দশম শ্রেণির বহুরূপী গল্প থেকে গুরুত্বপূর্ণ 35টি MCQ। সুবোধ ঘোষ
দশম শ্রেণি
বহুরূপী
সুবোধ ঘোষ
1. জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন –
(A) ছয় দিন
(B) সাত দিন
(C) আট দিন
(D) নয় দিন
Ans: (B) সাত দিন
2. “ খুব হয়েছে হরি , এই বার সরে পড়ো । অন্যদিকে যাও । ” – যে একথা বলেছে –
(A) বাসযাত্রী
(B) অনাদি
(C) কাশীনাথ
(D) ভবতোষ
Ans: (C) কাশীনাথ
3.বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার সবচেয়ে বেশি হয়েছিল কত ?
(A) নয় টাকা আট আনা
(B) আট টাকা দশ আনা
(C) বারো টাকা সাত আনা
(D) দশ টাকা
Ans: (B) আট টাকা দশ আনা
4.সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু কী দিয়েছিলেন ?
(A) কাঠের চেয়ার
(B) সোনার আংটি
(C) ধর্মগ্রন্থ
(D) একশো টাকার নোট
Ans: (D) একশো টাকার নোট
5. হিমালয়ের গুহাবাসী সন্ন্যাসী সারাবছর শুধু একটা –
(A) আপেল
(B) লবঙ্গ
(C) দারচিনি
(D) হরীতকী খান
Ans: (D) হরীতকী খান
6. বিরাগীর মতে ‘ ধন জন যৌবন ’ হলো –
(A) মিথ্যা
(B) অনর্থের মূল
(C) বঞ্চনা
(D) সুখের উৎস
Ans: (C) বঞ্চনা
7.“ এসব ভাষা কী হরিদার মুখের ভাষা হতে পারে ? ” বক্তা হলেন-
(A) ভবতোষ
(B) অনাদি
(C) শিবতোষ
(D) কাশীনাথ
Ans: (B) অনাদি
8. জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক –
(A) একশো বছর
(B) হাজার বছরের বেশি
(C) পাঁচশো বছর
(D) দু’হাজার বছর
Ans: (B) হাজার বছরের বেশি
9. হরিদার ঘরে আড্ডা দিত –
(A) পাঁচ জন
(B) চার জন
(C) তিন জন
(D) ছয় জন
Ans: (B) চার জন
10.দোকানদার হেসে ফেলে — ‘ হরির কাণ্ড ‘ – দোকানদার হরির যে সাজ দেখে হেসে ফেলেছিল সেটি হলো –
(A) পাগলের সাজ
(B) পুলিশের সাজ
(C) রূপসি বাইজির সাজ
(D) বাউলের সাজ
Ans: (C) রূপসি বাইজির সাজ
11.“ এটা কী কাণ্ড করলেন , হরিদা ? ” বক্তা হলেন—
(A) ভবতোষ
(B) অনাদি
(C) পরিতোষ
(D) অতীন
Ans: (B) অনাদি
12. বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল সেটি হলো –
(A) রামায়ণ
(B) গীতা
(C) মহাভারত
(D) উপনিষদ
Ans: (B) গীতা
13.বহুরূপী গল্পে হরিদাকে প্রথম যে সাজে দেখা যায় তা হলো –
(A) পাগল
(B) পুলিশ
(C) বাইজি
(D) কাবুলিওয়ালা
Ans: (A) পাগল
14.পাগলবেশী হরিদার গলায় ছিল –
(A) মনি মুক্তোর মালা
(B) সোনার হার
(C) কৌটার মালা
(D) ছেঁড়া ট্যানা
Ans:(C) কৌটার মালা
15. হরিদা চকের বাসস্ট্যান্ডে কোন সময়ে পাগল সেজেছিল-
(A) সকালবেলায়
(B) দুপুরবেলায়
(C) বিকেলবেলায়
(D) সন্ধ্যাবেলায়
Ans:-(B) দুপুরবেলায়
16. সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান –
(A) এক দিন
(B) দু’দিন
(C) চার দিন
(D) পাঁচ দিন
Ans: (A) এক দিন
17.বাসের ড্রাইভারের নাম ছিল –
(A) ভবতোষ
(B) অনাদি
(C) কাশীনাথ
(D) জগদীশ
Ans: (C) কাশীনাথ
18.‘ হরিদা যেদিন বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন সেদিন সন্ধ্যার চেহারা ছিল-
(A) বড় অদ্ভুত
(B) বড় চমৎকার
(C) ঘন অন্ধকার
(D) দুর্যোগপূর্ণ
Ans: (B) বড় চমৎকার
19. বাইজি বেশে হরিদার হাতে ছিল-
(A) ফুলসাজি
(B) বীণা
(C) ফুলের তোড়া
(D) পানের ডিবে
Ans:-(A) ফুলসাজি
20. হরিদা বাইজি সেজে পথে বেরিয়ে ছিলেন-
(A) সকালে
(B) সন্ধ্যায়
(C) দুপুরে
(D) বিকেলে
Ans:- (B) সন্ধ্যায়
21.দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে হরিদা দাঁড়িয়েছিল –
(A) ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজে
(B) পুলিশ সেজে
(C) স্কুলের মাস্টারমশাই সেজে
(D) বাউল সেজে
Ans: (B) পুলিশ সেজে
22.লিচু বাগানে নকল পুলিশ স্কুলের যে ক – টি ছেলেকে ধরেছিলেন , তার সংখ্যা হল –
(A) পাঁচ
(B) চার
(C) আট
(D) ছয়
Ans: (B) চার
23..নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন ?
(A) চার আনা
(B) আট আনা
(C) এক টাকা
(D) দু টাকা
Ans:-(B) আট আনা
24. হরিদা কি সাজ দেখিয়ে সবচেয়ে বেশি পয়সা পেয়েছিলেন?
(A) রূপসী বাইজি
(B) পুলিশ
(C) পাগল
(D) হনুমান
Ans: (A) রূপসী বাইজি
25. বহুরূপী সেজে সারাদিনে হরিদার উপার্জন হয়-
(A) এক-দু টাকা
(B) দু- তিন টাকা
(C) চার -পাঁচ টাকা
(D) দশ টাকা
Ans:-(B) দু- তিন টাকা
26. বিরাগীরুপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি—
(A) জামা
(B) পাঞ্জাবি
(C) শাল
(D) উত্তরীয়
Ans: (D) উত্তরীয়
Read More : দশম শ্রেণির পাঠ্য কবিতা ‘অভিষেক’ থেকে গুরুত্বপূর্ণ 35টি MCQ
27..জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল—
(A) বারো লক্ষ টাকা
(B) কুড়ি লক্ষ টাকা
(C) আঠারো লক্ষ টাকা
(D) এগারো লক্ষ টাকা
Ans: (D) এগারো লক্ষ টাকা
28. রাগ হল এক ধরনের—
(A) অনুভূতি
(B) প্রবৃত্তি
(C) রিপু
(D) আচরণ
Ans: (C) রিপু
29..লেখকের কানের কাছে ফিশফিশ করে যে – বলেছিল — ‘ না না , হরিদা নয় । হতেই পারে না । ‘ তার নাম হল –
(A) ভবতোষ
(B) জগদীশ
(C) সুবোধ
(D) অনাদি
Ans: (A) ভবতোষ
30. বিরাগী আসলে ছিলেন –
(A) হরিদা
(B) জগদীশবাবু
(C) সন্ন্যাসী
(D) পাগল
Ans: (A) হরিদা
31. বিরাগী ছদ্মবেশী হরিদাকে জগদীশবাবু সেধেছিলেন-
(A) একশো টাকা
(B) একশো এক টাকা
(C) একশো দশ টাকা
(D) একশো পঁচিশ টাকা
উত্তরঃ-(B) একশো এক টাকা
32. ভবতোষ -অনাদিরা জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন-
(A) দেখা করতে
(B) স্পোর্টের চাঁদা নিতে
(C) আড্ডা দিতে
(D) হুমকি দিতে
Ans: (B) স্পোর্টের চাঁদা নিতে
33.ভবতোষ-অনাদিদের অনুমানে জগদীশবাবু বকশিশ দিতে পারেন-
(ক) চার আনা
(খ) পাঁচ আনা
(গ) একশো টাকা
(ঘ) দশ টাকা
উত্তরঃ-খ) পাঁচ আনা
34.‘ সে ভয়ানক দুর্লভ জিনিস ‘ — দুর্লভ জিনিসটি হল—
(A) সন্ন্যাসীর আশীর্বাদ
(B) সন্ন্যাসীর সান্নিধ্য
(C) সন্ন্যাসীর উপদেশ
(D) সন্ন্যাসীর পদধূলি
Ans: (D) সন্ন্যাসীর পদধূলি
35.হরিদার মতে সব তীর্থ—
(A) মানুষের বুকের ভিতর
(B) গভীর অরণ্যে
(C) শূন্য আকাশে
(D) হিমালয়ের চূড়ায়
Ans: (A) মানুষের বুকের ভিতর
Check The Complete Class –