জ্ঞানচক্ষু গল্প থেকে গুরুত্বপূর্ণ 40 টি MCQ। দশম শ্রেণির গল্প
দশম শ্রেণির গল্প
গল্প -জ্ঞানচক্ষু
লেখক-আশাপূর্ণা দেবী
জ্ঞানচক্ষু গল্প থেকে গুরুত্বপূর্ণ 40 টি MCQ
১. কথাটা শুনে তপনের চোখ-
(ক) লাল হয়ে গেল
(খ) জ্বালা শুরু হল
(গ) মারবেল হয়ে গেল
(ঘ) বুজে গেল
উত্তরঃ- (গ) মারবেল হয়ে গেল
২.তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন-
(ক) অভিনেতা
(খ) চিত্র পরিচালক
(গ) খেলোয়ার
(ঘ) লেখক
উত্তরঃ- (ঘ) লেখক
৩. ‘নতুন মেসোমশাই’ মানে যার সঙ্গে তপনের –
(ক) বড়ো মাসির বিয়ে হয়েছিল
(খ) সেজো মাসির বিয়ে হয়েছিল
(গ) ছোটোমাসির বিয়ে হয়েছিল
(ঘ) মেজোমাসির বিয়ে হয়েছিল
উত্তরঃ- (গ) ছোটোমাসির বিয়ে হয়েছিল
৪. ‘তিনি নাকি বই লেখেন’—তিনি হলেন তপনের-
(ক) মেজোকাকা
(খ) ছোটো মেসোমশাই
(গ) বড়োমামা
(ঘ) ছোটোমাসি
উত্তরঃ- খ) ছোটো মেসোমশাই
৫. “কিন্তু নতুন মেসোকে দেখে খুলে গেল”-
(ক) জামা
(খ) জুতো
(গ) টুপি
(ঘ) জ্ঞানচক্ষু
উত্তরঃ- (ঘ) জ্ঞানচক্ষু
৬. ‘এ দেশের কিছু হবে না’—এ কথা বলেন-
(ক) তপনের জ্যাঠামশাই
(খ) তপনের ছোটো মেসোমশাই
(গ) তপনের মাস্টারমশাই
(ঘ) তপনের সেজোমাসি
উত্তরঃ- (খ) তপনের ছোটো মেসোমশাই
৭. তপন মামার বাড়িতে এসেছে-
(ক) দুর্গাপূজা উপলক্ষ্যে
(খ) ছোটোমাসির বিয়ে উপলক্ষ্যে
(গ) ছোটোমামার বিয়ে উপলক্ষ্যে
(ঘ) ছোড়দার বিয়ে উপলক্ষ্যে
উত্তরঃ- (খ) ছোটোমাসির বিয়ে উপলক্ষ্যে
৮. বই লেখা ছাড়া তপনের ছোটো মেসোমশাই-
(ক) ডাক্তারি করেন
(খ) অধ্যাপনা করেন
(গ) সরকারি অফিসে চাকরি করেন
(ঘ) ওকালতি করেন
উত্তরঃ- (খ) অধ্যাপনা করেন
৯. তপনের ছোটো মেসোমশাই শ্বশুরবাড়ি রয়ে গেছেন, কারণ-
(ক) গরমের ছুটি
(খ) শ্বশুরবাড়িতে পুজো হবে
(গ) শরীর খারাপ
(ঘ) মন খারাপ
উত্তরঃ- (ক) গরমের ছুটি
১০ “রত্নের মূল্য জহুরির কাছেই।” কার কথা বলা হয়েছে-
(ক) মেজো কাকা
(খ) বড়ো মেসোমশাই
(গ) ছোটোমামা
(ঘ) ছোটো মেসোমশাই
উত্তরঃ- (ঘ) ছোটো মেসোমশাই
১১.‘এমন সময় ঘটল সেই ঘটনা।’- ঘটনাটি হল-
(ক) ছোটমাসির বিয়ে
(খ) তপনের গল্প লেখা
(গ) মেসোকে গল্প পড়ানো
(ঘ) তপনের গল্প ছাপা হওয়া
উত্তরঃ- (ঘ) তপনের গল্প ছাপা হওয়া
১২.তপনের সম্পূর্ণ নাম ছিল-
(ক) তপনকান্তি রায়
(খ) শ্রীতপনকুমার রায়
(গ) তপন কুমার সেন
(ঘ) তপন রায়
উত্তর:- (খ) শ্রীতপনকুমার রায়
১৩. তপন নিজের লেখা গল্পটা প্রথম দেখিয়েছিল-
(ক) ছোটোমেসোকে
(খ) ছোটোমামাকে
(গ) ছোটোমাসিকে
(ঘ) মামাতো দাদাকে
উত্তরঃ- (গ) ছোটোমাসিকে
১৪. “মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।” এখানে উল্লিখিত উপযুক্ত কাজটি হল-
(ক) তপনকে লিখতে উৎসাহ দেওয়া
(খ) তপনের লেখা ছাপিয়ে দেওয়া
(গ) তপনের লেখা কারেকশান করে দেওয়া
(ঘ) তপনকে লিখতে বাঁধা দেওয়া
উত্তরঃ- (খ) তপনের লেখা ছাপিয়ে দেওয়া
১৫. “কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো।”—এই মন্তব্যটি করেন
(ক) তপনের মেজো কাকা
(খ) তপনের মা
(গ) তপনের ছোটোমাসি
(ঘ) তপনের ছোটো মেসোমশাই
উত্তরঃ- (গ) তপনের ছোটোমাসি
১৬. তপনের গল্প ছোটো মেসোমশাই ছাপাতে চান-
(ক) দেশ পত্রিকায়
(খ) শুকতারা পত্রিকায়
(গ) কিশোর ভারতী পত্রিকায়
(ঘ) সন্ধ্যাতারা পত্রিকায়
উত্তরঃ- (ঘ) সন্ধ্যাতারা পত্রিকায়
১৭. “না-না আমি বলছি—তপনের হাত আছে।”— ‘হাত’ শব্দটি যে অর্থে প্রযুক্ত হয়েছে, তা হল
(ক) ছবি আঁকার দক্ষতা
(খ) গল্প লেখার দক্ষতা
(গ) সুন্দর হাতের লেখার দক্ষতা
(ঘ) কুস্তি লড়ার ক্ষমতা
উত্তরঃ- (খ) গল্প লেখার দক্ষতা
১৮. তপন তার গল্পটা লিখেছে-
(ক) ভৌতিক কাণ্ডকারখানা নিয়ে
(খ) নিজের স্কুলে ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে
(গ) রাজারানির ঘটনা নিয়ে
(ঘ) রাক্ষস-খোকোসের বিষয় নিয়ে
উত্তরঃ- (খ) নিজের স্কুলে ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে
১৯. “শুধু এইটাই জানা ছিল না,” – যা জানা ছিল না, তা হল
(ক) ছোটো মেসোমশাই একজন লেখক
(খ) ছোটো মেসোমশাই একজন অধ্যাপক
(গ) গল্প সহজ-সাধারণ মানুষেই লিখতে পারে
(ঘ) নিজে নিজে ভালো গল্প লেখা যায়
উত্তরঃ- (গ) গল্প সহজ-সাধারণ মানুষেই লিখতে পারে
২০. “দুপুরবেলা, সবাই যখন নিথর নিথর,”– এখানে যে ঋতুর দুপুরের কথা বলা হয়েছে, সেটি হল –
(ক) শরৎকাল
(গ) বর্ষাকাল
(খ) গ্রীষ্মকাল
(ঘ) বসন্তকাল
উত্তর:- (খ) গ্রীষ্মকাল
২১. তপন দুপুরবেলা গল্প লিখতে গেল-
(ক) ছাদের চিলেকোঠায়
(খ) আম বাগানে
(গ) তিনতলার সিঁড়িতে
(ঘ) ঝুল বারান্দায়
উত্তরঃ- (গ) তিনতলার সিঁড়িতে
২২. মামাবাড়ির তিনতলার সিঁড়িতে বসে গল্প লেখার পর তপনের-
(ক) চোখে জল এসে যায়
(খ) গায়ে কাঁটা দেয়
(গ) চারদিক খালি খালি লাগে
(ঘ) আনন্দে লাফাতে ইচ্ছা করে
উত্তরঃ- (খ) গায়ে কাঁটা দেয়
২৩. তপনের থেকে ছোটোমাসি কত বছরের বড়ো ?
(ক) চার বছরের
(খ) সাত বছরের
(গ) আট বছরের
(ঘ) দুই বছরের
উত্তরঃ- (গ) আট বছরের
২৪. ‘যেন নেশায় পেয়েছে’— তপনকে যে নেশায় পেয়েছে, তা হল-
(ক) টিভি দেখার
(খ) গল্পের বই পড়ার
(গ) ক্রিকেট খেলার
(ঘ) গল্প লেখার
উত্তরঃ- (ঘ) গল্প লেখার
২৫. তপনদের বাড়িতে ছোটোমাসি ও ছোটোমেসো কী হাতে বেড়াতে এল ?
(ক) চকলেট
(গ) দইয়ের ভাঁড়
(খ) রসগোল্লার হাড়ি
(ঘ) সন্ধ্যাতারা পত্রিকা
উত্তরঃ- (ঘ) সন্ধ্যাতারা পত্রিকা
২৬. “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?”—অলৌকিক ঘটনাটি হল-
(ক) এক লেখকের সঙ্গে তপনের ছোটোমাসির বিয়ে
হয়েছে।
(খ) বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক,
কথাশিল্পী।
(গ) তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা
হয়েছে।
(ঘ) তপন দেখল ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয়।
উত্তরঃ- (গ) তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়েছে।
২৭. তপনের লেখা গল্পের নাম-
(ক) বিদ্যালয়ের প্রথম দিন
(খ) প্রথম দিন
(গ) স্কুলে প্রথম দিন
(ঘ) সন্ধ্যাতারা
উত্তরঃ- (খ) প্রথম দিন
২৮. তপনের গল্পটি একটু-আধটু কারেকশান করে দিয়েছেন-
(ক) মেজোকাকু
(গ) সেজদা
(খ) ছোটো মেসোমশাই
(ঘ) বড়ো জ্যাঠা
উত্তরঃ- (খ) ছোটো মেসোমশাই
২৯. “ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।”— যে কথা ছড়িয়ে পড়ে, সেটি হল-
(ক) তপন একটা গল্প লিখেছে।
(খ) তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে।
(গ) তপনের ছেপে বেরোনো গল্পটা ছোটো মেসোমশাইয়ের কারেকশান করে দেওয়া।
(ঘ) তপন পুরোনো পত্রিকা থেকে গল্পটা টুকেছে।
উত্তরঃ- (গ) তপনের ছেপে বেরোনো গল্পটা ছোটো মেসোমশাইয়ের কারেকশান করে দেওয়া
৩০. তপনদের বাড়িতে এসে ছোটোমাসি খেয়েছিল?
(ক) চাউমিন আর কফি
(খ) পাঁপড় আর চা
(গ) ডিমভাজা আর চা
(ঘ) বিস্কুট আর কফি
উত্তরঃ- (গ) ডিমভাজা আর চা
৩১. “তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়।” —উক্তিটির বক্তা হলেন-
(ক) তপনের মেজোকাকু
(খ) তপনের ছোটোমাসি
(গ) তপনের মামা
(ঘ) তপনের বাবা
উত্তরঃ- (ক) তপনের মেজোকাকু
৩২.‘বাবা তোর পেটে পেটে এত!-কথাটি তপনের উদ্দেশ্যে বলেছিল-
(ক) তপনের মা
(খ) তপনের মেজোকাকু
(গ) তপনের ছোটোমাসি
(ঘ) তপনের বাবা
উত্তরঃ- (ক) তপনের মা
৩৩. ‘কই তুই নিজের মুখে একবার পড়্ তো তপন শুনি!”- উদ্ধৃতিটির বক্তা-
(ক) মেজোকাকু
(খ) ছোটোমাসি
(গ) ছোটো মেসোমশাই
(ঘ) তপনের মা
উত্তরঃ- (ঘ) তপনের মা
৩৪. নিজের লেখা গল্পটি পাঠ করতে গিয়ে তপন দেখে-
(ক) গল্পের নাম বদলে গেছে
(খ) গল্পের প্রতিটি লাইন নতুন
(গ) গল্পের লেখকের নাম বদলে গেছে
(ঘ) গল্পের দুটি চরিত্রের নাম বদলে গেছে
উত্তরঃ- (খ) গল্পের প্রতিটি লাইন নতুন
৩৫. “এর মধ্যে তপন কোথা?”—কার মধ্যে ?
(ক) লেখকের নামের তালিকায়
(খ) পত্রিকায়
(গ) ছাপা গল্পের লেখনীতে
(ঘ) সাহিত্য-সমালোচনায়
উত্তরঃ- (গ) ছাপা গল্পের লেখনীতে
৩৬.‘তার চেয়ে দুঃখের কিছু নেই,তার থেকে অপমানের!”- যে বিষয়ে কথা বলা হয়েছে,তা হল-
(ক) নিজের গল্প লিখতে না-পারা
(খ) নিজের গল্প ছাপা না-হওয়া
(গ) নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া
(ঘ) বাড়ির লোকেদের ঠাট্টাতামাশা
উত্তরঃ- (গ) নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া
৩৭.” আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।”উক্তিটির বক্তা-
(ক) ছোট মাসি
(খ) মেজোকাকু
(গ) মেসো
(ঘ) তপনের বন্ধুরা
উত্তরঃ- (খ) মেজোকাকু
৩৮. তপনের চিরকালের বন্ধু-
(ক) মা
(খ) বাবা
(গ) ছোটমাসি
(ঘ) মেজোকাকু
উত্তরঃ- (গ) ছোটমাসি
৩৯. তপনের মেসোমশাই কোন্ পত্রিকার সম্পাদককে চিনতেন-
(ক) শুকতারা
(খ) সন্ধ্যাতারা
(গ) আনন্দমেলা
(ঘ) দেশ
উত্তরঃ- (খ) সন্ধ্যাতারা
৪০.”সূচিপত্রেও নাম রয়েছে।’’-নামটি হল-
(ক) শ্রীতপন কুমার ঘোষ
(খ) শ্রীতপন কুমার রায়
(গ) শ্রীতপন কুমার পাল
(ঘ) শ্রীতপন কুমার দাস
উত্তরঃ- (খ) শ্রীতপন কুমার রায়