✍ Mock Test

পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ 25 টি MCQ | Primary TET Mock Test

1

Primary TET EVS MCQ Test

1 / 25

ভারতের সর্বাধিক ব্যবহৃত সার কোনটি ?

2 / 25

ক্লোরোফিল হল একটি –

3 / 25

ভারতের কোন বায়োস্পিয়ার রিজার্ভ-টি সবচেয়ে বড়ো ?

4 / 25

যে বই এ ক্ষতিকারক জীব প্রজাতিসমূহ লিপিবদ্ধ করা হয়েছে তাকে বলে –

5 / 25

 ভারতের সংরক্ষিত পক্ষী হল –

6 / 25

কত সালে ‘বায়ুদূষণ সম্পর্কিত আইন’ পাস হয় –

7 / 25

 দুইটি বাস্তুতান্ত্রিক জীব গোষ্ঠীর অন্তর্বর্তী স্থানকে কী বলে ?

8 / 25

ভারতবর্ষে সিংহের স্বাভাবিক বাসস্থান কোথায় ?

9 / 25

জলে যারা স্বাধীনভাবে সাঁতার কাটতে পারে তাদের বলে –

10 / 25

World Wild Life Fund কবে গঠিত হয় ?

11 / 25

সুন্দরবনকে বায়োস্পিয়ার রিজার্ভ নামে ঘোষণা করা হয় –

12 / 25

প্রাণহীন জড় পদার্থ থেকে উৎপন্ন মানুষের চাহিদা ও সামাজিক লক্ষ্য মেটায় তাকে বলে –

13 / 25

কোন্ দূষণে B.O.D.- এর মাত্রা পরিবর্তিত হয় –

14 / 25

‘Ecosystem’ কথাটি প্রথম ব্যবহার করেন –

15 / 25

বায়ো ‘মেগাডাইভার্সিটি অঞ্চল’ কোনটি ?

16 / 25

 প্রথম বসুন্ধরা সম্মেলন বা প্রথম Earth Summit সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?

17 / 25

প্রতিবছর কোন তারিখে পালিত হয় বিশ্ব জলাভূমি দিবস ?

18 / 25

রামসার সম্মেলন যে উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছিল –

19 / 25

ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়েছে –

20 / 25

হার্বিসাইড কি কাজে ব্যবহৃত হয় ?

21 / 25

নীচের কোনটি হল পশ্চিমবঙ্গের একটি এলিফ্যান্ট রিজার্ভ ?

22 / 25

 ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী ?

23 / 25

কোন প্রাণীর রেচন অঙ্গ হল নেফ্রিডিয়া ?

24 / 25

গঙ্গা অ্যাকশন প্ল্যান বা GAP এর সূচনা হয় কত সালে ?

25 / 25

ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় ——- এককে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X