Bengali SubjectExamsSLSTSSC

MSC ও WBSLST । সাহিত্য সম্ভার থেকে গুরুত্বপূর্ণ 35 টি MCQ

সাহিত্য সম্ভার
সাহিত্য সম্ভার থেকে গুরুত্বপূর্ণ 35 টি MCQ

Important & Useful For : মাদ্রাসা সার্ভিস কমিশন ও WBSLST

১ “মোর ঘরে অন্ন কোথা আজ” -মন্তব্যটি কার ?

A.সামন্ত জয়সেন
B. রত্নাকর শেঠ
C.ধর্মপাল
D.সুপ্রিয়া

Ans- A. সামন্ত জয়সেন

২.”পঁচিশজন কবিকে কতদিন কয়েকখানায় বন্দি করে রাখা হয়েছিল ?

A.একমাস
B.দুইমাস
C.তিনমাস
D.চারমাস

Ans:-A.একমাস

৩. কোকিলের ডাক শুনে বেহুলার চোখে ঘনিয়ে এসেছিল –

A. অন্ধকার
B. আলো
C. কুয়াশা
D. স্বপ্ন

Ans-C. কুয়াশা

৪.”হে জননী, আমরা ভয় পায়নি “- কোন কবিতার অংশ ?

A. জননী জন্মভূমি
B. বীরবাহুর মৃত্যুতে রাবণ
C. ঈশ্বর
D. কোনটি নয়

Ans-A. জননী জন্মভূমি

৫. “হে বারীন্দ্র , তব পদে এ মম মিনতি ” -এই মিনতি করেছে –

A. ইন্দ্রজিৎ
B. বীরবাহু
C. রামচন্দ্র
D. রাবণ

Ans- D.রাবণ

৬. সওকতজঙ্গের ধনাগারে কত টাকা ছিল ?

A. নবতি লক্ষ
B. নয় লক্ষ
C. পঞ্চাশ লক্ষ
D. দশ লক্ষ

Ans- A.নবতি লক্ষ

৭.”পোস্টমাস্টার”গল্পে রতনের বয়স কত ?

A. বারো- তেরো
B. দশ বছর
C.তেরো- চোদ্দ
D. আট বছর

Ans- A. বারো- তেরো

৮.”সে যে কত বড় পাকা মাঝি, তখন তাহা বুঝি নাই ” পাকা মাঝি কে ?

A. শ্রীকান্ত
B. ইন্দ্রনাথ
C. খোকা
D. মানিকচাঁদ

Ans- B. ইন্দ্রনাথ

৯.” না বাঁচার চেয়ে বেঁচে থাকা ভালো “মন্তব্যটি কার –

B. মহাজন
B. তরুণ উকিল
C. ইন্দ্রনাথ
D. উপরের সবকটি

Ans- B. তরুণ উকিল

১০.ব্ল্যাকীর “সেলফ- কালচার ” বইটি ছাত্রের কাছে চেয়েছিলেন –

A. শিবনাথ শাস্ত্রী
B. সাদি
C. প্লেটো
D. কেউ না

Ans- A. শিবনাথ শাস্ত্রী

১১. উকিলের বন্দিদশা যবে থেকে শুরু হয় –

A. ১৮৭০ সালের ১৪ই নভেম্বর
B. ১৮৬০ সালের ১৪ই নভেম্বর
C. ১৮৭০ সালের ১৫ই নভেম্বর
D. ১৮৭৫ সালের ১৪ই নভেম্বর

Ans- A. ১৮৭০ সালের ১৪ই নভেম্বর

১২.”জাহাঁপনা আজও আপনি দুনিয়া জয় করতে পারেননি”- মন্তব্যটি করেছেন –

A. সেলিম
B. চন্দ্রগুপ্ত
C. আজিম খাঁ
D. প্রতাপাদিত্য

Ans-D. প্রতাপাদিত্য

১৩.’শামুক’ কবিতাটি তরজমা করেন –

A. সুনীল গঙ্গোপাধ্যায়
B. মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
C. অনুপমা বসুমাতরি
D. বিষ্ণুপদ ভট্টাচার্য

Ans-B. মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

১৪.প্রভাত সূর্যের যে বিশেষণ ‘জ্যোতি ‘কবিতায় ব্যবহার করা হয়নি –

A. দুঃসহ
B. নির্দয়
C. মঙ্গল
D. নির্মল
Ans.- C. মঙ্গল

১৫.ইউরোপীয় অবস্থাপন্ন লোকের স্টাডিতে প্রবেশ করার অর্থ –

A. যেন কেউ না দেখে বা ঢোকে
B. যেন সবাই দেখে ও ঢোকে
C. মন দিয়ে পড়াশোনা করবে
D. কোনোটিই ঠিক নয়

Ans- A. যেন কেউ না দেখে বা ঢোকে

১৬. ”অর্ধনগ্ন যারা , তারা খাদ্যহীন, খাদ্যের সম্বল” — কোন কবিতার লাইন ?

A. মধুমতী নদী দিয়া
B. জননী জন্মভূমি
C. শামুক
D. ইলিশ

Ans- D. ইলিশ

১৭.ইন্দ্রনাথের শেষ পরিণতি যেমন হয়েছিল –

A. কঠিন অসুখ
B. নিরুদ্দেশ যাত্রা
C. বুদবুদের মত শূন্যে মিলিয়ে গিয়েছিল
D. কোনোটিই ঠিক নয়

Ans- C. বুদবুদের মত শূন্যে মিলিয়ে গিয়েছিল

Read More : ইসলামী সাহিত্যের ইতিহাস Mock Test

১৮.পটো দিদি মারা যান –

A. ১৯৫০ সালে
B. ১৯৫৫ সালে
C. ১৯৬০ সালে
D. ১৯৭০ সালে

Ans- C. ১৯৬০ সালে

১৯.“আমি জিজ্ঞাসা করিলাম কোন পথ দিয়া গ্রামে যাইব ?” – কে জিজ্ঞাসা করেছিল ?

A. কঙ্কাবতী
B. রাধারানী
C. পটোদিদি
D. গগন পটো

Ans- A. কঙ্কাবতী

২০.’মধুমতী নদী দিয়া ‘– কার লেখা ?

A. বেগম রোকেয়া
B. জসীমউদ্দীন
C. অরুণ চক্রবর্তী
D. শামসুর রাহমান

Ans- B. জসীমউদ্দীন

২১.’মফস্বলের বাস’ কবিতায় বাস থেকে কি কি নামল ?

A. চাল, পাঁজি, কচুরি
B. চাল, ডাল, পাঁজি
C. চাল, পাঁজি, ব্লাউজ বডিস
D.পাঁজি,গন্ধরাজ,লেবু, ব্লাউজ বডিস

Ans:-C. চাল,পাঁজি, ব্লাউজ বডিস

২২.’নানা বিদ্যার আয়োজন’- গল্পে কে যন্ত্রতন্ত্র যোগে প্রাকৃত বিজ্ঞান শিক্ষা দিতেন ?

A.অঘোরবাবু
B.সীতানাথ দত্ত
C.হেরম্ব তত্ত্বরত্ন
D.নীলকমল ঘোষাল

২৩.জয়রামবাবুর বাড়িতে আদরিণী আসে যে সময় –

A. বেলা সাতটা
B. বেলা আটটা
C. রাত নয়টা
D. দুপুর বারোটা

Ans:-A. বেলা সাতটা

২৪.’সংসারে দুঃখই তো আসল জিনিস রায়কাকা’-রায় কাকা কে ?

A. সীতারাম রায়
B. কানাই রায়
C. দেবু রায়
D. শ্যাম রায়

Ans:-B. কানাই রায়

২৫.’ঋণং কৃত্বা’- গল্পে গল্পকথক কোন্ দিন টাকা ধার চাইতে গিয়েছিলেন হর্ষবর্ধনের কাছে ?

A. রবিবার
B. মঙ্গলবার
C. বুধবার
D. শনিবার

Ans:-C. বুধবার

২৬.’ক্কচিৎ কখনো’ গল্পে দেবীপদ কী কী বারে গোপীনাথের সাথে দেখা করতে আসত-

A. সোম-মঙ্গলবার
B. মঙ্গল-বুধবার
C. শুক্র-শনিবার
D. শনি-রবিবার

Ans:-D. শনি-রবিবার

২৭.’আলপনা’ গল্পে লেখক কাজল রেখার কাহিনি পড়েছিলেন –

A. পূর্ববঙ্গ গীতিকায়
B. নাথ সাহিত্যে
C. ময়মনসিংহ গীতিকায়
D. কথা সাহিত্যে

Ans:-C. ময়মনসিংহ গীতিকায়

২৮.উনিশশো বাষট্টি লিখতে রোমাণে কটি অক্ষর লাগে ?

A.চারটি
B.পাঁচটি
C. ছটি
D. সাতটি

Ans:-D. সাতটি

২৯.’রং নাম্বার’ গল্পে দীপঙ্করের পাঠ্য ছিল –

A.চোখের বালি
B. জনা
C. কৃষ্ণকান্তের উইল
D. রাজর্ষি

Ans:-D. রাজর্ষি

৩০.’সাগরদ্বীপের মহাজন’- গল্পে কে অপূর্ব সুরেলা গলায় পুঁথি পড়ে-

A. তোরাব
B. বদর
C. লখিন্দর গাজি
D. লেখক

Ans:-C. লখিন্দর গাজি

৩১.’বাজারদর’ গল্পে রামবাবুর বৈজ্ঞানিক বন্ধুর নাম কি ছিল ?

A. নরেন হালদার
B. মধু হালদার
C. গয়েশ হালদার
D. নীতিশ হালদার

Ans:-C. গয়েশ হালদার

৩২.চল্লিশ বছরের কম বয়সীকে দেশের বাইরে পদার্পণ করতে কে মানা করেছিলেন ?

A. রবীন্দ্রনাথ
B. সক্রেটিস
C. প্লেটো
D. অ্যারিস্টটল

Ans:-C. প্লেটো

৩৩.’পাখিরা গান গায়’ কবিতাটির কবি হলেন-

A.হুয়ান রামোন হিমেনেথ
B.কি.বা.জগন্নাথ
C. আন্তন চেকভ
D. অনুপমা বসুমাতরি

Ans:-A.হুয়ান রামোন হিমেনেথ

৩৪. ‘ মায়ের মন ধনী-গরীবে কোন তফাৎ আছে নাকি?’- কোন গল্প থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে ?

A. বীক্ষন
B. আদরিণী
C. রং নাম্বার
D. মিঠাইওয়ালা

Ans:-D. মিঠাইওয়ালা

৩৫.’বীক্ষণ’ গল্পে ডঃ চৌধুরীর ভৃত্যের নাম কি ছিল ?

A. কানাই
B. নরেশ
C. দশরথ
D. গোবিন্দ

Ans:-C. দশরথ

সম্পূর্ণ ক্লাসটি ভিডিও আকারে দেখো :-

সমস্ত ক্লাস ভিডিও আকারে পেতে আমাদের YouTube চ্যানেলে যুক্ত থাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X