✍ Mock Test পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ 25 টি MCQ | Primary TET Mock Test October 23, 2022 Prerona Academy 1 Primary TET EVS MCQ Test 1 / 25 ভারতের সর্বাধিক ব্যবহৃত সার কোনটি ? অ্যামোনিয়াম সালফেট ইউরিয়া সুপার ফসফেট অফ লাইম গোবর 2 / 25 ক্লোরোফিল হল একটি – পিগমেন্ট ডাই উভয়ই কোনোটিই নয় 3 / 25 ভারতের কোন বায়োস্পিয়ার রিজার্ভ-টি সবচেয়ে বড়ো ? সুন্দরবন কচ্ছের রণ নীলগিরি মানস সরোবর 4 / 25 যে বই এ ক্ষতিকারক জীব প্রজাতিসমূহ লিপিবদ্ধ করা হয়েছে তাকে বলে – গ্রিন ডাটা বুক ব্ল্যাক ডাটা বুক রেড ডাটা বুক অরেঞ্জ ডাটা বুক 5 / 25 ভারতের সংরক্ষিত পক্ষী হল – মোনলে ডাব গ্রেড ইন্ডিয়ান বাস্টার্ড সারস 6 / 25 কত সালে ‘বায়ুদূষণ সম্পর্কিত আইন’ পাস হয় – ১৯৭৮ সালে ১৯৮১ সালে ১৯৭০ সালে কোনটিই নয় 7 / 25 দুইটি বাস্তুতান্ত্রিক জীব গোষ্ঠীর অন্তর্বর্তী স্থানকে কী বলে ? বায়োমাস ইকোটোন ইকোপ্লেস নেকটন 8 / 25 ভারতবর্ষে সিংহের স্বাভাবিক বাসস্থান কোথায় ? সুন্দরবন সিমলিপাল গিরঅরণ্য কাজিরাঙা অভয়ারণ্য 9 / 25 জলে যারা স্বাধীনভাবে সাঁতার কাটতে পারে তাদের বলে – প্ল্যাংটন নেকটন বেনথস জুপ্ল্যাংকটন 10 / 25 World Wild Life Fund কবে গঠিত হয় ? ১৯৬১ সালে ১৯৮০ সালে ১৯৬২ সালে কোনটিই নয় 11 / 25 সুন্দরবনকে বায়োস্পিয়ার রিজার্ভ নামে ঘোষণা করা হয় – ১৯৭১-৭২ সালে ১৯৭২-৭৩ সালে ১৯৭৩-৭৪ সালে কোনটিই নয় 12 / 25 প্রাণহীন জড় পদার্থ থেকে উৎপন্ন মানুষের চাহিদা ও সামাজিক লক্ষ্য মেটায় তাকে বলে – জৈব সম্পদ মিশ্র সম্পদ মানবিক সম্পদ অজৈব সম্পদ 13 / 25 কোন্ দূষণে B.O.D.- এর মাত্রা পরিবর্তিত হয় – বায়ূদূষণ জলদূষণ মাটিদূষণ পরিবেশদূষণ 14 / 25 ‘Ecosystem’ কথাটি প্রথম ব্যবহার করেন – আর্নেস্ট হেকেল ডারউইন আর্নেস্ট জোনস হর গোবিন্দ খোরানা 15 / 25 বায়ো ‘মেগাডাইভার্সিটি অঞ্চল’ কোনটি ? বিষুব অঞ্চলের কাছাকাছি অঞ্চল কুমেরু ও সুমেরু অঞ্চল মরু অঞ্চল নাতিশীতোষ্ণ অঞ্চল 16 / 25 প্রথম বসুন্ধরা সম্মেলন বা প্রথম Earth Summit সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ? 1987 সালে 2010 সালে 1992 সালে 2002 সালে 17 / 25 প্রতিবছর কোন তারিখে পালিত হয় বিশ্ব জলাভূমি দিবস ? ২ ফেব্রুয়ারি ২ ডিসেম্বর ২০ এপ্রিল কোনটিই নয় 18 / 25 রামসার সম্মেলন যে উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছিল – সুস্থায়ী উন্নয়ন জলাভূমি সংরক্ষণ ব্যাঘ্র সংরক্ষণ পক্ষী সংরক্ষণ 19 / 25 ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়েছে – 1972 সালে 1970 সালে 1975 সালে 1977 সালে 20 / 25 হার্বিসাইড কি কাজে ব্যবহৃত হয় ? ফলন বৃদ্ধিতে পতঙ্গ রোধ করতে রাসায়নিক সার হিসেবে আগাছা নাশক হিসেবে 21 / 25 নীচের কোনটি হল পশ্চিমবঙ্গের একটি এলিফ্যান্ট রিজার্ভ ? বক্সা সুন্দরবন ময়ূরঝর্ণা বেথুয়াডহরী 22 / 25 ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী ? মিথাইল আইসোসায়ানেট মিথাইল আইসোক্লোরেট মিথাইল আইসোসোয়ানাইড মিথাইল আইসোক্লোরাইড 23 / 25 কোন প্রাণীর রেচন অঙ্গ হল নেফ্রিডিয়া ? আরশোলা চিংড়ি শামুক কেঁচো 24 / 25 গঙ্গা অ্যাকশন প্ল্যান বা GAP এর সূচনা হয় কত সালে ? 1973 1986 1992 1996 25 / 25 ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় ——- এককে ? বার ডবসন নট লুমেন Your score is LinkedIn Facebook Twitter VKontakte