ExamsHistoryPoliceSSCWBCS

মগধ সাম্রাজ্য । প্রাচীন ভারতের ইতিহাস । গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর

ষোড়শ মহাজনপদ –

খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারত ঐক্যবদ্ধ ছিল না । বৌদ্ধ ও জৈন শাস্ত্র থেকে জানতে পারা যায় যে, ওই সময় ষোলটি রাজ্য বা মহাজনপদে বিভক্ত ছিল ।

মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা: জরাসন্ধ ও বৃহদ্রথ।

মোট ছয়টি গুরুত্বপূর্ণ বংশ মগধ শাসন করে। তারা হল —

1.হর্ষঙ্ক বংশ 2. শিশুনাগ বংশ 3. নন্দ বংশ 4. মৌর্য বংশ 5. শুঙ্গ বংশ 6. কাণ্ব বংশ

মৌর্য বংশ মগধ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বংশ। মৌর্য সম্রাট অশোক শুধু তৎকালীন ভারতের নয়, সমগ্র পৃথিবীর সর্বকালের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক রূপে বিবেচিত হন।

মগধের উত্থান –

মগধের উত্থানে হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ ও মৌর্য বংশের ভূমিকা সর্বাধিক।

হর্ষঙ্ক বংশ (544-430 খ্রিস্টপূর্ব)

বিম্বিসার (544 – 492 খ্রিস্টপূর্ব)

● হর্ষঙ্ক বংশের প্রথম রাজা।
● উপাধি: শ্রেণিক।
● গৌতম বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক।
● রাজধানী: রাজগৃহ বা রাজগির (নির্মাণ করেন)।
● বৈবাহিক সূত্রে রাজ্যবিস্তারের প্রবর্তক।
● বৌদ্ধধর্ম গ্রহণ করেন।
● জীবক ছিলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক।
● ‘অঙ্গ’ জয় করেন।
●একমাত্র প্রথম রাজা যার স্থায়ী সেনাবাহিনী ছিল।

অজাতশত্রু (492-460 খ্রিস্টপূর্ব)

● অপর নাম: কুনিক
● মহাবীরের সঙ্গে সুসম্পর্ক।
● শৈবধর্ম গ্রহণ করেন।
● তাঁর শাসনকালে গৌতম বুদ্ধ ও মহাবীর দেহত্যাগ করেন।
● রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়।
● পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন।
● বৃজি, কাশী ও কোশল জয় করেন।
● রাজগৃহের পাটলি গ্রামে জলদুর্গ নির্মাণ করেন।

উদয়িন/উদয়ভদ্র (460-444 খ্রিস্টপূর্ব)

● গঙ্গা ও শোন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র নগর স্থাপন করেন।
● পাটলিপুত্রে রাজধানী স্থানান্তর করেন।
● পরবর্তী শাসক: 4. অনুরুদ্ধ 5. মুণ্ড ও 6. নাগদশক (হর্ষঙ্ক বংশের শেষ রাজা)

শিশুনাগ বংশ (412-344 খ্রিস্টপূর্ব)

শিশুনাগ

● নাগদশকের মন্ত্রী। নাগদশককে হত্যা করে সিংহাসনে বসেন।

● বৈশালীতে রাজধানী স্থানান্তর করেন।
● অবন্তী-কে মগধের অন্তর্ভুক্ত করেন। শতবর্ষব্যাপী মগধ-অবন্তী যুদ্ধের অবসান হয়।

কালাশোক / কাকবর্ণ

● বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন।
● পাটলিপুত্রে রাজধানী স্থানান্তর করেন।

নন্দ বংশ (344-323 খ্রিস্টপূর্ব)

● প্রথম অ-ক্ষত্রিয় শাসক বংশ।

মহাপদ্মনন্দ

● উপাধি: একরাট, একছত্র, সর্বক্ষত্রান্তক, উগ্রসেন, দ্বিতীয় পরশুরাম।
● কোশল, কলিঙ্গ, অস্মক, মিথিলা, কুরু, পাঞ্চাল জয় করেন।
● কলিঙ্গ থেকে জিন মূর্তি নিয়ে আসেন।
● উত্তর ভারতের প্রথম সার্বভৌম শাসক।

ধননন্দ

● তাঁর সময় আলেকজান্ডার ভারত আক্রমণ করে।
● গ্রিক নাম: অ্যাগ্রামেস বা জ্যান্ড্রামেস।

গুরুত্বপূর্ণ MCQs

1 .‘মহাজন’ শব্দের অর্থ কী ?

A) ক্ষুদ্র রাজ্য
B) বৃহৎ রাজ্য
C) অনেকগুলি রাজ্যের সমষ্টি
D) উপরের কোনোটিই নয়

Ans:- B) বৃহৎ রাজ্য

2. ষোড়শ মহাজনপদ মোট কতটি রাজ্যর সমন্বয়ে গঠিত হয়েছিল ?

A) ১৪টি
B) ১৬টি
C) ১৭টি
D) অসংখ্য

Ans:- B) ১৬টি

গুরুত্বপূর্ণ তথ্য :-

খ্রিস্ট পূর্ব ষষ্ঠ শতকে ভারত ঐক্যবদ্ধ ছিল না । বৌদ্ধ ও জৈন শাস্ত্র থেকে জানতে পারা যায় যে, ওই সময় ভারত ষোলটি রাজ্য বা মহাজনপদে বিভক্ত ছিল । এর অধিকাংশই ছিল রাজতান্ত্রিক।

3. ষোড়শ মহাজনপদের ১৬টি রাজ্যের মধ্যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল –

A) মগধ ও কাশী
B) বৃজি ও মল্ল
C) অঙ্গ ও অবন্তী
D) উপরের কোনোটিই নয়

Ans:- B) বৃজি ও মল্ল

গুরুত্বপূর্ণ তথ্য:-

ষোড়শ মহাজনপদের অধিকাংশ রাজতান্ত্রিক হলেও, বৃজি ও মল্লে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল ।

4. মগধ সাম্রাজ্য প্রসারে প্রধান ভূমিকা ছিল যে রাজ বংশের –

A) হর্ষঙ্ক বংশ
B) শিশুনাগ বংশ
C) নন্দ বংশ ও মৌর্য বংশ
D) উপরের সবগুলিই সঠিক

Ans:- D) উপরের সবগুলিই সঠিক

ষোড়শ মহাজনপদ যুগে মগধ ছিল ভারতবর্ষের অন্যতম প্রধান শক্তিশালী ও ধনশালী রাজ্য।
চারটি শক্তিশালী রাজবংশের নেতৃত্ব মগধের উত্থান কে ত্বরান্বিত করেছিল। সেই চারটি রাজবংশ হল-
হর্ষঙ্ক বংশ ,শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ।

5. হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?

A) মহাপদ্মনন্দ
B) বিম্বিসার
C) শিশুনাগ
D) চন্দ্রগুপ্ত মৌর্য

Ans:- B) বিম্বিসার

গুরুত্বপূর্ণ তথ্য:-

হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা বিম্বিসার ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক ।

মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা বিম্বিসার ।

ভারতীয় ইতিহাসে এই রাজবংশ ‘পিতৃহন্তা রাজবংশ’ নামে পরিচিত।

তিনি পুত্র অজাতশত্রুর হাতে নিহত হন।

গিরিব্রজে রাজধানী স্থাপন করে তার নাম দেন রাজগৃহ (বর্তমানে রাজগির)।

6. কুনিক উপাধি কে গ্রহণ করেছিলেন ?

A) বিম্বিসার
B) মহাপদ্মনন্দ
C) অজাতশত্রু
D) চন্দ্রগুপ্ত মৌর্য

Ans:- C) অজাতশত্রু

মগধের রাজা তাঁদের উপাধি
বিম্বিসারশ্রেনিক
অজাতশত্রুকুনিক
মহাপদ্মনন্দঅগ্রসেন
চন্দ্ৰগুপ্ত মৌর্যস্যান্ড্রোকোট্টাস

7. বৃজি আক্রমনের সময় অজাতশত্রু কোথায় দুর্গ নির্মাণ করেছিলেন ?

A) রাজগৃহ
B) পাটলিপুত্র
C) কাশী
D) কলিঙ্গ

Ans:- B) পাটলিপুত্র

গুরুত্বপূর্ণ তথ্য:-
● বৃজি আক্রমনের সময় অজাতশত্রু পাটলিপুত্ৰতে দুর্গ নির্মাণ করেছিলেন ।
●পাটলিপুত্র চতুর্দিকে জলবেষ্টিত হওয়াই একে ‘Water Fort’ বা ‘জলদূর্গ’ বলা হতো।

8. হর্ষঙ্ক বংশের পর কে মগধের সিংহাসন দখল করেন ?

(A) কালাশোক
(B) শিশুনাগ
(C) মহাপদ্মনন্দ
(D) উপরের কোনোটিই নয়

Ans:- (B) শিশুনাগ

শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ, যিনি হর্ষঙ্ক বংশের শেষ রাজা নাগদশককে হত্যা করে মগধে নতুন রাজবংশের সূচনা করেন।

9. শিশুনাগ বংশের রাজধানী কোথায় ছিল ?

A) পাটলিপুত্র
B) বৈশালী
C) গিরিব্রজ
D) রাজগৃহ

Ans:- B) বৈশালী

শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ তাঁর রাজধানী রাজগৃহ থেকে প্রথমে গিরিব্রজ ও পরে বৈশালীতে স্থানান্তরিত করেন।

10. শিশুনাগের পর শিশুনাগ বংশের সম্রাট কে ছিলেন ?

A) মহাপদ্মনন্দ
B) কালাশোক
C) নন্দীবর্ধন
D) উপরের কোনোটিই নয়

Ans:- B) কালাশোক

গুরুত্বপূর্ণ তথ্য:-

শিশুনাগের মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন তাঁর পুত্র কালাশোক বা কাকবর্ন।

11. কার শাসনাকালে দ্বিতীয় বৌদ্ধ পরিষদ বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল ?

A) শিশুনাগ
B) কালাশোক
C) নন্দীবর্ধন
D) নাগদশক

Ans:- B) কালাশোক

গুরুত্বপূর্ণ তথ্য:-

383 খ্রিস্টপূর্বে কালাশোকের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বৌদ্ধ পরিষদ (বৌদ্ধ-সঙ্গীতি) বৈশালীতে সংগঠিত হয়েছিল।

12. শিশুনাগ বংশের পর মগধের কোন রাজবংশ শাসন করেছিল ?

A) হর্ষঙ্ক বংশ
B) শিশুনাগ বংশ
C) নন্দ বংশ
D) মৌর্য বংশ

Ans:- C) নন্দ বংশ

13.মহাপদ্মনন্দ ও তাঁর আট জন পুত্রকে কি বলে অভিহিত করা হয় ?

A) মহাপদ্মনন্দ
B) নবনন্দ
C) অষ্টনন্দ
D) উপরের কোনোটিই নয়

Ans:- B) নবনন্দ

গুরুত্বপূর্ণ তথ্য:-

মহাপদ্মনন্দ ও তাঁর আট পুত্রকে একত্রে (‘নবনন্দ’ বলা হয়।

মহাপদ্মনন্দের পর তাঁর আট পুত্র পর পর সিংহাসনে বসেছিলেন ।

14. নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

A) বিম্বিসার
B) মহাপদ্মনন্দ
C) অজাতশত্রু
D) চন্দ্রগুপ্ত মৌর্য

Ans:- B) মহাপদ্মনন্দ

15. নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন ?

A) বিম্বিসার
B) মহাপদ্মনন্দ
C) ধননন্দ
D) চন্দ্রগুপ্ত মৌর্য

Ans:- C) ধননন্দ

নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ।
তিনি কঠোর শাসক ছিলেন ।

ধননন্দের সেনাপতির নাম ভদ্রশালী।
●গ্রিক নাম: অ্যাগ্রামেস বা জ্যান্ড্রামেস।

16.উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় ?

A) বিম্বিসার
B) অজাতশত্রু
C) মহাপদ্মনন্দ
D) শিশুনাগ

Ans:- C) মহাপদ্মনন্দ

গুরুত্বপূর্ণ তথ্য:-

মহাপদ্মনন্দ কে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট (‘First historical emperor) বলা হয় ।

ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য।

17. অ্যালেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন মগধের রাজা কে ছিলেন ?

A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) ধননন্দ
C) বিম্বিসার
D) মহাপদ্মনন্দ

Ans:- B) ধননন্দ

গুরুত্বপূর্ণ তথ্য:-

● ম্যাসিডনের রাজা গ্রীক বীর আলেকজাণ্ডারের ভারত আক্রমনের সময় (৩২৬ খ্রীষ্ট পূর্বাব্দ) মগধের রাজা ছিলেন ধননন্দ।

● আলেকজাণ্ডার ভারতে ছিলেন ১৯ মাস।

সম্পূর্ন ক্লাসটি ভিডিও আকারে দেখো :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X