ্ণচরিত
গ) শ্রীকৃষ্ণকথামৃত
ঘ) শ্রীকৃষ্ণসন্দর্ভ
উত্তর: ঘ) শ্রীকৃষ্ণসন্দর্ভ
৮। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি রচিত হয়েছিল –
ক) চতুর্দশ শতাব্দীর শেষে বা পঞ্চদশ শতাব্দীর প্রথমে
খ) পঞ্চদশ শতাব্দীর শেষে বা ষোড়শ শতাব্দীর প্রথমে
গ) ষোড়শ শতাব্দীর শেষে বা সপ্তদশ শতাব্দীর প্রথমে
ঘ) সপ্তদশ শতাব্দীর প্রথমে বা অষ্টাদশ শতাব্দীর প্রথমে
উত্তর: ক) চতুর্দশ শতাব্দীর শেষে বা পঞ্চদশ শতাব্দীর প্রথমে
৯। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের প্রধান চরিত্র –
ক) বলরাম
খ) কৃষ্ণ
গ) আইহন
ঘ) দেবকী
উত্তর:খ) কৃষ্ণ
১০। কাব্যের ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামকরণটি করেছিলেন –
ক) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
খ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
গ) বড়ু চণ্ডীদাস
ঘ) দীনেশচন্দ্র সেন
উত্তর: খ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
১১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি ক-টি খণ্ডে বিন্যস্ত ?
ক) ছয়টি
খ) এগারোটি
গ) ষোলোটি
ঘ) তেরোটি
উত্তর: ঘ) তেরোটি
১২। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটির প্রথম খণ্ডটির নাম কী ?
ক) জন্মখণ্ড
খ) ছত্রখণ্ড
গ) ভার খণ্ড
ঘ) হার খণ্ড
উত্তর: ক) জন্মখণ্ড
১৩। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের শেষ খণ্ডের নাম হল –
ক) হার খণ্ড
খ) দানখন্ড
গ) বৃন্দাবন খণ্ড
ঘ) রাধাবিরহ
উত্তর: ঘ) রাধাবিরহ
Read More : চর্যাপদ থেকে গুরুত্বপূর্ণ তথ্য, প্রশ্ন ও উত্তর
১৪। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুথি প্রকাশকালে এর ভূমিকা কে লেখেন –
ক) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
খ) দীনেশচন্দ্র সেন
গ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
১৫। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুঁথি আবিষ্কার করা হয়েছিল –
ক) বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে
খ) কোলকাতার বেলগাছিয়া রঙ্গমঞ্চ থেকে
গ) নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্রের গৃহ থেকে
ঘ) নেপালের রাজ দরবার গ্রন্থশালা থেকে
উত্তর: ক) বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে
১৬। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের প্রধান চরিত্র তিনটি হল –
ক) রাধা – কৃষ্ণ- বলরাম
খ) রাধা – কৃষ্ণ- বড়াই
গ) দেবকী – কৃষ্ণ- বলরাম
ঘ) রাধা – কৃষ্ণ- ললিতা
উত্তর: খ) রাধা – কৃষ্ণ- বড়াই
১৭। রাধা ও কৃষ্ণ ছাড়া শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের অপর চরিত্রটি হল –
ক) বলরাম
খ) দুর্গা
গ) যশোদা
ঘ) বড়াই
উত্তর: ঘ) বড়াই
১৮। বড়ুচণ্ডীদাস নামের এই ‘বড়ু’ কথাটির অর্থ হল –
ক) বড়
খ) ব্রাহ্মণ
গ) ছোট
ঘ) বালক
উত্তর: খ) ব্রাহ্মণ
১৯। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে উল্লিখিত ‘পটমঞ্জরী’ , ‘কেদার’ , ‘ভৈরবী’ , ‘মল্লার’ – এগুলো কীসের নাম ?
ক) গানের তাল
খ) নাচের মুদ্রা
গ) সঙ্গীতের রাগ বা রাগিনী
ঘ) বিভিন্ন স্থানের নাম
উত্তর: গ) সঙ্গীতের রাগ বা রাগিনী
২০। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটিতে কোন্ কাব্যের প্রভাব লক্ষ করা যায় ?
ক) জয়দেবের গীতগোবিন্দম্
খ) বাল্মীকি রামায়ণ
গ) কাশীরামের মহাভারত
ঘ) কালীদাসের রঘুবংশম
উত্তর:- ক) জয়দেবের গীতগোবিন্দম্
২১। ‘দ্বিতীয় বিদ্যাপতি’ হলেন –
ক) চন্ডীদাস
খ) জ্ঞানদাস
গ) গোবিন্দদাস
ঘ) কবিবল্লভ
উত্তর:- গ) গোবিন্দদাস
২২। শ্রীকৃষ্ণকীর্তনের কবিকে কোন্ কোন্ নামে পাওয়া যায় ?
ক) বড়ু চন্ডীদাস, অভিনব জয়দেব, নব জয়দেব
খ) বড়ু চন্ডীদাস, কবিশেখর, অদ্বৈত আচার্য
গ) বড়ু চন্ডীদাস, চন্ডীদাস, অনন্ত বড়ু চন্ডীদাস
ঘ) বড়ু চন্ডীদাস, কাব্য প্রভাকর, কবিশেখর
উত্তর- গ) বড়ু চন্ডীদাস, চন্ডীদাস, অনন্ত বড়ু চন্ডীদাস
২৩। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের যে খণ্ডটিকে পন্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করছেন, সেটি হল –
ক) জন্মখন্ড
খ) তাম্বুলখন্ড
গ) কালীয়দমনখন্ড
ঘ) রাধাবিরহ
উত্তরঃ- ঘ) রাধাবিরহ
২৪। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের দূতী চরিত্রটির নাম-
ক) মন্থরা
খ) বলাই
গ) রাই
ঘ) বড়াই
উত্তর:- ঘ) বড়াই
২৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির বিষয়বস্তু –
ক) লৌকিক কাহিনি
খ) কৃষ্ণের জীবনকথা
গ) রাধাকৃষ্ণের প্রেমলীলা
ঘ) বৈষ্ণব তত্ত্বকথা
উত্তর:-গ) রাধাকৃষ্ণের প্রেমলীলা
সমস্ত ক্লাসগুলি ভিডিও আকারে দেখতে পারো –

Your comment is awaiting moderation.
One other issue is when you are in a circumstance where you would not have a co-signer then you may want to try to wear out all of your financial aid options. You can get many awards and other scholarships or grants that will ensure that you get funds to support with school expenses. Many thanks for the post.