✍ Mock TestBengali Subjectবাংলা সাহিত্যের ইতিহাস

মাদ্রাসা সার্ভিস কমিশন | WBSLST Bangla 2023 Exam Preparation ইসলামী সাহিত্যের ইতিহাস Mock Test

1 বাংলা ইসলামি সাহিত্যের প্রাচীন কবি হিসেবে কে পরিচিত :

A) সাবিরিদ খাঁ
B) শাহ মুহম্মদ সগীর
C) শামসুদ্দিন শাহ
D) দোনা গাজী

Ans:-B) শাহ মুহম্মদ সগীর

2. মহাকাব্যোচিত বীরত্বপূর্ণ যুদ্ধ বর্ণনার ইসলামি কাব্যকে কী বলে ?

A) মর্সিয়া কাব্য
B) সুফি কাব্য
C) জঙ্গনামা
D) উপরের সবগুলিই ঠিক

Ans:-C) জঙ্গনামা

3. ‘জেবলমুলুক- শামারোখ’ কার রচনা ?

A) সৈয়দ মুহম্মদ
B) শাহ মুহম্মদ সগীর
C) শামসুদ্দিন শাহ
D) সাবিরিদ খাঁ

Ans:-A) সৈয়দ মুহম্মদ

4. নিচের কোন কবি ‘জঙ্গনামা’ কাব্যটি রচনা করেন নি ?

A) হায়াত মামুদ
B) বাহরাম খান
C) শাহ মুহম্মদ সগীর
D) ফকির গরীবুল্লাহ

Ans:-C) শাহ মুহম্মদ সগীর

5. ‘মৃগাবতী’ ও ‘গুলে বকাওলী’ কার রচনা ?

A) সাবিরিদ খাঁ
B) শাহ মুহম্মদ সগীর
C) শামসুদ্দিন শাহ
D) মুহম্মদ মুকিম

Ans:-D) মুহম্মদ মুকিম

6. আব্দুল করিম সাহিত্য বিশারদ কতগুলি পুঁথির পাণ্ডুলিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দান করেন ?

A) ৫৮৫ টি
B) ৮৫৫ টি
C) ৫৫৮ টি
D) ৫৬৫ টি

Ans:-A) ৫৮৫ টি

7. মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদ কোথাকার মানুষ ছিলেন ?

A) বর্ধমানের
B) ঢাকার
C) বগুরার
D) চট্টগ্রামের

Ans:-D) চট্টগ্রামের

8. কবি জৈনুদ্দিন তাঁর ‘রসুল বিজয়’ কাব্যটি যার আমলে রচনা করেন :

A) শামসুদ্দিন শাহ
B) গিয়াসুদ্দিন শাহ
C) ফিরোজ শাহ
D) হুসেন শাহ

Ans:-A) শামসুদ্দিন শাহ

9. শাহ মুহম্মদ সগীরের ‘ ইউসুফ জোলেখা’ কাব্যের রচনাকাল আনুমানিক :

A) ১৩০৯- ১৩১০ খ্রিস্টাব্দ
B) ১৫৮৯- ১৬১০ খ্রিস্টাব্দ C) ১৩৮৯- ১৪১০ খ্রিস্টাব্দ
D) ১৪৮৯- ১৫১০ খ্রিস্টাব্দ

Ans:-C) ১৩৮৯- ১৪১০ খ্রিস্টাব্দ

10. দোউলত উজির কোন শতকের কবি :

A) পঞ্চদশ শতক
B) ষোড়শ শতক
C) সপ্তদশ শতক
D) অষ্টাদশ শতক

Ans:-B) ষোড়শ শতক

11. ‘শাহজালাল মধুমালা’ কাব্যের রচয়িতা কে ?

A) মঙ্গলচাঁদ
B) শাহ মুহম্মদ সগীর
C) শামসুদ্দিন শাহ
D) মুহম্মদ মুকিম

Ans:- A) মঙ্গলচাঁদ

12. ‘সখিনা বিলাপ’ কাব্যের রচয়িতা হলেন :

A) ফকির গরীবুল্লাহ
B) ঝাফর
C) শামসুদ্দিন শাহ
D) মুহম্মদ খান

Ans:-B) ঝাফর

13. মুহম্মদ খান নিচের কোন কাব্যের রচয়িতা :

A) রসুল বিজয়
B) গুলে বকাওলী
C) সত্য-কলি-বিবাদ-সংবাদ
D) ইউসুফ জোলেখা

Ans:-C) সত্য-কলি-বিবাদ-সংবাদ

14. নিচের কে সপ্তদশ শতকের কবি নন :

A) সৈয়দ আলাওল
B) শেখ ফয়জুল্লাহ
C) আব্দুল হাকিম
D) দৌলত কাজী

Ans:-B) শেখ ফয়জুল্লাহ

15. বাংলায় রচিত প্রথম মর্সিয়া সাহিত্য কোনটি ?

A) শাহজালাল মধুমালা
B) সখিনা বিলাপ
C) ইউসুফ জুলেখা
D) জয়নবের চৌতিশা

Ans:-D) জয়নবের চৌতিশা

16. বাহরাম খান কোন শতকের কবি ছিলেন ?

A) পঞ্চদশ শতক
B) ষোড়শ শতক
C) সপ্তদশ শতক
D) অষ্টাদশ শতক

Ans:-D) অষ্টাদশ শতক

17. ’জ্ঞান প্রদীপ’ ও ‘ জ্ঞানচৌতিশা’ কাব্য দুটির রচয়িতা :

A) মুহম্মদ মুকিম
B) শেখ ফয়জুল্লাহ
C) সৈয়দ সুলতান
D) ফকির গরীবুল্লাহ

Ans:-C) সৈয়দ সুলতান

18. নিচের কোনটি হিন্দু-মুসলিম সম্প্রীতির কাব্য বলে পরিচিত ?

A) জেবলমুলুক-শামারোখ
B) রসুল বিজয়
C) লায়লী-মজনু
D) কাশিমের লড়াই

Ans:-A) জেবলমুলুক-শামারোখ

19. ‘পুথি পরিচিতি’ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেন ?

A) আব্দুল করিম সাহিত্য বিশারদ
B) সৈয়দ সাজ্জাদ হোসাইন
C) শামসুর রাহমান
D) চন্দ্র কুমার দে

Ans:-B) সৈয়দ সাজ্জাদ হোসাইন

20. হিন্দি কবি মনঝন রচিত ‘ মধুমালত’ কাব্যের বাংলা অনুবাদ কে করেন ?

A) সৈয়দ আলাওল
B) দোনা গাজী
C) মুহম্মদ কবীর
D) আব্দুল হাকিম

Ans:-C) মুহম্মদ কবীর

21.‘সতীময়না’ কাব্যটির রচয়িতা-

A) আলাওল
B) দৌলত কাজী
C) সৈয়দ মুর্তাজা
D) আশরফ খান

ans:-B) দৌলত কাজী

22.‘লোরচন্দ্রানী’ বা ‘সতীময়না’ কাব্যের নায়ক কে ?

A) লোরক
B) বামন
C) সুমঙ্গলা
D) সুলোচনা

ans:-A) লোরক

23.‘লোরচন্দ্রানী’ বা ‘সতীময়না’ যে জাতীয় কাব্য ?

A) সাহিত্যিক মহাকাব্য
B) ধ্রুপদী মহাকাব্য
C) বীররসাত্মক আখ্যানকাব্য
D) রূপকথাধর্মী বা রোমান্টিক আখ্যানকাব্য

ans:-D) রূপকথাধর্মী বা রোমান্টিক আখ্যানকাব্য

24. সৈয়দ আলাওল তাঁর ‘পদ্মাবতী’ কাব্যটি রচনা করেন যার অনুরোধে-

A) সুলেমান
B)সেনাপতি সৈয়দ মহম্মদ
C) শ্রীচন্দ্ৰ সুধৰ্ম্মা
D) মাগন ঠাকুর

Ans:-D) মাগন ঠাকুর

25.আলাওল ‘সপ্তপয়কর’ রচনা করেন কবে ?

A) ১৬৪০ খ্রিঃ
B) ১৬৫০ খ্রিঃ
C) ১৬৬০ খ্রিঃ
D) ১৬৭০ খ্রিঃ

Ans:-C) ১৬৬০ খ্রিঃ

26. আলাওল ‘তোহ্ফা’ রচনা করেন –

A)১৬৪৩-১৬৪৯ খ্রিঃ
B) ১৬৫৩-১৬৫৯ খ্রিঃ
C) ১৬৬৩-১৬৬৯ খ্রিঃ
D) ১৬৭৩-১৬৭৯ খ্রিঃ

Ans:-C) ১৬৬৩-১৬৬৯ খ্রিঃ

27.মালিক-মুহম্মদ জায়সীর ‘পদুমাবৎ’ কাব্যটি যে ভাষায় রচিত –

A) সংস্কৃত
B) ফারসী
C) হিন্দী
D) আরবী

Ans:-C) হিন্দী

28. সৈয়দ আলাওলের ‘পদ্মাবতী’ কাব্যটি মোট যতগুলি খণ্ডে বিন্যস্ত –

A) ৫৫
B) ৫৬
C) ৫৭
D) ৫৮

Ans:-B) ৫৬

29. দৌলত কাজীর ‘লোরচন্দ্রানী’ কাব্যের অসমাপ্ত-অংশ সম্পূর্ণ করেন কে ?

A) সাবিরিদ খান
B) মুহম্মদ খান
C) সৈয়দ আলাওল
D) মাগন ঠাকুর

Ans:-C) সৈয়দ আলাওল

30. সৈয়দ আলাওলের ‘পদ্মাবতী’ কাব্যটি যে জাতীয় রচনা –

A)মৌলিক
B) অনুবাদ
C) আখ্যান
D) ‘A’ ও ‘B’ সঠিক, ‘C’ ভুল

সমস্ত ক্লাস ভিডিও আকারে পেতে আমাদের YouTube চ্যানেলে যুক্ত থাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X