দশম শ্রেণির পাঠ্য কবিতা ‘অভিষেক’ থেকে গুরুত্বপূর্ণ 35টি MCQ। মাইকেল মধুসূদন দত্ত
‘ অভিষেক ’
কবি- মাইকেল মধুসূদন দত্ত।
উৎস-১৯৬১ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘মেঘনাদবধ কাব্যে’-র ন-টি সর্গের মধ্যে প্রথম সর্গ থেকে গৃহীত। সর্গটির নাম -‘অভিষেক’।
১. মাইকেল মধুসূদন দত্তের ‘অভিষেক’ পাঠ্যাংশটি নেওয়া হয়েছে –
(ক) ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ থেকে
(খ) ‘ব্রজাঙ্গনা কাব্য’ থেকে
(গ) ‘মেঘনাদবধ কাব্য’ থেকে
(ঘ) ‘বীরাঙ্গনা কাব্য’ থেকে
উত্তর- (গ) ‘মেঘনাদবধ কাব্য’ থেকে
২. ‘সাজিলা রথীন্দ্রর্ষভ’ — কবিতায় ‘রথীন্দ্রর্ষভ’ হলেন —
(ক) রাবন
(খ) রাম
(গ) মেঘনাদ
(ঘ) বিভীষণ
উত্তর- (গ) মেঘনাদ
৩. ‘অভিষেক’ শীর্ষক অংশটি ‘মেঘনাদবধ কাব্য’-এর যে সর্গ থেকে নেওয়া হয়েছে তা হল –
(ক) অভিষেক
(খ) বধ
(গ) সমাগম
(ঘ) প্রেতপুরী
উত্তর- (ক) অভিষেক
৪. “কনক-আসন ত্যাজি, বীরেন্দ্রকেশরী”-‘বীরেন্দ্রকেশরী’ যাকে বলা হয়েছে –
(ক) রাবণকে
(খ) বীরবাহুকে
(গ) মেঘনাদকে
(ঘ) বিভীষণকে
উত্তর- (গ) মেঘনাদকে
৫. “ইন্দ্রজিৎ, প্রণমিয়া ধাত্রীর চরণে,”-‘ধাত্রী’ বলতে কাকে বোঝানো হয়েছে ?
(ক) মন্দোদরীকে
(খ) প্রভাষাকে
(গ) প্রমীলাকে
(ঘ) সীতাকে
উত্তর- (খ) প্রভাষাকে
৬. “কি হেতু, মাতঃ, গতি তব আজি / এ ভবনে ?”- কোন ভবনের কথা বোঝানো হয়েছে ?
(ক) রাজপ্রাসাদকে
(খ) যুদ্ধশিবিরকে
(গ) নিকুম্ভিলা যজ্ঞাগারকে
(ঘ) মেঘনাদের প্রমোদ-কাননকে
উত্তর- (ঘ) মেঘনাদের প্রমোদ-কাননকে
৭. “কহ দাসে লঙ্কার কুশল।”-‘দাস’ বলে সম্বোধন করা হয়েছে
(ক) ইন্দ্রজিৎকে
(খ) বিভীষণকে
(গ) বীরবাহুকে
(ঘ) রামকে
উত্তর- (ক) ইন্দ্রজিৎকে
৮. ‘ছদ্মবেশী অম্বুরাশি-সুতা উত্তরিলা;’— ‘অম্বুরাশি-সুতা’ কথার অর্থ কী ?
(ক) সমুদ্রকন্যা
(খ) অগ্নিকন্যা
(গ) পবনকন্যা
(ঘ) রাক্ষসকন্যা
উত্তর- (ক) সমুদ্রকন্যা (দেবী লক্ষ্মী)
৯. “ঘোরতর রণে/হত প্রিয় ভাই তব — ” –কার কথা বলা হয়েছে ?
(ক) কুম্ভকর্ণ
(খ) বিভীষণ
(গ) তরণীসেন
(ঘ) বীরবাহু
উত্তর- (ঘ) বীরবাহু
১০. মেঘনাদের খুলে ফেলা অলংকার (কুণ্ডল) পড়েছিল –
(ক) জুঁই ফুলের মতো
(খ) বকুল ফুলের মতো
(গ) অশোক ফুলের মতো
(ঘ) মোরগ ফুলের মতো
উত্তর- (গ) অশোক ফুলের মতো
১১. ‘সংহারিণু আমি/রঘুবরে;’-ইন্দ্রজিৎ রঘুবরকে সংহার করেন-
(ক) প্রাতঃরণে
(খ) দ্বিপ্রাহরিক রণে
(গ) নিশারণে
(ঘ) সান্ধ্যারণে
উত্তর- (গ) নিশারণে
১২. “খণ্ড খণ্ড করিয়া কাটিনু”- ইন্দ্রজিৎ কাকে খন্ড খন্ড করে কেটেছেন ?
(ক) দেবরাজ ইন্দ্রকে
(খ) বৈরীদলেকে
(গ) বীরবাহুকে
(ঘ) লক্ষণকে
উত্তর- (খ) বৈরীদলকে
১৩. “তব শরে মরিয়া বাঁচিল।”-মরে বেচে ওঠে কে ?
(ক) রাম
(খ) লক্ষ্মণ
(গ) কুম্ভকর্ণ
(ঘ) বিভীষণ
উত্তর- (ক) রাম
১৪.এ অদ্ভুত বারতা”- ‘অদ্ভুত বারতা’-টি কী ?
(ক) লঙ্কেশ্বর রাবণ হত
(খ) প্রিয় ভাই বীরবাহু হত
(গ) খুল্লতাত বিভীষণ হত
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ-(খ) প্রিয় ভাই বীরবাহু হত
১৫. “রত্নাকর রত্নোতমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা”-’রত্নাকর রত্নোতমা’-কে ?
(ক) সীতা
(খ) প্রমীলা
(গ) সরমা
(ঘ) লক্ষ্মী
উত্তরঃ-(ঘ) লক্ষ্মী
১৬.‘সমূলে নির্মল করিব পামরে আছি!’- ‘পামর’ শব্দের অর্থ –
(ক) পাপী
(খ) ভোগী
(গ) গুণী
(ঘ) সখী
উত্তরঃ-(ক) পাপী
১৭. ‘হৈমবতীসুত’ যাকে বলা হয়েছে , তিনি হলেন –
(খ) রাবন
(ক) ইন্দ্রজিৎ
(গ) কার্তিক
(ঘ) অর্জুন
উত্তর- (গ) কার্তিক
১৮ “কিম্বা যথা বৃহন্নলারূপী/কিরীটি,”-‘বৃহন্নলারূপী কিরীটি’ বলা হয়-
(ক) অর্জুনকে
(খ) কার্তিককে
(গ) ভীমকে
(ঘ) নারায়ণকে
উত্তর- (ক) অর্জুনকে
১৯. “সাজিলা শূর, শমীবৃক্ষমূলে।”-এখানে ‘শূর’ হলেন –
(ক) ইন্দ্রজিৎ
(খ) রাবণ
(গ) অর্জুন
(ঘ) কুম্ভকর্ণ
উত্তর- (গ) অর্জুন
Read More : জ্ঞানচক্ষু গল্প থেকে গুরুত্বপূর্ণ 40 টি MCQ। দশম শ্রেণির গল্প
২০.. ‘কহিলা কাঁদিয়া ধনি;’ -‘ধনি’’ বলতে বোঝানো হয়েছে –
(ক) মন্দোদরীকে
(খ) সীতাকে
(গ) প্রমীলাকে
(ঘ) চিত্রাঙ্গদাকে
উত্তর- (গ) প্রমীলাকে
২১.“ বিদায় এবে দেহ, বিধুমুখী।” -বিধুমুখী কে ?
(ক) হৈমবতী
(খ) লক্ষ্মী দেবী
(গ) প্রভাষা
(ঘ) প্রমীলা
উত্তরঃ-ঘ) প্রমীলা
২২. ‘উড়িলা মৈনাক-শৈল,’-মৈনাক হলেন –
(ক) হিমালয় পর্বত
(খ) পার্বতীর পুত্র
(গ) মেনকার পুত্র
(ঘ) মনুর পুত্র
উত্তর- (গ) মেনকার পুত্র
২৩. “পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে/ভৈরবে।”-এর সঙ্গে তুলনা করা হয়েছে –
(ক) বীরবাহুর মা চিত্রাঙ্গদার পুত্রের জন্য হাহাকারের
(খ) মেঘনাদের ধনুকের টংকারের
(গ) রাক্ষস সৈন্যদের বীরমদে মত্ত হয়ে কৃত নাদের
(ঘ) বীরদর্পে রাবণের আস্ফালনের
উত্তর- (খ) মেঘনাদের ধনুকের টংকারের
২৪. “ উড়েছে কৌশিক-ধ্বজ,”- কৌশিক ধ্বজ কথাটির অর্থ কি ?
(ক) কুশ নামাঙ্কিত পতাকা
(খ) চক্র চিহ্নিত পতাকা
(গ) সাদা রঙের পতাকা
(ঘ) রেশমি রঙের পতাকা
উত্তর:-(ঘ) রেশমি রঙের পতাকা
২৫. “কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধি!”-
কম্পনের কারণ কি?
(ক)রাবনের রণসজ্জা
(খ) প্রাকৃতিক বিপর্যয়
(গ) সুনামির উত্থান
(ঘ) ইন্দ্রজিতের ধনুকের টংকার
উত্তর:-(ঘ) ইন্দ্রজিতের ধনুকের টংকার
২৬. “শুনেছি, মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ/রাঘব?’’-উক্তিটি কার ?
(ক) রাবণের
(খ) ইন্দ্রজিতের
(গ) প্রমীলা দেবীর
(ঘ) বিভীষনের
উত্তরঃ- (খ) ইন্দ্রজিতের
২৭. “এ কাল সমরে,/নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা/ বারংবার।”-আলোচ্য অংশের বক্তা হলেন-
(ক) বিভীষণ
(খ) রামচন্দ্র
(গ) রাবণ
(ঘ) মন্দোদরী
উত্তর- (গ) রাবণ
২৮. “ নাদিলা কর্বূরদল’ – ‘কর্বূর’ শব্দের অর্থ কী ?
(ক) সৈন্য
(খ) রাক্ষস
(গ) বানর
(ঘ) যোদ্ধা
উত্তরঃ-(খ) রাক্ষস
২৯. “কি ছার সে নর, তারে ডরাও আপনি,/রাজেন্দ্র?” -‘রাজেন্দ্র’ বলতে বোঝানো হয়েছে –
(ক) রাজা দশরথকে
(খ) রাজা রাবণকে
(গ) রাজা বলীকে
(ঘ) রাজা সুগ্রীবকে
উত্তর- (খ) রাজা রাবণকে
৩০. ‘হাসিবে মেঘবাহন’। — ‘মেঘবাহন’ হলেন –
(ক) অগ্নি
(খ) বারুণী
(গ) দেবরাজ ইন্দ্র
(ঘ) অম্বুরাশি
উত্তর- (গ) দেবরাজ ইন্দ্র
৩১. ” আমি হারানু রাঘবে;” — বক্তা কতবার হারানোর কথা বলেছেন ?
(ক) একবার
(খ) তিনবার
(গ) দুইবার
(ঘ) চারবার
উত্তর- (গ) দুইবার
৩২. ‘অভিষেক’ কবিতাটিতে কার অভিষেক হয়েছে ?
(ক) বীরবাহুর
(খ) কুম্ভকর্ণের
(গ) মেঘনাদের
(ঘ) বিভীষণের
উত্তর- (গ) মেঘনাদের
৩৩. ‘গঙ্গোদক’ শব্দের অর্থ হল –
(ক) গঙ্গার মাটি
(খ) গঙ্গার জল
(গ) গঙ্গার মাটি ও জল
(ঘ) কোনোটিই নয়
উত্তর- (খ) গঙ্গার জল।
৩৪. “তায় আমি জাগানু অকালে”-কাকে ?
(ক) কুম্ভকর্ণকে
(খ) বালীকে
(গ) বিভীষণকে
(ঘ) ইন্দ্রজিৎকে
উত্তর- (ক) কুম্ভকর্ণকে
৩৫. শত্রু নিধনের জন্য ইন্দ্রজিৎ কোন্ অস্ত্র প্রয়োগ করার কথা বলেছেন ?
(ক) ব্রহ্মাস্ত্র
(খ) অগ্নিবান
(গ) সুদর্শন চক্র
(ঘ) বায়ু-অস্ত্র
উত্তরঃ-(ঘ) বায়ু-অস্ত্র
Complete Class Video