HistoryPoliceSSCWBCS

SLST PT । সিন্ধু ও হরপ্পা সভ্যতা । ৩০ টি গুরুত্বপূর্ণ MCQ – Prerona Academy

প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় – হরপ্পা ও সিন্ধু সভ্যতা। বিগত বছরগুলিতে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলিতে হরপ্পা ও সিন্ধু সভ্যতা থেকে আগত বিভিন্ন প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হলো।

নিম্নের প্রশ্নগুলি – SLST PT , WBCS , SSC , Railways সহ সমস্ত চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

1. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল ?

(a) কৃষি ও পশুপালন
(b) মৃৎশিল্প
(c) শিকার
(d) বাণিজ্য

ans:- (a) কৃষি ও পশুপালন

গুরুত্বপূর্ণ তথ্য:- সিন্ধু সভ্যতায় ঘোড়ার অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না।

2. সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না ?

(a) লোহা
(b) তামা
(c) ব্রোঞ্জ
(d) রুপা

ans:- (a) লোহা

গুরুত্বপূর্ণ তথ্য:- তামা ও টিন সংমিশ্রণে প্রস্তুত ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি এই সভ্যতার অন্যন্য নিদর্শন। কিন্তু এরা লোহার ব্যবহার জানতো না।

3. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি হরপ্পার শিলালিপি ?(WBCS 1999)

(a) প্রোটো দ্রাবিড়
(b) সংস্কৃতি
(c) চিত্রলিপি
(d) সুমেরীয়

ans:- (c) চিত্রলিপি

গুরুত্বপূর্ণ তথ্য :- হরপ্পা লিপি ডানদিক থেকে বাঁদিকে লেখা হয় এবং পরের লাইন বাঁদিক থেকে ডানদিকে লেখা হয় এই পদ্ধতিকে বলা হয় ‘বাউস্ট্রোফেডন’।

সিন্ধু বা হরপ্পা সভ্যতা হল ব্রোঞ্জ বা চালকোলিথিক যুগের সভ্যতা, তামা ও পাথরের তৈরী বিভিন্ন বস্তুর নির্দশন এই সভ্যতার নানা স্থান থেকে আবিষ্কৃত হয়েছে।

4. সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে ? (WBCS 2009)

(a) স্যার লিওনার্ড উলি
(b) ভি.এস. আগারওয়াল
(c) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
(d) এ এল ব্যাসম

ans:-(c) রাখালদাস বন্দ্যোপাধ্যায়

5. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল –

(a) লোহা
(b) অ্যালুমিনিয়াম
(c) দস্তা
(d) তামা

ans:-(d) তামা

6. হরপ্পার কোন্ অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ? (WBCS 2016)

(a) লোথাল
(b) কালিবঙ্গান
(c) রোপার
(d) কোটদিজি

Ans:- (a) লোথাল

গুরুত্বপূর্ণ তথ্য:- ধানের চাষ সম্পর্কিত নিদর্শন পাওয়া গেছে কেবল লোথাল ও রংপুরে(গুজরাটে)।

7. হরপ্পা সভ্যতার মানুষ নিম্নের কোন দেবতার পুজো করতেন না ?

(a) বিষ্ণু
(b) শিব
(c) পায়রা
(d) ষাঁড়

Ans:-(a) বিষ্ণু

8. সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল –

(a) নগর পরিকল্পনা
(b) ধর্মীয় জীবনযাপন
(c) সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা
(d) উপরের কোনোটিই নয়

ans:-(a) নগর পরিকল্পনা

9. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ? (WBCS 2017)

(a) মহেঞ্জোদারো
(b) সুকতাজেনদোর
(c) কালিবঙ্গান
(d) লোথাল

ans:- (c) কালিবঙ্গান

10. সিন্ধু সভ্যতার কোন স্থানটি পাঞ্জাবের রাভি নদীর তীরে অবস্থিত ?

(a) হরপ্পা
(b) মহেঞ্জোদারো
(c) লোথাল
(d) আলমগীরপুর

Ans:- (a) হরপ্পা

11. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ?

(a) তাম্রপ্রস্তর যুগ
(b) লৌহ যুগ
(c) সুবর্ণ যুগ
(d) নব্য প্রস্তর যুগ

Ans:- (a) তাম্রপ্রস্তর যুগ

গুরুত্বপূর্ণ তথ্য:- ভারতে প্রাচীন নব্যপ্রস্তর যুগের নিদর্শন হল মেহেরগড়।

12. মহেঞ্জোদারো-র ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন ?

(a) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
(b) দয়ারাম সাহানি
(c) জন মার্শাল
(d) বি.বি. লাল

ans:- (a) রাখালদাস বন্দ্যোপাধ্যায়

গুরুত্বপূর্ণ তথ্য :- 1922 সালে প্রত্নতত্ত্ববিদ স্যার জন মার্শালের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন।

1921 সালে রায়বাহাদুর দয়ারাম সাহানী সিন্ধু সভ্যতার অন্যতম নিদর্শন হরপ্পা আবিষ্কার করেন।

13. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত ?

(a) চীন
(b) ইরান
(c) রাশিয়া
(d) সুমেরু

Ans:- (d) সুমেরু

গুরুত্বপূর্ণ তথ্য:- সুমেরু হরপ্পা অঞ্চল মেহুলা নামে পরিচিত ছিল। হরপ্পা সভ্যতা মেসোপটেমিয়া ও সুমেরীয় সভ্যতার সমসাময়িক।

14. সিন্ধু সভ্যতার অন্যতম বন্দর লোথাল কোথায় অবস্থিত ?

(a) গুজরাট
(b) রাজস্থান
(c) পাঞ্জাব
(d) হরিয়ানা

ans:- (a) গুজরাট

15.সিন্ধু সভ্যতার কোন স্থানকে বন্দর শহর বলা হয় ?

(a) চানহুদরো
(b) হরপ্পা
(c) রোপার
(d) লোথাল

ans:- (d) লোথাল

16. সিন্ধু সভ্যতার মানুষের ব্যবহার করা প্রথম ধাতু কোনটি ?

(a) রুপা
(b) সোনা
(c) তামা
(d) লোহা

ans:- (c)তামা

17. মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত ?

(a) শতদ্রু
(b) সিন্ধু
(c) ঘর্ঘরা
(d) রাভি

ans:- (b) সিন্ধু

গুরুত্বপূর্ণ তথ্য:- সিন্ধু নদের ডান তীরে অবস্থিত মহেঞ্জোদারো হল দক্ষিণ এশিয়ার প্রথম​ ঘোষিত একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান। মহেঞ্জোদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান ,যা সিন্ধু নদীর তীরে অবস্থিত।

18. সিন্ধু সভ্যতাকে বলা হয় – (WBCS 2006) –

(a) শহর ভিত্তিক
(b) গ্রাম ভিত্তিক
(c) প্রস্তর যুগীয়
(d) লৌহ যুগীয়

ans:- (a) শহর ভিত্তিক

গুরুত্বপূর্ণ তথ্য:- বৈদিক সভ্যতা ছিল গ্রাম ভিত্তিক সভ্যতা।

19. কার্পাস বা তুলোর চাষ প্রথম শুরু করে নিম্নের কোন সভ্যতার মানুষ ?

(a) হরপ্পা সভ্যতা
(b) মেহেরগড় সভ্যতা
(c) সিন্ধু সভ্যতা
(d) উপরের কোনোটিই নয়।

Ans:- (b) মেহেরগড় সভ্যতা

20. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে ?

(a) মহেঞ্জোদারো
(b) লোথাল
(c) হরপ্পা
(d) কালিবঙ্গান

ans:- (a) মহেঞ্জোদারো

গুরুত্বপূর্ণ তথ্য:- মহেঞ্জোদারোতে একটি দুর্গ ছিল এবং দুর্গ অঞ্চলেই সর্বসাধারনের ব্যবহারোপযোগী একটি বিরাট বাঁধানো স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এটি দৈর্ঘ্যে 180 ফুট ও প্রস্থে 108 ফুট এবং এর চারিদিকে ঘিরে আছে 8 ফুট উঁচু ইটের দেওয়াল।

মহেঞ্জোদারোতে একটি ব্রোঞ্জের নর্তকীর মূর্তি পাওয়া গেছে।

মহেঞ্জোদারোতে একটি বৃহৎ শস্যাগার পাওয়া গেছে।

21. মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে ?

(a) 1978 সালে
(b) 1963 সালে
(c) 1958 সালে
(d) 1974 সালে

ans:- (d) 1974 সালে

গুরুত্বপূর্ণ তথ্য :- মেহেরগড় সভ্যতা হল নব্য প্রস্তর যুগের একটি কৃষি কেন্দ্রিক সভ্যতা। এবং ভারতের প্রাচীনতম সভ্যতার নিদর্শন।

অবস্থান :- পাকিস্তানের বালুচিস্তানের কাচ্চি জেলার‌ বােলান গিরিপথের ধারে মেহেরগড় প্রত্নক্ষেত্রের (প্রায় ৫০০ একর জুড়ে) অবস্থান।

মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো।

মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রথম গবেষণা নিবন্ধন প্রকাশিত হয় ‘ সায়েন্টিফিক আমেরিকান’ নামক মার্কিন পত্রিকায়।

22. সিন্ধু সভ্যতার কোনটি একটি বড় বন্দর ছিল ? (WBCS 2014)

(a) লোথাল
(b) কালিবঙ্গান
(c) চানহুদাড়ো
(d) মেহেরগড়

ans:- (a) লোথাল

গুরুত্বপূর্ণ তথ্য :- লোথাল গুজরাটে অবস্থিত। এটি ভোগওয়া নদীর তীরে অবস্থিত।

কালিবঙ্গানে একটি বড় কর্ষিত ভূমির নিদর্শন পাওয়া গেছে।

23. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল ? (WBCS 2015)

(a) হরপ্পা
(b) লোথাল
(c) ধোলাভিরা
(d) সুরকোটাডা

ans:- (b) লোথাল

গুরুত্বপূর্ণ তথ্য:- গুজরাটের লোথাল ছিল হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্য বন্দর তথা ভারতবর্ষের প্রাচীনতম বন্দর।

24. নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ?

(a) সুরকোটাডা
(b) লোথাল
(c) ধোলাভিরা
(d) বানওয়ালি

Ans:- (d) বানওয়ালি

গুরুত্বপূর্ণ তথ্য :- বানওয়ালি হরিয়ানাতে অবস্থিত।

25. সিন্ধু সভ্যতার কোন স্থানটি পাঞ্জাবের রাভি নদীর তীরে অবস্থিত ?

(a) হরপ্পা
(b) মহেঞ্জোদারো
(c) লোথাল
(d) আলমগীরপুর

ans:- (a) হরপ্পা

26. মহেঞ্জোদাড়ো কথাটির প্রচলিত অর্থ কি ?

(a) মৃতের স্তূপ
(b) জীবন্তদের স্তূপ
(c) উত্তরজীবীদের স্তূপ
(d) বীরদের স্তূপ

ans:-(a) মৃতের স্তূপ

27. হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয় ?

(a) 1921 খ্রিস্টাব্দে
(b) 1935 খ্রিস্টাব্দে
(c) 1942 খ্রিস্টাব্দে
(d) 1901 খ্রিস্টাব্দে

ans:- (a) 1921 খ্রিস্টাব্দে

গুরুত্বপূর্ণ তথ্য:- হরপ্পা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা। স্যার জন মার্শাল এর তত্ত্বাবধানে দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে পাঞ্জাবের মন্টোগোমারি জেলায় ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা আবিষ্কার করেন।

28. ‘হরপ্পা’ কথাটির অর্থ কি ?

(a) মৃতের স্তূপ
(b) মৃতের ধ্বংসাবশেষ
(c) পশুপতির খাদ্য
(d) পশুপতি

ans:- (c) পশুপতির খাদ্য

29. নীচের সিন্ধু উপত্যকার স্থানগুলির মধ্যে কোনটি কালো চুরির শহর হিসাবেও পরিচিত ?

(a) লোথাল
(b) সুরকোটাডা
(c) কালিবঙ্গান
(d) মহেঞ্জোদারো

Ans:- (c) কালিবঙ্গান

30. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে ? (WBCS 2019)

(a) প্রতাপগড়
(b) মেহেরগড়
(c) কোয়েটা
(d) কালাট

ans:- (b) মেহেরগড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X