ভারতের নদনদী PDF । Rivers of India ।গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর
ভারতের ভূগোল । ভারতের নদনদী
বন্ধুরা WBCS ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখা গেছে নদনদী বিষয়ক কোনো না কোনো প্রশ্ন এসেই থাকে। আজ আমরা তাই বাছাই করা গুরুত্বপূর্ন কিছু নদনদী বিষয়ক প্রশ্ন ও উত্তর তোমাদের সামনে তুলে ধরছি । অল্প সময়ে যাতে বেশি তথ্য তুলে ধরতে পারি তাই MCQ প্রশ্নের থেকে শুধু উত্তরগুলো বেছে নিয়ে SAQ আকারে সাজিয়ে তুলে দিচ্ছি।
এক নজরে ভারতের নদনদী :-
1. ভাগীরথী ও অলকানন্দার সংগম হয় কোথায় ?
Ans: দেবপ্রয়াগে।
2. কোন প্রকারের নদী হল সিন্ধু ?
Ans: পূর্ববর্তী নদী।
3. উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত ?
Ans: শিপ্রা।
4. লুনি নদীর উৎসস্থল-
Ans: আন্নাসাগর।
5. কাবেরী নদীর জলবন্টন সংক্রান্ত বিরোধের সহিত যুক্ত রাজ্যগুলি হল-
Ans: তামিলনাড়ু ও কর্ণাটক
6. ভারতের নদীগুলির মধ্যে কোনটি পশ্চিমে প্রবাহিত –
Ans: নর্মদা।
7. ভারতের সর্বোচ্চ (Gravity) বাঁধ হল-
Ans: ভাকরা
8. কোনটি অন্তর্বাহিনী নদী ?
Ans: লুনী।
9. জলঢাকা নদীর উৎস হল :
Ans: বিদাং হ্রদ।
10. কোন নদীর তীরে কোটা অবস্থিত ?
Ans: চম্বল।
11. কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত ?
Ans: ময়ূরাক্ষী।
12.কোন্ নদীর উপর পং বাঁধ গড়া হয়েছে ?
Ans: বিপাশা।
13. চিত্রকূট, চাচাই ও কেন্টন জলপ্রপাতগুলি কোন রাজ্যে অবস্থিত ?
Ans: মধ্যপ্রদেশ
14. সিন্ধু সাংপো ও শতদ্রু নদী জল নির্গম প্রণালীর উদাহরণ।
Ans: Antecedent
15. কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত ?
Ans: কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ
16. মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত ?
Ans: ব্রহ্মপুত্র নদীতে, আসামে
17. কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে ?
Ans:- সন্কোশ।
18. ভারত-বাংলাদেশের জলবণ্টন নিয়ে বিতর্কের কারণ হল কোন জলাধার থেকে জল ছাড়ার বৈষম্য –
Ans: ফারাক্কা ব্যারেজ।
19. সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
Ans: কৰ্ণাটক রাজ্যে।
20. নর্মদা নদী প্রবাহিত হয় কোন্ স্থানের মধ্যে দিয়ে ?
Ans: চ্যুতি দ্বারা সৃষ্ট ল্যাম্বাসের উপত্যকা মধ্য দিয়ে।
21. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি ?
Ans: গাঙ্গেয় বদ্বীপ।
22. কপিলধারা ফলসের অবস্থান কোন্ নদীর ওপর ?
Ans: নর্মদা নদীর উপর।
23. জলবণ্টন সংক্রান্ত সমস্যা কোন্ কোন্ রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে ?
Ans: কর্ণাটক ও তামিলনাড়ু।
24. গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় –
Ans:- বদ্বীপের মাধ্যমে।
25. ‘ভাকরানাঙ্গাল’ জলাধার কোন্ নদীর উপরে অবস্থিত ?
Ans: শতদ্রু।
26. জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির উৎপাদন ক্ষমতা (মেগাওয়াট) সবচেয়ে বেশী ?
Ans:-কয়না (মহারাষ্ট্র)।
27. নর্মদা নদী কোন্ প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় ?
Ans: চ্যুতিম
28. দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা কোন্ প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয় ?
Ans: মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট।
29. নর্মদা নদী প্রবাহিত হয় কোন্ উপত্যকা দিয়ে ?
Ans: চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা দিয়ে।
30. সিন্ধু নদের উৎপত্তিস্থল হল-
Ans: মানস সরোবর হ্রদ।
32.কোন্ নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ?
Ans: ঝিলম।
33. নর্মদা নদীর উৎপত্তি কোথায় ?
Ans: অমরকণ্টক মালভূমি।
34. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ হল-
Ans : গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি ।
35. ভারতের মধ্যে কোন নদীটি হিমালয়ের থেকে বয়সে প্রাচীন ?
Ans: শতদ্রু।
36. পোলাভারম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটি হল –
Ans: গোদাবরী।
37. ফারাক্কা ব্যারাজ নির্মাণের প্রধাণ কারণ কী ছিল ?
Ans: হুগলি নদীতে জলের জোগানে বৃদ্ধি।
38. দামোদর ভ্যালি কর্পোরেশন হল –
Ans: ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা।
39. চিলকা হ্রদ হল-
Ans: নোনা জলের হ্রদ।
40. বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে ?
Ans: শতদ্রু।
41.সোমাসিলা বাঁধ ভারতের কোন্ রাজ্যে অবস্থিত ?
Ans: অন্ধ্রপ্রদেশে।
42. নিম্নলিখিত কোন শহরটি মূলা-মুথা নদীর তীরে অবস্থিত ?
Ans: পুনে।
43. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
Ans: জম্মু ও কাশ্মীর।
44. তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হল –
Ans: ময়ূরাক্ষী।
45. ব্রহ্মপুত্র নদের উৎস হল –
Ans:- তিব্বত।
46. দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি ?
Ans:- কৃষ্ণা।
47. কাবেরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?
Ans:- হিমালয় পর্বত।
48. গঙ্গার প্রধান উপনদীর নাম কি ?
Ans:- যমুনা।
49. কোন্ নদী ‘বৃদ্ধ গঙ্গা’ নামে পরিচিত ?
Ans:- গোদাবরী।
50. দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি ?
Ans:- গোদাবরী।
Download The Full PDF : Download Now