HistoryPoliceSSCWBCS

মৌর্য বংশ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভারতের ইতিহাস । History MCQ Bangla

মৌর্য বংশ (321-184 খ্রিস্টপূর্ব)

● মৌর্য শাসনকালে মগধ সাম্রাজ্য খ্যাতির শিখরে পৌঁছোয়।
● তক্ষশীলা ও বেনারস বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে।
● স্থাপত্য: অশোক স্তম্ভ ও ধর্মচক্র, সাঁচি স্তুপ, বার্বার গুহা।
● সাহিত্য: কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’, মেগাস্থিনিসের ‘ইন্ডিকা’, ‘পুরাণ ও ‘জাতকের’ গল্প।

● বিশাখদত্তের ‘মুদ্রারাক্ষস’ গুপ্ত যুগে রচিত। কিন্তু কাহিনির বিষয় মৌর্য যুগ।

চন্দ্রগুপ্ত মৌর্য (321-298 খ্রিস্টপূর্ব)

● মৌর্য বংশের প্রতিষ্ঠাতা।
● প্রথমবার সমগ্র উত্তর ভারতকে এক শাসকের অধীনে আনেন।
● কৌটিল্যের সহায়তায় ধননন্দকে পরাজিত করেন।
● ভদ্রবাহুর নিকট জৈনধর্ম গ্রহণ করেন।
● ভদ্রবাহুর সঙ্গে দক্ষিণাপথ ভ্রমণ করেন।
● তাঁর সময়ে সীমান্তরাজা পুষ্পগুপ্ত সুদর্শন হ্রদ খনন করেন।
● 305 খ্রিস্টপূর্বে সেলুকাসকে ভারত থেকে বিতাড়িত করেন।
● সমকালীন গ্রন্থ: বিশাখদত্তের ‘মুদ্রারাক্ষস’ ও ‘দেবীচন্দ্রগুপ্তম’।

● মৃত্যুস্থান: শ্রাবণবেলাগোলা।

বিন্দুসার (298-273 খ্রিস্টপূর্ব)

● উপাধি: অমিত্রাঘাত (গ্রিক), বিন্দুপাল (চিনা), সিংহসেন (জৈন), ভদ্রসর(বায়ুপুরাণ)।
● জৈনধর্ম ত্যাগ করে বৌদ্ধধর্ম গ্রহণ করেন।
● গ্রিক দূত ডেইমাকাস ও দিওনিসিয়াস তাঁর রাজসভায় আসেন।
● আজিবক তাঁর সভাসদ ছিলেন।
● রাধাগুপ্ত ছিলেন তাঁর মন্ত্রী।

অশোক

● সিংহাসন আরোহণ: 273 খ্রিস্টপূর্ব।

রাজ্যাভিষেক: 269 খ্রিস্টপূর্ব।

● সন্ন্যাসী উপগুপ্তের নিকট বৌদ্ধধর্ম গ্রহণ করেন।

● পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন।

● পুত্র: মহেন্দ্ৰ, কন্যা: সংঘমিত্রা।

● অশোকের জীবনের তিনটি পর্যায়: কামাশোক, চণ্ডাশোক ও ধর্মাশোক।

● প্রথম রাজা যিনি অনুশাসন প্রবর্তন করেন।

● তাঁর লেখগুলি ব্রাহ্মী লিপিতে প্রাকৃত ভাষায় লিখিত।

● মাসকি, গুর্জর, নিত্তুর ও দেগোলান লেখ থেকে জানা যায় তার পুরো নাম ‘দেবনামপ্রিয় অশোক প্রিয়দর্শী।

● সমকালীন গ্রন্থ: কৌটিল্যের অর্থশাস্ত্র ও ভদ্রবাহুর কল্পসূত্র।

● বৌদ্ধরীতি অনুযায়ী তিনি 27 বছর রাজত্ব করেন।
তক্ষশীলা বিদ্রোহ দমন করেন।

● লাজুক ও স্ত্রীমহাপাত্র পদ প্রবর্তন করেন।

● রাজা কুনাল অশোকের পর সিংহাসনে বসেন।

● প্রশস্তি ও লেখ: অশোকের প্রধান শিলালিপির সংখ্যা 14টি। নিজের লেখগুলিতে তিনি নিজেকে ‘জৈবপুত্র’ বলে অভিহিত করেছেন।

দশম লেখ: যুদ্ধের পরিবর্তে ধর্ম দ্বারা রাজ্যবিস্তার।

একাদশ লেখ: দানশীলতা ও মানবিকতা।

দ্বাদশ লেখ: ধর্মীয় সহিষ্ণুতা।

ত্রয়োদশ লেখ: কলিঙ্গ যুদ্ধ ও তাঁর মানসিক পরিবর্তন।

বৃহদ্রথ

● মৌর্য বংশের শেষ রাজা।
● তাঁর সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাঁকে হত্যা করে সিংহাসনে বসেন।

গুরুত্বপূর্ণ MCQs

1. নন্দ বংশের পর মৌর্য বংশের প্রতিষ্ঠা কে করেন ?

A) অশোক
B) চন্দ্রগুপ্ত মৌর্য
C) শিশুনাগ
D) উপরের কোনোটিই নয়

ans:- B) চন্দ্রগুপ্ত মৌর্য

গুরুত্বপূর্ণ তথ্য :-

●চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দকে
উচ্ছেদ করে মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করে।

2. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন ?

A) বিম্বিসার
B) মহাপদ্মনন্দ
C) অশোক
D) চন্দ্রগুপ্ত মৌর্য

ans:- D) চন্দ্রগুপ্ত মৌর্য

গুরুত্বপূর্ণ তথ্য :

●মৌর্যরাজ চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলে অভিহিত করা হয় ।

●”Chandragupta Maurya is the First historical founder of a great empire in India.”

বিম্বিসার শ্রেনিক নামে এবং অজাতশত্রু কুণিক নামে পরিচিত ছিলেন।

মহাপদ্মনন্দের উপাধি ছিল উগ্রসেনা।

ধননন্দের উপাধি ছিল অগ্রমসী।

বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত।

3. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রীক পর্যটক ভারত ভ্রমনে এসেছিলেন ?

A) টমাস রো
B) ইবন বতুতা
C) দেইমাকস
D) মেগাস্থিনিস

ans:-D) মেগাস্থিনিস

গুরুত্বপূর্ণ তথ্য:-

●চন্দ্রগুপ্তের রাজত্বকালে গ্রীকরাজ সেলুকাসের দূত হিসাবে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন ।

●সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবার ছিল পাটলিপুত্র নামক স্থানে।

4. গ্রীক পর্যটক মেগাস্থিনিসের লেখা ভারত সংক্রান্ত বইটির নাম কি ?

A) রামচরিত
B) ইন্ডিকা
C) গীতগোবিন্দ
D) মুদ্রারাক্ষস

ans:-B) ইন্ডিকা

গুরুত্বপূর্ণ তথ্য:-

চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রীক পর্যটক (দূত) মেগাস্থিনিসের লেখা গ্রন্থ ইন্ডিকা ।

5. মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন ভারতীয় রাজ বংশের ইতিহাস সম্পর্কে জানা যায় ?

A) হর্ষঙ্ক বংশ
B) শিশুনাগ বংশ
C) নন্দ বংশ
D) মৌর্য বংশ

ans:-D) মৌর্য বংশ

গুরুত্বপূর্ণ তথ্য:-

● চন্দ্রগুপ্তের রাজত্বকালে গ্রীকরাজ সেলুকাসের দূত হিসাবে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন ।

● চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রীক পর্যটক (দূত) মেগাস্থিনিসের লেখা গ্রন্থ ইন্ডিকা ।

6. চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা কি বলে অভিহিত করতো ?

A) প্যালিমব্ৰোথা
B) স্যান্ড্রোকোট্টাস
C) উগ্রসেন
D) উপরের কোনোটিই নয়

ans:-B) স্যান্ড্রোকোট্টাস

গুরুত্বপূর্ণ তথ্য:-

মৌর্যরাজ চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রীকরা স্যান্ড্রোকোট্টাস বা মুক্তিদাতা বলে অভিহিত করেছিল ।

7. নিম্নের কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য-এর রাজ উপদেষ্টা বা প্রধান মন্ত্রী ?

A) কণিষ্ক
B) চাণক্য
C) মেগাস্থিনিস
D) উপরের কোনোটিই নয়

ans:-B) চাণক্য

গুরুত্বপূর্ণ তথ্য:-

● চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য -এর রাজ উপদেষ্টা বা প্ৰধান মন্ত্রী ।

●রাষ্ট্রবিজ্ঞানে তার পাণ্ডিত্যের জন্য চাণক্যকে ভারতের মেকিয়াভেলি বলা হয়।

8. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন ?

A)পুরু
B) আলেকজান্ডার
C) সেলুকাস
D) অম্ভি

ans:- C) সেলুকাস

গুরুত্বপূর্ণ তথ্য:-

305 খ্রীষ্টপূর্বাব্দে সেলুকাস পরাজিত হন।

অ্যাথেনাক্কিসের ধারনানুসারে, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রীকরাজা সেলুকাস মেগাস্থিনিস নামে এক দূত পাঠান।

9. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে মগধের সিংহাসনে বসেন ?

A) বিম্বিসার
B) মহাপদ্মনন্দ
C) অশোক
D) বিন্দুসার

Ans:-D) বিন্দুসার

গুরুত্বপূর্ণ তথ্য :
●চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তাঁর পুত্র বিন্দুসার মগধের সিংহাসনে বসেন । তিনিই হলেন দ্বিতীয় মৌৰ্য সম্রাট ।

মৌর্য সাম্রাজ্য:-

চন্দ্ৰগুপ্ত মৌর্য

বিন্দুসার

অশোক

শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ
মৌর্য সম্রাট বৃহদ্রথ, তার মন্ত্রী পুষ্যমিত্র শুঙ্গের হাতে 185 খ্রীষ্টপূর্বাব্দে নিহত হন।

10. মৌর্য সম্রাট বিন্দুসার কোন উপাধি গ্রহন করেছিলেন ?

A) লিবারেটর
B) মেঘদূত
C) অমিত্রাঘাত
D) উপরের কোনোটিই নয়

ans:-C) অমিত্রাঘাত

● মৌর্য সম্রাট বিন্দুসার অমিত্রাঘাত উপাধি গ্রহন
করেছিলেন । অমিত্রাঘাত শব্দের অর্থ (শত্রু নিধন)।

11. বিন্দুসার এর মৃত্যুর পর কে মগধের সিংহাসনে বসেন ?

A) বিম্বিসার
B) অজাতশত্রু
C) অশোক
D) শিশুনাগ

ans:-C) অশোক

● বিন্দুসার এর মৃত্যুর পর অশোক মগধের সিংহাসনে বসেন। সম্রাট অশোক “চন্ডাশোক” নামে পরিচিত ছিলেন।

12. বৌদ্ধ ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য কোন মৌর্য জাতি বংশীয় ছিলেন ?

A) শূদ্র
B) বৈশ্য
C) ব্রাহ্মণ
D) ক্ষত্রিয়

ans:-D) ক্ষত্রিয়

13. অশোকের ব্রাহ্মীলিপির পাঠোদ্ধার প্রথম করেন –

A) কানিংহাম
B) জেমস্ প্রিন্সেপ
C) আর. এল. মিত্র
D) বার্জেস

ans:- B) জেমস্ প্রিন্সেপ

14. তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে ?

A) প্রিয়দর্শী
B) দৈবপুত্র
C) ধৰ্ম্মাশোক
D) দেবনামপ্রিয়া প্রিয়দর্শী

ans:-D) দেবনামপ্রিয়া প্রিয়দর্শী

গুরুত্বপূর্ণ তথ্য :

মধ্যপ্রদেশের গুজ্জারা থেকে প্রাপ্ত গৌণশিলা লেখ -এর থেকে জানা যায় অশোক নিজেকে শিলালেখে ‘অশোক রাজা’ বলে অভিহিত করেন।

15. নিম্নের কোন মৌর্য সম্রাট “প্রিয়দর্শী” উপাধি গ্রহণ করেছিলেন ?

A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) বিন্দুসার
C) অশোক
D) উপরের কোনোটিই নয়

ans:-C) অশোক

গুরুত্বপূর্ণ তথ্য:-

● সম্রাট অশোক সিংহাসনে বসার পর “প্রিয়দর্শী” উপাধি গ্রহণ করেছিলেন ।

● বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন বলা হত মৌর্য সম্রাট
অশোককে ।

● সম্রাট অশোক “চন্ডাশোক” নামে পরিচিত ছিলেন ।

16.মৌর্য বংশের সর্বশেষ সম্রাট কে ছিলেন ?

A) বিন্দুসার
B) অশোক
C) বৃহদ্রথ
D) উপরের কোনোটিই নয়

ans:-C) বৃহদ্রথ

গুরুত্বপূর্ণ তথ্য:-

● মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ।
● পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে সিংহাসন অধিকার করেন এবং মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন।

17. নিম্নলিখিত কে বলেছিলেন ‘সমস্ত প্রজা আমার সন্তান’ এবং ‘তাদের সুখই আমার সুখ’ –

A) অজাতশত্রু
B) বিন্দুসার
C) চন্দ্রগুপ্ত
D) অশোক

ans:-D) অশোক

Download Full PDF Here : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X