আন্তর্জাতিক সাহিত্য । অনুবাদ ও অনুষঙ্গ । পাবলো নেরুদা । আলোচনা ও MCQ
পাবলো নেরুদা (১৯০৪-১৯৭৩)
জন্ম : ১২ জুলাই, ১৯০৪ খ্রিস্টাব্দ। পারাল, চিলি।
প্রকৃত নাম : নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো
ছদ্মনাম:- তিনি তাঁর বাবার জন্য পাবলো নেরুদা ছদ্মনাম গ্রহণ করেছিলেন।
পিতা : জোস দেল কারমেন রেয়েস মোরালেস।
মাতা : রোজা নেফতালি বাসোয়ালতো ও পাজো।
পাবলো নেরুদা সম্মাননা লাভ :-
১৯৪৫ খ্রিস্টাব্দে পান ‘চিলির জাতীয় সাহিত্য পুরস্কার’। ১৯৪৫ খ্রিস্টাব্দে সোভিয়েত সাহিত্য আকাদেমি তাঁকে সম্মানিত করেন। ১৯৪৬ খ্রিস্টাব্দে মেক্সিকোসরকার তাঁকে দেয় ‘আজটেক ইগল সম্মান’। ১৯৫০ খ্রিস্টাব্দে পান ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’। ১৯৫১ খ্রিস্টাব্দে ‘লেনিন শান্তি পুরস্কার’ ও ১৯৫৩ খ্রিস্টাব্দে ‘স্তালিন শান্তি পুরস্কার’ -এ ভূষিত হন। ১৯৬২ খ্রিস্টাব্দে চিলি বিশ্ববিদ্যালয় তাঁকে দর্শন ও শিক্ষা বিভাগের ফেলো নির্বাচিত করে। ১৯৭১ খ্রিস্টাব্দে আসে সেরা সম্মান—সাহিত্যে নোবেল পুরস্কার’।
মৃত্যু : ২৩ সেপ্টেম্বর, ১৯৭৩। সানতিয়াগো, চিলি।
একদিকে তিনি যেমন লিখেছেন ‘টোয়েন্টি লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসপায়ার’-এর মতো কামোদ্দীপনামূলক কবিতা সংকলন, তেমনই
তিনি রচনা করেছেন পরাবাস্তববাদী কবিতা, ঐতিহাসিক মহাকাব্য, এমনকি প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহারও।
পাবলো নেরুদা সাহিত্য কর্ম :-
মাত্র তেরো বছর বয়সে কবি হিসেবে পরিচিত লাভ করেন তিনি। পড়াশুনা চলাকালীন তেমুকা শহরেরই খবরের কাগজ ‘লা মানিয়াতে’- ১৯১৭ খ্রিস্টাব্দের ১৮জুলাই তাঁর প্রথম প্ৰবন্ধ ‘Entusiasmo Yperseverance’ (Enthusiasm and Perseverance) প্রকাশিত হয়।
Read More : ভারতীয় সাহিত্য । অনুবাদ ও অনুষঙ্গ । কবীর
নেরুদার প্রথম কবিতার বই ” বুক অফ টুইলাইট’ প্রকাশিত হয় ১৯২৩ খ্রি:।
পাবলো নেরুদা কাব্যগ্রন্থ :-
Crepusculario – (Book of Twilight ) ১৯২৩
Veinte poemas de amor y una canción desesperada (Twenty Love Poems and a Song of Despair) ১৯২৪
Venture of the infinite Man (১৯২৬)
Extravagaria (1958)
The Book of Questions (1973)
দীর্ঘ মহাকাব্য :-
Canto General(1950)15টি পর্বে, 231টি কবিতা এবং 15,000টিরও বেশি লাইন আছে।
সনেট সংকলন :-
ভালোবাসার শত সনেট (Cien sonetos de amor) ১৯৫৯
তাঁর প্রিয় স্ত্রী (সে সময়ের) মাতিলদে উরুতিয়ার প্রতি উৎসর্গকৃত। বইটি দিনের চারটি পর্যায়ে বিভক্ত, যথা – সকাল, বিকাল, সন্ধ্যা ও রাত।
পাবলো নেরুদার লেখা বিখ্যাত গ্রন্থাবলীর মধ্যে উল্লেখযোগ্য হল –
‘The Captain’s Verses’
‘The Separate Rose’
‘The Yellow Heart’
‘Stones of the Sky’
‘Winter Garden’
‘Still Another Day’
Intimacies: Poems of Love’
‘World’s End’
‘The hands of the Day’ ইত্যাদি। গ্রন্থগুলির সবগুলিই ইংরেজিতে অনূদিত।
পাবলো নেরুদার বিখ্যাত কিছু রচনার বাংলা অনুবাদ হল –
‘বিশটি প্রেমের কবিতা এবং একটি হতাশার গান’ (১৯২৪)
‘এ বিশ্বের অধিবাসী’ (১৯২৪)
‘মানুষের অন্তহীন প্রশ্ন’ (১৯২৫)
‘এ পৃথিবীর আবাসভূমি’ (প্রথম খণ্ড—১৯৩৩, দ্বিতীয় খণ্ড—১৯৩৫)
‘হে স্পেন, আমার হৃদয়’ (১৯৩৭)
‘তৃতীয় আবাসভূমি’ (১৯৪৭)
‘মাচু পিচুর নগর শীর্ষে’ (১৯৪৯)
‘বিশ্বসঙ্গীত’ (১৯৫০)
‘অধিনায়কের কবিতা’ (১৯৬২)
‘বস্তুপুঞ্জের গান’ (১৯৫৪)
‘আকাশ কুসুম’ (১৯৫৮)
‘প্রেমের কবিতা’ (১৯৬৯)
‘চিলির পাথর’ (১৯৬১)
‘উৎসব সঙ্গীত’ (১৯৬১)
‘পরিপূর্ণ সংহতি’ (১৯৬২)
‘ইসলা নেগ্রার স্মৃতি’ (১৯৬৪)
‘মল্লভূমি’ (১৯৬৬)।
পাবলো নেরুদার উপন্যাস :-
1926 সালে, তিনি তেন্তাটিভা দেল হোমব্রে ইনফিনিটো ( অসীম মানুষের উদ্যোগ ) এবং এল হ্যাবিট্যান্ট ই সু এসপেরানজা ( দ্য ইনহাবিট্যান্ট অ্যান্ড হিজ হোপ ) উপন্যাসটি প্রকাশ করেন।
পাবলো নেরুদার স্মৃতিকথার নাম :-
“Memoirs” (১৯৭৪)
পাবলো নেরুদা গুরুত্বপূর্ণ MCQ
1.পাবলো নেরুদা কোন্ দেশের সাহিত্যিক ছিলেন ?
A.আমেরিকা
B.ভারত
C.চিলি
D.ইংল্যান্ড
ans:- C. চিলি
2. পাবলো নেরুদার একটি তর্জমাকৃত কবিতার নাম কি ?
A.অসুখী একজন
B.সুখি একজন
C.দুঃখী একজন
D. আমি সুখী
ans:-A.অসুখী একজন
3. নেরুদা কত বছর বয়স থেকে কবি হিসাবে পরিচিতি লাভ করেন ?
A.১৩ বছর
B.২৩ বছর
C.৩৩ বছর
D.১৫ বছর
ans:-A. ১৩ বছর
4. সাহিত্যের জন্য তিনি কি পুরষ্কার পান ?
A. জ্ঞানপীঠ
B. বঙ্কিম
C. নোবেল
D. অস্কার
ans:-C. নোবেল
5. কত খ্রিঃ তিনি নোবেল পুরষ্কার পান ?
A. ১৯৫১ খ্রিঃ
B. ১৯৬১ খ্রিঃ
C. ১৯৭০ খ্রিঃ
D. ১৯৭১ খ্রিঃ
ans:-D. ১৯৭১ খ্রিঃ
6. নেরুদার একটি কাব্যসংকলনের নাম হল –
A. The send off
B. The King and Queen
C. Twenty Love Poems and a Song of Despair
D. কোনটিই না
Ans:-C. Twenty Love Poems and a Song of Despair
7. ‘Canto General’ কার লেখা ?
A. পাবলো নেরুদা
B. গার্সিয়া
C.হেমিংওয়ে
D. তলস্তয়
Ans:- A. পাবলো নেরুদা
সম্পূর্ণ ক্লাসটি ভিডিও আকারে দেখো :
এই ধরনের সমস্ত ক্লাসগুলির নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো। সমস্ত ক্লাস, ভিডিও এবং স্টাডি ম্যাটেরিয়ালের সমস্ত খবরের সাথে নিয়মিত আপডেট থাকতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো।