Police Archives - Prerona Academy https://preronaacademy.com/category/exams/police/ Just another WordPress site Fri, 12 May 2023 03:52:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8 https://preronaacademy.com/wp-content/uploads/2022/10/cropped-PA-Favicon-32x32.png Police Archives - Prerona Academy https://preronaacademy.com/category/exams/police/ 32 32 মৌর্য বংশ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভারতের ইতিহাস । History MCQ Bangla https://preronaacademy.com/mauryan-period-mcq-bangla/ https://preronaacademy.com/mauryan-period-mcq-bangla/#respond Thu, 11 May 2023 17:11:07 +0000 https://preronaacademy.com/?p=291 মৌর্য বংশ (321-184 খ্রিস্টপূর্ব) ● মৌর্য শাসনকালে মগধ সাম্রাজ্য খ্যাতির শিখরে পৌঁছোয়।● তক্ষশীলা ও বেনারস বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে।● স্থাপত্য: অশোক

The post মৌর্য বংশ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভারতের ইতিহাস । History MCQ Bangla appeared first on Prerona Academy.

]]>

মৌর্য বংশ (321-184 খ্রিস্টপূর্ব)

● মৌর্য শাসনকালে মগধ সাম্রাজ্য খ্যাতির শিখরে পৌঁছোয়।
● তক্ষশীলা ও বেনারস বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে।
● স্থাপত্য: অশোক স্তম্ভ ও ধর্মচক্র, সাঁচি স্তুপ, বার্বার গুহা।
● সাহিত্য: কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’, মেগাস্থিনিসের ‘ইন্ডিকা’, ‘পুরাণ ও ‘জাতকের’ গল্প।

● বিশাখদত্তের ‘মুদ্রারাক্ষস’ গুপ্ত যুগে রচিত। কিন্তু কাহিনির বিষয় মৌর্য যুগ।

চন্দ্রগুপ্ত মৌর্য (321-298 খ্রিস্টপূর্ব)

● মৌর্য বংশের প্রতিষ্ঠাতা।
● প্রথমবার সমগ্র উত্তর ভারতকে এক শাসকের অধীনে আনেন।
● কৌটিল্যের সহায়তায় ধননন্দকে পরাজিত করেন।
● ভদ্রবাহুর নিকট জৈনধর্ম গ্রহণ করেন।
● ভদ্রবাহুর সঙ্গে দক্ষিণাপথ ভ্রমণ করেন।
● তাঁর সময়ে সীমান্তরাজা পুষ্পগুপ্ত সুদর্শন হ্রদ খনন করেন।
● 305 খ্রিস্টপূর্বে সেলুকাসকে ভারত থেকে বিতাড়িত করেন।
● সমকালীন গ্রন্থ: বিশাখদত্তের ‘মুদ্রারাক্ষস’ ও ‘দেবীচন্দ্রগুপ্তম’।

● মৃত্যুস্থান: শ্রাবণবেলাগোলা।

বিন্দুসার (298-273 খ্রিস্টপূর্ব)

● উপাধি: অমিত্রাঘাত (গ্রিক), বিন্দুপাল (চিনা), সিংহসেন (জৈন), ভদ্রসর(বায়ুপুরাণ)।
● জৈনধর্ম ত্যাগ করে বৌদ্ধধর্ম গ্রহণ করেন।
● গ্রিক দূত ডেইমাকাস ও দিওনিসিয়াস তাঁর রাজসভায় আসেন।
● আজিবক তাঁর সভাসদ ছিলেন।
● রাধাগুপ্ত ছিলেন তাঁর মন্ত্রী।

অশোক

● সিংহাসন আরোহণ: 273 খ্রিস্টপূর্ব।

রাজ্যাভিষেক: 269 খ্রিস্টপূর্ব।

● সন্ন্যাসী উপগুপ্তের নিকট বৌদ্ধধর্ম গ্রহণ করেন।

● পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন।

● পুত্র: মহেন্দ্ৰ, কন্যা: সংঘমিত্রা।

● অশোকের জীবনের তিনটি পর্যায়: কামাশোক, চণ্ডাশোক ও ধর্মাশোক।

● প্রথম রাজা যিনি অনুশাসন প্রবর্তন করেন।

● তাঁর লেখগুলি ব্রাহ্মী লিপিতে প্রাকৃত ভাষায় লিখিত।

● মাসকি, গুর্জর, নিত্তুর ও দেগোলান লেখ থেকে জানা যায় তার পুরো নাম ‘দেবনামপ্রিয় অশোক প্রিয়দর্শী।

● সমকালীন গ্রন্থ: কৌটিল্যের অর্থশাস্ত্র ও ভদ্রবাহুর কল্পসূত্র।

● বৌদ্ধরীতি অনুযায়ী তিনি 27 বছর রাজত্ব করেন।
তক্ষশীলা বিদ্রোহ দমন করেন।

● লাজুক ও স্ত্রীমহাপাত্র পদ প্রবর্তন করেন।

● রাজা কুনাল অশোকের পর সিংহাসনে বসেন।

● প্রশস্তি ও লেখ: অশোকের প্রধান শিলালিপির সংখ্যা 14টি। নিজের লেখগুলিতে তিনি নিজেকে ‘জৈবপুত্র’ বলে অভিহিত করেছেন।

দশম লেখ: যুদ্ধের পরিবর্তে ধর্ম দ্বারা রাজ্যবিস্তার।

একাদশ লেখ: দানশীলতা ও মানবিকতা।

দ্বাদশ লেখ: ধর্মীয় সহিষ্ণুতা।

ত্রয়োদশ লেখ: কলিঙ্গ যুদ্ধ ও তাঁর মানসিক পরিবর্তন।

বৃহদ্রথ

● মৌর্য বংশের শেষ রাজা।
● তাঁর সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাঁকে হত্যা করে সিংহাসনে বসেন।

গুরুত্বপূর্ণ MCQs

1. নন্দ বংশের পর মৌর্য বংশের প্রতিষ্ঠা কে করেন ?

A) অশোক
B) চন্দ্রগুপ্ত মৌর্য
C) শিশুনাগ
D) উপরের কোনোটিই নয়

ans:- B) চন্দ্রগুপ্ত মৌর্য

গুরুত্বপূর্ণ তথ্য :-

●চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দকে
উচ্ছেদ করে মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করে।

2. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন ?

A) বিম্বিসার
B) মহাপদ্মনন্দ
C) অশোক
D) চন্দ্রগুপ্ত মৌর্য

ans:- D) চন্দ্রগুপ্ত মৌর্য

গুরুত্বপূর্ণ তথ্য :

●মৌর্যরাজ চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলে অভিহিত করা হয় ।

●”Chandragupta Maurya is the First historical founder of a great empire in India.”

বিম্বিসার শ্রেনিক নামে এবং অজাতশত্রু কুণিক নামে পরিচিত ছিলেন।

মহাপদ্মনন্দের উপাধি ছিল উগ্রসেনা।

ধননন্দের উপাধি ছিল অগ্রমসী।

বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত।

3. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রীক পর্যটক ভারত ভ্রমনে এসেছিলেন ?

A) টমাস রো
B) ইবন বতুতা
C) দেইমাকস
D) মেগাস্থিনিস

ans:-D) মেগাস্থিনিস

গুরুত্বপূর্ণ তথ্য:-

●চন্দ্রগুপ্তের রাজত্বকালে গ্রীকরাজ সেলুকাসের দূত হিসাবে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন ।

●সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবার ছিল পাটলিপুত্র নামক স্থানে।

4. গ্রীক পর্যটক মেগাস্থিনিসের লেখা ভারত সংক্রান্ত বইটির নাম কি ?

A) রামচরিত
B) ইন্ডিকা
C) গীতগোবিন্দ
D) মুদ্রারাক্ষস

ans:-B) ইন্ডিকা

গুরুত্বপূর্ণ তথ্য:-

চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রীক পর্যটক (দূত) মেগাস্থিনিসের লেখা গ্রন্থ ইন্ডিকা ।

5. মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন ভারতীয় রাজ বংশের ইতিহাস সম্পর্কে জানা যায় ?

A) হর্ষঙ্ক বংশ
B) শিশুনাগ বংশ
C) নন্দ বংশ
D) মৌর্য বংশ

ans:-D) মৌর্য বংশ

গুরুত্বপূর্ণ তথ্য:-

● চন্দ্রগুপ্তের রাজত্বকালে গ্রীকরাজ সেলুকাসের দূত হিসাবে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন ।

● চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রীক পর্যটক (দূত) মেগাস্থিনিসের লেখা গ্রন্থ ইন্ডিকা ।

6. চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা কি বলে অভিহিত করতো ?

A) প্যালিমব্ৰোথা
B) স্যান্ড্রোকোট্টাস
C) উগ্রসেন
D) উপরের কোনোটিই নয়

ans:-B) স্যান্ড্রোকোট্টাস

গুরুত্বপূর্ণ তথ্য:-

মৌর্যরাজ চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রীকরা স্যান্ড্রোকোট্টাস বা মুক্তিদাতা বলে অভিহিত করেছিল ।

7. নিম্নের কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য-এর রাজ উপদেষ্টা বা প্রধান মন্ত্রী ?

A) কণিষ্ক
B) চাণক্য
C) মেগাস্থিনিস
D) উপরের কোনোটিই নয়

ans:-B) চাণক্য

গুরুত্বপূর্ণ তথ্য:-

● চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য -এর রাজ উপদেষ্টা বা প্ৰধান মন্ত্রী ।

●রাষ্ট্রবিজ্ঞানে তার পাণ্ডিত্যের জন্য চাণক্যকে ভারতের মেকিয়াভেলি বলা হয়।

8. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন ?

A)পুরু
B) আলেকজান্ডার
C) সেলুকাস
D) অম্ভি

ans:- C) সেলুকাস

গুরুত্বপূর্ণ তথ্য:-

305 খ্রীষ্টপূর্বাব্দে সেলুকাস পরাজিত হন।

অ্যাথেনাক্কিসের ধারনানুসারে, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রীকরাজা সেলুকাস মেগাস্থিনিস নামে এক দূত পাঠান।

9. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে মগধের সিংহাসনে বসেন ?

A) বিম্বিসার
B) মহাপদ্মনন্দ
C) অশোক
D) বিন্দুসার

Ans:-D) বিন্দুসার

গুরুত্বপূর্ণ তথ্য :
●চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তাঁর পুত্র বিন্দুসার মগধের সিংহাসনে বসেন । তিনিই হলেন দ্বিতীয় মৌৰ্য সম্রাট ।

মৌর্য সাম্রাজ্য:-

চন্দ্ৰগুপ্ত মৌর্য

বিন্দুসার

অশোক

শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ
মৌর্য সম্রাট বৃহদ্রথ, তার মন্ত্রী পুষ্যমিত্র শুঙ্গের হাতে 185 খ্রীষ্টপূর্বাব্দে নিহত হন।

10. মৌর্য সম্রাট বিন্দুসার কোন উপাধি গ্রহন করেছিলেন ?

A) লিবারেটর
B) মেঘদূত
C) অমিত্রাঘাত
D) উপরের কোনোটিই নয়

ans:-C) অমিত্রাঘাত

● মৌর্য সম্রাট বিন্দুসার অমিত্রাঘাত উপাধি গ্রহন
করেছিলেন । অমিত্রাঘাত শব্দের অর্থ (শত্রু নিধন)।

11. বিন্দুসার এর মৃত্যুর পর কে মগধের সিংহাসনে বসেন ?

A) বিম্বিসার
B) অজাতশত্রু
C) অশোক
D) শিশুনাগ

ans:-C) অশোক

● বিন্দুসার এর মৃত্যুর পর অশোক মগধের সিংহাসনে বসেন। সম্রাট অশোক “চন্ডাশোক” নামে পরিচিত ছিলেন।

12. বৌদ্ধ ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য কোন মৌর্য জাতি বংশীয় ছিলেন ?

A) শূদ্র
B) বৈশ্য
C) ব্রাহ্মণ
D) ক্ষত্রিয়

ans:-D) ক্ষত্রিয়

13. অশোকের ব্রাহ্মীলিপির পাঠোদ্ধার প্রথম করেন –

A) কানিংহাম
B) জেমস্ প্রিন্সেপ
C) আর. এল. মিত্র
D) বার্জেস

ans:- B) জেমস্ প্রিন্সেপ

14. তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে ?

A) প্রিয়দর্শী
B) দৈবপুত্র
C) ধৰ্ম্মাশোক
D) দেবনামপ্রিয়া প্রিয়দর্শী

ans:-D) দেবনামপ্রিয়া প্রিয়দর্শী

গুরুত্বপূর্ণ তথ্য :

মধ্যপ্রদেশের গুজ্জারা থেকে প্রাপ্ত গৌণশিলা লেখ -এর থেকে জানা যায় অশোক নিজেকে শিলালেখে ‘অশোক রাজা’ বলে অভিহিত করেন।

15. নিম্নের কোন মৌর্য সম্রাট “প্রিয়দর্শী” উপাধি গ্রহণ করেছিলেন ?

A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) বিন্দুসার
C) অশোক
D) উপরের কোনোটিই নয়

ans:-C) অশোক

গুরুত্বপূর্ণ তথ্য:-

● সম্রাট অশোক সিংহাসনে বসার পর “প্রিয়দর্শী” উপাধি গ্রহণ করেছিলেন ।

● বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন বলা হত মৌর্য সম্রাট
অশোককে ।

● সম্রাট অশোক “চন্ডাশোক” নামে পরিচিত ছিলেন ।

16.মৌর্য বংশের সর্বশেষ সম্রাট কে ছিলেন ?

A) বিন্দুসার
B) অশোক
C) বৃহদ্রথ
D) উপরের কোনোটিই নয়

ans:-C) বৃহদ্রথ

গুরুত্বপূর্ণ তথ্য:-

● মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ।
● পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে সিংহাসন অধিকার করেন এবং মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন।

17. নিম্নলিখিত কে বলেছিলেন ‘সমস্ত প্রজা আমার সন্তান’ এবং ‘তাদের সুখই আমার সুখ’ –

A) অজাতশত্রু
B) বিন্দুসার
C) চন্দ্রগুপ্ত
D) অশোক

ans:-D) অশোক

Download Full PDF Here : Click Here

The post মৌর্য বংশ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভারতের ইতিহাস । History MCQ Bangla appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/mauryan-period-mcq-bangla/feed/ 0
মগধ সাম্রাজ্য । প্রাচীন ভারতের ইতিহাস । গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর https://preronaacademy.com/indian-history-magadh-era-mcq/ https://preronaacademy.com/indian-history-magadh-era-mcq/#respond Fri, 05 May 2023 14:15:06 +0000 https://preronaacademy.com/?p=255 ষোড়শ মহাজনপদ – খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারত ঐক্যবদ্ধ ছিল না । বৌদ্ধ ও জৈন শাস্ত্র থেকে জানতে পারা যায় যে,

The post মগধ সাম্রাজ্য । প্রাচীন ভারতের ইতিহাস । গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর appeared first on Prerona Academy.

]]>

ষোড়শ মহাজনপদ –

খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারত ঐক্যবদ্ধ ছিল না । বৌদ্ধ ও জৈন শাস্ত্র থেকে জানতে পারা যায় যে, ওই সময় ষোলটি রাজ্য বা মহাজনপদে বিভক্ত ছিল ।

মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা: জরাসন্ধ ও বৃহদ্রথ।

মোট ছয়টি গুরুত্বপূর্ণ বংশ মগধ শাসন করে। তারা হল —

1.হর্ষঙ্ক বংশ 2. শিশুনাগ বংশ 3. নন্দ বংশ 4. মৌর্য বংশ 5. শুঙ্গ বংশ 6. কাণ্ব বংশ

মৌর্য বংশ মগধ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বংশ। মৌর্য সম্রাট অশোক শুধু তৎকালীন ভারতের নয়, সমগ্র পৃথিবীর সর্বকালের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক রূপে বিবেচিত হন।

মগধের উত্থান –

মগধের উত্থানে হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ ও মৌর্য বংশের ভূমিকা সর্বাধিক।

হর্ষঙ্ক বংশ (544-430 খ্রিস্টপূর্ব)

বিম্বিসার (544 – 492 খ্রিস্টপূর্ব)

● হর্ষঙ্ক বংশের প্রথম রাজা।
● উপাধি: শ্রেণিক।
● গৌতম বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক।
● রাজধানী: রাজগৃহ বা রাজগির (নির্মাণ করেন)।
● বৈবাহিক সূত্রে রাজ্যবিস্তারের প্রবর্তক।
● বৌদ্ধধর্ম গ্রহণ করেন।
● জীবক ছিলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক।
● ‘অঙ্গ’ জয় করেন।
●একমাত্র প্রথম রাজা যার স্থায়ী সেনাবাহিনী ছিল।

অজাতশত্রু (492-460 খ্রিস্টপূর্ব)

● অপর নাম: কুনিক
● মহাবীরের সঙ্গে সুসম্পর্ক।
● শৈবধর্ম গ্রহণ করেন।
● তাঁর শাসনকালে গৌতম বুদ্ধ ও মহাবীর দেহত্যাগ করেন।
● রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়।
● পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন।
● বৃজি, কাশী ও কোশল জয় করেন।
● রাজগৃহের পাটলি গ্রামে জলদুর্গ নির্মাণ করেন।

উদয়িন/উদয়ভদ্র (460-444 খ্রিস্টপূর্ব)

● গঙ্গা ও শোন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র নগর স্থাপন করেন।
● পাটলিপুত্রে রাজধানী স্থানান্তর করেন।
● পরবর্তী শাসক: 4. অনুরুদ্ধ 5. মুণ্ড ও 6. নাগদশক (হর্ষঙ্ক বংশের শেষ রাজা)

শিশুনাগ বংশ (412-344 খ্রিস্টপূর্ব)

শিশুনাগ

● নাগদশকের মন্ত্রী। নাগদশককে হত্যা করে সিংহাসনে বসেন।

● বৈশালীতে রাজধানী স্থানান্তর করেন।
● অবন্তী-কে মগধের অন্তর্ভুক্ত করেন। শতবর্ষব্যাপী মগধ-অবন্তী যুদ্ধের অবসান হয়।

কালাশোক / কাকবর্ণ

● বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন।
● পাটলিপুত্রে রাজধানী স্থানান্তর করেন।

নন্দ বংশ (344-323 খ্রিস্টপূর্ব)

● প্রথম অ-ক্ষত্রিয় শাসক বংশ।

মহাপদ্মনন্দ

● উপাধি: একরাট, একছত্র, সর্বক্ষত্রান্তক, উগ্রসেন, দ্বিতীয় পরশুরাম।
● কোশল, কলিঙ্গ, অস্মক, মিথিলা, কুরু, পাঞ্চাল জয় করেন।
● কলিঙ্গ থেকে জিন মূর্তি নিয়ে আসেন।
● উত্তর ভারতের প্রথম সার্বভৌম শাসক।

ধননন্দ

● তাঁর সময় আলেকজান্ডার ভারত আক্রমণ করে।
● গ্রিক নাম: অ্যাগ্রামেস বা জ্যান্ড্রামেস।

গুরুত্বপূর্ণ MCQs

1 .‘মহাজন’ শব্দের অর্থ কী ?

A) ক্ষুদ্র রাজ্য
B) বৃহৎ রাজ্য
C) অনেকগুলি রাজ্যের সমষ্টি
D) উপরের কোনোটিই নয়

Ans:- B) বৃহৎ রাজ্য

2. ষোড়শ মহাজনপদ মোট কতটি রাজ্যর সমন্বয়ে গঠিত হয়েছিল ?

A) ১৪টি
B) ১৬টি
C) ১৭টি
D) অসংখ্য

Ans:- B) ১৬টি

গুরুত্বপূর্ণ তথ্য :-

খ্রিস্ট পূর্ব ষষ্ঠ শতকে ভারত ঐক্যবদ্ধ ছিল না । বৌদ্ধ ও জৈন শাস্ত্র থেকে জানতে পারা যায় যে, ওই সময় ভারত ষোলটি রাজ্য বা মহাজনপদে বিভক্ত ছিল । এর অধিকাংশই ছিল রাজতান্ত্রিক।

3. ষোড়শ মহাজনপদের ১৬টি রাজ্যের মধ্যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল –

A) মগধ ও কাশী
B) বৃজি ও মল্ল
C) অঙ্গ ও অবন্তী
D) উপরের কোনোটিই নয়

Ans:- B) বৃজি ও মল্ল

গুরুত্বপূর্ণ তথ্য:-

ষোড়শ মহাজনপদের অধিকাংশ রাজতান্ত্রিক হলেও, বৃজি ও মল্লে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল ।

4. মগধ সাম্রাজ্য প্রসারে প্রধান ভূমিকা ছিল যে রাজ বংশের –

A) হর্ষঙ্ক বংশ
B) শিশুনাগ বংশ
C) নন্দ বংশ ও মৌর্য বংশ
D) উপরের সবগুলিই সঠিক

Ans:- D) উপরের সবগুলিই সঠিক

ষোড়শ মহাজনপদ যুগে মগধ ছিল ভারতবর্ষের অন্যতম প্রধান শক্তিশালী ও ধনশালী রাজ্য।
চারটি শক্তিশালী রাজবংশের নেতৃত্ব মগধের উত্থান কে ত্বরান্বিত করেছিল। সেই চারটি রাজবংশ হল-
হর্ষঙ্ক বংশ ,শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ।

5. হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?

A) মহাপদ্মনন্দ
B) বিম্বিসার
C) শিশুনাগ
D) চন্দ্রগুপ্ত মৌর্য

Ans:- B) বিম্বিসার

গুরুত্বপূর্ণ তথ্য:-

হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা বিম্বিসার ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক ।

মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা বিম্বিসার ।

ভারতীয় ইতিহাসে এই রাজবংশ ‘পিতৃহন্তা রাজবংশ’ নামে পরিচিত।

তিনি পুত্র অজাতশত্রুর হাতে নিহত হন।

গিরিব্রজে রাজধানী স্থাপন করে তার নাম দেন রাজগৃহ (বর্তমানে রাজগির)।

6. কুনিক উপাধি কে গ্রহণ করেছিলেন ?

A) বিম্বিসার
B) মহাপদ্মনন্দ
C) অজাতশত্রু
D) চন্দ্রগুপ্ত মৌর্য

Ans:- C) অজাতশত্রু

মগধের রাজা তাঁদের উপাধি
বিম্বিসারশ্রেনিক
অজাতশত্রুকুনিক
মহাপদ্মনন্দঅগ্রসেন
চন্দ্ৰগুপ্ত মৌর্যস্যান্ড্রোকোট্টাস

7. বৃজি আক্রমনের সময় অজাতশত্রু কোথায় দুর্গ নির্মাণ করেছিলেন ?

A) রাজগৃহ
B) পাটলিপুত্র
C) কাশী
D) কলিঙ্গ

Ans:- B) পাটলিপুত্র

গুরুত্বপূর্ণ তথ্য:-
● বৃজি আক্রমনের সময় অজাতশত্রু পাটলিপুত্ৰতে দুর্গ নির্মাণ করেছিলেন ।
●পাটলিপুত্র চতুর্দিকে জলবেষ্টিত হওয়াই একে ‘Water Fort’ বা ‘জলদূর্গ’ বলা হতো।

8. হর্ষঙ্ক বংশের পর কে মগধের সিংহাসন দখল করেন ?

(A) কালাশোক
(B) শিশুনাগ
(C) মহাপদ্মনন্দ
(D) উপরের কোনোটিই নয়

Ans:- (B) শিশুনাগ

শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ, যিনি হর্ষঙ্ক বংশের শেষ রাজা নাগদশককে হত্যা করে মগধে নতুন রাজবংশের সূচনা করেন।

9. শিশুনাগ বংশের রাজধানী কোথায় ছিল ?

A) পাটলিপুত্র
B) বৈশালী
C) গিরিব্রজ
D) রাজগৃহ

Ans:- B) বৈশালী

শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ তাঁর রাজধানী রাজগৃহ থেকে প্রথমে গিরিব্রজ ও পরে বৈশালীতে স্থানান্তরিত করেন।

10. শিশুনাগের পর শিশুনাগ বংশের সম্রাট কে ছিলেন ?

A) মহাপদ্মনন্দ
B) কালাশোক
C) নন্দীবর্ধন
D) উপরের কোনোটিই নয়

Ans:- B) কালাশোক

গুরুত্বপূর্ণ তথ্য:-

শিশুনাগের মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন তাঁর পুত্র কালাশোক বা কাকবর্ন।

11. কার শাসনাকালে দ্বিতীয় বৌদ্ধ পরিষদ বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল ?

A) শিশুনাগ
B) কালাশোক
C) নন্দীবর্ধন
D) নাগদশক

Ans:- B) কালাশোক

গুরুত্বপূর্ণ তথ্য:-

383 খ্রিস্টপূর্বে কালাশোকের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বৌদ্ধ পরিষদ (বৌদ্ধ-সঙ্গীতি) বৈশালীতে সংগঠিত হয়েছিল।

12. শিশুনাগ বংশের পর মগধের কোন রাজবংশ শাসন করেছিল ?

A) হর্ষঙ্ক বংশ
B) শিশুনাগ বংশ
C) নন্দ বংশ
D) মৌর্য বংশ

Ans:- C) নন্দ বংশ

13.মহাপদ্মনন্দ ও তাঁর আট জন পুত্রকে কি বলে অভিহিত করা হয় ?

A) মহাপদ্মনন্দ
B) নবনন্দ
C) অষ্টনন্দ
D) উপরের কোনোটিই নয়

Ans:- B) নবনন্দ

গুরুত্বপূর্ণ তথ্য:-

মহাপদ্মনন্দ ও তাঁর আট পুত্রকে একত্রে (‘নবনন্দ’ বলা হয়।

মহাপদ্মনন্দের পর তাঁর আট পুত্র পর পর সিংহাসনে বসেছিলেন ।

14. নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

A) বিম্বিসার
B) মহাপদ্মনন্দ
C) অজাতশত্রু
D) চন্দ্রগুপ্ত মৌর্য

Ans:- B) মহাপদ্মনন্দ

15. নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন ?

A) বিম্বিসার
B) মহাপদ্মনন্দ
C) ধননন্দ
D) চন্দ্রগুপ্ত মৌর্য

Ans:- C) ধননন্দ

নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ।
তিনি কঠোর শাসক ছিলেন ।

ধননন্দের সেনাপতির নাম ভদ্রশালী।
●গ্রিক নাম: অ্যাগ্রামেস বা জ্যান্ড্রামেস।

16.উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় ?

A) বিম্বিসার
B) অজাতশত্রু
C) মহাপদ্মনন্দ
D) শিশুনাগ

Ans:- C) মহাপদ্মনন্দ

গুরুত্বপূর্ণ তথ্য:-

মহাপদ্মনন্দ কে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট (‘First historical emperor) বলা হয় ।

ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য।

17. অ্যালেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন মগধের রাজা কে ছিলেন ?

A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) ধননন্দ
C) বিম্বিসার
D) মহাপদ্মনন্দ

Ans:- B) ধননন্দ

গুরুত্বপূর্ণ তথ্য:-

● ম্যাসিডনের রাজা গ্রীক বীর আলেকজাণ্ডারের ভারত আক্রমনের সময় (৩২৬ খ্রীষ্ট পূর্বাব্দ) মগধের রাজা ছিলেন ধননন্দ।

● আলেকজাণ্ডার ভারতে ছিলেন ১৯ মাস।

সম্পূর্ন ক্লাসটি ভিডিও আকারে দেখো :

The post মগধ সাম্রাজ্য । প্রাচীন ভারতের ইতিহাস । গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/indian-history-magadh-era-mcq/feed/ 0
ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার (Fundamental Rights) গুরুত্বপূর্ণ MCQ https://preronaacademy.com/fundamental-rights-mcq/ https://preronaacademy.com/fundamental-rights-mcq/#respond Thu, 23 Feb 2023 16:19:13 +0000 https://preronaacademy.com/?p=223 সংবিধানের মৌলিক অধিকার (Fundamental Rights Of Indian Constitution) মৌলিক অধিকার (fundamental Rights) ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে (Part -lll) ১২ থেকে

The post ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার (Fundamental Rights) গুরুত্বপূর্ণ MCQ appeared first on Prerona Academy.

]]>

সংবিধানের মৌলিক অধিকার (Fundamental Rights Of Indian Constitution)

মৌলিক অধিকার (fundamental Rights)

ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে (Part -lll) ১২ থেকে ৩৫ নম্বর ধারায় ভারতের নাগরিকদের মৌলিক অধিকার গুলি উল্লেখ করা হয়েছে।

মূল ভারতীয় সংবিধানে সাত(7) প্রকার মৌলিক অধিকারের উল্লেখ থাকলেও ১৯৭৮ খ্রিস্টাব্দের ৪৪তম সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে সম্পত্তির অধিকার 300 (A) ধারায় সংরক্ষিত আছে। বর্তমানে এটি সাধারণ আইনগত অধিকার।

বর্তমানে ভারতীয় সংবিধানে মোট মৌলিক অধিকার ৬ টি ।

সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকারের তালিকাভুক্ত নয়।

১৯৭৮ সালে ৪৪তম সংবিধান সংশোধনীর ফলে সম্পত্তির অধিকার এখন আইনি অধিকার।

সুতরাং বর্তমানে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা ৬টি। যথা –

১. সাম্যের অধিকার(Right to Equalitiy) (১৪-১৮ নং ধারা)
২. স্বাধীনতার অধিকার ( Right to Freedom) (১৯-২২ নং ধারা)
৩. শোষণের বিরুদ্ধে অধিকার (Right Against Exploitation) (২৩-২৪ নং ধারা)
৪. ধর্মীয় স্বাধীনতার অধিকার (Right to Freedom of Religion) ২৫-২৮ নং ধারা)
৫. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার (Cultural and Educational Rights) (২৯-৩০ নং ধারা)
৬. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (Right to constitutional Remedies) (৩২ – ৩৫ নং ধারা)

১২ নং ধারা :- কেন্দ্র ও রাজ্য সরকারের অধিকরণ আইন সভার কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রের সংজ্ঞা ও বর্ণনা দেওয়া আছে।

১৩নং ধারা :- মৌলিক অধিকার গুলির সাথে সংগতিহীন আইন অথবা মৌলিক অধিকারগুলি কে খর্ব করে এমন আইন বাতিল যোগ্য বলা আছে।

মৌলিক অধিকার

১ সাম্যের অধিকার (Right to Equalitiy)

ধারাবিষয়বস্তু
১৪‘আইনের দৃষ্টিতে সমতা’ (Equality before the low or the real protection of the law)
১৫বৈষম্যের নিষেধাজ্ঞা
১৬সরকারী চাকরিতে নিয়োগের সমানাধিকার
১৭অস্পৃশ্যতা বিলুপ্তি
১৮খেতাব নিষিদ্ধকরণ

২ স্বাধীনতার অধিকার (Right to Freedom)

ধারাবিষয়বস্তু
১৯এই ধারায় ৬ প্রকার অধিকার সংযোজিত আছে, সেগুলি হল-
ক) স্বাধীনভাবে বাক্ ও মতামত প্রকাশের অধিকার;
খ) শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার;
গ) ইউনিয়ন গঠন/ সংঘ/ সমিতি গঠনের অধিকার;
ঘ) দেশের সর্বত্র চলাফেরা করার অধিকার;
ঙ) ভারত ভূখণ্ডের যেকোনো অংশে থাকা বা বসবাসের অধিকার;
চ) যেকোনো বৃত্তি, পেশা বা ব্যবসা-বাণিজ্য করার অধিকার।
২০দোষী সাব্যস্ত হওয়া ও শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা ।
২১জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার।
২২গ্রেপ্তারি ও আটক হওয়া থেকে সুরক্ষা।

৩ শোষণের বিরুদ্ধে অধিকার (Right against Exploitation)

ধারাবিষয়বস্তু
২৩বিনা বেতনে বেগার খাটানো, মানুষ ক্রয় বিক্রয়, শক্তিপ্রয়োগ দ্বারা শ্রমদান নিষিদ্ধকরণ।
২৪শিশুশ্রম নিষিদ্ধকরণ(১৪বছরের কম বয়সের শিশুদের কারখানা বা খনির কাজে লাগানো নিষিদ্ধ করা হয়েছে।)।

8 ধর্মীয় স্বাধীনতার অধিকার (Right to Freedom of Religion)

ধারাবিষয়বস্তু
২৫বিবেকের স্বাধীনতা, ধর্মস্বীকার, ধর্মপালন ও ধর্মপ্রচারের স্বাধীনতা।
২৬ধর্মীয় কার্যাবলী পরিচালনের স্বাধীনতা।
২৭ধর্মীয় প্রচারের উদ্দেশ্যে কর আদায় নিষিদ্ধকরণ ।
২৮শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদানে নিষিদ্ধকরণ।

৫. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার (Cultural and Educational Rights)

ধারাবিষয়বস্তু
২৯সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ।
৩০শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার জন্য সংখ্যালঘুদের অধিকার।

৬. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (Right to Constitutional Remedies)

ধারাবিষয়বস্তু
৩২মৌলিক অধিকারগুলিকে যথাযথভাবে কার্যকর করার জন্য এবং মৌলিক অধিকারগুলির পবিত্রতা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে সংবিধানে যে অধিকারগুলি লিপিবদ্ধ হয়েছে, তাদের বলে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার।
সংবিধানের এই ধারা অনুযায়ী যে কোন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে।
সংবিধানের এই ধারাকে সংবিধানের মূল স্তম্ভ বলা হয়(Heart & Soul of the Constitution)।
ডঃ বি আর আম্বেদকর এই ধারাকে ভারতীয় সংবিধানের আত্মা বলে বর্ণনা করেছে।
ভারতীয় সংবিধানের ৩২নং‌ ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকগণ কোনাে মৌলিক অধিকার ক্ষুন্ন হলে তা বলবৎ ও কার্যকর করার জন্য সুপ্রিমকোর্টের নিকট আবেদন করতে পারে। সুপ্রিমকোর্ট মৌলিক অধিকারগুলি বলবৎ ও কার্যকর করার জন্য
পাঁচ প্রকার লেখ, নির্দেশ বা আদেশ জারি করতে পারে। পাঁচ প্রকার লেখ(writ) গুলি হল-
১) বন্দি প্রত্যক্ষীকরণ (Habeas Corpus) ল্যাটিন শব্দ, অর্থ- ‘সশরীরে হাজির করা’।
২)পরমাদেশ (Mandamas) ল্যাটিন শব্দ , ইংরেজি অর্থ ‘We Order’।
৩) প্রতিষেধ (Prohibition) শব্দার্থ ‘ নিষেধ করা’।
৪) অধিকার পৃচ্ছা (Quo- warranto) শব্দার্থ ‘কোন অধিকারে’।
৫) উৎপ্রেষণ (Certiorari) শব্দার্থ ‘বিশেষভাবে জ্ঞাত হওয়া’।

অনুরূপভাবে, ভারতীয় সংবিধানের ২২৬ নং ধারা অনুযায়ী অঙ্গরাজ্যগুলির হাইকোর্টসমূহও আদেশ বা নির্দেশ জারি করে অধিকারগুলি সংরক্ষণের ব্যবস্থা করতে পারে। তবে হাইকোর্টের এই ক্ষমতা কোনােভাবেই সুপ্রিমকোর্টের ক্ষমতাকে ক্ষুন্ন করতে পারে না।
৩৩এই পদে বর্ণিত অধিকার গুলি পরিবর্তন ও প্রয়োগের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে।
৩৪সামরিক আইন জারি থাকলে এই অধিকার গুলির উপর বিভিন্ন নিষেধ জারি করা।
৩৫এই অধিকার গুলি সুনিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করা।

সম্পূর্ণ ক্লাসটিকে ভিডিও আকারে দেখতে নিচের লিংকে ক্লিক করো

মৌলিক অধিকার

ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার গুরুত্বপূর্ণ MCQs ( Asked in Various Competitive Exams)

1. ভারতে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?

A) ইংল্যান্ড
B) রাশিয়া
C) নিউজিল্যান্ড
D) মার্কিন যুক্তরাষ্ট্র

ans:- D) মার্কিন যুক্তরাষ্ট্র

2. ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে ?

A)দ্বিতীয় অধ্যায়
B) চতুর্থ অধ্যায়ে
C) তৃতীয় অধ্যায়ে
D) কোনটিই নয়

ans:- C) তৃতীয় অধ্যায়ে

3. সম্পত্তির অধিকার হ’ল একটি –

A) মৌলিক অধিকার
B) আইনি অধিকার
C) শোষণের বিরুদ্ধে অধিকার
D) সাম্যের অধিকার

ans:- B) আইনি অধিকার

4. সংবিধানের রচয়িতারা নির্দেশাত্মক নীতির ধারণাটি নিয়েছিলেন –

A) আইরিশ প্রজাতন্ত্রের সংবিধান থেকে
B) ভারত সরকার আইন ১৯৩৫ থেকে
C) U.S.S.R-এর সংবিধান থেকে
D) সুইজারল্যান্ডের সংবিধান থেকে

ans:- A) আইরিশ প্রজাতন্ত্রের সংবিধান থেকে

5. ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন ?

A) ২২নং ধারায়
B) ১৯ নং ধারায়
C) ১৮ নং ধারায়
d) ১৪ নং ধারায়

ans:- C) ১৮ নং ধারায়

6. ভারতীয় সংবিধানের জনকল্যাণমুখী রাষ্ট্রের ধারণাটি আছে –

A) সংবিধানের প্রস্তাবনায়
B) মৌলিক অধিকারে
C) চতুর্থ তালিকায়
D) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহে

ans:- D) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহে

7. সবার জন্য শিক্ষার অধিকার ৬-১৪ বছর বয়সে এটা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারে আনা হয় –

A) ১৯৯৮
B) ২০০১
C) ২০০২
D) ২০০০

ans:- C) ২০০২

গুরুত্বপূর্ণ তথ্য :

• উক্ত মৌলিক অধিকারটি ২১-ক ধারায় সংযোজিত হয়।

• ২০০২ সালের ৮৬তম সংবিধান সংশোধনী আইন অনুসারে – ‘ছয় থেকে চোদ্দ বছর বয়সের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে।

8. নিম্নোক্ত অধিকার সমূহের মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয় ? (WBCS 2000)

A) সাম্যের অধিকার
B) স্বাধীনতার অধিকার
C) সম্পত্তির অধিকার
D) শোষনের বিরুদ্ধে অধিকার

ans:- C) সম্পত্তির অধিকার

গুরুত্বপূর্ণ তথ্য :
● ১৯৭৮ সালের ৪৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ পড়েছে। বর্তমানে সম্পত্তির অধিকার ৩০০ (ক) ধারায় সংরক্ষিত আছে। বর্তমানে এটি সাধারণ আইনগত অধিকার।

9. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় ? (WBCS 2005)

A) সমতার অধিকার
B) ধর্মীয় স্বাধীনতার অধিকার
C) ধর্মঘট করার অধিকার
D) শোষণের বিরুদ্ধে অধিকার

ans:- C) ধর্মঘট করার অধিকার

10. ডাঃ বি. আর. আম্বেদকর নিম্নলিখিত কোন ধারাকে সংবিধানের হৃদয় ও প্রাণ বলে অভিহিত করেছিলেন ?

A) ধারা ৩২
B) ধারা ১৯
C) ধারা ৩৫০
D) ধারা ৩৬৩

Ans:- A) ধারা ৩২

11. ‘বাক স্বাধীনতা’ হল একটি- (WBCS 2013)

A) মৌলিক অধিকার (Fundamental Right)
B) নির্দেশক নীতিভিত্তিক (Directive Principle) অধিকার
C) রাজ্য বিধানসভা প্রণীত অধিকার
D) উপরের কোনটিই নয়

ans:- A) মৌলিক অধিকার (Fundamental Right)

12. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? (WBCS 2016)

A) ১০ নং ধারা
B) ১১ নং ধারা
C) ১২ নং ধারা
D) ১৩ নং ধারা

ans:- C) ১২ নং ধারা

13. ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার ‘অস্পৃশ্যতা’র অবলুপ্তি ঘটানো হয়েছে ?

A) ১২ নং ধারা
B) ১৫ নং ধারা
C) ১৬ নং ধারা
D) ১৭ নং ধারা

ans:- D) ১৭ নং ধারা

14. ভারতীয় সংবিধানের কত নং ধারায় ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজস্ব পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার স্বীকৃত হয়েছে ?

A) ধারা ২১
B) ধারা ২৪
C) ধারা ৩২
D) ধারা ৩০

ans:- D) ধারা ৩০

15. ভারতীয় সংবিধানের 25-28 নং ধারাটি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত ?

A) স্বাধীনতার অধিকার
B) সমতার অধিকার
C) ধর্মের স্বাধীনতা
D) সাংবিধানিক প্রতিকার

ans:-C) ধর্মের স্বাধীনতা

16. বছরের কম বয়সী শিশুদের খনি বা কারখানা বা অন্য কোন কাজে নিয়োগ করা নিষিদ্ধ সংবিধানের কোন ধারা অনুসারে ?

A) ধারা ২১
B) ধারা ২৪
C) ধারা ২২
D) ধারা ৩২

ans:-B) ধারা ২৪

17. কত নং ধারা অনুযায়ী সুপ্রিমকোর্ট লেখ (Writ) জারি করতে পারে ?

A) ধারা ২১
B) ধারা ২৪
C) ধারা ২২
D) ধারা ৩২

ans:- D) ধারা ৩২

18. কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ কথাটি সংযোজন হয়েছে ?

A) ১০১তম সংশোধনী
B) ৪৪তম সংশোধনী
C) ৪২তম সংশোধনী
D) কোনটিই নয়

ans:- C) ৪২তম সংশোধনী

Try Now : Fundamental Rights 10 Marks MCQ Mock Test

ভারতীয় সংবিধান এর গুরুত্বপূর্ণ অংশ – মৌলিক অধিকার নিয়ে ক্লাসটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাও। সমস্ত ক্লাসগুলি ভিডিও আকারে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত থাকো।

The post ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার (Fundamental Rights) গুরুত্বপূর্ণ MCQ appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/fundamental-rights-mcq/feed/ 0
SLST PT । সিন্ধু ও হরপ্পা সভ্যতা । ৩০ টি গুরুত্বপূর্ণ MCQ – Prerona Academy https://preronaacademy.com/indus-valley-30-mcq/ https://preronaacademy.com/indus-valley-30-mcq/#respond Tue, 03 Jan 2023 18:14:08 +0000 https://preronaacademy.com/?p=183 প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় – হরপ্পা ও সিন্ধু সভ্যতা। বিগত বছরগুলিতে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলিতে হরপ্পা ও সিন্ধু সভ্যতা

The post SLST PT । সিন্ধু ও হরপ্পা সভ্যতা । ৩০ টি গুরুত্বপূর্ণ MCQ – Prerona Academy appeared first on Prerona Academy.

]]>

প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় – হরপ্পা ও সিন্ধু সভ্যতা। বিগত বছরগুলিতে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলিতে হরপ্পা ও সিন্ধু সভ্যতা থেকে আগত বিভিন্ন প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হলো।

নিম্নের প্রশ্নগুলি – SLST PT , WBCS , SSC , Railways সহ সমস্ত চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

1. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল ?

(a) কৃষি ও পশুপালন
(b) মৃৎশিল্প
(c) শিকার
(d) বাণিজ্য

ans:- (a) কৃষি ও পশুপালন

গুরুত্বপূর্ণ তথ্য:- সিন্ধু সভ্যতায় ঘোড়ার অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না।

2. সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না ?

(a) লোহা
(b) তামা
(c) ব্রোঞ্জ
(d) রুপা

ans:- (a) লোহা

গুরুত্বপূর্ণ তথ্য:- তামা ও টিন সংমিশ্রণে প্রস্তুত ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি এই সভ্যতার অন্যন্য নিদর্শন। কিন্তু এরা লোহার ব্যবহার জানতো না।

3. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি হরপ্পার শিলালিপি ?(WBCS 1999)

(a) প্রোটো দ্রাবিড়
(b) সংস্কৃতি
(c) চিত্রলিপি
(d) সুমেরীয়

ans:- (c) চিত্রলিপি

গুরুত্বপূর্ণ তথ্য :- হরপ্পা লিপি ডানদিক থেকে বাঁদিকে লেখা হয় এবং পরের লাইন বাঁদিক থেকে ডানদিকে লেখা হয় এই পদ্ধতিকে বলা হয় ‘বাউস্ট্রোফেডন’।

সিন্ধু বা হরপ্পা সভ্যতা হল ব্রোঞ্জ বা চালকোলিথিক যুগের সভ্যতা, তামা ও পাথরের তৈরী বিভিন্ন বস্তুর নির্দশন এই সভ্যতার নানা স্থান থেকে আবিষ্কৃত হয়েছে।

4. সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে ? (WBCS 2009)

(a) স্যার লিওনার্ড উলি
(b) ভি.এস. আগারওয়াল
(c) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
(d) এ এল ব্যাসম

ans:-(c) রাখালদাস বন্দ্যোপাধ্যায়

5. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল –

(a) লোহা
(b) অ্যালুমিনিয়াম
(c) দস্তা
(d) তামা

ans:-(d) তামা

6. হরপ্পার কোন্ অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ? (WBCS 2016)

(a) লোথাল
(b) কালিবঙ্গান
(c) রোপার
(d) কোটদিজি

Ans:- (a) লোথাল

গুরুত্বপূর্ণ তথ্য:- ধানের চাষ সম্পর্কিত নিদর্শন পাওয়া গেছে কেবল লোথাল ও রংপুরে(গুজরাটে)।

7. হরপ্পা সভ্যতার মানুষ নিম্নের কোন দেবতার পুজো করতেন না ?

(a) বিষ্ণু
(b) শিব
(c) পায়রা
(d) ষাঁড়

Ans:-(a) বিষ্ণু

8. সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল –

(a) নগর পরিকল্পনা
(b) ধর্মীয় জীবনযাপন
(c) সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা
(d) উপরের কোনোটিই নয়

ans:-(a) নগর পরিকল্পনা

9. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ? (WBCS 2017)

(a) মহেঞ্জোদারো
(b) সুকতাজেনদোর
(c) কালিবঙ্গান
(d) লোথাল

ans:- (c) কালিবঙ্গান

10. সিন্ধু সভ্যতার কোন স্থানটি পাঞ্জাবের রাভি নদীর তীরে অবস্থিত ?

(a) হরপ্পা
(b) মহেঞ্জোদারো
(c) লোথাল
(d) আলমগীরপুর

Ans:- (a) হরপ্পা

11. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ?

(a) তাম্রপ্রস্তর যুগ
(b) লৌহ যুগ
(c) সুবর্ণ যুগ
(d) নব্য প্রস্তর যুগ

Ans:- (a) তাম্রপ্রস্তর যুগ

গুরুত্বপূর্ণ তথ্য:- ভারতে প্রাচীন নব্যপ্রস্তর যুগের নিদর্শন হল মেহেরগড়।

12. মহেঞ্জোদারো-র ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন ?

(a) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
(b) দয়ারাম সাহানি
(c) জন মার্শাল
(d) বি.বি. লাল

ans:- (a) রাখালদাস বন্দ্যোপাধ্যায়

গুরুত্বপূর্ণ তথ্য :- 1922 সালে প্রত্নতত্ত্ববিদ স্যার জন মার্শালের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন।

1921 সালে রায়বাহাদুর দয়ারাম সাহানী সিন্ধু সভ্যতার অন্যতম নিদর্শন হরপ্পা আবিষ্কার করেন।

13. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত ?

(a) চীন
(b) ইরান
(c) রাশিয়া
(d) সুমেরু

Ans:- (d) সুমেরু

গুরুত্বপূর্ণ তথ্য:- সুমেরু হরপ্পা অঞ্চল মেহুলা নামে পরিচিত ছিল। হরপ্পা সভ্যতা মেসোপটেমিয়া ও সুমেরীয় সভ্যতার সমসাময়িক।

14. সিন্ধু সভ্যতার অন্যতম বন্দর লোথাল কোথায় অবস্থিত ?

(a) গুজরাট
(b) রাজস্থান
(c) পাঞ্জাব
(d) হরিয়ানা

ans:- (a) গুজরাট

15.সিন্ধু সভ্যতার কোন স্থানকে বন্দর শহর বলা হয় ?

(a) চানহুদরো
(b) হরপ্পা
(c) রোপার
(d) লোথাল

ans:- (d) লোথাল

16. সিন্ধু সভ্যতার মানুষের ব্যবহার করা প্রথম ধাতু কোনটি ?

(a) রুপা
(b) সোনা
(c) তামা
(d) লোহা

ans:- (c)তামা

17. মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত ?

(a) শতদ্রু
(b) সিন্ধু
(c) ঘর্ঘরা
(d) রাভি

ans:- (b) সিন্ধু

গুরুত্বপূর্ণ তথ্য:- সিন্ধু নদের ডান তীরে অবস্থিত মহেঞ্জোদারো হল দক্ষিণ এশিয়ার প্রথম​ ঘোষিত একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান। মহেঞ্জোদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান ,যা সিন্ধু নদীর তীরে অবস্থিত।

18. সিন্ধু সভ্যতাকে বলা হয় – (WBCS 2006) –

(a) শহর ভিত্তিক
(b) গ্রাম ভিত্তিক
(c) প্রস্তর যুগীয়
(d) লৌহ যুগীয়

ans:- (a) শহর ভিত্তিক

গুরুত্বপূর্ণ তথ্য:- বৈদিক সভ্যতা ছিল গ্রাম ভিত্তিক সভ্যতা।

19. কার্পাস বা তুলোর চাষ প্রথম শুরু করে নিম্নের কোন সভ্যতার মানুষ ?

(a) হরপ্পা সভ্যতা
(b) মেহেরগড় সভ্যতা
(c) সিন্ধু সভ্যতা
(d) উপরের কোনোটিই নয়।

Ans:- (b) মেহেরগড় সভ্যতা

20. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে ?

(a) মহেঞ্জোদারো
(b) লোথাল
(c) হরপ্পা
(d) কালিবঙ্গান

ans:- (a) মহেঞ্জোদারো

গুরুত্বপূর্ণ তথ্য:- মহেঞ্জোদারোতে একটি দুর্গ ছিল এবং দুর্গ অঞ্চলেই সর্বসাধারনের ব্যবহারোপযোগী একটি বিরাট বাঁধানো স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এটি দৈর্ঘ্যে 180 ফুট ও প্রস্থে 108 ফুট এবং এর চারিদিকে ঘিরে আছে 8 ফুট উঁচু ইটের দেওয়াল।

মহেঞ্জোদারোতে একটি ব্রোঞ্জের নর্তকীর মূর্তি পাওয়া গেছে।

মহেঞ্জোদারোতে একটি বৃহৎ শস্যাগার পাওয়া গেছে।

21. মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে ?

(a) 1978 সালে
(b) 1963 সালে
(c) 1958 সালে
(d) 1974 সালে

ans:- (d) 1974 সালে

গুরুত্বপূর্ণ তথ্য :- মেহেরগড় সভ্যতা হল নব্য প্রস্তর যুগের একটি কৃষি কেন্দ্রিক সভ্যতা। এবং ভারতের প্রাচীনতম সভ্যতার নিদর্শন।

অবস্থান :- পাকিস্তানের বালুচিস্তানের কাচ্চি জেলার‌ বােলান গিরিপথের ধারে মেহেরগড় প্রত্নক্ষেত্রের (প্রায় ৫০০ একর জুড়ে) অবস্থান।

মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো।

মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রথম গবেষণা নিবন্ধন প্রকাশিত হয় ‘ সায়েন্টিফিক আমেরিকান’ নামক মার্কিন পত্রিকায়।

22. সিন্ধু সভ্যতার কোনটি একটি বড় বন্দর ছিল ? (WBCS 2014)

(a) লোথাল
(b) কালিবঙ্গান
(c) চানহুদাড়ো
(d) মেহেরগড়

ans:- (a) লোথাল

গুরুত্বপূর্ণ তথ্য :- লোথাল গুজরাটে অবস্থিত। এটি ভোগওয়া নদীর তীরে অবস্থিত।

কালিবঙ্গানে একটি বড় কর্ষিত ভূমির নিদর্শন পাওয়া গেছে।

23. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল ? (WBCS 2015)

(a) হরপ্পা
(b) লোথাল
(c) ধোলাভিরা
(d) সুরকোটাডা

ans:- (b) লোথাল

গুরুত্বপূর্ণ তথ্য:- গুজরাটের লোথাল ছিল হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্য বন্দর তথা ভারতবর্ষের প্রাচীনতম বন্দর।

24. নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ?

(a) সুরকোটাডা
(b) লোথাল
(c) ধোলাভিরা
(d) বানওয়ালি

Ans:- (d) বানওয়ালি

গুরুত্বপূর্ণ তথ্য :- বানওয়ালি হরিয়ানাতে অবস্থিত।

25. সিন্ধু সভ্যতার কোন স্থানটি পাঞ্জাবের রাভি নদীর তীরে অবস্থিত ?

(a) হরপ্পা
(b) মহেঞ্জোদারো
(c) লোথাল
(d) আলমগীরপুর

ans:- (a) হরপ্পা

26. মহেঞ্জোদাড়ো কথাটির প্রচলিত অর্থ কি ?

(a) মৃতের স্তূপ
(b) জীবন্তদের স্তূপ
(c) উত্তরজীবীদের স্তূপ
(d) বীরদের স্তূপ

ans:-(a) মৃতের স্তূপ

27. হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয় ?

(a) 1921 খ্রিস্টাব্দে
(b) 1935 খ্রিস্টাব্দে
(c) 1942 খ্রিস্টাব্দে
(d) 1901 খ্রিস্টাব্দে

ans:- (a) 1921 খ্রিস্টাব্দে

গুরুত্বপূর্ণ তথ্য:- হরপ্পা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা। স্যার জন মার্শাল এর তত্ত্বাবধানে দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে পাঞ্জাবের মন্টোগোমারি জেলায় ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা আবিষ্কার করেন।

28. ‘হরপ্পা’ কথাটির অর্থ কি ?

(a) মৃতের স্তূপ
(b) মৃতের ধ্বংসাবশেষ
(c) পশুপতির খাদ্য
(d) পশুপতি

ans:- (c) পশুপতির খাদ্য

29. নীচের সিন্ধু উপত্যকার স্থানগুলির মধ্যে কোনটি কালো চুরির শহর হিসাবেও পরিচিত ?

(a) লোথাল
(b) সুরকোটাডা
(c) কালিবঙ্গান
(d) মহেঞ্জোদারো

Ans:- (c) কালিবঙ্গান

30. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে ? (WBCS 2019)

(a) প্রতাপগড়
(b) মেহেরগড়
(c) কোয়েটা
(d) কালাট

ans:- (b) মেহেরগড়

The post SLST PT । সিন্ধু ও হরপ্পা সভ্যতা । ৩০ টি গুরুত্বপূর্ণ MCQ – Prerona Academy appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/indus-valley-30-mcq/feed/ 0