Bengali Subject

দশম শ্রেণির পাঠ্য কবিতা ‘অভিষেক’ থেকে গুরুত্বপূর্ণ 35টি MCQ। মাইকেল মধুসূদন দত্ত

কবি- মাইকেল মধুসূদন দত্ত।
উৎস-১৯৬১ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘মেঘনাদবধ কাব্যে’-র ন-টি সর্গের মধ্যে প্রথম সর্গ থেকে গৃহীত। সর্গটির নাম -‘অভিষেক’।

(ক) ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ থেকে
(খ) ‘ব্রজাঙ্গনা কাব্য’ থেকে
(গ) ‘মেঘনাদবধ কাব্য’ থেকে
(ঘ) ‘বীরাঙ্গনা কাব্য’ থেকে

উত্তর- (গ) ‘মেঘনাদবধ কাব্য’ থেকে

(ক) রাবন
(খ) রাম
(গ) মেঘনাদ
(ঘ) বিভীষণ

উত্তর- (গ) মেঘনাদ

(ক) অভিষেক
(খ) বধ
(গ) সমাগম
(ঘ) প্রেতপুরী

উত্তর- (ক) অভিষেক

(ক) রাবণকে
(খ) বীরবাহুকে
(গ) মেঘনাদকে
(ঘ) বিভীষণকে

উত্তর- (গ) মেঘনাদকে

(ক) মন্দোদরীকে
(খ) প্রভাষাকে
(গ) প্রমীলাকে
(ঘ) সীতাকে

উত্তর- (খ) প্রভাষাকে

(ক) রাজপ্রাসাদকে
(খ) যুদ্ধশিবিরকে
(গ) নিকুম্ভিলা যজ্ঞাগারকে
(ঘ) মেঘনাদের প্রমোদ-কাননকে

উত্তর- (ঘ) মেঘনাদের প্রমোদ-কাননকে

(ক) ইন্দ্রজিৎকে
(খ) বিভীষণকে
(গ) বীরবাহুকে
(ঘ) রামকে

উত্তর- (ক) ইন্দ্রজিৎকে

(ক) সমুদ্রকন্যা
(খ) অগ্নিকন্যা
(গ) পবনকন্যা
(ঘ) রাক্ষসকন্যা

উত্তর- (ক) সমুদ্রকন্যা (দেবী লক্ষ্মী)

(ক) কুম্ভকর্ণ
(খ) বিভীষণ
(গ) তরণীসেন
(ঘ) বীরবাহু

উত্তর- (ঘ) বীরবাহু

(ক) জুঁই ফুলের মতো
(খ) বকুল ফুলের মতো
(গ) অশোক ফুলের মতো
(ঘ) মোরগ ফুলের মতো

উত্তর- (গ) অশোক ফুলের মতো

(ক) প্রাতঃরণে
(খ) দ্বিপ্রাহরিক রণে
(গ) নিশারণে
(ঘ) সান্ধ্যারণে

উত্তর- (গ) নিশারণে

(ক) দেবরাজ ইন্দ্রকে
(খ) বৈরীদলেকে
(গ) বীরবাহুকে
(ঘ) লক্ষণকে

উত্তর- (খ) বৈরীদলকে

(ক) রাম
(খ) লক্ষ্মণ
(গ) কুম্ভকর্ণ
(ঘ) বিভীষণ

উত্তর- (ক) রাম

(ক) লঙ্কেশ্বর রাবণ হত
(খ) প্রিয় ভাই বীরবাহু হত
(গ) খুল্লতাত বিভীষণ হত
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ-(খ) প্রিয় ভাই বীরবাহু হত

(ক) সীতা
(খ) প্রমীলা
(গ) সরমা
(ঘ) লক্ষ্মী

উত্তরঃ-(ঘ) লক্ষ্মী

(ক) পাপী
(খ) ভোগী
(গ) গুণী
(ঘ) সখী

উত্তরঃ-(ক) পাপী

(খ) রাবন
(ক) ইন্দ্রজিৎ
(গ) কার্তিক
(ঘ) অর্জুন

উত্তর- (গ) কার্তিক

(ক) অর্জুনকে
(খ) কার্তিককে
(গ) ভীমকে
(ঘ) নারায়ণকে

উত্তর- (ক) অর্জুনকে

(ক) ইন্দ্রজিৎ
(খ) রাবণ
(গ) অর্জুন
(ঘ) কুম্ভকর্ণ

উত্তর- (গ) অর্জুন

Read More : জ্ঞানচক্ষু গল্প থেকে গুরুত্বপূর্ণ 40 টি MCQ। দশম শ্রেণির গল্প

(ক) মন্দোদরীকে
(খ) সীতাকে
(গ) প্রমীলাকে
(ঘ) চিত্রাঙ্গদাকে

উত্তর- (গ) প্রমীলাকে

(ক) হৈমবতী
(খ) লক্ষ্মী দেবী
(গ) প্রভাষা
(ঘ) প্রমীলা

উত্তরঃ-ঘ) প্রমীলা

(ক) হিমালয় পর্বত
(খ) পার্বতীর পুত্র
(গ) মেনকার পুত্র
(ঘ) মনুর পুত্র

উত্তর- (গ) মেনকার পুত্র

(ক) বীরবাহুর মা চিত্রাঙ্গদার পুত্রের জন্য হাহাকারের
(খ) মেঘনাদের ধনুকের টংকারের
(গ) রাক্ষস সৈন্যদের বীরমদে মত্ত হয়ে কৃত নাদের
(ঘ) বীরদর্পে রাবণের আস্ফালনের

উত্তর- (খ) মেঘনাদের ধনুকের টংকারের

(ক) কুশ নামাঙ্কিত পতাকা
(খ) চক্র চিহ্নিত পতাকা
(গ) সাদা রঙের পতাকা
(ঘ) রেশমি রঙের পতাকা

উত্তর:-(ঘ) রেশমি রঙের পতাকা

কম্পনের কারণ কি?
(ক)রাবনের রণসজ্জা
(খ) প্রাকৃতিক বিপর্যয়
(গ) সুনামির উত্থান
(ঘ) ইন্দ্রজিতের ধনুকের টংকার

উত্তর:-(ঘ) ইন্দ্রজিতের ধনুকের টংকার

(ক) রাবণের
(খ) ইন্দ্রজিতের
(গ) প্রমীলা দেবীর
(ঘ) বিভীষনের

উত্তরঃ- (খ) ইন্দ্রজিতের

(ক) বিভীষণ
(খ) রামচন্দ্র
(গ) রাবণ
(ঘ) মন্দোদরী

উত্তর- (গ) রাবণ

(ক) সৈন্য
(খ) রাক্ষস
(গ) বানর
(ঘ) যোদ্ধা

উত্তরঃ-(খ) রাক্ষস

(ক) রাজা দশরথকে
(খ) রাজা রাবণকে
(গ) রাজা বলীকে
(ঘ) রাজা সুগ্রীবকে

উত্তর- (খ) রাজা রাবণকে

(ক) অগ্নি
(খ) বারুণী
(গ) দেবরাজ ইন্দ্র
(ঘ) অম্বুরাশি

উত্তর- (গ) দেবরাজ ইন্দ্র

(ক) একবার
(খ) তিনবার
(গ) দুইবার
(ঘ) চারবার

উত্তর- (গ) দুইবার

(ক) বীরবাহুর
(খ) কুম্ভকর্ণের
(গ) মেঘনাদের
(ঘ) বিভীষণের

উত্তর- (গ) মেঘনাদের

(ক) গঙ্গার মাটি
(খ) গঙ্গার জল
(গ) গঙ্গার মাটি ও জল
(ঘ) কোনোটিই নয়

উত্তর- (খ) গঙ্গার জল।

(ক) কুম্ভকর্ণকে
(খ) বালীকে
(গ) বিভীষণকে
(ঘ) ইন্দ্রজিৎকে

উত্তর- (ক) কুম্ভকর্ণকে

(ক) ব্রহ্মাস্ত্র
(খ) অগ্নিবান
(গ) সুদর্শন চক্র
(ঘ) বায়ু-অস্ত্র

উত্তরঃ-(ঘ) বায়ু-অস্ত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X