Bengali SubjectExamsSLST

দশম শ্রেণির কবিতা প্রলয়োল্লাস । কাজী নজরুল ইসলাম । MCQ ও SAQ

‘ প্রলয়োল্লাস ’
কাজী নজরুল ইসলাম
উৎস:- ‘প্রলয়োল্লাস’ কবিতাটি কবির ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

‘প্রলয়োল্লাস’ কবিতা গুরুত্বপূর্ণ MCQ :

১.‘প্রলয়োল্লাস’ কবিতাটি যে-কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, তা হল-

ক.অগ্নিবীণা
খ. ফণীমনসা
গ. সর্বহারা
ঘ. ঝড়

ans:-ক.অগ্নিবীণা

২.‘প্রলয়োল্লাস’ কবিতাটির প্রকাশকাল হল-

ক. ১৯২২ খ্রিস্টাব্দ
খ. ১৯১৮ খ্রিস্টাব্দ
গ. ১৯২০ খ্রিস্টাব্দ
ঘ. ১৯২৪ খ্রিস্টাব্দ

ans:-ক. ১৯২২ খ্রিস্টাব্দ

৩.প্রলয়োল্লাস’ শব্দের অর্থ হল-

ক.ধ্বংসের আনন্দ
খ. রথঘর্ঘর
গ.ভয়ংকরের চণ্ডরূপ
ঘ.দিগন্তরের কাঁদন

ans:-ক.ধ্বংসের আনন্দ

৪.সুন্দর যার বেশে আসছে, সে হল-

ক.কালবোশেখির ঝড়
খ.জ্বালামুখী ধূমকেতু
গ.দ্বাদশ রবি
ঘ. কাল-ভয়ংকর

ans:-ঘ. কাল-ভয়ংকর

৫.‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘তোরা সব জয়ধ্বনি কর’ বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে?

ক.পনেরো বার
খ.উনিশ বার
গ.সতেরো বার
ঘ.একুশ বার

ans:-খ.উনিশ বার

৬.‘দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়নকটায়,’–‘দ্বাদশ রবি’বলতে বোঝানো হয়েছে-

ক.বারোটি রবি
খ.সকালের রবি
গ.মধ্যাহ্নের রবি
ঘ.অস্তগামী রবি

ans:-ক.বারোটি রবি

৭.অনাগত প্রলয় যেখানে ধমক হেনে আগল ভাঙল, তা হল-

ক.বিশ্বমায়ের আসন
খ.সপ্ত মহাসিন্ধু
গ.সিন্ধুপারের সিংহদ্বারে
ঘ.নীল খিলানে

ans:-গ.সিন্ধুপারের সিংহদ্বারে

৮.‘ঝামর’ শব্দের অর্থ হল-

ক.আলুথালু
খ.ঝটকা
গ.কৃষ্ণবর্ণ
ঘ.গভীর

ans:-গ.কৃষ্ণবর্ণ

৯.’সপ্ত মহাসিন্ধু দোলে/কপোলতলে।’—’কপোল’ শব্দের অর্থ হল-

ক.কপাল
খ.গাল
গ.পায়রা
ঘ.কর্পূর

ans:-খ.গাল

১০.‘মাভৈঃ মাভৈঃ’ ধ্বনির তাৎপর্য হল—

ক.রণে ভঙ্গ দেওয়া
খ.ভীতসন্ত্রস্ত হওয়া
গ.যুদ্ধে জয়ী হওয়া
ঘ.ভয় না পাওয়া

ans:-ঘ.ভয় না পাওয়া

১১.দিগম্বরের জটায় কে হাসে?

ক.ধূমকেতু
খ.শিশুচাঁদ
গ.নবীনের দল
ঘ.স্বর্গের গঙ্গা

ans:-খ.শিশুচাঁদ

১২.‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘রথঘর্ঘর’ বলতে বোঝানো হয়েছে-

ক. রথ ভেঙে পড়ার শব্দ
খ.বজ্রপাতের শব্দ
গ. রথের চাকায় ঘর্ষণের শব্দ
ঘ. রথে চড়ে যুদ্ধের শব্দ

ans:-গ. রথের চাকায় ঘর্ষণের শব্দ

১৩.‘জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন!’ কে আসছে?

ক. নবীন
খ. চিরসুন্দর
গ. মহাকাল-সারথি
ঘ. মুমূর্ষু

ans:-ক. নবীন

Read More : আন্তর্জাতিক সাহিত্য । অনুবাদ ও অনুষঙ্গ । পাবলো নেরুদা

১৪.যে ‘ভেঙে আবার গড়তে জানে’ তার নাম হল-

ক. প্রলয়-নেশার নৃত্যপাগল
খ. জ্বালামুখী ধূমকেতু
গ. বিশ্বমাতা
ঘ.চিরসুন্দর

ans:-ঘ.চিরসুন্দর

১৫.বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে, তা হল-

ক.চাবুক
খ. মশাল
গ.প্রদীপ
ঘ. কৃপাণ

ans:-গ.প্রদীপ

১৬.দেবতা কোথায় বাঁধা পড়ে আছে?

ক.অগ্নিযূপে
খ. যজ্ঞ-যূপে
গ.পাতালে
ঘ.সিন্ধু তীরে

Ans:-খ. যজ্ঞ-যূপে

১৭.“দেবতা বাঁধা যজ্ঞ-যূপে”—এই দেবতা আসলে কে?

ক.দেবাদিদেব মহাদেব
খ.পরমপিতা ব্রহ্মা
গ.দেশমাতৃকা
ঘ. দেশ নেতা

ans:-গ. দেশমাতৃকা

১৮.“এই তো রে তার আসার সময়”—কার আসার সময়?

ক. স্বাধীনতার
খ. ব্রিটিশ শক্তির
গ. মহাকাল সারথির
ঘ. চির সুন্দরের

ans:-গ. মহাকাল সারথির

১৯.‘রক্ত-তড়িৎ চাবুক হানে’—কে রক্ত-তড়িৎ চাবুক হানে?

ক. দিগম্বরের জটা
খ. মহাকাল সারথি
গ.কালবৈশাখী ঝড়
ঘ. জ্বালামুখী ধূমকেতু

ans:-খ. মহাকাল সারথি

২০.“রণিয়ে ওঠে হ্রেষার কাঁদন”—‘হ্রেষা’ কী?

ক. কুকুরের ডাক
খ. বিড়ালের ডাক
গ. ময়ূরের ডাক
ঘ.ঘোড়ার ডাক

ans:-ঘ.ঘোড়ার ডাক

২১.হ্রেষার কাঁদন কোথায় রণিয়ে ওঠে?

ক.বজ্রগানে ঝড় তুফানে
খ. নীল খিলানে
গ. অন্ধকূপে
ঘ.ত্রস্ত জটায়

ans:-ক.বজ্রগানে ঝড় তুফানে

‘প্রলয়োল্লাস’ কবিতা গুরুত্বপূর্ণ SAQ :

১. ‘তোরা সব জয়ধ্বনি কর’! কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন?

ans:- কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের ‘প্রলয়োল্লাস’ কবিতায় কবি পরাধীন ভারতের মুক্তিকামী ও স্বাধীনতা-প্রত্যাশী জনগণকে মহাপ্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন।

২.“ওরে ওই স্তব্ধ চরাচর।”- ‘চরাচর’ স্তব্ধ কেন?

ans:-রুদ্রতাণ্ডবের মধ্য দিয়ে ভয়ংকরের বেশে ধ্বংসের দেবতার আবির্ভাবে সমগ্র চরাচর ভীতসন্ত্রস্ত ও বিভ্রান্ত। আসন্ন বিনাশের যেন তারা প্রহর গুনছে। তাই চরাচর স্তব্ধ।

৩.“দ্বাদশ রবির বহ্নিজ্বালা”—দ্বাদশ রবির নামগুলি কী কী?

ans:- কাজী নজরুল ইসলামের ‘প্রলয়োল্লাস’ কবিতায় পুরাণের অনুষঙ্গে দ্বাদশ রবি হল—অর্থমা, মিত্র, বরুণ, অংশ, ভগ, ইন্দ্র, বিবস্বৎ, পূষা, ত্বষ্টা,সবিতা, পর্জন্য, বিষু প্রমুখ।

৪.“দ্বাদশ রবির বহ্নিজ্বালা” ভয়াল কেন?

ans:-প্রখর দ্বিপ্রহরের তীব্র দাবদাহে সমগ্র পৃথিবী যখন অনলদগ্ধ, তখন সৌরতেজের ভীষণতাকে ‘ভয়াল’ বলে চিহ্নিত করেছেন কবি।

৫.“সপ্ত মহাসিন্ধু দোলে”—’সপ্ত মহাসিন্ধু’ কী ?

ans:-পৌরাণিক কাহিনি অনুসারে ‘সপ্ত মহাসিন্ধু’ হল—লবণ, ইক্ষুরস,সুরা, দধি, ক্ষীর, স্বাদুদক এবং ঘৃত।

৬.“মাভৈঃ মাভৈঃ “-মাভৈঃ শব্দের অর্থ কী?

ans:- ‘মাভৈঃ’ সংস্কৃত শব্দ; এর অর্থ হল–অভয় সূচক বাণী অর্থাৎ ‘ভয় কোরো না’। স্বাধীনতা যুদ্ধযাত্রার প্রাকলগ্নে কবি পরাধীন ভারতের সৈনিকদের অভয় প্রদান করেছেন।

৭.“দিগম্বরের জটায় হাসে শিশু-চাঁদের কর।”—পংক্তিটির অর্থ কী?

ans:-শিবের জটায় চাঁদের অবস্থান। সেই চাঁদের জ্যোৎস্নায় হাস্যময় নবযুগের আগমনী বার্তা নির্দেশিত। এখানে, মৃত্যুঘাতী যুদ্ধের পর স্বাধীনতার ভোরের ইঙ্গিত
ব্যান্জিত।

৮.‘আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য পাগল,—‘নৃত্য পাগল’ কে?

ans:- নজরুলের ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘নৃত্য পাগল’ বলতে, মুক্তিগামী মানুষের বৈপ্লবিক সত্তাকে কবি প্রলয়রূপী নটরাজের নৃত্যপরায়ণ রূপের সঙ্গে তুলনা করেছেন।

৯.‘ওই নূতনের কেতন ওড়ে’—‘নূতনের কেতন ওড়ে বলতে কবি কী বুঝিয়েছেন?

ans:-‘প্রলয়োল্লাস’ কবিতা অনুসারে,কালবৈশাখী ঝড় যেমন রুক্ষ-শুষ্ক ও জীর্ণ প্রকৃতির বুকে নতুন প্রাণের উদ্দামতা বহন করে আনে, কবি সেভাবেই পরাধীন দেশের প্রাচীন অচলায়তনকে ভেঙে ‘নূতন’ জীবন ও মূল্যবোধের সূচনাবার্তা ঘোষণা করতে চেয়েছেন।

১০.’ওই আসে সুন্দর’ – ‘সুন্দর’ কীভাবে আসে?

ans:-‘প্রলয়োল্লাস’ কবিতা অনুসারে সুন্দর’, ‘কালভয়ংকরের বেশে’ অর্থাৎ রুদ্ররূপী প্রলয়ের রূপ ধরে আসে।

দশম শ্রেণির কবিতা প্রলয়োল্লাস কবিতাটির থেকে আলোচনা করা MCQ ও SAQ গুলি তোমাদের কাজে লাগবে বলে আশা রাখি। লেখাটি ক্লাসের বাকি বন্ধুদের সাথে শেয়ার কর। পরবর্তী কোন ক্লাস পেতে চাও তা আমাদের কমেন্টে জানাও। নিয়মিত ভিডিও ক্লাসগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X