প্রাইমারি টেট ২০২২ প্রস্তুতি। শিশু মনস্তত্ব ও পেডাগগি গুরুত্বপূর্ণ MCQ । Praimary TET
১. বিকাশ হল –
(a) বংশগতির ফল
(b) পরিবেশের ফল
(c) উভয়ই
(d) কোনটিই নয়
উত্তরঃ- (c ) উভয়ই
২. শিশুর পিছিয়ে পড়ার জন্য নিম্নলিখিত কোন কারণটি দায়ী ?
(a) বাড়িতে যথাযথ পরিবেশের অভাব
(b) সামাজিক ও সাংস্কৃতিক অবহেলা
(c) অযথার্থ শিক্ষণ
(d) ওপরের সবকটি
উত্তরঃ- (d) ওপরের সবকটি
৩. বংশগতি হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে –
(a) শিশুর সামাজিকীকরণ সম্ভব হয়
(b) শিশুর বৃদ্ধি সম্পূর্ণ হয়
(c) জিনগত বৈশিষ্ট্যসমূহ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত হয়।
(d) সবকটি
উত্তরঃ- (d) সবকটি
৪. সামাজিকীকরণ প্রক্রিয়াতে যে প্রতিষ্ঠানটির সর্বাধিক অবদান আছে সেটি হল –
(a) বিদ্যালয়
(b) পরিবার
(c) সমাজ
(d) শিক্ষক
উত্তরঃ- (b) পরিবার
৫. প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বটির প্রবক্তা হলেন –
(a) পিঁয়াজে
(b) কোহেলবার্গ
(c) ভাইগটস্কি
(d) কেউই নয়
উত্তরঃ- (a) পিঁয়াজে
৬. পরিণমন বলতে বোঝায় –
(a) শারীরিক বিকাশ, পেশি ও স্নায়ুতন্ত্রের বিকাশ
(b) মস্তিষ্কের বিকাশ
(c) জ্ঞানের বিকাশ
(d) ধারণার বিকাশ
উত্তরঃ- (a) শারীরিক বিকাশ, পেশি ও স্নায়ুতন্ত্রের বিকাশ
৭. কোহেলবার্গের বিকাশের তত্ত্বটি হল –
(a) জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব
(b) নৈতিক বিকাশের তত্ত্ব
(c) মনোসামাজিক বিকাশের তত্ত্ব
(d) কোনোটিই নয়
উত্তরঃ- (b) নৈতিক বিকাশের তত্ত্ব
৮. সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা কে ?
(a) Vygotsky
(b) Asubel
(c) Burner
(d) Cattell
উত্তরঃ- (a)Vygotsky
৯. আধুনিক শিক্ষার প্রকৃতি হল –
(a) শিশুকেন্দ্রিক
(b) গতানুগতিক
(c)ঐতিহ্যগত
(d) কোনোটিই নয়
উত্তরঃ- (a) শিশুকেন্দ্রিক
১০. সৃজনধর্মী উত্তর দেওয়ার জন্য কিসের দরকার ?
(a) বিষয়মুক্ত প্রশ্ন
(b) সরাসরি পাঠদান ও সরাসরি প্রশ্ন করা
(c) সীমামুক্ত প্রশ্ন
(d) খুব শৃঙ্খলাপরায়ণ শ্রেণীকক্ষ
উত্তরঃ- (a) বিষয়মুক্ত প্রশ্ন
১১. গেস্টাল শব্দের অর্থ হল –
(a) প্রতিচ্ছবি
(b) পরিকাঠামো
(c) অবয়ব
(d) অনুরূপ
উত্তরঃ- (c) অবয়ব
⏬ সম্পূর্ণ ভিডিও ক্লাস ⏬
১২. কোন কমিশন প্রথম টিউশন প্রথা রদের কথা বলে ?
(a) কোঠারি কমিশন
(b) মুদালিয়র কমিশন
(c) হান্টার কমিশন
(d) রাধাকৃষ্ণন কমিশন
উত্তরঃ- (b) মুদালিয়র কমিশন
১৩. শিক্ষক/শিক্ষিকার প্রধান কর্তব্য কোনটি ?
(a) ক্লাসে শৃঙ্খলা রক্ষা
(b) শিক্ষার্থীদের বোঝার ক্ষমতার স্তরের মূল্যায়ন
(c) শিক্ষার্থীদের শেখার আগ্রহ জাগানো
(d) শিক্ষক/শিক্ষিকা-শিক্ষার্থী সম্পর্ক ভালো করা।
উত্তরঃ- (c) শিক্ষার্থীদের শেখার আগ্রহ জাগানো
১৪.সাধারণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের বুদ্ধি ক্ষমতা প্রকাশ পায় কার মাধ্যমে ?
(a) বিমূর্ত চিন্তনে
(b) যান্ত্রিক কুশলতায়
(c) সামাজিক আচার-আচরণে
(d) সবগুলি ক্ষেত্রেই
উত্তরঃ-(d) সবগুলি ক্ষেত্রেই
১৫. শিক্ষার্থীরা কোনো বিষয় বুঝতে পেরেছে তা কী দেখে বোঝা যায় ?
(a) ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি
(b) ভালো ফল
(c) শিক্ষার্থীরা অর্থবহ প্রশ্ন জিজ্ঞাসা করলে
(d) ক্লাস শান্ত থাকলে
উত্তরঃ-(c) শিক্ষার্থীরা অর্থবহ প্রশ্ন জিজ্ঞাসা করলে
১৬. একজন দক্ষ শিক্ষকের কি ধরনের দক্ষতা থাকা দরকার ?
(a) পড়ানো ও শাসন করার দক্ষতা
(b) শিক্ষিত এবং জ্ঞানী হতে হবে
(c) পড়ানো, গাইড করা এবং সঠিকভাবে পরিচালনা করার দক্ষতা
(d) বিষয়ে উপর ব্যুৎপত্তি থাকা জরুরী
উত্তরঃ:-(c) পড়ানো, গাইড করা এবং সঠিকভাবে পরিচালনা করার দক্ষতা
১৭. দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন –
(a) পিঁয়াজে
(b) চার্লস স্পিয়ারম্যান
(c) গিলফোর্ড
(d) থার্স্টোন
উত্তরঃ- (b) চার্লস স্পিয়ারম্যান
১৮.প্রাচীন অনুবর্তন তত্বের প্রবক্তা কে ?
(a) স্কিনার
(b) কোহলার
(c) প্যাভলভ
(d) থর্নডাইক
উত্তরঃ- (c) প্যাভলভ
১৯. একজন আদর্শ শিক্ষকের কাছে কোনটি বেশি আশা করা যায় ?
(a) পরিষ্কার উচ্চস্বরে উচ্চারণ
(b) ব্ল্যাকবোর্ডের ব্যবহার
(c) চার্টের ব্যবহার
(d) কঠিন বিষয়কে সহজ করা
উত্তরঃ- (d) কঠিন বিষয়কে সহজ করা
২০.আধুনিক প্রবৃত্তি মতবাদের সমর্থক কে ?
(a) ম্যাকডুগাল
(b) ফ্রয়েবেল
(c) লোরেন্স
(d) এঁরা কেউ নন
উত্তরঃ- (d) লোরেন্স
২১.শিক্ষার্থীদের পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা যে চেতনার মাধ্যমে জাগানো হয় ?
(a) প্রেরণা
(b) উদ্বোধন
(c) প্রশংসা
(d) শিখন
উত্তরঃ-(a) প্রেরণা
২২.’ডাইডাকটিভ অ্যাপারেটাস ব্যবহৃত হয় –
(a) কিন্ডারগার্টেনে
(b) নার্সারি শিক্ষাপ্রতিষ্ঠানে
(c) মন্তেসরি শিক্ষাপ্রতিষ্ঠানে
(d) নবোদয় বিদ্যালয়ে
উত্তরঃ- (c) মন্তেসরি শিক্ষাপ্রতিষ্ঠানে
২৩.একজন শিক্ষক/শিক্ষিকা তার শিক্ষার্থীদের মূল্যায়নে তখনই সফল হবেন, যখন তিনি –
(a) কঠোর হবেন
(b) ক্ষমাশীল ও নমনীয় হবেন
(c) নৈর্ব্যক্তিক হবেন
(d) দ্রুত ও তৎপর হবেন
উত্তরঃ-(c) নৈর্ব্যক্তিক হবেন
২৪. একটি পিছিয়ে পড়া শিক্ষার্থী আপনার ক্লাসে কোনো প্রতিক্রিয়া জানায় না। আপনি কোনটি করবেন ?
(a) আপনার বিষয়বস্তুকে আরো সহজ করবেন এবং তাকে অতিরিক্ত সময় দেবেন
(b) আপনি তার একার জন্য সকলের ক্ষতি হোক চাইবেন না
(c) আপনি তাকে আপনার ক্লাস ছাড়তে বাধ্য করবেন
(d) আপনি তাকে কোনো রকম সাহায্য করবেন না।
উত্তরঃ- (a) আপনার বিষয়বস্তুকে আরো সহজ করবেন এবং তাকে অতিরিক্ত সময় দেবেন।
২৫. বিশেষ শিক্ষামূলক চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার জন্য আধুনিক দৃষ্টিভঙ্গি হল তাদেরকে নিম্নলিখিত গুলির মধ্যে যে কোনো একটিতে শিক্ষার বন্দোবস্ত করা-
(a) বিশেষ বিদ্যালয়ে
(b) সমন্বয়ী বিদ্যালয়ে
(c) অন্তর্ভূক্তি বিদ্যালয়ে
(d) কোনটিই নয়
উত্তরঃ- (c) অন্তর্ভূক্তি বিদ্যালয়
২৬. নিরাপত্তার চাহিদা একটি –
(a) দৈহিক চাহিদা
(b) মানসিক চাহিদা
(c) সমাজিক চাহিদা
(d) প্রক্ষোভিক চাহিদা
উত্তর: (b) মানসিক চাহিদা
২৭. শিক্ষার্থীদের শিখনের ফাঁক নির্মিত হলে যা করা উচিত তা হল ?
(a) কঠোর অনুশীলন
(b) সমস্ত পাঠগুলি পুনর্বার পাঠ
(c) প্রাপ্ত ফলকে শিক্ষার্থী এবং তার পিতামাতাকে অবহিত করা
(d) প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
উত্তর: – (d) প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
২৮.গঠনমূলক মূল্যায়নে কোন কৌশলটি উপযুক্ত নয় ?
(a) মৌখিক প্রশ্ন
(b) টার্ম পরীক্ষা
(c) কুইজ এবং লেসন্
(d) অ্যাসাইনমেন্ট
উত্তরঃ- (d) অ্যাসাইনমেন্ট
২৯. ছাত্র ভুল উত্তর দিলে, শিক্ষকের কি করা উচিত ?
(a) ভালোভাবে না পড়ার জন্য বকাবকি করা
(b) উত্তর কেন ভুল তা ব্যাখ্যা করা
(c) অন্য ছাত্রকে সঠিক উত্তর দেওয়ার জন্য বলা
(d) ভুল উত্তরকে অবহেলা করে পরের প্রশ্ন চলে যাওয়া
উত্তরঃ (b) উত্তর কেন ভুল তা ব্যাখ্যা করা
৩০.’আগ্রহ ও মনোযোগ হল মুদ্রার দুটি পিঠ’- এই মন্তব্য করেন কোন মনোবিদ ?
(a) মনোবিদ রস
(b) থর্নডাইক
(c)মনোবিদ স্পিয়ারমান
(d) মনোবিদ ড্রেভার
উত্তরঃ (a) মনোবিদ রস