বাংলা সাহিত্যের ইতিহাস

চর্যাপদ থেকে গুরুত্বপূর্ণ তথ্য, প্রশ্ন ও উত্তর । বাংলা সাহিত্যের ইতিহাস

চর্যাপদ থেকে প্রশ্ন ও উত্তর

উঃ- চর্যাপদ ।

উঃ চর্যাচর্যবিনিশ্চয়।

উঃ- বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।

উঃ-পাল রাজারা।

উঃ- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।

১৯০৭ খ্রিস্টাব্দে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারের পুথিশালা থেকে চর্যাপদের পাণ্ডুলিপি আবিষ্কার করেন। পরবর্তীকালে ১৯১৬ খ্রিস্টাব্দে ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে এটি “হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা” নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। পাণ্ডুলিপিতে সাড়ে ছেচল্লিশটি পদ এবং ২৪ জন কবির নাম ছিল।

উঃ- ১৯০৭ সালে।

উঃ- ১৯১৬ সালে।

উঃ- নেপালের রাজ দরবারের গ্রন্থশালায়।

উঃ- ‘হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা।’

উঃ- চর্য্যাচর্য্যবিনিশ্চয় ।

উঃ- পদকর্তার সংখ্যা :- ২৪ জন। প্রাচীন পদকর্তা :- লুইপাদ।

উঃ- সাড়ে ৪৬ টি।

উঃ কাহ্ন পা। পদের সংখ্যা ১২টি (মতান্তরে ১৩টি)।

উঃ- পাল রাজাদের আমলে।

উঃ- সেন রাজাদের দ্বারা।

উঃ- সন্ধ্যা ভাষা ।

উঃ- পাদাকুলক।

Read More : বৈষব পদাবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

উঃ- বৌদ্ধ সিদ্ধাচার্যগণের সাধন পদ্ধতি বর্ণনা।

উঃ-৫১ টি।

উঃ- বৌদ্ধধর্ম।

উঃ- দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে।

উঃ- পালিভাষার।

উঃ- ভুসুকু। ৮ টি।

উঃ- কৃষ্ণাচার্য।

উঃ- ৪টি।

উঃ- রাগের সংখ্যা ১৭ টি। পটমঞ্জরি।

উঃ- সিদ্ধাচার্য।

উঃ- সম্যক ধ্যান।

উঃ- মল্লার।

উঃ- সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

উঃ প্রবাদের সংখ্যা ৬টী।

উঃ- বিধুশেখর শাস্ত্রী।

উঃ- মুনি দত্ত । তিনি চর্যাপদের টীকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন। মুনি দত্তের টীকার নাম ‘নির্মলগিরা টীকা’।

উঃ- ১৬ জন সংখ্যক কবি। তারাঁ প্রত্যেকে ১টি করে পদ রচনা করেছেন।

উঃ- চর্যাগীতি কোষ।

উঃ- জীবন যাপনের পদ্ধতিকে চর্যা বলে।‘চর্যা’ থেকে বর্তমানে ‘চর্চা’ শব্দটির উৎপত্তি। ‘পদ’ অর্থ চরণ বা পা। ‘চর্যাপদ’ শব্দটির অর্থ দাঁড়ায় ’জীবন যাপনের
পদ্ধতি বা আচরণ যে কবিতায় বা চরণে লিখিত থাকে’।

উঃ- ’সরহ পা’ । ৫০ নং পদ।

উঃ- কীর্তিচন্দ্র।

উঃ- ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যায়।

উঃ- প্রবোধ চন্দ্র বাগচী।

উঃ-ঢেণ্ঢনপাদ।

উঃ- শবরপাদ।

One thought on “চর্যাপদ থেকে গুরুত্বপূর্ণ তথ্য, প্রশ্ন ও উত্তর । বাংলা সাহিত্যের ইতিহাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X