Bengali Subjectবাংলা সাহিত্যের ইতিহাস

কথাসাহিত্যে আশাপূর্ণা দেবীর অবদান। বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। MSC ও WBSLST

আশাপূর্ণা দেবী(১৯০৯-১৯৯৫)

জন্ম:- ১৯০৯ খ্রিঃ ৮ ই জানুয়ারী উত্তর কলকাতার পটলডাঙ্গায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।

পিতা:-হরেন্দ্রনাথ গুপ্ত।
মাতা:- সরলাসুন্দরী দেবী।
আদি নিবাস:- হুগলির বেগমপুরে।
কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে তাঁর বাবার সুখ্যাতি ছিল। সম্ভবতঃ পিতার শিল্প প্রতিভাই আশাপূর্ণাকে সাহিত্যচর্চার প্রেরণা জুগিয়েছিল। নিজের বাড়িতে পড়াশোনার যেটুকু সুযোগ পেয়েছিলেন তাতেই সহজাত সাহিত্য প্রতিভা মুকুলিত হয়েছিল। ছোটদের লেখা দিয়েই‌ হয়েছিল হাতেখড়ি । শিশু সাহিত্যের চর্চার মাধ্যমেই তিনি সাহিত্য ক্ষেত্রে পদার্পণ করেছিলেন। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম লেখা প্রকাশিত হয়েছিল ‘শিশুসাথী’ পত্রিকায়। তখনকার দিনের রীতি অনুযায়ী পনের বছর বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল। শ্বশুর ঘরের পরিবেশে স্বামীর ঐকান্তিক আগ্রহে ও উৎসাহে গৃহকর্মের অবসরে সাহিত্য চর্চার সুযোগ করে নেন।
মৃত্য:- ১৩ জুলাই ১৯৯৫ সালে তিনি পরলোক গমন করেন।

আশাপূর্ণা দেবীর প্রায় ১৭৬ টি উপন্যাস, ৩০টি ছোটগল্প সংকলন, ১৫০০ টি গল্প, ছোটদের জন্য ৪৭ টি বই এবং বিভিন্ন ভাষায় অনূদিত ৬৩ টি গ্রন্থ প্রকাশিত হয়।

সাহিত্যকর্ম:-

প্রথম কবিতা:- মাত্র ১৩ বছর বয়সে ১৩২৯ বঙ্গাব্দে ‘শিশুসাথী’ পত্রিকায় তাঁর প্রথম কবিতা ‘বাইরের ডাক’ প্রকাশিত হয়।

প্রথম গল্প:- ছোটদের জন্য তাঁর রচিত প্রথম গল্প ‘পাশাপাশি’ শিশুসাথী পত্রিকায় প্রকাশিত হয়।

১৯৩৬ সালে ‘আনন্দবাজার’ পত্রিকায় বড়দের জন্য আশাপূর্ণা দেবীর প্রথম ছোট গল্প “পত্নী ও প্রেয়সী” প্রকাশিত হয়।

গল্প সংকলন:- ”ছোট ঠাকুরদার কাশীযাত্রা” তাঁর ছোটদের জন্য রচিত প্রথম গল্প সংকলন ১৩৪৫ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (১৯৩৮ সালে) প্রকাশিত হয়।

আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত গল্প সংকলন বা প্রথম প্রকাশিত বই ‘জল আর আগুন’- ১৯৪০ সালে প্রকাশিত, এটি বড়দের জন্য রচিত।

শ্রেষ্ঠ গল্প:- আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ গল্প ‘ছিন্নমস্তা’- ১৯৪৯ সালে শারদীয়া আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়।

প্রথম উপন্যাস:- ”প্রেম ও প্রয়োজন” ১৯৪৪ সালে কমলা পাবলিশিং থেকে প্রকাশিত।

শ্রেষ্ঠ উপন্যাস:- ‘প্রথম প্রতিশ্রুতি'(১৯৬৫), এই উপন্যাসের পরবর্তী দুটি খন্ড ‘সুবর্ণলতা'(১৯৬৬) ও ‘বকুলকথা'(১৯৭৩)।

আশাপূর্ণা দেবীর বিখ্যাত ট্রিলজি-

১. প্রথম প্রতিশ্রুতি (১৯৬৫)
২. সুবর্ণলতা (১৯৬৬)
৩. বকুলকথা (১৯৭৩)

আশাপূর্ণা দেবী রচিত উপন্যাস :-

১.প্রেম ও প্রয়োজন (১৯৪৪)
২.অনির্বাণ (১৯৪৫)
৩.মিত্তির বাড়ি (১৯৪৭)
৪.বলয় গ্রাস (১৯৪৯)
৫.অগ্নিপরীক্ষা (১৯৫২)
৬.যোগ বিয়োগ (১৯৫৩)
৭.নবজন্ম (১৯৫৪)
৮.কল্যাণী (১৯৫৪)
৯.নির্জন পৃথিবী (১৯৫৫)
১০.শশীবাবুর সংসার (১৯৫৬)
১১.উন্মোচন (১৯৫৭)
১২.নেপথ্য নায়িকা (১৯৫৮)
১৩.জনম জনম কে সাথী (১৯৫৮)
১৪.ছাড়পত্র (১৯৬০)
১৫.সমুদ্র নীল আকাশ নীল (১৯৬০)
১৬.উত্তরলিপি (১৯৬০)
১৭.তিনছন্দ (১৯৬১)
১৮.সোনার হরিণ (১৯৬২)
১৯.মায়াজাল (১৯৬২)
২০.একটি সন্ধ্যা একটি সকাল ১৯৬২)
২১.আবহ সঙ্গীত (১৯৬৪)
২২.জনতার মুখ (১৯৬৪)
২৩.দুয়ে মিলে এক (১৯৬৪)
২৪.ভক্তি সাগর (১৯৬৪)
২৫. প্রথম প্রতিশ্রুতি (১৯৬৫)
২৬.যুগলবন্দী (১৯৬৬)
২৭.সুবর্ণলতা (১৯৬৬)
২৮.নীলাঞ্জনা (১৯৬৭)
২৯.দুই নায়িকা (১৯৬৮)
৩০.দর্শকের ভূমিকায় (১৯৬৯)
৩১.বকুল কথা (১৯৭৩)
৩২.হারানো খাতা (১৯৭৪)
৩৩.পলাতক সৈনিক (১৯৭৬)
৩৪.উত্তর পুরুষ (১৯৭৬)
৩৫.নাটকের শেষ দৃশ্য (১৯৮৫)
৩৬.কখনো কাছে কখনো দূরে (১৯৯১)
৩৭.একটি মিথ্যা ভাষী নায়ক (১৯৯৪)
৩৮.দ্বিতীয় বসন্ত (১৯৯৫) ইত্যাদি।

আশাপূর্ণা দেবী রচিত ছোটগল্প সংকলন –

১.জল আর আগুন (১৯৪০)
২.সাগর শুকায়ে যায় (১৯৪৭)
৩.আর এক দিন (১৯৫৫)
৪.পূর্ণ পাত্র (১৯৫৬)
৫.স্বপ্ন শর্বরী (১৯৫৬)
৬.গল্প পঞ্চাশৎ (১৯৫৬)
৭.পক্ষী মহল (১৯৫৯)
৮.নবনীড় (১৯৬০)
৯.কেশবতী কন্যা (১৯৬১)
১০.মনোনয়ন (১৯৬১)
১১.ছায়াসূর্য (১৯৬১)
১২.সোনালী সন্ধ্যা (১৯৬২)
১৩.আকাশ মাটি (১৯৬৫)
১৪.কাঁচ পুঁতি হিরে (১৯৬৭)
১৫.ভোরের মল্লিকা (১৯৭৮)
১৬.এক আকাশ অনেক তারা (১৯৭৮)
১৭.নক্ষত্রের আকাশ (১৯৮১)
১৮.ঢেউ গুনছি সাগরের (১৯৮৬)

আশাপূর্ণা দেবীর ছোটদের জন্য রচিত গ্রন্থ:-

“ছোট ঠাকুরদার কাশীযাত্রা”(১৯৩৮)
“রঙিন মলাট”(১৯৪১)
“বলবার মত নয়” (১৯৪৭)
“গল্প হল শুরু” (১৯৫৭)
“এক সমুদ্র অনেক ঢেউ”(১৯৬৩)
“কুমকুম” (১৯৭০)
“ভূতুরে কুকুর”(১৯৮২)
“কত কান্ড রেলগাড়িতে”(১৯৮৫)
“জীবন কালীর পাক্কা হিসেব” (১৯৮৫)
“পাঁচ ভূতের গপ্পো” (১৯৯০)
“ষড়যন্ত্রের নায়ক” (১৯৯২)
“ম্যাজিক মামা” (১৯৯২)
“অমরাবতীর অন্তরালে” (১৯৯৪) ইত্যাদি।

আশাপূর্ণা দেবীর স্মৃতিকথনমূলক রচনা –

“আমার সাহিত্য চিন্তা” (১৯৭৮)
“আমার ছেলেবেলা” (১৯৮৫)
“নেশা নয়, পেশা নয়, লেখায় যাঁর জীবন “(১৯৯০)
“ক্ষতির হিসাব” (১৯৯২)

পুরস্কার –

১৯৫৪ – লীলা পুরস্কার( কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত)।
১৯৬২ – ভুবনমোহিনী স্বর্ণপদক( কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদেয়)।
১৯৬৬ – রবীন্দ্র পুরস্কার (“প্রথম প্রতিশ্রুতি” উপন্যাসের জন্য)।
১৯৭৬ – জ্ঞানপীঠ পুরস্কার।
১৯৭৬ – ভুবনেশ্বরী পদক।
১৯৮৯ – হরনাথ ঘোষ পদক।
১৯৮৯ – শরৎস্মৃতি পুরস্কার।
১৯৯৩ – জগত্তারিণী স্বর্ণপদক( কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদেয়)।

সম্মান:-

১৯৭৬ – পদ্মশ্রী।
১৯৮৩ – সাম্মানিক ডক্টরেট (জব্বলপুর বিশ্ববিদ্যালয়)।
১৯৮৭ – সাম্মানিক ডক্টরেট (রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়)।
১৯৮৮ – সাম্মানিক ডক্টরেট ( বর্ধমান বিশ্ববিদ্যালয়)।
১৯৯০ – সাম্মানিক ডক্টরেট (যাদবপুর বিশ্ববিদ্যালয়)।
১৯৯৪ – সাহিত্য আকাদেমী ফেলো নির্বাচিত হন।

আশাপূর্ণা দেবী রচিত উপন্যাস থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :-

“মিত্তির বাড়ি” (১৯৪৭):-এই উপন্যাসে আশাপূর্ণা দেবী হেমলতা, অলকা, মিনা, অরণেন্দু প্রমুখ চরিত্রের মাধ্যমে একান্নবর্তী পরিবারের জীবনচিত্র তুলে ধরেছেন।

অগ্নিপরীক্ষা (১৯৫২):-

পারিবারিক ও সাংসারিক জীবনকেন্দ্রিক উপন্যাস।
উল্লেখযোগ্য চরিত্র গুলি হলো- কিরীটি,তাপসী।

”নির্জন পৃথিবী”(১৯৫৫) ‘:- এই উপন্যাসে সুরপা ও অনিমেষের সমস্যা, টানাপোড়েনের বিবাহ গুরুত্ব লাভ করেছে।

“শশীবাবুর সংসার”(১৯৫৬) :- এই উপন্যাসে শশীবাবু, মন্দাকিনী, সুমিত্রা, পরেশ, সীতেশ, রেখা প্রমুখ চরিত্রের ঘাত প্রতিঘাত ও সমস্যার কথা বর্ণিত হয়েছে।

”ছাড়পত্র”(১৯৬০) :- এই উপন্যাসে তুচ্ছ কারণে সৌরেশ ও সুচেতনার দাম্পত্য জীবন ভেঙে যায়। এই দাম্পত্য সমস্যা উপন্যাসের গুরুত্ব লাভ করেছে।

“প্রথম প্রতিশ্রুতি”(১৯৬৫):- আশাপূর্ণা দেবীর ‘ত্রয়ী’ উপন্যাসের প্রথম উপন্যাস এটি।
সত্যবতী উপন্যাসের নায়িকা।
উপন্যাস টি ৪৮ টি পরিচ্ছদে কাহিনী বিন্যস্ত।
চরিত্র – নবকুমার, সুবর্ণলতা, সত্যবতী, ভুবনেশ্বরী, রাসবেহারী, সোদামিনী প্রমুখ।
এই উপন্যাসের জন্য আশাপুর্ণা দেবী ১৯৬৬ সালে
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক “রবীন্দ্র পুরস্কার” লাভ করেন। এবং ১৯৭৬ সালে এই উপন্যাসের জন্যই “জ্ঞানপীঠ পুরস্কার” লাভ করেন।

“সুবর্ণলতা” (১৯৬৬):- আশাপূর্ণা দেবীর ‘ত্রয়ী’ উপন্যাসের দ্বিতীয় উপন্যাস এটি। উপন্যাসটি ‘বসুমতী’ পত্রিকায় প্রকাশিত হয়।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হল:- সুবর্ণলতা বা সুবর্ণ।
অন্যান্য চরিত্র:- নবকুমার, প্রবোধ।

”বকুল কথা”(১৯৭৩):- আশাপূর্ণা দেবীর ‘ত্রয়ী’ উপন্যাসের শেষ বা তৃতীয় উপন্যাস এটি।
উপন্যাসটি ‘কথা সাহিত্য’ পত্রিকায় প্রকাশিত হয়।
উপন্যাসের মূল চরিত্রগুলি হল:- বকুল, সুবর্ণলতা, প্রবোধ, পারুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X