Bengali Subjectবাংলা সাহিত্যের ইতিহাস

দশম শ্রেণির বহুরূপী গল্প থেকে গুরুত্বপূর্ণ 35টি MCQ। সুবোধ ঘোষ

দশম শ্রেণি
বহুরূপী
সুবোধ ঘোষ

(A) ছয় দিন
(B) সাত দিন
(C) আট দিন
(D) নয় দিন

Ans: (B) সাত দিন

(A) বাসযাত্রী
(B) অনাদি
(C) কাশীনাথ
(D) ভবতোষ

Ans: (C) কাশীনাথ

(A) নয় টাকা আট আনা
(B) আট টাকা দশ আনা
(C) বারো টাকা সাত আনা
(D) দশ টাকা

Ans: (B) আট টাকা দশ আনা

(A) কাঠের চেয়ার
(B) সোনার আংটি
(C) ধর্মগ্রন্থ
(D) একশো টাকার নোট

Ans: (D) একশো টাকার নোট

(A) আপেল
(B) লবঙ্গ
(C) দারচিনি
(D) হরীতকী খান

Ans: (D) হরীতকী খান

(A) মিথ্যা
(B) অনর্থের মূল
(C) বঞ্চনা
(D) সুখের উৎস

Ans: (C) বঞ্চনা

(A) ভবতোষ
(B) অনাদি
(C) শিবতোষ
(D) কাশীনাথ

Ans: (B) অনাদি

(A) একশো বছর
(B) হাজার বছরের বেশি
(C) পাঁচশো বছর
(D) দু’হাজার বছর

Ans: (B) হাজার বছরের বেশি

(A) পাঁচ জন
(B) চার জন
(C) তিন জন
(D) ছয় জন

Ans: (B) চার জন

(A) পাগলের সাজ
(B) পুলিশের সাজ
(C) রূপসি বাইজির সাজ
(D) বাউলের সাজ

Ans: (C) রূপসি বাইজির সাজ

(A) ভবতোষ
(B) অনাদি
(C) পরিতোষ
(D) অতীন

Ans: (B) অনাদি

(A) রামায়ণ
(B) গীতা
(C) মহাভারত
(D) উপনিষদ

Ans: (B) গীতা

(A) পাগল
(B) পুলিশ
(C) বাইজি
(D) কাবুলিওয়ালা

Ans: (A) পাগল

(A) মনি মুক্তোর মালা
(B) সোনার হার
(C) কৌটার মালা
(D) ছেঁড়া ট্যানা

Ans:(C) কৌটার মালা

(A) সকালবেলায়
(B) দুপুরবেলায়
(C) বিকেলবেলায়
(D) সন্ধ্যাবেলায়

Ans:-(B) দুপুরবেলায়

(A) এক দিন
(B) দু’দিন
(C) চার দিন
(D) পাঁচ দিন

Ans: (A) এক দিন

(A) ভবতোষ

(B) অনাদি

(C) কাশীনাথ

(D) জগদীশ

Ans: (C) কাশীনাথ

(A) বড় অদ্ভুত

(B) বড় চমৎকার

(C) ঘন অন্ধকার

(D) দুর্যোগপূর্ণ

Ans: (B) বড় চমৎকার

(A) ফুলসাজি
(B) বীণা
(C) ফুলের তোড়া
(D) পানের ডিবে

Ans:-(A) ফুলসাজি

(A) সকালে
(B) সন্ধ্যায়
(C) দুপুরে
(D) বিকেলে

Ans:- (B) সন্ধ্যায়

(A) ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজে

(B) পুলিশ সেজে

(C) স্কুলের মাস্টারমশাই সেজে

(D) বাউল সেজে

Ans: (B) পুলিশ সেজে

(A) পাঁচ

(B) চার

(C) আট

(D) ছয়

Ans: (B) চার

(A) চার আনা
(B) আট আনা
(C) এক টাকা
(D) দু টাকা

Ans:-(B) আট আনা

(A) রূপসী বাইজি

(B) পুলিশ

(C) পাগল

(D) হনুমান

Ans: (A) রূপসী বাইজি

(A) এক-দু টাকা
(B) দু- তিন টাকা
(C) চার -পাঁচ টাকা
(D) দশ টাকা

Ans:-(B) দু- তিন টাকা

(A) জামা

(B) পাঞ্জাবি

(C) শাল

(D) উত্তরীয়

Ans: (D) উত্তরীয়

Read More : দশম শ্রেণির পাঠ্য কবিতা ‘অভিষেক’ থেকে গুরুত্বপূর্ণ 35টি MCQ

(A) বারো লক্ষ টাকা

(B) কুড়ি লক্ষ টাকা

(C) আঠারো লক্ষ টাকা

(D) এগারো লক্ষ টাকা

Ans: (D) এগারো লক্ষ টাকা

(A) অনুভূতি

(B) প্রবৃত্তি

(C) রিপু

(D) আচরণ

Ans: (C) রিপু

(A) ভবতোষ

(B) জগদীশ

(C) সুবোধ

(D) অনাদি

Ans: (A) ভবতোষ

(A) হরিদা
(B) জগদীশবাবু
(C) সন্ন্যাসী
(D) পাগল

Ans: (A) হরিদা

(A) একশো টাকা
(B) একশো এক টাকা
(C) একশো দশ টাকা
(D) একশো পঁচিশ টাকা

উত্তরঃ-(B) একশো এক টাকা

(A) দেখা করতে
(B) স্পোর্টের চাঁদা নিতে
(C) আড্ডা দিতে
(D) হুমকি দিতে

Ans: (B) স্পোর্টের চাঁদা নিতে

(ক) চার আনা
(খ) পাঁচ আনা
(গ) একশো টাকা
(ঘ) দশ টাকা

উত্তরঃ-খ) পাঁচ আনা

(A) সন্ন্যাসীর আশীর্বাদ

(B) সন্ন্যাসীর সান্নিধ্য

(C) সন্ন্যাসীর উপদেশ

(D) সন্ন্যাসীর পদধূলি

Ans: (D) সন্ন্যাসীর পদধূলি

(A) মানুষের বুকের ভিতর

(B) গভীর অরণ্যে

(C) শূন্য আকাশে

(D) হিমালয়ের চূড়ায়

Ans: (A) মানুষের বুকের ভিতর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X