Primary TET

প্রথম ভাষা বাংলা ও পেডাগগি । MCQ প্রশ্নোত্তর । প্রাইমারি টেট প্রস্তুতি । Primary TET

Primary TET 2022 Prepration | Bengali & Pedagogy MCQ

১.নিম্নলিখিত কোন্‌টি অর্ধব্যঞ্জন ?
(ক) য
(খ) ব
(গ) ম
(ঘ) খ

উত্তরঃ (গ) ম

২. ‘শৃঙ্খলমোচন’ পদটি কী সমাস ?

(ক) কর্ম তৎপুরুষ সমাস
(খ) দ্বন্দ্ব সমাস
(গ) অপাদান তৎপুরুষ
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) অপাদান তৎপুরুষ

৩. তরল স্বর কোনটি ?

(ক) র, ল
(খ) য, ব
(গ) খ, ঘ
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) র, ল

৪.যে স্বরধ্বনিকে টেনে টেনে প্রলম্বিত করে উচ্চারণ করা হয়, তাকে কী বলা হয় ?

(ক) যৌগিক স্বর
(খ) হ্রস্বস্বর
(গ) প্লুতস্বর
(ঘ) কোনোটিই সঠিক নয়

উত্তরঃ (গ) প্লুতস্বর

৫. কর্ম > করম—কী ধরনের ধ্বনি পরিবর্তন-

(ক) স্বরভক্তি
(খ) স্বরসংগতি
(ঘ) অপিনিহিতি
(গ) অভিশ্রুতি

উত্তরঃ (ক) স্বরভক্তি

৬. জঙ্গল শব্দের পদান্তর হল –

(ক) জাঙ্গুলি
(খ) জঙ্গলা
(গ) জংলা
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) জংলা

৭.একরাশ ধোঁয়াটে মেঘে কারা আগুন লাগিয়ে
দিয়েছে’—রেখাঙ্কিত পদটি কী জাতীয় সর্বনাম ?

(ক) নির্দেশক সর্বনাম
(খ) অনির্দেশক সর্বনাম
(গ) আত্মবাচক সর্বনাম
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) অনির্দেশক সর্বনাম

৮.’কনকনে বাতাস বয়ে আসছিল’—এখানে ‘কনকনে’ কী জাতীয় শব্দ ?

(ক) জোড়কলম শব্দ
(খ) অনুকার শব্দ
(গ) শব্দদ্বৈত শব্দ
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ঘ) কোনোটিই নয়

৯.‘মন্ত্র’ শব্দটি কী জাতীয় ?

(ক) তৎসম
(খ) তদ্ভব
(গ) অর্ধ-তৎসম
(ঘ) আগন্তুক

উত্তরঃ (ক) তৎসম

১০.’রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ’ রেখাঙ্কিত পদটির কারক পদ কী ?

(ক) অধিকরণ কারক
(খ) কর্তৃকারক
(গ) অপাদান কারক
(ঘ) করণ কারক

উত্তরঃ(ক) অধিকরণ কারক

১১.‘সম্রাট’ শব্দের বিপরীত লিঙ্গ কী ?

(ক) সম্রাজ্ঞী
(গ) রানি
(খ) সাম্রাজ্ঞী
(ঘ) বেগম

উত্তরঃ (ক) সম্রাজ্ঞী

১২.’উৎপল’ শব্দের সমার্থক শব্দ কী ?

(ক) অশ্ব
(গ) অগ্নি
(খ) সমুদ্র
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ঘ) কোনোটিই নয়

১২.‘হ-য-ব-র-ল’ বইটির লেখক হলেন –

(ক) সুকুমার সেন
(খ) সুকুমার রায়
(খ) সুবিনয় রায়চৌধুরী
(ঘ) সত্যজিৎ রায়

উত্তরঃ (খ) সুকুমার রায়

১৩.অজিন হল –

(ক) বাঘের চামড়া
(খ) মহিষের চামড়া
(গ) হরিণের চামড়া
(ঘ) শূকরের চামড়া

উত্তরঃ (গ) হরিণের চামড়া

১৪.‘উপায়ান্তর’ শব্দের সন্ধিবিচ্ছেদ হল –

(ক) উপা+ য়ান্তর
(খ) উপায় + আন্তর
(গ) উপায় + অন্তর
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ(গ) উপায় + অন্তর

১৫.মানব শিশু যখন ‘কুকু’ বা Cooing করে তখন তার বয়স সীমা কত ?

(ক) ছয় মাস
(খ) ছয় সপ্তাহ
(গ) এক বছর
(ঘ) কোনোটিই ঠিক নয়

উত্তরঃ (খ) ছয় সপ্তাহ

১৬. মানব শিশু যখন ‘কলধ্বনি’ বা Babbling করে তখন তার বয়স সীমা কত ?

(ক) ছয় মাস
(গ) এক মাস
(খ) ছয় সপ্তাহ
(ঘ) দুই বছর

উত্তরঃ (ক) ছয় মাস

১৭. কবিতা আবৃতি কী ধরনের পাঠ ?

(ক) ধারণা পাঠ
(খ) চর্বণা পাঠ
(গ) স্বাদনা পাঠ
(ঘ) নীরব পাঠ

উত্তরঃ(গ) স্বাদনা পাঠ

১৮.ভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্রের কথা বলেছেন –

(ক) মুদালিয়র কমিশন
(খ) স্যাডলার কমিশন
(গ) কোঠারি কমিশন
(ঘ) হান্টার কমিশন

উত্তরঃ (গ) কোঠারি কমিশন

১৯. প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সবচেয়ে গ্রহণযোগ্য ভাষা শিখন পদ্ধতিটি হল—

(ক) বর্ণক্রম পদ্ধতি
(খ) শব্দক্রম পদ্ধতি
(গ) ছড়া শিক্ষাদান পদ্ধতি
(ঘ) অভিনয় পদ্ধতি

উত্তরঃ (ক) বর্ণক্রম পদ্ধতি

২০. সংশোধনীমূলক শিক্ষণের ব্যবস্থা কখন নেওয়া হয় ?

(ক) সার্বিক মূল্যায়নের পর
(খ) নিরবচ্ছিন্ন মূল্যায়নের পর
(গ) বার্ষিক অভীক্ষার পর
(ঘ) একক অভীক্ষার পর

উত্তরঃ (গ) বার্ষিক অভীক্ষার পর

২১. শিশুর ভাষা বিকাশের প্রথম অভিব্যক্তি কী ?

(ক) হাসি
(খ) রাগ
(গ) কান্না
(ঘ) ভয়

উত্তরঃ(গ) কান্না

২২. সঠিক উচ্চারণ শিক্ষাদানের গৃহীত পাঠটি কী ?

(ক) নীরব পাঠ
(খ) সরব পাঠ
(গ) সমবেত পাঠ
(ঘ) বিস্তৃত পাঠ

উত্তরঃ (গ) সমবেত পাঠ

২৩. প্রাথমিক স্তরে কোন ভাষার মাধ্যমে শিক্ষাদান করা উচিত ?

(ক) আঞ্চলিক ভাষা
(খ) রাষ্ট্রীয় ভাষা
(গ) ইংরেজি ভাষা
(ঘ) উড়িয়া ভাষা

উত্তরঃ (ক) আঞ্চলিক ভাষা

২৪. শিশু শিক্ষার্থীর পড়ার ক্ষমতার আগে আর কোন্ ক্ষমতার বিকাশ ঘটে ?

(ক) লেখার বিকাশ ঘটে
(খ) বলার বিকাশ ঘটে
(গ) বলা ও লেখার বিকাশ ঘটে
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) বলার বিকাশ ঘটে

২৫. ভাষার আয়ত্ত হল একটি –

(ক) স্বভাবিক প্রক্রিয়া
(খ) গতিশীল প্রক্রিয়া
(গ) জন্মগত প্রক্রিয়া
(ঘ) উপরের সবগুলিই ঠিক

উত্তরঃ (ঘ) উপরের সবগুলিই ঠিক

২৬. অনুলিখন মূলত –

(ক) স্মৃতি নির্ভর
(খ) শ্রুতি নির্ভর
(গ) দৃষ্টি নির্ভর
(ঘ) শিখন নির্ভর

উত্তরঃ (গ) দৃষ্টি নির্ভর

২৭. ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে উল্লেখযোগ্য পদ্ধতি হল –

(ক) অবরোহী পদ্ধতি
(খ) আরোহী পদ্ধতি
(গ) সূত্র পদ্ধতি
(ঘ) ব্যাস পদ্ধতি

উত্তরঃ (খ) আরোহী পদ্ধতি

২৮. শিশুর পরিণত ভাষার দক্ষতা আসে –

(ক) ৭ বছরে
(খ) ৮ বছরে
(গ) ৯ বছরে
(ঘ)১০বছরে

উত্তরঃ (ঘ)১০বছরে

২৯. স্কিমা হল একটি –

(ক) জ্ঞানের একক
(খ) প্রজ্ঞার একক
(গ) বোধের একক
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ(খ) প্রজ্ঞার একক

৩০.’শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ’- কথাটি কে বলেছেন ?

(ক) সুকুমার সেন
(খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) এদের কেউই নন।

উত্তরঃ গ) রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X