ExamsPolicePrimary TETSSCWBCS

ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার (Fundamental Rights) গুরুত্বপূর্ণ MCQ

সংবিধানের মৌলিক অধিকার (Fundamental Rights Of Indian Constitution)

মৌলিক অধিকার (fundamental Rights)

ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে (Part -lll) ১২ থেকে ৩৫ নম্বর ধারায় ভারতের নাগরিকদের মৌলিক অধিকার গুলি উল্লেখ করা হয়েছে।

মূল ভারতীয় সংবিধানে সাত(7) প্রকার মৌলিক অধিকারের উল্লেখ থাকলেও ১৯৭৮ খ্রিস্টাব্দের ৪৪তম সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে সম্পত্তির অধিকার 300 (A) ধারায় সংরক্ষিত আছে। বর্তমানে এটি সাধারণ আইনগত অধিকার।

বর্তমানে ভারতীয় সংবিধানে মোট মৌলিক অধিকার ৬ টি ।

সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকারের তালিকাভুক্ত নয়।

১৯৭৮ সালে ৪৪তম সংবিধান সংশোধনীর ফলে সম্পত্তির অধিকার এখন আইনি অধিকার।

সুতরাং বর্তমানে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা ৬টি। যথা –

১. সাম্যের অধিকার(Right to Equalitiy) (১৪-১৮ নং ধারা)
২. স্বাধীনতার অধিকার ( Right to Freedom) (১৯-২২ নং ধারা)
৩. শোষণের বিরুদ্ধে অধিকার (Right Against Exploitation) (২৩-২৪ নং ধারা)
৪. ধর্মীয় স্বাধীনতার অধিকার (Right to Freedom of Religion) ২৫-২৮ নং ধারা)
৫. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার (Cultural and Educational Rights) (২৯-৩০ নং ধারা)
৬. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (Right to constitutional Remedies) (৩২ – ৩৫ নং ধারা)

১২ নং ধারা :- কেন্দ্র ও রাজ্য সরকারের অধিকরণ আইন সভার কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রের সংজ্ঞা ও বর্ণনা দেওয়া আছে।

১৩নং ধারা :- মৌলিক অধিকার গুলির সাথে সংগতিহীন আইন অথবা মৌলিক অধিকারগুলি কে খর্ব করে এমন আইন বাতিল যোগ্য বলা আছে।

মৌলিক অধিকার

১ সাম্যের অধিকার (Right to Equalitiy)

ধারাবিষয়বস্তু
১৪‘আইনের দৃষ্টিতে সমতা’ (Equality before the low or the real protection of the law)
১৫বৈষম্যের নিষেধাজ্ঞা
১৬সরকারী চাকরিতে নিয়োগের সমানাধিকার
১৭অস্পৃশ্যতা বিলুপ্তি
১৮খেতাব নিষিদ্ধকরণ

২ স্বাধীনতার অধিকার (Right to Freedom)

ধারাবিষয়বস্তু
১৯এই ধারায় ৬ প্রকার অধিকার সংযোজিত আছে, সেগুলি হল-
ক) স্বাধীনভাবে বাক্ ও মতামত প্রকাশের অধিকার;
খ) শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার;
গ) ইউনিয়ন গঠন/ সংঘ/ সমিতি গঠনের অধিকার;
ঘ) দেশের সর্বত্র চলাফেরা করার অধিকার;
ঙ) ভারত ভূখণ্ডের যেকোনো অংশে থাকা বা বসবাসের অধিকার;
চ) যেকোনো বৃত্তি, পেশা বা ব্যবসা-বাণিজ্য করার অধিকার।
২০দোষী সাব্যস্ত হওয়া ও শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা ।
২১জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার।
২২গ্রেপ্তারি ও আটক হওয়া থেকে সুরক্ষা।

৩ শোষণের বিরুদ্ধে অধিকার (Right against Exploitation)

ধারাবিষয়বস্তু
২৩বিনা বেতনে বেগার খাটানো, মানুষ ক্রয় বিক্রয়, শক্তিপ্রয়োগ দ্বারা শ্রমদান নিষিদ্ধকরণ।
২৪শিশুশ্রম নিষিদ্ধকরণ(১৪বছরের কম বয়সের শিশুদের কারখানা বা খনির কাজে লাগানো নিষিদ্ধ করা হয়েছে।)।

8 ধর্মীয় স্বাধীনতার অধিকার (Right to Freedom of Religion)

ধারাবিষয়বস্তু
২৫বিবেকের স্বাধীনতা, ধর্মস্বীকার, ধর্মপালন ও ধর্মপ্রচারের স্বাধীনতা।
২৬ধর্মীয় কার্যাবলী পরিচালনের স্বাধীনতা।
২৭ধর্মীয় প্রচারের উদ্দেশ্যে কর আদায় নিষিদ্ধকরণ ।
২৮শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদানে নিষিদ্ধকরণ।

৫. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার (Cultural and Educational Rights)

ধারাবিষয়বস্তু
২৯সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ।
৩০শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার জন্য সংখ্যালঘুদের অধিকার।

৬. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (Right to Constitutional Remedies)

ধারাবিষয়বস্তু
৩২মৌলিক অধিকারগুলিকে যথাযথভাবে কার্যকর করার জন্য এবং মৌলিক অধিকারগুলির পবিত্রতা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে সংবিধানে যে অধিকারগুলি লিপিবদ্ধ হয়েছে, তাদের বলে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার।
সংবিধানের এই ধারা অনুযায়ী যে কোন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে।
সংবিধানের এই ধারাকে সংবিধানের মূল স্তম্ভ বলা হয়(Heart & Soul of the Constitution)।
ডঃ বি আর আম্বেদকর এই ধারাকে ভারতীয় সংবিধানের আত্মা বলে বর্ণনা করেছে।
ভারতীয় সংবিধানের ৩২নং‌ ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকগণ কোনাে মৌলিক অধিকার ক্ষুন্ন হলে তা বলবৎ ও কার্যকর করার জন্য সুপ্রিমকোর্টের নিকট আবেদন করতে পারে। সুপ্রিমকোর্ট মৌলিক অধিকারগুলি বলবৎ ও কার্যকর করার জন্য
পাঁচ প্রকার লেখ, নির্দেশ বা আদেশ জারি করতে পারে। পাঁচ প্রকার লেখ(writ) গুলি হল-
১) বন্দি প্রত্যক্ষীকরণ (Habeas Corpus) ল্যাটিন শব্দ, অর্থ- ‘সশরীরে হাজির করা’।
২)পরমাদেশ (Mandamas) ল্যাটিন শব্দ , ইংরেজি অর্থ ‘We Order’।
৩) প্রতিষেধ (Prohibition) শব্দার্থ ‘ নিষেধ করা’।
৪) অধিকার পৃচ্ছা (Quo- warranto) শব্দার্থ ‘কোন অধিকারে’।
৫) উৎপ্রেষণ (Certiorari) শব্দার্থ ‘বিশেষভাবে জ্ঞাত হওয়া’।

অনুরূপভাবে, ভারতীয় সংবিধানের ২২৬ নং ধারা অনুযায়ী অঙ্গরাজ্যগুলির হাইকোর্টসমূহও আদেশ বা নির্দেশ জারি করে অধিকারগুলি সংরক্ষণের ব্যবস্থা করতে পারে। তবে হাইকোর্টের এই ক্ষমতা কোনােভাবেই সুপ্রিমকোর্টের ক্ষমতাকে ক্ষুন্ন করতে পারে না।
৩৩এই পদে বর্ণিত অধিকার গুলি পরিবর্তন ও প্রয়োগের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে।
৩৪সামরিক আইন জারি থাকলে এই অধিকার গুলির উপর বিভিন্ন নিষেধ জারি করা।
৩৫এই অধিকার গুলি সুনিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করা।

সম্পূর্ণ ক্লাসটিকে ভিডিও আকারে দেখতে নিচের লিংকে ক্লিক করো

মৌলিক অধিকার

ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার গুরুত্বপূর্ণ MCQs ( Asked in Various Competitive Exams)

1. ভারতে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?

A) ইংল্যান্ড
B) রাশিয়া
C) নিউজিল্যান্ড
D) মার্কিন যুক্তরাষ্ট্র

ans:- D) মার্কিন যুক্তরাষ্ট্র

2. ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে ?

A)দ্বিতীয় অধ্যায়
B) চতুর্থ অধ্যায়ে
C) তৃতীয় অধ্যায়ে
D) কোনটিই নয়

ans:- C) তৃতীয় অধ্যায়ে

3. সম্পত্তির অধিকার হ’ল একটি –

A) মৌলিক অধিকার
B) আইনি অধিকার
C) শোষণের বিরুদ্ধে অধিকার
D) সাম্যের অধিকার

ans:- B) আইনি অধিকার

4. সংবিধানের রচয়িতারা নির্দেশাত্মক নীতির ধারণাটি নিয়েছিলেন –

A) আইরিশ প্রজাতন্ত্রের সংবিধান থেকে
B) ভারত সরকার আইন ১৯৩৫ থেকে
C) U.S.S.R-এর সংবিধান থেকে
D) সুইজারল্যান্ডের সংবিধান থেকে

ans:- A) আইরিশ প্রজাতন্ত্রের সংবিধান থেকে

5. ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন ?

A) ২২নং ধারায়
B) ১৯ নং ধারায়
C) ১৮ নং ধারায়
d) ১৪ নং ধারায়

ans:- C) ১৮ নং ধারায়

6. ভারতীয় সংবিধানের জনকল্যাণমুখী রাষ্ট্রের ধারণাটি আছে –

A) সংবিধানের প্রস্তাবনায়
B) মৌলিক অধিকারে
C) চতুর্থ তালিকায়
D) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহে

ans:- D) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহে

7. সবার জন্য শিক্ষার অধিকার ৬-১৪ বছর বয়সে এটা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারে আনা হয় –

A) ১৯৯৮
B) ২০০১
C) ২০০২
D) ২০০০

ans:- C) ২০০২

গুরুত্বপূর্ণ তথ্য :

• উক্ত মৌলিক অধিকারটি ২১-ক ধারায় সংযোজিত হয়।

• ২০০২ সালের ৮৬তম সংবিধান সংশোধনী আইন অনুসারে – ‘ছয় থেকে চোদ্দ বছর বয়সের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে।

8. নিম্নোক্ত অধিকার সমূহের মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয় ? (WBCS 2000)

A) সাম্যের অধিকার
B) স্বাধীনতার অধিকার
C) সম্পত্তির অধিকার
D) শোষনের বিরুদ্ধে অধিকার

ans:- C) সম্পত্তির অধিকার

গুরুত্বপূর্ণ তথ্য :
● ১৯৭৮ সালের ৪৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ পড়েছে। বর্তমানে সম্পত্তির অধিকার ৩০০ (ক) ধারায় সংরক্ষিত আছে। বর্তমানে এটি সাধারণ আইনগত অধিকার।

9. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় ? (WBCS 2005)

A) সমতার অধিকার
B) ধর্মীয় স্বাধীনতার অধিকার
C) ধর্মঘট করার অধিকার
D) শোষণের বিরুদ্ধে অধিকার

ans:- C) ধর্মঘট করার অধিকার

10. ডাঃ বি. আর. আম্বেদকর নিম্নলিখিত কোন ধারাকে সংবিধানের হৃদয় ও প্রাণ বলে অভিহিত করেছিলেন ?

A) ধারা ৩২
B) ধারা ১৯
C) ধারা ৩৫০
D) ধারা ৩৬৩

Ans:- A) ধারা ৩২

11. ‘বাক স্বাধীনতা’ হল একটি- (WBCS 2013)

A) মৌলিক অধিকার (Fundamental Right)
B) নির্দেশক নীতিভিত্তিক (Directive Principle) অধিকার
C) রাজ্য বিধানসভা প্রণীত অধিকার
D) উপরের কোনটিই নয়

ans:- A) মৌলিক অধিকার (Fundamental Right)

12. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? (WBCS 2016)

A) ১০ নং ধারা
B) ১১ নং ধারা
C) ১২ নং ধারা
D) ১৩ নং ধারা

ans:- C) ১২ নং ধারা

13. ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার ‘অস্পৃশ্যতা’র অবলুপ্তি ঘটানো হয়েছে ?

A) ১২ নং ধারা
B) ১৫ নং ধারা
C) ১৬ নং ধারা
D) ১৭ নং ধারা

ans:- D) ১৭ নং ধারা

14. ভারতীয় সংবিধানের কত নং ধারায় ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজস্ব পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার স্বীকৃত হয়েছে ?

A) ধারা ২১
B) ধারা ২৪
C) ধারা ৩২
D) ধারা ৩০

ans:- D) ধারা ৩০

15. ভারতীয় সংবিধানের 25-28 নং ধারাটি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত ?

A) স্বাধীনতার অধিকার
B) সমতার অধিকার
C) ধর্মের স্বাধীনতা
D) সাংবিধানিক প্রতিকার

ans:-C) ধর্মের স্বাধীনতা

16. বছরের কম বয়সী শিশুদের খনি বা কারখানা বা অন্য কোন কাজে নিয়োগ করা নিষিদ্ধ সংবিধানের কোন ধারা অনুসারে ?

A) ধারা ২১
B) ধারা ২৪
C) ধারা ২২
D) ধারা ৩২

ans:-B) ধারা ২৪

17. কত নং ধারা অনুযায়ী সুপ্রিমকোর্ট লেখ (Writ) জারি করতে পারে ?

A) ধারা ২১
B) ধারা ২৪
C) ধারা ২২
D) ধারা ৩২

ans:- D) ধারা ৩২

18. কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ কথাটি সংযোজন হয়েছে ?

A) ১০১তম সংশোধনী
B) ৪৪তম সংশোধনী
C) ৪২তম সংশোধনী
D) কোনটিই নয়

ans:- C) ৪২তম সংশোধনী

Try Now : Fundamental Rights 10 Marks MCQ Mock Test

ভারতীয় সংবিধান এর গুরুত্বপূর্ণ অংশ – মৌলিক অধিকার নিয়ে ক্লাসটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাও। সমস্ত ক্লাসগুলি ভিডিও আকারে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত থাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X