✍ Mock TestBengali Subject

নবম-দশম সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ MCQ। MSC ও WBSLST Bangla

1. বিভক্তিহীন নাম শব্দকে বলে –

A. ধাতু
B. প্রাতিপাদিক
C. প্রকৃতি
D. প্রত্যয়

Ans- B. প্রাতিপাদিক ( মনে রেখো প্রকৃতি দুই প্রকার – নাম প্রকৃতি বা শব্দ বা প্রাতিপাদিক আর ধাতু বা ক্রিয়ামূল।

2. ‘গিন্নিমা’ – পদটির ব্যাসবাক্য হবে –

A. গিন্নি ও মা
B. গিন্নি রূপ মা
C. গিন্নি মায়ের মতো
D. যিনি গিন্নি তিনিই মা

Ans- D. যিনি গিন্নি তিনিই মা ( যিনি গিন্নি তিনিই মা = গিন্নিমা – সাধারণ কর্মধারয় সমাস )

3. নিচের কোনটি কর্মবাচ্যের সঠিক উদাহরণ ?

A. পুস্পিতা গুনগুন গান গাইছে।
B. রাজীবের এতক্ষণে খাওয়া হল।
C. উর্মিলার দ্বারা একটা কবিতা লিখিত হয়েছে।
D. দিপ্তেনের আজ মন ভালো নেই।

Ans- C. উর্মিলার দ্বারা একটা কবিতা লিখিত হয়েছে।

4. ‘আজ খুব পরিশ্রম করেছে সুমন।’ – ব্যাকরণের নিয়মানুসারে এটি বাক্য হয়ে ওঠে নি। এখানে আসত্তি বিঘ্নিত হয়েছে। – বাক্যটির সঠিক রূপ তাহলে কী হবে ?

A. সুমন আজ খুব পরিশ্রম করেছে ।
B. সুমন খুব পরিশ্রম করেছে আজ ।
C. সুমনের খুব পরিশ্রম হয়েছে আজ ।
D. সুমন আজ পরিশ্রম করেছে খুব।

Ans- A. সুমন আজ খুব পরিশ্রম করেছে । ( মনে রেখো বাক্য গঠনের অন্যতম শর্ত হল আসত্তি। অর্থাৎ বাংলায় ‘কর্তা- কর্ম- ক্রিয়া ’ (SOV) – এই ক্রম বজায় রাখতে হবে। এখানে ‘সুমন’ কর্তা তাই সবার সামনে বসবে। ‘করেছে’ ক্রিয়া সবার শেষে বসবে। বাকি সব মাঝে থাকবে। )

5.’দাদা আমাকে কাল একটা কলম দিয়েছে।’ – এখানে ‘ আমাকে ’ পদটি কোন কারকের উদাহরণ ?

A. প্রযুক্ত কর্তা
B. প্রযোজক কর্তা
C. গৌণ কর্ম
D. উদ্দেশ্য কর্ম

Ans- C.গৌণ কর্ম ( মনে রেখো এখানেই অনেকের ভুল হয়। প্রযুক্ত কর্তা হলে করাচ্ছে/ দেখাচ্ছে / খাওয়ালেন/ বলালেন এই জাতীয় ক্রিয়া অর্থাৎ প্রযোজক ক্রিয়া থাকতে হবে। এখানে ‘দিয়েছে’ ক্রিয়াটি মৌলিক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া নয়। তাই ‘আমাকে’ পদটিও প্রযুক্ত কর্তা নয়। )

6.’অভিষেক করিলা কুমারে’- কী কী দিয়ে অভিষেক করেন তিনি ?

A. যথাবিধি ও গঙ্গাজল
B. সোনার মুকুট
C. আঙ্গুল কেটে রক্ত
D. চোখের একফোঁটা জল

Ans:- A. যথাবিধি ও গঙ্গাজল

7.’বুড়ো মানুষের কথাটা শুনো’-বুড়ো মানুষটি কে ?

A.নিমাইবাবু
B.জগদীশবাবু
C.অপূর্ব
D.গিরীশ মহাপাত্র

Ans:- A.নিমাইবাবু

8. ‘হারিয়ে যাওয়া কালি কলম’-গল্পে যে ইংরেজ গভর্নর বাঙালি সাংবাদিকদের ‘বাবু কুইল ড্রাইভারস’ বলতেন –

A. লর্ড আর্মহাস্ট
B. লর্ড লিটন
C. লর্ড কার্জন
D. ওয়ারেন হেস্টিং

Ans:- C. লর্ড কার্জন

9.’অদল বদল’- গল্পে শেষপর্যন্ত কালিয়াকে কুস্তিতে যে পরাজিত করেছিল-

A. অমৃত
B. ভুলুয়া
C. কেউ পরাস্ত করতে পারেনি
D. ইসাব

Ans:- D. ইসাব

10.’এ অদ্ভুত বারতা’- এখানে কোন সংবাদের কথা বলা হয়েছে ?

A. বীরবাহুর হত্যা
B. মৃত রামচন্দ্রের বেঁচে ওঠা
C. রাবণের যুদ্ধযাত্রা
D. ক ও খ উভয়ই ঠিক

Ans:- D. ক ও খ উভয়ই ঠিক

11. ‘নদীর বিদ্রোহ’- গল্পে ‘নদের চাঁদ নুতন সহকারীকে ডাকিয়া বলিল”-

A. “আমি চললাম হে!”
B. “তুমি বাড়ি চলে যাও”
C. “আকাশের গতিক ভালো নয়”
D. “ট্রেন আসলে আমাকে ডেকে দিও”

Ans:- A. “আমি চললাম হে!”

Read More : সাহিত্য সম্ভার থেকে গুরুত্বপূর্ণ 35 টি MCQ

12.’ অস্ত্রের বিরুদ্ধে গান’- কবিতায় যে পাখির উল্লেখ নেই –

A. শকুন
B. চিল
C. কাক
D. কোকিল

Ans:- C. কাক

13.’ ইংরেজ ও আমেরিকানের এক-একটা Hobby অর্থাৎ খেয়াল আছে’- এই প্রসঙ্গে কোন উদাহরণটি বক্তা ব্যবহার করেননি ?

A. পতঙ্গবিদ্যা
B. প্রাণীতত্ত্ব
C. গার্ডেনিং
D. উদ্ভিদবিদ্যা

Ans:- D. উদ্ভিদবিদ্যা

14.’নানা বিদ্যার আয়োজন’ রচনাংশটি কোন মূল গ্রন্থের কততম অধ্যায় থেকে নেওয়া :

A. জীবনস্মৃতি/৪৫তম
B. ছেলেবেলা/৫০তম
C.শিশু/৫ম
D.জীবনস্মৃতি/৭ম

Ans:- D.জীবনস্মৃতি/৭ম

15.’বীক্ষন’ নাট্যাংশটির সময়কাল/ঘটনাকাল কী বলা হয়েছে :

A. ভোর রাত্রি
B. সন্ধ্যা রাত্রি
C. বিকেলের ম্লান অন্ধকার
D. মাঝরাত

Ans:- B. সন্ধ্যা রাত্রি

16.”তারজন্য প্লাটফর্মে অপেক্ষা করতে গেলেন।”-…কার জন্য এই অপেক্ষা :

A. বদনবাবু
B. দেবিপদ
C. হাপু
D. আলোবাবু

Ans:- B. দেবিপদ

17. ‘পাখিরা গান গায়’- কবিতায় শিরোনাম বাদে ‘পাখিরা’ কথাটি কতবার আছে –

A. ৯ বার
B. ১১ বার
C. ৮ বার
D. ৬ বার

Ans:- D. ৬ বার

18.’বাংলা ভাষায় বিজ্ঞান’- প্রবন্ধে Sensitized Paper- এর অনুবাদ কী লিখলে ঠিক হয় ?

A. স্পর্শকাতর কাগজ
B. সুগ্রাহী কাগজ
C. সুবেদী কাগজ
D. উত্তেজী কাগজ

Ans:- B. সুগ্রাহী কাগজ

19.কার আমলে প্রথম মহাভারতের বাংলা অনুবাদ শুরু হয়েছিল ?

A.পরাগল খাঁ
B. হোসেন শাহ
C. রুকনুদ্দিন বরবক শাহ
D. রাজা গনেশ

Ans:- B. হোসেন শাহ

20. তারাশঙ্করের ‘জ্ঞানপীঠ’ পুরস্কারপ্রাপ্ত উপন্যাসের নাম –

A. ধাত্রীদেবতা
B. গণদেবতা
C. চাঁপা ডাঙ্গার বউ
D. সপ্তপদী

21.”এমন সময় পথে একদিন দুজনের সঙ্গে দেখা”-এই দুজন কে কে :

A. ইন্দ্রনাথ ও শ্রীকান্ত
B. অরিন্দম বসু ও রামবাবু
C. অমৃত-ইসাব
D. হর্ষবর্ধন-গোবর্ধন

Ans:- D. হর্ষবর্ধন-গোবর্ধন

22. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটিকে কে ‘নাট-গীতি- পাঞ্চালিকা’ ব’লে উল্লেখ করেছেন ?

A. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B. সুকুমার সেন
C. অমিত্রসূদন ভট্টাচার্য
D. আশুতোষ ভট্টাচার্য

Ans:- B. সুকুমার সেন

23. ‘অদ্ভুত রামায়ণ’ -কে রচনা করেন ?

A. শ্যামপন্ডিত
B. নিত্যানন্দ
C. রামদাস আদক
D. কবিচন্দ্র

Ans:- B. নিত্যানন্দ

24. পরশুরাম-এর কোন্ গ্রন্থ পড়ে রবীন্দ্রনাথ ‘চরিত্রের চিত্রশালা’ বলেছিলেন ?

A. হনুমানের স্বপ্ন
B. লঘু গুরু
C. গড্ডলিকা
D. কজ্জলী

Ans:- C. গড্ডলিকা

25. কর্ভাস-এর ট্রেনিং এর সময় ছিল –

A. সকাল ন’টা থেকে দশটা
B. দশটা থেকে এগারোটা
C. এগারোটা থেকে বারোটা
D. সকাল আটটা থেকে নটা

Ans:- D. সকাল আটটা থেকে নটা

26. ক্ষিতীশ সিংহের বয়েস কত ?

A. চল্লিশের আশে পাশে বা কম
B. পঞ্চাশের এধারে বা ওধারে বছর পাঁচেকের মধ্যে
C. একাত্তর বছরের দু’এক বছর কম হতে পারে
D. উপরের কোনোটাই নয়

Ans:- B. পঞ্চাশের এধারে বা ওধারে বছর পাঁচেকের মধ্যে

27. নিচের কোনটি শেক্সপীয়রের লেখা ঐতিহাসিক নাটক ?

A. ওথেলো
B. দি টেম্পেস্ট
C. হ্যামলেট
D. হেনরি ফোর

Ans:- D. হেনরি ফোর

28. নীচের কোন্ তালিকাটি ভুল ?

A. বাইশে শ্রাবণ – বুদ্ধদেব বসু
B. ছাড়পত্র – বিষ্ণু দে
C. খসড়া – অমিয় চক্রবর্তী
D. পদাতিক – সুভাষ মুখোপাধ্যায়

Ans:- B. ছাড়পত্র – বিষ্ণু দে

29. বিষ্ণুদে’-র ছদ্মনাম –

A. নীহারীমা দেবী
B. সত্যসুন্দর দে
C. শ্যামল রায়
D. কোনটিই নয়

Ans:- C. শ্যামল রায়

30. গ্রন্থ ও তাঁর রচয়িতার ক্ষেত্রে কোন্ জোড়াটি ঠিক :

A. শবনম — মহাশ্বেতা দেবী
B. চীনে লন্ঠন — সৈয়দ মুজতবা আলী
C. নৈঋতে মেঘ — লীলা মজুমদার
D. বাঘিনী — সমরেশ বসু

Ans:- D. বাঘিনী — সমরেশ বসু

সমস্ত ক্লাস ভিডিও আকারে পেতে আমাদের YouTube চ্যানেলে যুক্ত থাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X