Prerona Academy https://preronaacademy.com/ Just another WordPress site Thu, 25 Apr 2024 18:46:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://preronaacademy.com/wp-content/uploads/2022/10/cropped-PA-Favicon-32x32.png Prerona Academy https://preronaacademy.com/ 32 32 দশম শ্রেণির পাঠ্য কবিতা ‘অভিষেক’ থেকে গুরুত্বপূর্ণ 35টি MCQ। মাইকেল মধুসূদন দত্ত https://preronaacademy.com/class-x-bengali-poem-abhisekh/ https://preronaacademy.com/class-x-bengali-poem-abhisekh/#respond Thu, 25 Apr 2024 18:46:13 +0000 https://preronaacademy.com/?p=510 ‘ অভিষেক ’ কবি- মাইকেল মধুসূদন দত্ত।উৎস-১৯৬১ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘মেঘনাদবধ কাব্যে’-র ন-টি সর্গের মধ্যে প্রথম সর্গ থেকে গৃহীত। সর্গটির নাম

The post দশম শ্রেণির পাঠ্য কবিতা ‘অভিষেক’ থেকে গুরুত্বপূর্ণ 35টি MCQ। মাইকেল মধুসূদন দত্ত appeared first on Prerona Academy.

]]>

কবি- মাইকেল মধুসূদন দত্ত।
উৎস-১৯৬১ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘মেঘনাদবধ কাব্যে’-র ন-টি সর্গের মধ্যে প্রথম সর্গ থেকে গৃহীত। সর্গটির নাম -‘অভিষেক’।

(ক) ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ থেকে
(খ) ‘ব্রজাঙ্গনা কাব্য’ থেকে
(গ) ‘মেঘনাদবধ কাব্য’ থেকে
(ঘ) ‘বীরাঙ্গনা কাব্য’ থেকে

উত্তর- (গ) ‘মেঘনাদবধ কাব্য’ থেকে

(ক) রাবন
(খ) রাম
(গ) মেঘনাদ
(ঘ) বিভীষণ

উত্তর- (গ) মেঘনাদ

(ক) অভিষেক
(খ) বধ
(গ) সমাগম
(ঘ) প্রেতপুরী

উত্তর- (ক) অভিষেক

(ক) রাবণকে
(খ) বীরবাহুকে
(গ) মেঘনাদকে
(ঘ) বিভীষণকে

উত্তর- (গ) মেঘনাদকে

(ক) মন্দোদরীকে
(খ) প্রভাষাকে
(গ) প্রমীলাকে
(ঘ) সীতাকে

উত্তর- (খ) প্রভাষাকে

(ক) রাজপ্রাসাদকে
(খ) যুদ্ধশিবিরকে
(গ) নিকুম্ভিলা যজ্ঞাগারকে
(ঘ) মেঘনাদের প্রমোদ-কাননকে

উত্তর- (ঘ) মেঘনাদের প্রমোদ-কাননকে

(ক) ইন্দ্রজিৎকে
(খ) বিভীষণকে
(গ) বীরবাহুকে
(ঘ) রামকে

উত্তর- (ক) ইন্দ্রজিৎকে

(ক) সমুদ্রকন্যা
(খ) অগ্নিকন্যা
(গ) পবনকন্যা
(ঘ) রাক্ষসকন্যা

উত্তর- (ক) সমুদ্রকন্যা (দেবী লক্ষ্মী)

(ক) কুম্ভকর্ণ
(খ) বিভীষণ
(গ) তরণীসেন
(ঘ) বীরবাহু

উত্তর- (ঘ) বীরবাহু

(ক) জুঁই ফুলের মতো
(খ) বকুল ফুলের মতো
(গ) অশোক ফুলের মতো
(ঘ) মোরগ ফুলের মতো

উত্তর- (গ) অশোক ফুলের মতো

(ক) প্রাতঃরণে
(খ) দ্বিপ্রাহরিক রণে
(গ) নিশারণে
(ঘ) সান্ধ্যারণে

উত্তর- (গ) নিশারণে

(ক) দেবরাজ ইন্দ্রকে
(খ) বৈরীদলেকে
(গ) বীরবাহুকে
(ঘ) লক্ষণকে

উত্তর- (খ) বৈরীদলকে

(ক) রাম
(খ) লক্ষ্মণ
(গ) কুম্ভকর্ণ
(ঘ) বিভীষণ

উত্তর- (ক) রাম

(ক) লঙ্কেশ্বর রাবণ হত
(খ) প্রিয় ভাই বীরবাহু হত
(গ) খুল্লতাত বিভীষণ হত
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ-(খ) প্রিয় ভাই বীরবাহু হত

(ক) সীতা
(খ) প্রমীলা
(গ) সরমা
(ঘ) লক্ষ্মী

উত্তরঃ-(ঘ) লক্ষ্মী

(ক) পাপী
(খ) ভোগী
(গ) গুণী
(ঘ) সখী

উত্তরঃ-(ক) পাপী

(খ) রাবন
(ক) ইন্দ্রজিৎ
(গ) কার্তিক
(ঘ) অর্জুন

উত্তর- (গ) কার্তিক

(ক) অর্জুনকে
(খ) কার্তিককে
(গ) ভীমকে
(ঘ) নারায়ণকে

উত্তর- (ক) অর্জুনকে

(ক) ইন্দ্রজিৎ
(খ) রাবণ
(গ) অর্জুন
(ঘ) কুম্ভকর্ণ

উত্তর- (গ) অর্জুন

Read More : জ্ঞানচক্ষু গল্প থেকে গুরুত্বপূর্ণ 40 টি MCQ। দশম শ্রেণির গল্প

(ক) মন্দোদরীকে
(খ) সীতাকে
(গ) প্রমীলাকে
(ঘ) চিত্রাঙ্গদাকে

উত্তর- (গ) প্রমীলাকে

(ক) হৈমবতী
(খ) লক্ষ্মী দেবী
(গ) প্রভাষা
(ঘ) প্রমীলা

উত্তরঃ-ঘ) প্রমীলা

(ক) হিমালয় পর্বত
(খ) পার্বতীর পুত্র
(গ) মেনকার পুত্র
(ঘ) মনুর পুত্র

উত্তর- (গ) মেনকার পুত্র

(ক) বীরবাহুর মা চিত্রাঙ্গদার পুত্রের জন্য হাহাকারের
(খ) মেঘনাদের ধনুকের টংকারের
(গ) রাক্ষস সৈন্যদের বীরমদে মত্ত হয়ে কৃত নাদের
(ঘ) বীরদর্পে রাবণের আস্ফালনের

উত্তর- (খ) মেঘনাদের ধনুকের টংকারের

(ক) কুশ নামাঙ্কিত পতাকা
(খ) চক্র চিহ্নিত পতাকা
(গ) সাদা রঙের পতাকা
(ঘ) রেশমি রঙের পতাকা

উত্তর:-(ঘ) রেশমি রঙের পতাকা

কম্পনের কারণ কি?
(ক)রাবনের রণসজ্জা
(খ) প্রাকৃতিক বিপর্যয়
(গ) সুনামির উত্থান
(ঘ) ইন্দ্রজিতের ধনুকের টংকার

উত্তর:-(ঘ) ইন্দ্রজিতের ধনুকের টংকার

(ক) রাবণের
(খ) ইন্দ্রজিতের
(গ) প্রমীলা দেবীর
(ঘ) বিভীষনের

উত্তরঃ- (খ) ইন্দ্রজিতের

(ক) বিভীষণ
(খ) রামচন্দ্র
(গ) রাবণ
(ঘ) মন্দোদরী

উত্তর- (গ) রাবণ

(ক) সৈন্য
(খ) রাক্ষস
(গ) বানর
(ঘ) যোদ্ধা

উত্তরঃ-(খ) রাক্ষস

(ক) রাজা দশরথকে
(খ) রাজা রাবণকে
(গ) রাজা বলীকে
(ঘ) রাজা সুগ্রীবকে

উত্তর- (খ) রাজা রাবণকে

(ক) অগ্নি
(খ) বারুণী
(গ) দেবরাজ ইন্দ্র
(ঘ) অম্বুরাশি

উত্তর- (গ) দেবরাজ ইন্দ্র

(ক) একবার
(খ) তিনবার
(গ) দুইবার
(ঘ) চারবার

উত্তর- (গ) দুইবার

(ক) বীরবাহুর
(খ) কুম্ভকর্ণের
(গ) মেঘনাদের
(ঘ) বিভীষণের

উত্তর- (গ) মেঘনাদের

(ক) গঙ্গার মাটি
(খ) গঙ্গার জল
(গ) গঙ্গার মাটি ও জল
(ঘ) কোনোটিই নয়

উত্তর- (খ) গঙ্গার জল।

(ক) কুম্ভকর্ণকে
(খ) বালীকে
(গ) বিভীষণকে
(ঘ) ইন্দ্রজিৎকে

উত্তর- (ক) কুম্ভকর্ণকে

(ক) ব্রহ্মাস্ত্র
(খ) অগ্নিবান
(গ) সুদর্শন চক্র
(ঘ) বায়ু-অস্ত্র

উত্তরঃ-(ঘ) বায়ু-অস্ত্র

The post দশম শ্রেণির পাঠ্য কবিতা ‘অভিষেক’ থেকে গুরুত্বপূর্ণ 35টি MCQ। মাইকেল মধুসূদন দত্ত appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/class-x-bengali-poem-abhisekh/feed/ 0
জ্ঞানচক্ষু গল্প থেকে গুরুত্বপূর্ণ 40 টি MCQ। দশম শ্রেণির গল্প https://preronaacademy.com/gyanchakkhu-class-x-mcq/ https://preronaacademy.com/gyanchakkhu-class-x-mcq/#respond Sun, 14 Apr 2024 05:22:21 +0000 https://preronaacademy.com/?p=505 দশম শ্রেণির গল্পগল্প -জ্ঞানচক্ষুলেখক-আশাপূর্ণা দেবীজ্ঞানচক্ষু গল্প থেকে গুরুত্বপূর্ণ 40 টি MCQ ১. কথাটা শুনে তপনের চোখ- (ক) লাল হয়ে গেল(খ)

The post জ্ঞানচক্ষু গল্প থেকে গুরুত্বপূর্ণ 40 টি MCQ। দশম শ্রেণির গল্প appeared first on Prerona Academy.

]]>

দশম শ্রেণির গল্প
গল্প -জ্ঞানচক্ষু
লেখক-আশাপূর্ণা দেবী
জ্ঞানচক্ষু গল্প থেকে গুরুত্বপূর্ণ 40 টি MCQ

(ক) লাল হয়ে গেল
(খ) জ্বালা শুরু হল
(গ) মারবেল হয়ে গেল
(ঘ) বুজে গেল

উত্তরঃ- (গ) মারবেল হয়ে গেল

(ক) অভিনেতা
(খ) চিত্র পরিচালক
(গ) খেলোয়ার
(ঘ) লেখক

উত্তরঃ- (ঘ) লেখক

(ক) বড়ো মাসির বিয়ে হয়েছিল
(খ) সেজো মাসির বিয়ে হয়েছিল
(গ) ছোটোমাসির বিয়ে হয়েছিল
(ঘ) মেজোমাসির বিয়ে হয়েছিল

উত্তরঃ- (গ) ছোটোমাসির বিয়ে হয়েছিল

(ক) মেজোকাকা
(খ) ছোটো মেসোমশাই
(গ) বড়োমামা
(ঘ) ছোটোমাসি

উত্তরঃ- খ) ছোটো মেসোমশাই

(ক) জামা
(খ) জুতো
(গ) টুপি
(ঘ) জ্ঞানচক্ষু

উত্তরঃ- (ঘ) জ্ঞানচক্ষু

(ক) তপনের জ্যাঠামশাই
(খ) তপনের ছোটো মেসোমশাই
(গ) তপনের মাস্টারমশাই
(ঘ) তপনের সেজোমাসি

উত্তরঃ- (খ) তপনের ছোটো মেসোমশাই

(ক) দুর্গাপূজা উপলক্ষ্যে
(খ) ছোটোমাসির বিয়ে উপলক্ষ্যে
(গ) ছোটোমামার বিয়ে উপলক্ষ্যে
(ঘ) ছোড়দার বিয়ে উপলক্ষ্যে

উত্তরঃ- (খ) ছোটোমাসির বিয়ে উপলক্ষ্যে

(ক) ডাক্তারি করেন
(খ) অধ্যাপনা করেন
(গ) সরকারি অফিসে চাকরি করেন
(ঘ) ওকালতি করেন

উত্তরঃ- (খ) অধ্যাপনা করেন

(ক) গরমের ছুটি
(খ) শ্বশুরবাড়িতে পুজো হবে
(গ) শরীর খারাপ
(ঘ) মন খারাপ

উত্তরঃ- (ক) গরমের ছুটি

(ক) মেজো কাকা
(খ) বড়ো মেসোমশাই
(গ) ছোটোমামা
(ঘ) ছোটো মেসোমশাই

উত্তরঃ- (ঘ) ছোটো মেসোমশাই

(ক) ছোটমাসির বিয়ে
(খ) তপনের গল্প লেখা
(গ) মেসোকে গল্প পড়ানো
(ঘ) তপনের গল্প ছাপা হওয়া

উত্তরঃ- (ঘ) তপনের গল্প ছাপা হওয়া

(ক) তপনকান্তি রায়
(খ) শ্রীতপনকুমার রায়
(গ) তপন কুমার সেন
(ঘ) তপন রায়

উত্তর:- (খ) শ্রীতপনকুমার রায়

(ক) ছোটোমেসোকে
(খ) ছোটোমামাকে
(গ) ছোটোমাসিকে
(ঘ) মামাতো দাদাকে

উত্তরঃ- (গ) ছোটোমাসিকে

(ক) তপনকে লিখতে উৎসাহ দেওয়া
(খ) তপনের লেখা ছাপিয়ে দেওয়া
(গ) তপনের লেখা কারেকশান করে দেওয়া
(ঘ) তপনকে লিখতে বাঁধা দেওয়া

উত্তরঃ- (খ) তপনের লেখা ছাপিয়ে দেওয়া

(ক) তপনের মেজো কাকা
(খ) তপনের মা
(গ) তপনের ছোটোমাসি
(ঘ) তপনের ছোটো মেসোমশাই

উত্তরঃ- (গ) তপনের ছোটোমাসি

(ক) দেশ পত্রিকায়
(খ) শুকতারা পত্রিকায়
(গ) কিশোর ভারতী পত্রিকায়
(ঘ) সন্ধ্যাতারা পত্রিকায়

উত্তরঃ- (ঘ) সন্ধ্যাতারা পত্রিকায়

(ক) ছবি আঁকার দক্ষতা
(খ) গল্প লেখার দক্ষতা
(গ) সুন্দর হাতের লেখার দক্ষতা
(ঘ) কুস্তি লড়ার ক্ষমতা

উত্তরঃ- (খ) গল্প লেখার দক্ষতা

(ক) ভৌতিক কাণ্ডকারখানা নিয়ে
(খ) নিজের স্কুলে ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে
(গ) রাজারানির ঘটনা নিয়ে
(ঘ) রাক্ষস-খোকোসের বিষয় নিয়ে

উত্তরঃ- (খ) নিজের স্কুলে ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে

(ক) ছোটো মেসোমশাই একজন লেখক
(খ) ছোটো মেসোমশাই একজন অধ্যাপক
(গ) গল্প সহজ-সাধারণ মানুষেই লিখতে পারে
(ঘ) নিজে নিজে ভালো গল্প লেখা যায়

উত্তরঃ- (গ) গল্প সহজ-সাধারণ মানুষেই লিখতে পারে

(ক) শরৎকাল
(গ) বর্ষাকাল
(খ) গ্রীষ্মকাল
(ঘ) বসন্তকাল

উত্তর:- (খ) গ্রীষ্মকাল

(ক) ছাদের চিলেকোঠায়
(খ) আম বাগানে
(গ) তিনতলার সিঁড়িতে
(ঘ) ঝুল বারান্দায়

উত্তরঃ- (গ) তিনতলার সিঁড়িতে

(ক) চোখে জল এসে যায়
(খ) গায়ে কাঁটা দেয়
(গ) চারদিক খালি খালি লাগে
(ঘ) আনন্দে লাফাতে ইচ্ছা করে

উত্তরঃ- (খ) গায়ে কাঁটা দেয়

(ক) চার বছরের
(খ) সাত বছরের
(গ) আট বছরের
(ঘ) দুই বছরের

উত্তরঃ- (গ) আট বছরের

(ক) টিভি দেখার
(খ) গল্পের বই পড়ার
(গ) ক্রিকেট খেলার
(ঘ) গল্প লেখার

উত্তরঃ- (ঘ) গল্প লেখার

(ক) চকলেট
(গ) দইয়ের ভাঁড়
(খ) রসগোল্লার হাড়ি
(ঘ) সন্ধ্যাতারা পত্রিকা

উত্তরঃ- (ঘ) সন্ধ্যাতারা পত্রিকা

(ক) এক লেখকের সঙ্গে তপনের ছোটোমাসির বিয়ে
হয়েছে।
(খ) বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক,
কথাশিল্পী।
(গ) তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা
হয়েছে।
(ঘ) তপন দেখল ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয়।

উত্তরঃ- (গ) তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়েছে।

(ক) বিদ্যালয়ের প্রথম দিন
(খ) প্রথম দিন
(গ) স্কুলে প্রথম দিন
(ঘ) সন্ধ্যাতারা

উত্তরঃ- (খ) প্রথম দিন

(ক) মেজোকাকু
(গ) সেজদা
(খ) ছোটো মেসোমশাই
(ঘ) বড়ো জ্যাঠা

উত্তরঃ- (খ) ছোটো মেসোমশাই

(ক) তপন একটা গল্প লিখেছে।
(খ) তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে।
(গ) তপনের ছেপে বেরোনো গল্পটা ছোটো মেসোমশাইয়ের কারেকশান করে দেওয়া।
(ঘ) তপন পুরোনো পত্রিকা থেকে গল্পটা টুকেছে।

উত্তরঃ- (গ) তপনের ছেপে বেরোনো গল্পটা ছোটো মেসোমশাইয়ের কারেকশান করে দেওয়া

(ক) চাউমিন আর কফি
(খ) পাঁপড় আর চা
(গ) ডিমভাজা আর চা
(ঘ) বিস্কুট আর কফি

উত্তরঃ- (গ) ডিমভাজা আর চা

(ক) তপনের মেজোকাকু
(খ) তপনের ছোটোমাসি
(গ) তপনের মামা
(ঘ) তপনের বাবা

উত্তরঃ- (ক) তপনের মেজোকাকু

(ক) তপনের মা
(খ) তপনের মেজোকাকু
(গ) তপনের ছোটোমাসি
(ঘ) তপনের বাবা

উত্তরঃ- (ক) তপনের মা

(ক) মেজোকাকু
(খ) ছোটোমাসি
(গ) ছোটো মেসোমশাই
(ঘ) তপনের মা

উত্তরঃ- (ঘ) তপনের মা

(ক) গল্পের নাম বদলে গেছে
(খ) গল্পের প্রতিটি লাইন নতুন
(গ) গল্পের লেখকের নাম বদলে গেছে
(ঘ) গল্পের দুটি চরিত্রের নাম বদলে গেছে

উত্তরঃ- (খ) গল্পের প্রতিটি লাইন নতুন

(ক) লেখকের নামের তালিকায়
(খ) পত্রিকায়
(গ) ছাপা গল্পের লেখনীতে
(ঘ) সাহিত্য-সমালোচনায়

উত্তরঃ- (গ) ছাপা গল্পের লেখনীতে

(ক) নিজের গল্প লিখতে না-পারা
(খ) নিজের গল্প ছাপা না-হওয়া
(গ) নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া
(ঘ) বাড়ির লোকেদের ঠাট্টাতামাশা

উত্তরঃ- (গ) নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া

(ক) ছোট মাসি
(খ) মেজোকাকু
(গ) মেসো
(ঘ) তপনের বন্ধুরা

উত্তরঃ- (খ) মেজোকাকু

(ক) মা
(খ) বাবা
(গ) ছোটমাসি
(ঘ) মেজোকাকু

উত্তরঃ- (গ) ছোটমাসি

(ক) শুকতারা
(খ) সন্ধ্যাতারা
(গ) আনন্দমেলা
(ঘ) দেশ

উত্তরঃ- (খ) সন্ধ্যাতারা

(ক) শ্রীতপন কুমার ঘোষ
(খ) শ্রীতপন কুমার রায়
(গ) শ্রীতপন কুমার পাল
(ঘ) শ্রীতপন কুমার দাস

উত্তরঃ- (খ) শ্রীতপন কুমার রায়

The post জ্ঞানচক্ষু গল্প থেকে গুরুত্বপূর্ণ 40 টি MCQ। দশম শ্রেণির গল্প appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/gyanchakkhu-class-x-mcq/feed/ 0
বৈষব পদাবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । বাংলা সাহিত্যের ইতিহাস https://preronaacademy.com/baishnab-padabali-important-mcq/ https://preronaacademy.com/baishnab-padabali-important-mcq/#respond Fri, 05 Apr 2024 19:11:46 +0000 https://preronaacademy.com/?p=498 বৈষব পদাবলী : বৈষ্ণব পদাবলি বা বৈষ্ণব পদাবলী বৈষ্ণব ধর্মতত্ত্বের রসভাষ্য নামে খ্যাত এক শ্রেণীর ধর্মসঙ্গীত সংগ্রহ। বৈষ্ণব পদাবলী সাহিত্যর

The post বৈষব পদাবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । বাংলা সাহিত্যের ইতিহাস appeared first on Prerona Academy.

]]>

বৈষব পদাবলী : বৈষ্ণব পদাবলি বা বৈষ্ণব পদাবলী বৈষ্ণব ধর্মতত্ত্বের রসভাষ্য নামে খ্যাত এক শ্রেণীর ধর্মসঙ্গীত সংগ্রহ। বৈষ্ণব পদাবলী সাহিত্যর সূচনা ঘটে চর্তুদশ শতকে বিদ্যাপতি ও চণ্ডীদাস-এর সময়ে, তবে ষোড়শ শতকে এই সাহিত্যের বিকাশ হয়। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন রাধাকৃষ্ণের প্রেমলীলা।

উত্তর:- ভূমিকা ।

উত্তর:- ” বৈষ্ণব ” পদাবলীর ” পদ ” শব্দটির অর্থ হল কবিতা বা সঙ্গীত ।

উত্তর:- বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা হলেন জয়দেব । তাঁর ” গীতগোবিন্দম্ ” কাব্য টি আদি বৈষ্ণব পদাবলীর নিদর্শন ।

উত্তর:- বাংলা ও বজ্রবুলি ।

উত্তর:- সৈয়দ মর্তুজা, নাসির মামুদ।

উত্তর:- গীতিকাব্য ।

উত্তর:- বৈষ্ণব পদাবলী হল বৈষ্ণব ধর্মভিত্তিক সাম্প্রদায়িক গীতিকাব্য। মধ্যযুগে বৈষ্ণব সাধকগন রাধাকৃষ্মের ও চৈতন্যদেবের লীলাবৈচিত্র্য অবলম্বন করে বৈষ্ণবধর্মভিত্তিক যে বিশেষ একধরনের গীতিকাব্য রচনা করেছিলেন, তাকেই সাধারণভাবে বৈষ্ণব পদাবলী বলা হয়।

উত্তর:- বৈষ্ণব পদাবলী রচনার সময়কাল হ’ল পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত।

উত্তর:- পদ বা গানের সংকলন অর্থে পদাবলী শব্দটি প্রথম ব্যবহার করেন কবি জয়দেব, তাঁর ‘গীতগোবিন্দ’ কাব্যে ‘মধুরকোমলকান্ত পদাবলী’ শ্লোকে।

উত্তর:- বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধারাকে তিনটি যুগে ভাগ করা হয়। যথা প্রাক্‌-চৈতন্য যুগ, চৈতন্য যুগ এবং চৈতন্যোত্তর যুগ।

উত্তর:- প্রাক্ চৈতন্য যুগের দু’জন পদকর্তা হ’লেন ‘বিদ্যাপতি’ এবং ‘চণ্ডীদাস’।

উত্তর:- চৈতন্যযুগের দু’জন পদকর্তার হলেন বাসু ঘোষ এবং গোবিন্দ ঘোষ।

উত্তর:- চৈতন্যোত্তর যুগের দু’জন পদকর্তা হলেন গোবিন্দ দাস ও জ্ঞানদাস।

উত্তর:- ব্রজবুলি হ’ল বৈষ্ণব পদাবলী রচনার উদ্দেশ্যে সৃষ্ট একটি কৃত্রিম ভাষা। অবহট্ঠ ও মৈথিলী ভাষার সংমিশ্রণে গঠিত এক কৃত্রিম অথচ মধুর সাহিত্যিক ভাষার নাম ব্রজবুলি। কবি ঈশ্বরগুপ্ত প্রথম ব্রজবুলি শব্দটি ব্যবহার করেন।

উত্তর:- কবি বিদ্যাপতি কে ।

উত্তর:- পীতাম্বর দাস ।

উত্তর:- মুরারী গুপ্ত ।

উত্তর:- হরিভক্তিবিলাস , বৈষ্ণবতোষণী , প্রভৃতি ।

উত্তর:- বিশিষ্ট পদকর্তা ও গ্রন্থকার নরহরি চক্রবর্তী ।

উত্তর:- ” গীতকল্পতরু ” গ্রন্থটির সংকলক হলেন গোকুলানন্দ সেন ।

উত্তর:- ১৩০ জন পদকর্তার চার হাজারেরও বেশি পদ স্থান পেয়েছে ।

উত্তর:- নটবর দাস ।

উত্তর:- কমলাকান্ত দাস ।

Read More : বাংলা সাহিত্যের ইতিহাস। মঙ্গল কাব্য। গুরুত্বপূর্ণ তথ্য।

উত্তর:- ” পদরত্নাবলী ” ১২৯২ বঙ্গাব্দে । কবির সহযোগী সম্পাদক ছিলেন শ্রীশচন্দ্র মজুমদার ।

উত্তর:- ” গীতগোবিন্দম্ ” এর কবি জয়দেব কে ।

উত্তর:- মিথিলার বিশিষ্ট কবি বিদ্যাপতি কে ।

উত্তর:- কীর্তিলতা , কীর্তিপতাকা , ভু – পরিক্রমা , দুর্গাভক্তিতরঙ্গীনি , হরগৌরী বিষয়ক পদাবলী ইত্যাদি।

উত্তর:- বিহারের দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিসফিগ্রামে ।

উত্তর:- রানী লোছমী দেবীর ।

উত্তর:- গোবিন্দ দাস কে ।

উত্তর:- বৈষ্ণব পদকর্তা কবিরঞ্জন ।

উত্তর:- বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে । বাশুলী দেবীর উপাসক ছিলেন ।

উত্তর:- বীরভূম জেলার নান্নুর গ্রামে । রামি ।

উত্তর:- পূর্বরাগ ও নিবেদন পর্যায়ের ।

উত্তর:- হাল – এর ” গাথাসপ্তশতি ” গ্রন্থে ।

উত্তর:- বাসুদেব ঘোষ ।

উত্তর:- শঙ্করীপ্রসাদ বসু।

উত্তর:- খেতুরির মহোৎসবে ।

উত্তর:- ইশ্বরপুরীর কাছে ।

উত্তর:- রাজা শিব সিংহের ।

উত্তর:- চূড়ামনি দাসের ।

উত্তর:- শ্রীজীব গোস্বামী ।

Read More : বাংলা সাহিত্যের ইতিহাস – “মধ্যযুগ” থেকে গুরুত্বপূর্ণ MCQ

উত্তর:- ” কীর্তিলতা ” গ্রন্থে ।

উত্তর:- মিথিলার কামেশ্বের বংশের ।

উত্তর:- শ্রীনিবাস আচার্যের কাছ ।

উত্তর:- গৌরচন্দ্রিকা , অভিসার , মান ইত্যাদি ।

উত্তর:- বর্ধমান জেলার কাদঁড়া গ্রামে।

উত্তর:- জাহ্নবী দেবীর।

উত্তর:- ষোড়শ শতকের প্রথার্ধে।

উত্তর:- নিত্যানন্দের ।

উত্তর:- বাৎসল্য রসের পদ রচনায় ।

উত্তর:- মিলন , মাথুর , ভাবসম্মিলন , প্রার্থনা ইত্যাদি পর্যায়ের পদ রচনায় ।

উত্তর:- ঈশ্বর গুপ্ত ।

উত্তর:- প্রার্থনা বিষয়ক পদে ।

উত্তর:- পাঁচ প্রকার – শান্ত , দাস্য , সখ্য , বাৎসল্য , মধুর ।

উত্তর:- দুই প্রকার – ১) বিপ্রলম্ভ শৃঙ্গার ২) সম্ভোগ শৃঙ্গার ।

উত্তর:- কবি সার্বভৌম বিদ্যাপতি কে ।

উত্তর:- ব্রাহ্মণ বংশের সন্তান ।

উত্তর:- বিষ্ণুপুরান ও ভাগবত পুরান ।

উত্তর:- যশরাজ খান ।

উত্তর:- মধুর রস ।

উত্তর:- দর্শন ও শ্রবণের মাধ্যমে।

উঃ গ্ৰীয়ার্সন সাহেব (১৮৮১ খ্রিস্টাব্দে)

উত্তরঃ- গণপতি ঠাকুর।

উত্তরঃ- ছয়জন রাজা এবং একজন রাণীর পৃষ্টপোষকতা লাভ করে। শিবসিংহ, কীর্তিসিংহ, দেব সিংহ, পদ্ম সিংহ, পুরাদিত্য, ভৈরব সিংহ ও বিশ্বাস দেবী।

উত্তর:-
ভূপরিক্রমা- ১৪০০ খ্রিস্টাব্দ
কীর্তিলতা – ১৪০২-১৪০৪ খ্রিস্টাব্দের মধ্যে
পুরুষ পরীক্ষা -১৪১০ খ্রিস্টাব্দ
কীর্তিপতাকা – ১৪১০ খ্রিস্টাব্দ
লিখনাবলী – ১৪১৮ খ্রিস্টাব্দ
শৈবসর্বস্বহার – ১৪৩০-৪০ খ্রিস্টাব্দের মধ্যে
গঙ্গাবাক্যাবলী – ১৪৩০-৪০ খ্রিস্টাব্দের মধ্যে
বিভাগসার – ১৪৪০-৬০ খ্রিস্টাব্দের মধ্যে
দানবাক্যাবলী – ১৪৪০-৬০ খ্রিস্টাব্দের মধ্যে
দুর্গাভক্তিতরঙ্গিনী – ১৪৪০-৬০ খ্রিস্টাব্দের মধ্যে

উত্তর:-কীর্তিলতা ও কীর্তিপতাকা।

উত্তর:- সংস্কৃত ভাষায়।

উত্তর:-১৫৪১ খ্রিস্টাব্দে শ্রীরূপ গোস্বামী রচনা করেন। গ্রন্থটিতে ২১৪১ টি শ্লোক আছে। চারটি ভাগে বিভক্ত যথা-পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর।

উত্তর:- চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম কবি।

উত্তর:- পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়ায়, ষোড়শ শতাব্দীতে।

উত্তর:- আনুুমানিক ১৫৩০ খ্রিস্টাব্দ।

উ:- চৈতন্য উত্তর যুগের ষোড়শ শতাব্দীর কবি।

উত্তর:- বৈষ্ণবগুরু নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন।

উত্তর:- ‘পদ কল্পতরু’তে জ্ঞানদাসের ভূমিকায় পাওয়া পদের সংখ্যা ১৮৬টি।

উত্তর:- জ্ঞানদাস আক্ষেপানুরাগ পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ ।

উত্তর:- বৈষ্ণব পদকর্তা। চৈতন্যোত্তরকালে খ্যাতি অর্জনকারী কবিদের একজন।

উত্তর:- মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার নিকটবর্তী তেলিয়াবুধুরি গ্রামে, আনুমানিক ১৫৩৫ খ্রিস্টাব্দে।

উত্তর:- গোবিন্দদাস। কবি বল্লভদাস অভিধা দিয়েছিলেন-গোবিন্দের কবিত্বগুণ, গেবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি।

উত্তর :- সেন।

উত্তর : ‘সংগীতমাধব’।

উত্তর :- পূর্বরাগ, অভিসার, মান, কলহস্তরিতা, বাসকসজ্জা, মাথুর প্রভৃতি পর্যায়ের পদকর্তা।

উত্তর :- অভিসার পদ পর্যায়ে গোবিন্দদাস শ্রেষ্টত্ব অর্জন করেছেন। সমালোচকের মতে অভিসার পর্যায়ে তিনি রাজাধিকার।

উত্তর:- অভিসরণ বা উভয়মুখী চলা অর্থেই ‘অভিসার’ কথাটি ব্যবহৃত হয়েছে। নায়িকার
উদ্দেশ্যে নায়কের কিংবা নায়কের উদ্দেশ্যে নায়িকার সংকেত কুঞ্জে মিলনের যে যাত্রা তাকে
অভিসার বলে। এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস।
‘কন্টক গাড়ি কমল সম পদতল’ – পদটি হল অভিসার পর্যায়ের।

উত্তর:- নায়ক নায়িকা যেখানে পরস্পরের প্রতি অনুরক্ত এবং কাছাকাছি থাকা সত্ত্বেও যে বিশেষ মানসিক অবস্থায় (নায়িকার মনে সামান্য কারণে ঈর্ষার সঞ্চার হয় সেহেতু নায়কের প্রতি বিরূপ আচরণ) উভয়ের মিলনে বাধা জন্মায় তাই হল মান।

উত্তর:- কৃষ্ণের মথুরা গমনে রাধিকার মনে এবং সমগ্র বৃন্দাবনে যে অন্ধকার সঞ্চারিত হয়েছিল
তাই মাথুর বিরহের পদগুলির বিষয় অর্থাৎ মাথুর শ্রীকৃষ্ণের মথুর প্রবাস বিষয়ের
বিপ্রলম্ভশৃঙ্গারের পদ। মাথুর বিরহেই সৃষ্টির আগুন জ্বালা যন্ত্রণায় বিদ্ধ হয়েছে বিরহিনী
নায়িকার মন।

উত্তর:-‘’উজ্জ্বল নীলমণি’ গ্রন্থে বলা হয়েছে-
“রতির্যা সঙ্গমাৎ পূর্বং দর্শন শ্রবণাদিজা।
তয়োরুন্মীলতি প্রাজ্ঞৈঃ পূর্বরাগঃ স উচ্যতে।।”
অর্থাৎ মিলনের পূর্বে পরস্পরের দর্শন শ্রবণ ইত্যাদির দ্বারা নায়ক নায়িকার চিত্তে যে অনুরাগ জন্মে তাকেই পূর্বরাগ বলে। এর শ্রেষ্ঠ কবি চণ্ডিদাস।

উত্তর:- প্রেমবৈচিত্ত ও আক্ষেপানুরাগ এই দুইয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তবে উভয়ের উপজীব্য প্রেম । যখন নায়িকার অন্তরে প্রেম জাগ্রত কিন্তু পারিপার্শ্বিক অবস্থা অনুকূল নয় বলে মিলন সম্ভব হচ্ছে না। এই অবস্থায় নায়িকার মনে যে আক্ষেপ তাকেই বলে আক্ষেপানুরাগ। অন্যদিকে প্রেমের গভীরতা হেতু মিলনের মধ্যেও গভীর বিরহ বোধের অন্য নাম প্ৰেম বৈচিত্ত। চণ্ডীদাস লেখেন – “দুহু ক্রোড়ে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া”।

আমাদের সমস্ত ক্লাসগুলি ভিডিও আকারে পেতে আমাদের YouTube চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকো। আর কোন ধরনণের লেখা পেতে চাও তা আমাদের কমেন্টে অবশ্যই জানাও।

The post বৈষব পদাবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । বাংলা সাহিত্যের ইতিহাস appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/baishnab-padabali-important-mcq/feed/ 0
অনুবাদ সাহিত্য || রামায়ন, মহাভারত, ভাগবত https://preronaacademy.com/anubad_sahityo/ https://preronaacademy.com/anubad_sahityo/#respond Sat, 30 Mar 2024 19:13:07 +0000 https://preronaacademy.com/?p=467 অনুবাদ সাহিত্যরামায়ন, মহাভারত, ভাগবত অনুবাদ সাহিত্য বাংলা সাহিত্যের মধ্যযুগে যে বেশকিছু সাহিত্য রচিত হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যেতে

The post অনুবাদ সাহিত্য || রামায়ন, মহাভারত, ভাগবত appeared first on Prerona Academy.

]]>

অনুবাদ সাহিত্য

বাংলা সাহিত্যের মধ্যযুগে যে বেশকিছু সাহিত্য রচিত হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যেতে পারে অনুবাদ সাহিত্য।
অনুবাদগ্রন্থ সমূহ মুলত সংস্কৃত, আরবি, ফারসি ভাষা থেকে অনুদিত হয়।

  • অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ —
    ক) তুর্কি আক্রমণের পরবর্তী বিপন্নতা।
    খ) সংস্কৃত সাহিত্যে রসাস্বাদনের প্রতি আগ্রহ।
    গ) হিন্দু সংস্কৃতির পুনরুত্থানের চেষ্টা।
    ঘ) রাজকীয় পৃষ্টপোষনা।
    ঙ) সক্ষম ও আগ্রহী কবির আবির্ভাব।
  • অনুবাদ সাহিত্যের প্রধান ধারার তিনটি। যথা —
    রামায়ণ, মহাভারত ও ভাগবত।

রামায়ণ অনুবাদ ধারা 👇

  • রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা। গ্রন্থের নাম ‘শ্রীরাম পাঁচালী’।
    মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস। গ্রন্থের নাম ‘ভারত পাঁচালী’।
    ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক মালাধর বসু। গ্রন্থের নাম ‘শ্রীকৃষ্ণবিজয়’। রামায়নঃ
  • সংস্কৃত ভাষায় রচিত।
  • ‘রামচরিত’ থেকে রচিত।
  • ৭ খন্ডে রচিত।
  • শ্লোকঃ ২৮ হাজার।
  • রামায়ণ রচনা করেনঃ বাল্মীকি গঙ্গা নদীর তীরে বসে।
  • বাল্মীকির মূল নামঃ দস্যু রত্নাকর।
  • বাল্মীকি শব্দের অর্থঃ উইপোকা ।
  • প্রধান চরিত্রঃ রাম, লক্ষন, সীতা, রাবণ।

কৃত্তিবাস ওঝা

  • প্রথম ও শ্রেষ্ঠ বাংলা অনুবাদকঃ কৃত্তিবাস ওঝা। তিনি পঞ্চদশ শতাব্দীর কবি।
  • কৃত্তিবাস ওঝার অনুবাদের নামঃ শ্রীরাম পাঁচালী।
  • কৃত্তিবাসি রামায়ণের রচনাকাল ১৪৪৩ খ্রিস্টাব্দ।
    মতান্তরে ১৪৬৫ – ১৪৭৬ খ্রিস্টাব্দ।
  • রামায়ণের আদি অনুবাদক কৃত্তিবাস ওঝা।
  • তাঁর আবির্ভাবকাল সম্পর্কে প্রাপ্ত ভনিতাটি হল —
    “আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস।
    তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস।।”
  • তিনি অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত ফুলিয়া গ্রামে বাস করতেন।
  • পৃষ্ঠপোষক রাজা – কবি কৃত্তিবাস এই প্রসঙ্গেও তাঁর গ্রন্থে পৃষ্ঠপোষক রাজার নাম উল্লেখ করেননি। ফলে পৃষ্ঠপোষক রাজা সম্পর্কেও সমালোচকেরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন।

১। সুখময় মুখোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার প্রমুখ
পণ্ডিতেরা পৃষ্ঠপোষক রাজা হিসেবে গৌড়েশ্বর রুকনুদ্দিন বরবক শাহ -এর নামোল্লেখ করেছেন। রুকনুদ্দিন বরবাক শাহ ১৪৫৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছেন।
২। অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, দীনেশচন্দ্র সেন প্রমুখরা রাজা গণেশের নাম উল্লেখ করেছেন পৃষ্ঠপোষক রাজা হিসেবে।
৩। পৃষ্ঠপোষক রাজা হিসেবে কংসনারায়ণ -এর নাম উল্লেখ করেছেন ডঃ সুকুমার সেন।

  • কৃত্তিবাস ওঝা রামায়ণ অনুবাদ করেন পয়ার ও ত্রিপদী ছন্দে।
  • ১৮০২-১৮০৩ খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে উইলিয়াম কেরির উদ্যোগে ‘শ্রীরাম পাঁচালী’ পাঁচটি খন্ডে প্রথম মুদ্রিত হয়। ১৮৩০-১৮৩৪ খ্রিস্টাব্দে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় দ্বিতীয় ও পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশিত হয়।
  • কৃত্তিবাসী রামায়ণের মোট কান্ড সংখ্যা সাতটি। আদি কান্ড, অযোধ্যা কান্ড, অরণ্য কান্ড, কিষ্কিন্ধ্যা কাণ্ড
    সুন্দর কাণ্ড, লঙ্কাকাণ্ড এবং উত্তরকান্ড।
  • কৃত্তিবাসের রামায়ণের কাহিনি চয়ন করা হয়েছে —
    জৈমিনী ভারত , বাল্মিকী রামায়ণ , অদ্ভুত রামায়ণ , পদ্মপুরাণ , স্কন্দ পুরাণ , মার্কেণ্ডীয় পুরাণ।
  • কৃত্তিবাস ওঝার পিতার নাম বনমালী ও মাতার নাম মালিনী।
  • কৃত্তিবাস ওঝার পারিবারিক উপাধি ছিল মুখোপাধ্যায় (মুখুটি)
  • কৃত্তিবাসের রামায়ণের সবচেয়ে জনপ্রিয় হাস্যরস হলো ‘অঙ্গদের রায়বার’।
  • কৃত্তিবাসের জন্মবার ছিল আদিত্যবার অর্থাৎ রবিবার।
  • প্রথম মহিলা অনুবাদকঃ চন্দ্রাবতী (বাংলা সাহিত্যের
    প্রথম মহিলা কবি)।
  • চন্দ্রাবতীর বাড়িঃ কিশোরগঞ্জ।
  • চন্দ্রাবতীর পিতার নামঃ দ্বিজ বংশীদাস।
  • চন্দ্রাবতীর রামায়ণ পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার নারী সমাজে বেশি প্রচলিত ছিল।

অদ্ভুত আচার্যঃ-

অদ্ভুত আচার্য চৈতন্য পরবর্তী রামায়ণ অনুবাদক । অনেকের মতে ষোড়শ শতকে তাঁর জন্ম । ড. নলিনীকান্ত ভট্টশালীর মতে তিনি আনুমানিক ১৫৪৭ খ্রিস্টাব্দে পাবনার উত্তর-পূর্বে সোনাবাজু গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁর পিতার নাম শ্রীনিবাস আচার্য এবং মাতার নাম মেনকা দেবী । তাঁর প্রকৃত নাম নিত্যানন্দ আচার্য। ১৩২০ সালে ‘রংপুর সাহিত্য পরিষদ’ থেকে রজনীকান্ত চক্রবর্তীর সম্পাদনায় ‘অদ্ভুত আচার্যের রামায়ণ’ প্রকাশিত হয় ।

  • অদ্ভুত রামায়ণের আক্ষরিক অনুবাদ করেছিলেন কৈলাস চন্দ্র বসু।
  • সপ্তদশ শতকের কয়েকজন রামায়ণ অনুবাদকের নাম হল কৈলাস বসু ,ভবানী দাস, ঘনশ্যাম দাস।
  • অষ্টাদশ শতকের কয়েকজন রামায়ণ অনুবাদকের নাম হলো শঙ্কর কবিচন্দ্র, রামানন্দ ঘোষ ,রামচন্দ্র জ্যোতি।
  • ‘শ্রীরামমঙ্গল’ শংকর কবিচন্দ্রের লেখা।

মহাভারত অনুবাদ ধারা 👇🏿

  • সংস্কৃত ভাষায় রচিত।
  • ১৮ খন্ডে রচিত।
  • প্রধান চরিত্রঃ অভিমন্যু, অর্জুন, কর্ণ, গান্ধারী, দ্রোপদী।
  • রচয়িতাঃ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস।
  • মহাভারতের আদি অনুবাদক শ্রীকর নন্দী। শ্রীকর নন্দী পূর্ণাঙ্গ মহাভারত অনুবাদ না করে সংস্কৃত মহাকাব্য মহাভারত অবলম্বনে জৈমিনি রচিত জৈমিনি ভারত থেকে শুধু “অশ্বমেধ পর্ব” অনুবাদ করেছিলেন।
  • প্রথম বাংলা অনুবাদকঃ কবীন্দ্র পরমেশ্বর,পরাগল খাঁ-এর নির্দেশে অনুবাদ করেন এবং এর নাম দেন ‘পরাগলী মহাভারত’।
  • শ্রীকর নন্দী, পরাগল খাঁ-এর পুত্র ছুটি খাঁ -এর নির্দেশে মহাভারত বাংলানুবাদ করেন এবং এর নাম দেন ‘ছুটিখানি মহাভারত’।

কাশীরাম দাস

  • শ্রেষ্ঠ বাংলা অনুবাদকঃ কাশীরাম দাস। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময় অর্থাৎ চৈতন্য পরবর্তী যুগে কাশীরাম দাস ‘ভারত পাঁচালী’ রচনা করেন।
  • কাশীরাম দাস জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার কাটোয়া মহকুমার সিঙ্গি গ্রামে।
  • কাশীরাম দাসের পিতার নাম ছিল কমলাকান্ত।
  • কাশীরাম দাসের কুল পদবি হল দেব।
  • কাশীরাম দাস রচিত কাব্যটির নাম হল ‘ভারত পাঁচালী’।
  • কাশীরাম দাস অভিরাম মুখোটির নির্দেশে মহাভারত অনুবাদ করেছিলেন।
  • কাশীরাম দাস ব্যাসদেবের মূল মহাভারত এবং জৈমিনি- মহাভারত অনুসরণে ‘ভারত পাঁচালী’ নামে মহাভারতের অনুবাদ গ্রন্থ সৃষ্টি করেছিলেন।
  • কাশীরাম দাস মহাভারতের আদিপর্ব , সভাপর্ব , বন পর্ব ও বিরাট পর্বের কিছুটা অংশ অনুবাদ করেন ।
    এ সম্পর্কে ভ্রাতুষ্পুত্র নন্দরামের উদ্ধৃতিটি হল —
    “আদি সভা বন বিরাটের কতদূর ।
    ইহা রচি কাশীদাস গেলা স্বর্গপুর ।।“

কাশীরাম ছাড়া অন্য চারজন মহাভারতের অনুবাদকের নাম ও তাঁদের কাব্যের নাম –

ভাগবত অনুবাদ ধারা 👇🏿

  • সংস্কৃত ভাষায় রচিত।
  • ১২ খন্ডে রচিত।
  • রচয়িতাঃ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস।
  • প্রথম বাংলা অনুবাদকঃ মালাধর বসু। মালাধর বসু সম্ভবত ১৪২০ থেকে ১৪২২ খ্রিস্টাব্দে বর্ধমান জেলার কুলীন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।
  • মালাধর বসুর পিতার নাম ভগীরথ ও মাতার নাম
    ইন্দুমতী।
  • মালাধর বসুর উপাধিঃ গুনরাজ । এ উপাধি দেন
    রুকনউদ্দিন বরবক শাহ্।
  • মালাধর বসুর রচিত অনুবাদক কাব্যটির নাম ‘শ্রীকৃষ্ণ বিজয়’।
  • বাংলা সাহিত্যে প্রথম সরাসরি রচনাকাল জ্ঞাপক ভণিতা হল — “তেরশ পঁচানই শকে গ্রন্থ আরম্ভন ।
    চতুর্দশ দুই শকে হৈল সমাপন ।।”
    এই রচনাকাল জ্ঞাপক ভনিতাটির রচয়িতা মালাধর বসু । অর্থাৎ মালাধর বসু ১৪৭৩ খ্রিস্টাব্দে ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্য রচনা শুরু করেন এবং সমাপ্ত করেন ১৪৮০ খ্রিস্টাব্দে।
  • ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যটির অপর নাম ‘গোবিন্দবিজয়’ ও ‘গোবিন্দমঙ্গল’।
  • মালাধর বসু ভাগবত পুরাণের দশম ও একাদশ স্কন্ধের কাহিনী অবলম্বনে তাঁর ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যটি রচনা করেছিলেন।
  • ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যে মোট তিনটি খন্ড রয়েছে।
  • শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যের তিনটি খন্ড হল- আদি খন্ড বা বৃন্দাবনলীলা, মধ্যখন্ড বা মথুরালীলা, অন্তখন্ড বা দ্বারকালীলা।
  • শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যের মোট অধ্যায় সংখ্যা ৩৩৫ টি।

The post অনুবাদ সাহিত্য || রামায়ন, মহাভারত, ভাগবত appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/anubad_sahityo/feed/ 0
বাংলা সাহিত্যের ইতিহাস। মঙ্গল কাব্য। গুরুত্বপূর্ণ তথ্য। Mangalkabya https://preronaacademy.com/mangalkabya-bangla-sahityer-itihas/ https://preronaacademy.com/mangalkabya-bangla-sahityer-itihas/#respond Tue, 26 Mar 2024 09:51:18 +0000 https://preronaacademy.com/?p=459 মঙ্গলকাব্য :- মঙ্গল কথাটির অর্থ কল্যাণ। মধ্যযুগে রচিত দৈব মাহাত্ম্য প্রচারমূলক আখ্যান কাব্যকে মঙ্গলকাব্য বলে। প্রকৃতপক্ষে মঙ্গলকাব্যকে দুটি শ্রেণিতে ভাগ

The post বাংলা সাহিত্যের ইতিহাস। মঙ্গল কাব্য। গুরুত্বপূর্ণ তথ্য। Mangalkabya appeared first on Prerona Academy.

]]>

মঙ্গল কথাটির অর্থ কল্যাণ। মধ্যযুগে রচিত দৈব মাহাত্ম্য প্রচারমূলক আখ্যান কাব্যকে মঙ্গলকাব্য বলে।

প্রকৃতপক্ষে মঙ্গলকাব্যকে দুটি শ্রেণিতে ভাগ করা যায় – পৌরণিক ও লৌকিক

মঙ্গলকাব্য অন্য যে নামে পরিচিত তা হচ্ছে = আখ্যান কাব্য

মঙ্গলকাব্যের মূল উপজীব্য = দেবদেবীর গুণগান

মঙ্গলকাব্যের রচনাকাল = পঞ্চদশ–অষ্টাদশ শতকের শেষ অবধি

মঙ্গলকাব্যের প্রধান শাখা = ৩টি (মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল)। অপ্রধান শাখা = ২ টি (অন্নদামঙ্গল, কালিকামঙ্গল)

মঙ্গলকাব্য বিভক্ত = ২ ভাগে (পৌরাণিক ও লৌকিক কাব্য)

উল্লেখযোগ্য পৌরাণিক মঙ্গলকাব্যগুলো হল = ভবানীমঙ্গল, অন্নদামঙ্গল, কমলামঙ্গল, দূর্গামঙ্গল, চণ্ডিকামঙ্গল

উল্লেখযোগ্য লৌকিক মঙ্গলকাব্যগুলো হল = শিবায়ন বা শিবমঙ্গল / কালিকামঙ্গল / বিদ্যাসুন্দর, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল / গৌরীমঙ্গল, শীতলামঙ্গল, রায়মঙ্গল, ষষ্ঠীমঙ্গল, সূর্যমঙ্গল

মঙ্গল শব্দটি উল্লেখ থাকার পরও মঙ্গলকাব্য হিসেবে বিবেচিত নয় = চৈতন্যমঙ্গল, গোবিন্দমঙ্গল এবং সারদামঙ্গল

একটি সম্পূর্ণ মঙ্গলকাব্যে প্রধান অংশ থাকে = ৪টি (বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, নরখণ্ড ও আখ্যায়িকা)

মঙ্গলকাব্যে প্রধানত ব্যবহৃত হয়েছে = পয়ার ছন্দ

ড. দীনেশ চন্দ্র সেনের মতে মঙ্গলকাব্যে সন্ধান পাওয়া গেছে = ৬২ জন কবির

মঙ্গলকাব্যের প্রধান দেবদেবী হলেন- মনসা, চন্ডী, ধর্মঠাকুর ও শিব

মঙ্গলকাব্যের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল মনসামঙ্গল।

মঙ্গলকাব্যের প্রাচীনতম ধারা হল ‘মনসামঙ্গল’।

মনসামঙ্গল কাব্য রচিত হয় = সুলতান হুসেন শাহর সময়ে

মনসামঙ্গল কাব্যের অপর নাম ‘পদ্মপুরাণ’।

মনসামঙ্গল কাব্যের উল্লেখযোগ্য চরিত্রগুলো = মনসাদেবী , চাঁদ সওদাগর, বেহুলা ও কেতকা দেবী

মনসামঙ্গল কাব্যের কবিদের মধ্যে উল্লেখযোগ্য = কানাহরি দত্ত, বিজয়গুপ্ত, দ্বিজ বংশীদাস, নারায়ণ দেব, বিপ্রদাস পিপলাই, কেতকাদাস ক্ষেমানন্দ

সর্বাপেক্ষা জনপ্রিয় মনসামঙ্গল কাহিনী = চাঁদ সওদাগরের বিদ্রোহ ও বেহুলার সতীত্ব কাহিনী

মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র = চাঁদ সওদাগর

মনসা দেবীর অপর নাম = কেতকা / পদ্মাবতী

মনসামঙ্গল কাব্যের অপর নাম = পদ্মপুরাণ

মনসামঙ্গল কাব্যের আদি কবি = কানাহরি দত্ত

‘মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম্য। প্রথমে রচিলা গীত কানা হরিদত্ত।”

বিজয় গুপ্তের কাব্যের এই চরণ দুটি থেকে জানা যায় কানা হরিদত্ত মনসামঙ্গল কাব্যের আদি কবি।

    কানা হরিদত্ত কে আদি কবি বলেছেন বিজয় গুপ্ত।

    মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি = বিজয় গুপ্ত

    ফুল্লশ্রী গ্রামে বিজয় গুপ্ত জন্মগ্রহণ করেন। তিনি পূর্ববঙ্গের সবচেয়ে জনপ্রিয় কবি।

    বিজয় গুপ্তের পিতার নাম সনাতন ও মাতার নাম রুক্মিণী। তিনি নিজেকে ‘সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত’ বলেছেন।

    সুলতান হোসেন শাহের আমলে বিজয় গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন। তাঁর মনসামঙ্গল কাব্যটি “পদ্মাপুরাণ নামেও জনপ্রিয়।

    বিজয় গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোক-
    ‘ঋতুু শশী বেদশশী পরিমিত শক’
    সুলতান হসেন শাহ নৃপতি তিলক।।’

    -অর্থাৎ ১৪৯৪ খ্রিস্টাব্দে তার কাব্যটি রচিত হয়।

    পদ্মা পুরাণ কাব্যের রচয়িতা বিজয় গুপ্তের ছদ্মনাম হলো রাধানাথ

    মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাসের খ্যাতি ছিল= সুকণ্ঠ গায়ক হিসেবে

    মনসামঙ্গলের একমাত্র পশ্চিমবঙ্গীয় কবি = ক্ষেমানন্দ
    মনসামঙ্গলের কবি ক্ষেমানন্দের উপাধি ছিল = কেতকাদাস

    Read More : নাট্যসাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

    কেতকাদাস ক্ষেমানন্দ রচিত কাব্যটির নাম মনসামঙ্গল।

    “মনসামঙ্গল” কাব্যের বাইশ জন কবি রচিত বিভিন্ন অংশের সংকলনকে বলা হয় = বাইশা

    বাংলায় ‘মনসামঙ্গল’ কাব্যের তিনটি ধারা দেখা যায়-
    ১. রাঢ়ের ধারা।
    ২. পূর্ববঙ্গের ধারা।
    ৩. উত্তরবঙ্গ ও কামরূপের ধারা।

    রাঢ়ের ধারার কয়েকজন উল্লেখযোগ্য কবি হলেন- বিপ্রদাস পিপলাই ,কেতকাদাস ক্ষেমানন্দ, সিতারাম দাস ও রসিক মিশ্র প্রভৃতি কবিগণ

    মনসামঙ্গল কাব্যের পূর্ববঙ্গের ধারার কয়েকজন উল্লেখযোগ্য কবি হলেন- নারায়ন দেব, বিজয় গুপ্ত ও বংশী দাস

    মনসামঙ্গল কাব্যের উত্তরবঙ্গ ও কামরূপের ধারার কয়েকজন উল্লেখযোগ্য কবির নাম হল- তন্ত্রবিভূতি, জগজ্জীবন ঘোষাল, জীবনকৃষ্ণ মৈত্র

    বিপ্রদাস পিপলাই এর কাব্যের নাম-’মনসা বিজয়’।

    চণ্ডীমঙ্গল কাব্যের অপর নাম = অভয়ামঙ্গল / ভবানী মঙ্গল / অধিকামঙ্গল / গৌরীমঙ্গল

    চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী রূপায়িত হয়েছে = শিবের পত্নী চণ্ডী দেবীর কাহিনী অবলম্বনে

    চণ্ডীর অপর নাম = রনদা

    চণ্ডীমঙ্গল কাব্যের সর্বাধিক প্রসার ঘটে = ষোড়শ শতকে

    চণ্ডীমঙ্গলের উল্লেখযোগ্য কবি = মুকুন্দ চক্রবর্তী, মানিক দত্ত, দ্বিজ মাধব, দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিরাম, লালা জয়নারায়ণ সেন, ভবানীশঙ্কর দাস, অকিঞ্চন চক্রবর্তী প্রমুখ

    ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের কাহিনী বিভক্ত = ২ খণ্ডে (অখেটিক খণ্ড ও বণিক খণ্ড)

    অখেটিক খণ্ডে বর্ণিত হয়েছে = কালকেতুর কাহিনী

    বণিক খণ্ডে বর্ণিত হয়েছে = ধনপতির কাহিনী

    চণ্ডীমঙ্গল কাব্যের ছত্রসংখ্যা = প্রায় বিশ হাজার

    চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি = মানিক দত্ত

    চণ্ডীমঙ্গল কাব্যের সর্বশেষ কবি = অকিঞ্চন চক্রবর্তী
    চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি = মুকুন্দ চক্রবর্তী

    মুকুন্দ চক্রবর্তীর উপাধি = কবিকঙ্কণ (তাকে এই উপাধি দেয় জমিদার রঘুনাথ রায়)। রঘুনাথ রায়ের অনুরোধে চন্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন তিনি।

    মুকুন্দ চক্রবর্তীর জন্মস্থান বর্ধমান জেলার দামুন্যা গ্রামে।

    মুকুন্দ চক্রবর্তী চন্ডীমঙ্গল কাব্য লেখেন বাংলার সুবেদার মানসিংহের রাজত্বকালে।

    মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম – ‘অভয়ামঙ্গল’।

    মুকুন্দ চক্রবর্তীর চন্ডীমঙ্গল ‘গৌরী মঙ্গল’, ‘অভয়ামঙ্গল’ এবং ‘অম্বিকা মঙ্গল’ নামে পরিচিত।

    মুকুন্দ চক্রবর্তীর কাব্যের দুটি খন্ড-১.আখেটিক খণ্ড আর ২. বণিক খণ্ড।
    আখেটিক খণ্ডের চরিত্র- ধর্মকেতু, কালকেতু, ফুল্লরা, মুরারীশীল, ভারুদত্ত।
    বণিক খন্ডের চরিত্র – কলিঙ্গরাজ, ধনপতি, শ্রীমন্ত,খুল্লনা।

    মুকুন্দ চক্রবর্তীর চন্ডীমঙ্গল কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোক- ১৭৪৫ শকে (১৮২৩-২৪) খ্রিস্টাব্দ রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় কবি মুকুন্দের চন্ডীমঙ্গল সর্বপ্রথম মুদ্রিত হয়। এই গ্রন্থের কয়েকটি ছত্র মুদ্রিত হয়:-
    ‘’শাকে রস রস বেদ – শশাঙ্ক গণিতা।
    কতদিনে দিলা গীত হরের বণিতা।’’
    অর্থাৎ রস= ৬, রস= ৬, বেদ=৪, শশাঙ্ক=১
    সুতরাং ১৪৬৬ শকাব্দ+৭৮= ১৫৪৪ খ্রিস্টাব্দ।

    মুকুন্দ চক্রবর্তীর সবচেয়ে জনপ্রিয় কাহিনীকাব্য = কালকেতুর উপাখ্যান

    কালকেতু এবং তাঁর স্ত্রী ফুল্লরার স্বর্গীয় নাম = নীলাম্বর ও ছায়া

    চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র = কালকেতু

    বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র = ভাড়ুদত্ত

    চট্টগ্রামের ঐতিহ্য নিয়ে রচিত ‘অভয়ামঙ্গল কাব্যের’ রচয়িতা = দ্বিজ রামদেব

    ধর্মমঙ্গল কাব্যের আদি কবি = ময়ূর ভট্ট। তাঁর কাব্যের নাম ‘হাকন্দ পুরাণ’

    ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি = ঘনরাম চক্রবর্তী

    ধর্মমঙ্গল কাব্য রচিত দুটি কাহিনী নিয়ে = রাজা হরিশ্চন্দ্র ও লাউসেনের কাহিনী

    রামাই পন্ডিত রচিত গ্রন্থের নাম ‘শূন্য পুরাণ’।

    ঘনরাম চক্রবর্তীর গুরু তাকে ‘কবির’ উপাধি দেন।

    ধর্মমঙ্গল কাব্যে দুটি কাহিনী দেখা যায়। যথা
    ১.রাজা হরিশচন্দ্রের গল্প
    ২.লাউসেনের গল্প

    ধর্মমঙ্গল কাব্যটি 24 টি পালায় বিভক্ত।

    ঘনরাম চক্রবর্তীর কাব্যটির নাম ‘শ্রীধর্মমঙ্গল’।

    ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য ছাড়া অপর একটি গ্রন্থের নাম হলো ‘সত্যনারায়ণ পাঁচালী’।

    ধর্মমঙ্গল কাব্য কে ‘রাঢ়ের জাতীয়’ কাব্য বলে অভিহিত করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়।

    যদুনাথের লেখা কাব্যের নাম ‘ধর্মপুরাণ’।
    ‘ধর্মপুরাণ’ সম্পাদনা করেছেন বসন্তকুমার চট্টোপাধ্যায়।

    ধর্মমঙ্গল কাব্যের দুইজন প্রধান কবি = রূপরাম চক্রবর্তী ও ঘনরাম চক্রবর্তী

    ধর্মমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবি = ময়ূরভট্ট, আদি রূপরাম, খেলারাম চক্রবর্তী, মানিকরাম, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস, রাজারাম দাস, রামদাস আদক, দ্বিজ প্রভুরাম, ঘনরাম চক্রবর্তী, রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সহদেব চক্রবর্তী, নরসিংহ বসু।

    খেলারাম চক্রবর্তী ধর্মমঙ্গলের কাহিনী নিয়ে রচনা করেন = গৌড়কাব্য

    বাঁকুড়া রায় ধর্মদেবতার নাম।

    অন্নদামঙ্গল কাব্যে বর্ণিত হয়েছে = দেবী অন্নদার বন্দনা

    অন্নদামঙ্গল কাব্যটি আটটি পালায় বিভক্ত।

    অন্নদামঙ্গল কাব্য বিভক্ত = ৩ খণ্ডে (১.অন্নদামঙ্গল, ২.কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য, ৩.মানসিংহ বা অন্নপূর্ণামঙ্গল)।

    কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য অন্নদামঙ্গল কাব্যর একটি অংশ মাত্র।

    সমগ্র “অন্নদামঙ্গল” কাব্যের মধ্যে সর্বোৎকৃষ্ট ১ম খণ্ড।

    অন্নদামঙ্গল” কাব্যের প্রধান কবি ভারতচন্দ্র রায় গুণাকর।

    রায়গুণাকর ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্যটি, 1752 খ্রিস্টাব্দে রচিত হয়।

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর।

    ‘যুগ সন্ধিক্ষণের’ কবি বলা হয় রায়গুণাকর ভারতচন্দ্রকে

    বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায় গুণাকর।

    ভারতচন্দ্র রায় গুণাকর সভাকবি ছিলেন = নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের। তার আদেশেই ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্য রচনা করেন।

    মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ভারতচন্দ্রকে ‘রায় গুণাকর’ উপাধি দেন।

    কবি ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যের শুরুতেই গণেশ বন্দনা করেছেন।

    ভারতচন্দ্রের জীবানাবসানের মাধ্যমে অবসান ঘটে = মধ্যযুগের

    ভারতচন্দ্র রায় ‘সত্যনারায়ণ পাঁচালী’ রচনা করেন = ২ টি (হীরালাল রায়, রামচন্দ্র মুনশীর আদেশে)।

    মৈথিলি কবি ভানুদত্তের লেখা সংস্কৃত “রসমঞ্জরী” কাব্যের অনুবাদ করেন = ভারতচন্দ্র রায় গুণাকর

    ভারতচন্দ্রের অসমাপ্ত রচনা ‘চণ্ডীনাটক’।

    নাগাষ্টক ও গঙ্গাষ্টক নামক ক্ষুদ্র কবিতাদ্বয়ের রচয়িতা = ভারতচন্দ্র রায় গুণাকর

    অন্নদামঙ্গল কাব্যকে কবি ভারতচন্দ্র ‘নতুন মঙ্গল’ বলে অভিহিত করেছেন।

    ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের কয়েকটি চরিত্র হলো :- ব্যাসদেব, দেবী অন্নপূর্ণা, ঈশ্বরী পাটনী, হরিহোড়

    কালিকামঙ্গল কাব্য রচিত = বিদ্যাসুন্দরের প্রেমকাহিনী অবলম্বনে

    কালিকামঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবি = শ্রীধর কবিরাজ, সাবিরিদ খান, গোবিন্দ দাস, রামপ্রসাদ সেন

    কালিকামঙ্গল কাব্যের আদি কবি =কবি কঙ্ক

    বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা = সাবিরিদ খাঁ (কাশ্মীরের বিখ্যাত সংস্কৃত কবি বিলহন এর ‘চৌরপঞ্চাশৎ’ বা ‘চৌরপঞ্চাশিকা’ অবলম্বনে)।

    কালিকামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি = রাম প্রসাদ সেন। জমিদার কৃষ্ণচন্দ্র তার গানে মুগ্ধ হয়ে তাকে ‘কবিরঞ্জন’ উপাধি দেন। অবশ্য ‘কবিরঞ্জন’ নামে তার একটি কাব্যগ্রন্থও আছে।

    শাক্ত পদাবলির জন্য বিখ্যাত = রাম প্রসাদ সেন। দেবী কালীর উদ্দেশ্যে বাংলা ভাষায় ভক্তগীতি রচনার জন্য তিনি বিখ্যাত।

    The post বাংলা সাহিত্যের ইতিহাস। মঙ্গল কাব্য। গুরুত্বপূর্ণ তথ্য। Mangalkabya appeared first on Prerona Academy.

    ]]>
    https://preronaacademy.com/mangalkabya-bangla-sahityer-itihas/feed/ 0
    নাট্যসাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান । বাংলা সাহিত্যের ইতিহাস https://preronaacademy.com/natyasahitye-rabindranath-thakur/ https://preronaacademy.com/natyasahitye-rabindranath-thakur/#respond Mon, 04 Mar 2024 17:29:53 +0000 https://preronaacademy.com/?p=452 নাট্যসাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব। বাংলা সাহিত্যের আধুনিক নবজাগরণে তাঁর ভূমিকা অপরিসীম। তিনি বাংলা

    The post নাট্যসাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান । বাংলা সাহিত্যের ইতিহাস appeared first on Prerona Academy.

    ]]>

    বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব। বাংলা সাহিত্যের আধুনিক নবজাগরণে তাঁর ভূমিকা অপরিসীম। তিনি বাংলা সাহিত্যের উৎকর্ষের পাশাপাশি বিশ্ব সাহিত্যের দরবারে বাংলা সাহিত্যকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন । বাংলা সাহিত্যে
    এমন একটি ধারা নেই, যেখানে রবীন্দ্রনাথের ছোঁয়া নেই । বাংলা নাট্য সাহিত্যেও রবীন্দ্রনাথের অবদান বিশ্বজনীন। আজ আমরা নাট্যসাহিত্যে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে জানবো।

    রবীন্দ্রনাথের নাটকগুলিকে কয়েকটি ভাগে বিভক্ত করা যায় –

    ক) গীতিনাট্য – ‘বাল্মীকি প্রতিভা’ (১৮৮১), ‘কালমৃগয়া'(১৮৮২), ‘মায়ার খেলা’ (১৮৮৮) ইত্যাদি।

    খ) কাব্যনাট্য – ‘প্রকৃতির প্রতিশোধ'(১৮৮৪), ‘রাজা ও রাণী'(১৮৮৯), ‘বিসর্জন'(১৮৯০),
    ‘চিত্রাঙ্গদা’ (১৮৯২) ইত্যাদি ।

    গ) নাট্যকাব্য – ‘বিদায় অভিশাপ’ (১৮৯২), ‘গান্ধারীর আবেদন’ (১৯০০), ‘সতী’ (১৯০০),
    ‘নরকবাস'(১৯০০), ‘লক্ষ্মীর পরীক্ষা’ (১৯০০) ‘কর্ণকুন্তী সংবাদ’ (১৯০০) ইত্যাদি ।

    ঘ) প্রহসন – ‘গোড়ায় গলদ’ (১৮৯২), ‘বৈকুণ্ঠের খাতা’ (১৮৯৭), ‘ব্যঙ্গকৌতুক (১৯০৭),
    ‘চিরকুমার সভা’ (১৯৩৬) ইত্যাদি ।

    ঙ) রূপক-সাংকেতিক নাটক – ‘শারদোৎসব’ (১৯০৮), ‘অচলায়তন’ (১৯১২), ‘ডাকঘর’(১৯১২), ‘ফাল্গুনী’ (১৯১৬), ‘মুক্তধারা’ (১৯২২), ‘রাজা’ (১৯১০) ‘রক্তকরবী’ (রচনা ১৯২৪ , প্রকাশ-১৯২৬), ‘কালের যাত্রা’ (১৯৩২) ইত্যাদি ।

    চ) সামাজিক নাটক – ‘শোধবোধ'(১৯২৬), ‘বাঁশরী'(১৯৩৩) ইত্যাদি ।

    ছ) নৃত্যনাট্য – ‘নটীর পূজা'(১৯২৬), ‘চিত্রাঙ্গদা’ (১৯৩৬), ‘চণ্ডালিকা’ (১৯৩৮), ‘শ্যামা’ (১৯৩৯) ইত্যাদি।

    রবীন্দ্রনাথের অতি গুরুত্বপূর্ণ কিছু নাটক ও সেগুলির সংক্ষিপ্ত পরিচয় :

    লেখকের প্রথম নাটক।
    বিষয় – হস্তিনাপুরের রাজা পৃথ্বীরাজের সঙ্গে রুদ্রচন্ডের দ্বন্দ্ব, রুদ্রচন্ডের পিতৃসত্তা,
    মহম্মদ ঘোরী কর্তৃক হস্তিনাপুর অধিকার ও পৃথ্বীরাজের পরাজয়।
    সর্গ সংখ্যা ১৪টি।
    উল্লেখযোগ্য চরিত্রগুলি হল পৃথ্বীরাজ, রুদ্রচন্ড, অমিয়া।
    উৎসর্গ – জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে।

    গীতিনাট্য।
    বিষয় – দস্যু রত্নাকরের বাল্মীকি হয়ে ওঠার কাহিনি।
    দৃশ্য সংখ্যা – ৬টি।
    নাটকের অভিনয়ে রবীন্দ্রনাথ বাল্মীকি এবং তাঁর ভ্রাতুষ্পুত্রী প্রতিভা দেবী সরস্বতীর ভূমিকা
    গ্রহণ করেছিলেন। এই নাটক অবলম্বনে পরবর্তীতে রচিত হয় ‘মায়ার খেলা’।

    কাব্যধর্মী এবং নিয়মানুগ নাটক।
    মোট অঙ্ক সংখ্যা ৫টি।
    প্রধান চরিত্রগুলি হল বিক্রমদেব, সুমিত্রা, দেবদত্ত, কুমার, রেবতী, ইলা প্রমুখ।
    উৎসর্গ – দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে।
    এই নাটকের কাহিনি নিয়েই কবি পরবর্তীকালে লিখেছিলেন ‘ভৈরবের বলি’।
    কিন্তু তা কবির পছন্দ না হওয়ায় প্রকাশিত হয়নি। আরো পরে এই নাটকের মূল বিষয় অবলম্বনে ‘তপতী’ নাটকটি রচনা করেন।

    ট্র্যাজেডি।
    কবির ‘রাজর্ষি’ উপন্যাসের প্রথমাংশ নিয়ে রচিত।
    অঙ্ক সংখ্যা ৫টি।
    প্রধান চরিত্রগুলি হল গোবিন্দমাণিক্য, অপর্ণা, রঘুপতি, জয়সিংহ।
    উৎসর্গ – সুরেন্দ্রনাথ ঠাকুরকে

    কৌতুকনাট্য
    অঙ্ক সংখ্যা ৫টি।
    উল্লেখযোগ্য চরিত্রগুলি হল চন্দ্রকান্ত, নলিনাক্ষ, ইন্দুমতী, ক্ষান্তমণি।
    এই নাটকেই কবি প্রথম বাউল গানের ব্যবহার করেন।
    উৎসর্গ – প্রিয়নাথ সেনকে
    গ্রন্থটি পরবর্তীকালে ১৯২৮ খ্রিস্টাব্দে ৪ অঙ্কে ‘শেষরক্ষা’ নামে প্রকাশিত হয়।

    Read More : কথাসাহিত্যে লীলা মজুমদাররের অবদান

    লেখকের ‘বউ ঠাকুরাণীর হাট’ উপন্যাসের কাহিনি অবলম্বনে রচিত।
    মোট অঙ্ক সংখ্যা ৫টি।
    উল্লেখযোগ্য চরিত্রগুলি হল প্রতাপাদিত্য, বসন্ত রায়, ধনঞ্জয়, সুরমা, বিভা ।
    নাটকটি পরবর্তীকালে ১৯২৯ খ্রিস্টাব্দে ৪ অঙ্কে ‘পরিত্রাণ’ নামে মুদ্রিত হয়। তার আগে ১৩৩৪ বঙ্গাব্দে শারদীয়া বসুমতীতে ‘পরিত্রাণ’ মুদ্রিত হয়েছিল ।

    রূপক সাংকেতিক নাটক।
    নাটকটি বোলপুরে ব্রহ্মচর্যাশ্রমে শারদোৎসব উপলক্ষ্যে ছাত্রদের দ্বারা অভিনয়ের উদ্দেশ্যে রচিত।
    দৃশ্য সংখ্যা ২টি।
    উল্লেখযোগ্য চরিত্রগুলি হল ঠাকুরদা, উপনন্দ, লক্ষেশ্বর প্রমুখ।
    পরবর্তীকালে ১৯২২ খ্রিস্টাব্দে এই নাটকটি সামান্য পরিবর্তন করে ‘ঋণশোধ’ নামে অন্য একটি নাটক প্রকাশ করেন কবি ।

    রূপক সাংকেতিক নাটক।
    দৃশ্য সংখ্যা ২০টি।
    উল্লেখযোগ্য চরিত্রগুলি হল সুদর্শনা, সুরঙ্গমা, রাজা, ঠাকুরদা।
    পরবর্তীকালে ১৯১৯ খ্রিস্টাব্দে ‘অরূপরতন’ নামে এই নাটকের অভিনয় উপযোগী একটি সংস্করণ প্রকাশিত হয়।

    রূপক সাংকেতিক নাটক।
    প্রকাশ – ১৩২৯ বঙ্গাব্দের বৈশাখ মাসে ‘প্রবাসী’ পত্রিকায়।
    নাটকের পূর্বনাম ছিল ‘পথ’।
    উল্লেখযোগ্য চরিত্রগুলি হল অভিজিৎ, সঞ্জয়, অম্বা।

    রূপক সাংকেতিক নাটক।
    মুখ্য চরিত্র অমল, সুধা, মাধব।
    ১৯১৪ খ্রিস্টাব্দে নাটকটি ইংরেজিতে ‘দ্য পোষ্ট অফিস’ নামে অনুবাদ করেন দেবব্রত মুখোপাধ্যায় যার ভূমিকা লিখেছিলেন বিশিষ্ট ইংরেজ কবি ইয়েটস।

    রূপক সাংকেতিক নাটক।
    প্রধাণ চরিত্র গুলি হলো -সন্ন্যাসী, প্রথম , দ্বিতীয় , তৃতীয় নাগরিক, সেনা ।
    গ্রন্থটিতে দুটি নাটক আছে –‘রথের রশি’ ও ‘কবির দীক্ষা’।
    ১৩৩০ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় ‘প্রবাসী’তে কবির ‘রথযাত্রা’ নামে যে নাটিকা প্রকাশিত হয় তাই-ই পরিবর্তিত রূপে ‘রথের রশি’ নামে প্রকাশ পায়। ‘কালের যাত্রা’ কবি সাহিত্যিক শরৎচন্দ্রকে তাঁর ৫৭তম জন্মদিবস উপলক্ষ্যে উৎসর্গ করেছিলেন।

    রূপক সাংকেতিক নাটক।
    প্রকাশ – ১৩৩১ বঙ্গাব্দের আশ্বিন মাসে ‘প্রবাসী’ পত্রিকায়।
    নাটকটির পূর্বনাম, প্রথমে ‘যক্ষপুরী’, পরে পাণ্ডুলিপিতে তা পরিবর্তন করে নতুন নাম হয় ‘নন্দিনী’।
    আরও পরে ‘প্রবাসী’তে প্রকাশের সময়কালে নাম পুনরায় পরিবর্তন করে এই নামটি গৃহীত হয়।
    উল্লেখযোগ্য চরিত্র – নন্দিনী, বিশু পাগল, রাজা।

    রূপকের আশ্রয়ে রচিত নাটক।
    দৃশ্য সংখ্যা ৪টি।
    নাটকটির প্রথম অভিনয় হয়েছিল ১৩৪০ বঙ্গাব্দে কলকাতার ম্যাডান থিয়েটারে।
    প্রধাণ চরিত্র গুলি হলো – রাজা, রানী,রাজপুত্র, সওদাগর ,পত্রলেখা।
    উৎসর্গ – নেতাজী সুভাষচন্দ্র বসুকে।

    নৃত্যনাট্য।
    প্রধাণ চরিত্র গুলি হলো- চণ্ডালিকা, আনন্দ ,দইওয়ালা, প্রকৃতি, চুরিওয়ালা, মায়া।
    রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত ‘নেপালী বৌদ্ধ সাহিত্যে শার্দুলকর্ণাবদানের সংক্ষিপ্ত বিবরণ’ অবলম্বনে লেখা।
    নাটকে মণিপুরি ও কথাকলি নৃত্যশৈলীর ব্যবহার করা হয়েছে।
    দৃশ্য সংখ্যা ২টি।
    নাটকটির প্রথম অভিনয় হয় ১৩৩৮ বঙ্গাব্দে ‘ছায়া’ রঙ্গমঞ্চে’।

    নৃত্যনাট্য।
    নাটকটি কবির ‘কথা’ কাব্যের ‘পরিশোধ’ কবিতা অবলম্বনে রচিত।
    নাটকের আখ্যানভাগ গ্রহণ করা হয়েছে বৌদ্ধ পুরাণ ‘মহাবত্ত্ববদান’ থেকে।
    উল্লেখযোগ্য চরিত্রগুলি হল শ্যামা, বজ্রসেন।

    ১) রবীন্দ্রনাথ ছিলেন মূলত কবি। সেইজন্যে তাঁর গল্প, উপন্যাস যেমন কাব্যধর্মী হয়েছিল, তাঁর নাটকগুলিও কাব্যাশ্রয়ে গঠিত হয়েছিল।

    ২) রবীন্দ্রনাথের নাটকে ঘটনার ঘনঘটা নেই। তার নাটকে ঘটনার আবর্ত যুদ্ধবিগ্রহ কিংবা জীবনের দ্বন্দ্ব সংঘাত তেমন নেই। তাঁর নাটক গীতোচ্ছ্বাসময়, গীতি কবিতার আবেগে রঞ্জিত।

    ৩) যা দৃশ্য তাকে নাটকের বিষয়বস্তু না করে, বাস্তবকে পরিস্ফুট না করে তিনি কোন একটা ভাবকে রূপক রহস্যের সাহায্যে নাট্যরূপ দিতে চেয়েছিলেন। রবীন্দ্র নাট্য সাহিত্যে তাই দৃশ্যমানতা অর্থাৎ দৃশ্যত্ব লক্ষণ অপেক্ষা কাব্য লক্ষণই অধিকতর পরিস্ফুট।

    ৪) নাটকে থাকে ঘটনার দ্বন্দ্ব। কিন্তু রবীন্দ্রনাথের নাটকে বহির্ঘটনার দ্বন্দ্ব নেই। চরিত্রের সংঘাত নেই, আছে কোন একটি তত্ত্ব বা Idea-র অভিব্যক্তি। এটা তার নাটকের বিশিষ্ট লক্ষণ।

    ৫) ঘটনার উপর ততটা দৃষ্টি না দিয়ে চরিত্রগত সূক্ষ্ম ভাব রহস্যকে রূপদান করেছেন। নাটকে ভাবের দ্বন্দ্ব-সংঘাত প্রদর্শন রবীন্দ্রনাথের মূল লক্ষ্য ছিল।

    1) রবীন্দ্রনাথের ‘মায়ার খেলা’ কী ধরনের নাটক ?

    উঃ গীতিনাট্য ।

    2) রবীন্দ্রনাথ তাঁর ‘রাজা ও রানী’ নাটকটি কাকে উৎসর্গ করেন?

    উঃ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে।

    3) রবীন্দ্রনাথ তাঁর কোন নাটকে প্রথম বাউলগানের ব্যবহার করেন ?

    উঃ-গোড়ায় গলদ(১৮৯২)।

    4) ‘শোধবোধ’ রবীন্দ্রনাথের কোন ছোটগল্পের নাট্যরুপ ?

    উঃ কর্মফল ।

    5) রবীন্দ্রনাথ তাঁর কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেন ?

    উঃ বসন্ত (১৯২২)।

    6) ‘শেষের রাত্রি’ অবলম্বনে লেখা রবীন্দ্রনাথের নাটকটির নাম কী ?

    উঃ গৃহপ্রবেশ ( ১৯২৫)।

    7) মুক্তধারা নাটকের পূর্ব নাম কী ছিল ?

    উঃ পথ ।

    8) রবীন্দ্রনাথের দুটি নৃত্যনাটের নাম লেখো।

    উঃ চিত্রাঙ্গদা, শ্যামা ।

    9) ‘রক্তকরবী’ প্রকাশকাল লেখো।

    উঃ ১৯২৬ খ্রি.।

    10) রবীন্দ্রনাথের দুটি রূপক সাংকেতিক নাটকের নাম লেখো ?

    উঃ ডাকঘর, কালের যাত্রা।

    11) রবীন্দ্রনাথের ‘কথা’ কাব্যের ‘পরিশোধ’ কবিতা অবলম্বনে রচিত নাটকের নাম কী ?

    উঃ শ্যামা (১৯৩৯)।

    12) রবীন্দ্রনাথের দুটি নাটকের নাম লেখ যেখানে কোনো অঙ্ক বা দৃশ্য বিভাজন নেই ?

    উঃ বসন্ত, শাপমোচন।

    আশা করি নাট্যসাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান নিয়ে আমাদের লেখাটি তোমাদের কাজে লাগবে। এই ধরণের লেখার নিয়মিত আপডেট পেতে এবং আমাদের সমস্ত ক্লাসগুলি ভিডিও আকারে পেতে আমাদের YouTube চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকো। আর কোন ধরনণের লেখা পেতে চাও তা আমাদের কমেন্টে অবশ্যই জানাও।

    The post নাট্যসাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান । বাংলা সাহিত্যের ইতিহাস appeared first on Prerona Academy.

    ]]>
    https://preronaacademy.com/natyasahitye-rabindranath-thakur/feed/ 0
    বাংলা ব্যাকরণ সমাস থেকে গুরুত্বপূর্ণ টি MCQ – WBSLST Bangla 2024 https://preronaacademy.com/important-mcq-byakoron-somas/ https://preronaacademy.com/important-mcq-byakoron-somas/#respond Sat, 27 Jan 2024 16:46:51 +0000 https://preronaacademy.com/?p=446 Important MCQ from ” বাংলা ব্যাকরণ ” – ” সমাস ” | For WBSLST Bengali 2024, মাদ্রাসা সার্ভিস কমিশন 2024

    The post বাংলা ব্যাকরণ সমাস থেকে গুরুত্বপূর্ণ টি MCQ – WBSLST Bangla 2024 appeared first on Prerona Academy.

    ]]>

    Important MCQ from ” বাংলা ব্যাকরণ ” – ” সমাস ” | For WBSLST Bengali 2024, মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 Preparation.

    ক) সম্বন্ধ তৎপুরুষ
    খ) ব্যধিকরণ বহুব্রীহি
    গ) ব্যতিহার বহুব্রীহি
    ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি

    ক) সাধারণ কর্মধারয় সমাস
    খ) অব্যয়ীভাব সমাস
    গ) অপাদান তৎপুরুষ সমাস
    ঘ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস

    ক) অক্ষত
    খ) আনাড়ি
    গ) অসাবধান
    ঘ) অশুদ্ধ

    ক) কাজলের ন্যায় কালো
    খ) কাজল রূপ কালো
    গ) কাজল ও কালো
    ঘ) কালো যে কাজল

    ক) উপমান
    খ) উপমিত
    গ) রূপক
    ঘ) মধ্যপদলোপী

    ক) কর্ম তৎপুরুষ
    খ) করণ তৎপুরুষ
    গ) উপপদ তৎপুরুষ
    ঘ) অব্যয়ীভাব

    ক) তুষারের ন্যায় শুভ্র
    খ) তুষার শুভ্রের ন্যায়
    গ) তুষার ও শুভ্র
    ঘ) শুভ্র যে তুষার

    ক) না-তৎপুরুষ
    খ) অধিকরণ তৎপুরুষ
    গ) সম্বন্ধ তৎপুরুষ
    ঘ) উপমান কর্মধারয়

    ক) মহাপুরুষ
    খ) অষ্টাদশ
    গ) অষ্টবসু
    ঘ) ঘনশ্যাম

    ক) অলোপ বহুব্রীহি
    খ) উপপদ তৎপুরুষ
    গ) সাধারণ কর্মধারয়
    ঘ) করণ তৎপুরুষ

    ক) দেশান্তর
    খ) গ্রামান্তর
    গ) তেপান্তর
    ঘ) লোকান্তর

    ক) রাজার পথ
    খ) রাজা নির্মিত পথ
    গ) রাজাদের পথ
    ঘ) পথের রাজা

    ক) চিরকাল ব্যাপিয়া সুখী
    খ) চিরকাল ব্যাপিয়া সুখ
    গ) চিরদিনের জন্য সুখী
    ঘ) চিরদিনের নিমিত্ত সুখী

    Read More : সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 30 টি গুরুত্বপূর্ণ MCQ

    ক) পূর্বপদ
    খ) উভয়পদ
    গ) অন্যপদ
    ঘ) পরপদ

    ক) পঞ্চ ও নদ
    খ) পঞ্চ নামক নদ
    গ) পঞ্চ নদের সমাহার
    ঘ) পঞ্চ যে নদ

    ক) মুখচন্দ্র
    খ) ক্রোধানল
    গ) কাজলকালো
    ঘ) চিরসুখী

    ক) অব্যয়ীভাব
    খ) কর্মধারয়
    গ) দ্বিগু
    ঘ) বহুব্রীহি

    ক) দ্বিগু সমাস
    খ) কর্ম তৎপুরুষ সমাস
    গ) বহুব্রীহি সমাস
    ঘ) দ্বন্দ্ব সমাস

    ক) বিদ্যা ও উৎসাহী
    খ) বিদ্যার উৎসাহের ন্যায় উৎসাহ যার
    গ) বিদ্যার জগতে উৎসাহী
    ঘ) বিদ্যায় উৎসাহী

    ক) অপাদান তৎপুরুষ
    খ) করণ তৎপুরুষ
    গ) সমানাধিকরণ বহুব্রীহি
    ঘ) ব্যধিকরণ বহুব্রীহি

    ক) সমানাধিকরণ বহুব্রীহি
    খ) ব্যতিহার বহুব্রীহি
    গ) সম্বন্ধ তৎপুরুষ
    ঘ) ব্যধিকরণ বহুব্রীহি

    ক) কাঁচামিঠে
    খ) অরুণরাঙা
    গ) বিষাদসিন্ধু
    ঘ) রণভূমি

    ক) ক্ষীণ যে স্রোত
    খ) ক্ষীণ স্রোত যার
    গ) ক্ষীণ যে স্রোতা
    ঘ) ক্ষীণ এর ন্যায় স্রোত যার

    ক) গবাক্ষ
    খ) এণাক্ষি
    গ) নিমাইকাকা
    ঘ) উপরের সবকটি ঠিক

    ক) মাল যে গাড়ি
    খ) মাল বহনকারী গাড়ি
    গ) মাল বহনকারী যে গাড়ি
    ঘ) মালের নিমিত্ত গাড়ি

    ক) তেপান্তর
    খ) মন্বন্তর
    গ) মেঘাচ্ছন্ন
    ঘ) দেখনহাসি

    ক) গায়ে পড়া
    খ) চা-বাগান
    গ) মাল গুদাম
    ঘ) উপরের সবকটি

    ক) বাক্যাশ্রয়ী সমাস
    খ) ব্যধিকরণ বহুব্রীহি
    গ) ব্যতিহার বহুব্রীহি
    ঘ) সমানাধিকরণ বহুব্রীহি

    ক) সমানাধিকরণ বহুব্রীহি
    খ) একশেষ দ্বন্দ্ব
    গ) ব্যতিহার বহুব্রীহি
    ঘ) বাক্যাশ্রয়ী

    ক) সিংহের শাবক
    খ) সিংহ ও শাবক
    গ) সিংহীর শাবক
    ঘ) সিংহ যে শাবক

    আর কোন কোন বিষয়ে Mock Test চাও তা আমাদের কমেন্টে জানাও। সমস্ত ক্লাস ভিডিও আকারে পেতে আমাদের YouTube চ্যানেলে যুক্ত থাকো।

    The post বাংলা ব্যাকরণ সমাস থেকে গুরুত্বপূর্ণ টি MCQ – WBSLST Bangla 2024 appeared first on Prerona Academy.

    ]]>
    https://preronaacademy.com/important-mcq-byakoron-somas/feed/ 0
    বাংলা সাহিত্যের ইতিহাস – “মধ্যযুগ” থেকে গুরুত্বপূর্ণ MCQ https://preronaacademy.com/bangla-sahityer-itihas-madhyajug-mcq-test/ https://preronaacademy.com/bangla-sahityer-itihas-madhyajug-mcq-test/#respond Sun, 07 Jan 2024 14:23:59 +0000 https://preronaacademy.com/?p=439 বাংলা সাহিত্যের ইতিহাস – “মধ্যযুগ” MSC ও WBSLST Bangla Mock Test ১. ‘ক্রিয়াযোগে সাগর’ ও ‘বৃহদ্ধর্ম- পুরান এর রচয়িতা- কোচবিহার

    The post বাংলা সাহিত্যের ইতিহাস – “মধ্যযুগ” থেকে গুরুত্বপূর্ণ MCQ appeared first on Prerona Academy.

    ]]>

    MSC ও WBSLST Bangla Mock Test

    (ক) রাজা হরেন্দ্র
    (খ) নৃপেন্দ্র নারায়ন
    (গ) জগদ্বীপেন্দ্র নারায়ন
    (ঘ) বিশ্বসিংহ

    (ক) শ্যামদাস
    (খ) মাধব দাস
    (গ) রামানন্দ দাস
    (ঘ) রামানন্দ ঘোষ

    (ক) দ্বৈপায়ন দাস
    (খ) কমলাকান্ত দাস
    (গ) বলরাম দাস
    (ঘ) রঘুনাথ দাস

    (ক) ভবানন্দ
    (খ) জগন্নাথ দাস
    (গ) অভিরাম
    (ঘ) বিশ্বম্ভর দাস

    (ক) গাঙুড় নদী
    (খ) পদ্মা নদী
    (গ) ভাগীরথী নদী
    (ঘ) যমুনা নদী

    (ক) ১৫১৫ খ্রিস্টাব্দে
    (খ) ১৫১৭ খ্রিস্টাব্দে
    (গ) ১৫১৯ খ্রিস্টাব্দে
    (ঘ) ১৫২০ খ্রিস্টাব্দে

    (ক) ভক্তিরস
    (খ) বাৎসল্য রস
    (গ) পঞ্চরস
    (ঘ) কোনোটিই নয়

    (ক) ১৪৮৫ খ্রিস্টাব্দে
    (খ) ১৫৩৩ খ্রিস্টাব্দে
    (গ) ১৪৮৬ খ্রিস্টাব্দে
    (ঘ) ১৫৮৬ খ্রিস্টাব্দে

    (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
    (খ) নজরুল ইসলাম
    (গ) জীবনানন্দ দাশ
    (ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

    (ক) গিরিশচন্দ্র ঘোষ
    (খ) শিশিরকুমার ঘোষ
    (গ) নবীনচন্দ্র সেন
    (ঘ) সমর সেন

    (ক) শ্রীচৈতন্যলীলা
    (খ) অমৃতাভ
    (গ) অমিয়-নিমাই চরিত
    (ঘ) জীবনচরিত

    (ক) দ্বিজের থেকে শ্রেষ্ঠ
    (খ) হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ
    (গ) হরিভক্ত চণ্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ
    (ঘ) চণ্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ

    (ক) পঞ্চামৃত,১১৮৯ সন
    (খ) পঞ্চানন, ১০৮৯ সন
    (গ) গজানন,১০৮০ সন
    (ঘ) অক্রুর,১০০৯ সন

    (ক) কবি কর্ণপুর
    (খ) মুরারি গুপ্ত
    (গ) পরমানন্দ সেন
    (ঘ) কৃষ্ণমিশ্র

    (ক) ৭৭টি সর্গে
    (খ) ৭৮টি সর্গে
    (গ) ৭৯টি সর্গে
    (ঘ) ৮০টি সর্গে

    (ক) চৈতন্যচরিতামৃতম্
    (খ) চৈতন্যচন্দ্রোদয়
    (গ) চৈতন্যভাগবত
    (ঘ) গৌরাঙ্গবিজয়

    Read More : সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 30 টি গুরুত্বপূর্ণ MCQ

    (ক) কৃষ্ণমিশ্র
    (খ) কবি কর্ণপুর
    (ঘ) শিবানন্দ
    (ঘ) মুরারি গুপ্ত

    (ক) বৃন্দাবন দাস
    (খ) কৃষ্ণদাস কবিরাজ
    (গ) লোচনদাস
    (ঘ) গোবিন্দদাস

    (ক) ৩টি খণ্ডে বিভক্ত
    (খ) ৪টি খণ্ডে বিভক্ত
    (গ) ২টি খণ্ডে বিভক্ত
    (ঘ) ৬টি খণ্ডে বিভক্ত

    (ক) ‘ভুবনমঙ্গল’ নামে পরিচিত
    (খ) ‘চৈতন্যমঙ্গল’ নামে পরিচিত
    (গ) ‘চৈতন্যচন্দ্রোদয়’ নামে পরিচিত
    (ঘ) ‘প্রবোধচন্দ্রোদয়’ নামে পরিচিত

    (ক) যোড়শ শতাব্দীতে
    (খ) সপ্তদশ শতাব্দীতে
    (গ) অষ্টাদশ শতাব্দীতে
    (ঘ) নবম শতাব্দীতে

    (ক) সয়ফুলমুলুক-বদিউজ্জমাল
    (খ) লায়লা-মজনু
    (গ) লোরচন্দ্রানী
    (ঘ) মধুমালতী

    (ক) পঞ্চদশ
    (খ) ষোড়শ
    (গ) দ্বাদশ
    (ঘ) একাদশ

    (ক) মুহম্মদ কবির
    (খ) সা বিরিদ খাঁ
    (গ) দোনাগাজী
    (ঘ) দৌলত উজির

    (ক) বিদ্যাসুন্দর
    (খ) সতীময়না বা লোরচন্দ্রানী
    (গ) রামায়ণ
    (ঘ) মনসামঙ্গল

    (ক) ২টি
    (খ) ৩টি
    (গ) ৪টি
    (ঘ) ৫টি

    (ক) লায়লা-মজনু
    (খ) বিদ্যাসুন্দর
    (গ) মধুমালতী
    (ঘ) মৈনা কো সত্

    (ক) ষোড়শ শতকে
    (খ) সপ্তদশ শতকে
    (গ) দ্বাদশ শতকে
    (ঘ) একাদশ শতকে

    (ক) দৌলত কাজী
    (খ) সৈয়দ আলাওল
    (গ) দোনাগাজী
    (ঘ) সা বিরিদ খাঁ

    (ক) ফাল্গুন
    (খ) চৈত্র
    (গ) শ্রাবণ
    (ঘ) ভাদ্র

    বাংলা সাহিত্যের ইতিহাস সহ আর কোন কোন বিষয়ে Mock Test চাও তা আমাদের কমেন্টে জানাও। সমস্ত ক্লাস ভিডিও আকারে পেতে আমাদের YouTube চ্যানেলে যুক্ত থাকো।

    The post বাংলা সাহিত্যের ইতিহাস – “মধ্যযুগ” থেকে গুরুত্বপূর্ণ MCQ appeared first on Prerona Academy.

    ]]>
    https://preronaacademy.com/bangla-sahityer-itihas-madhyajug-mcq-test/feed/ 0
    সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 30 টি গুরুত্বপূর্ণ MCQ https://preronaacademy.com/all-bangla-sahityer-itihas-mcq/ https://preronaacademy.com/all-bangla-sahityer-itihas-mcq/#respond Wed, 27 Dec 2023 09:48:17 +0000 https://preronaacademy.com/?p=432 সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 30 টি গুরুত্বপূর্ণ MCQ WBSLST Bangla 2023 Exam Preparation ১.পরশুরামের প্রথম গল্প হল- A) শ্রী

    The post সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 30 টি গুরুত্বপূর্ণ MCQ appeared first on Prerona Academy.

    ]]>

    সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 30 টি গুরুত্বপূর্ণ MCQ

    WBSLST Bangla 2023 Exam Preparation

    A) শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড
    B) লক্ষীর বাহন
    C) অক্রুর সংবাদ
    D) মহেশের মহাযাত্রা

    Ans:- A) শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড

    A) আচার্য শ্রী বলাইচাঁদ
    B) আচার্য কৃপালিনী কলোনি
    C) আচার্য কৃপান
    D) সখা ও সখী

    Ans:-B) আচার্য কৃপালিনী কলোনি

    A) প্রবাসী
    B) বিচিত্রা
    C) ভারতী
    D) সবুজপত্র

    Ans:-B) বিচিত্রা

    A) প্রথম গল্পগ্রন্থ
    B) দ্বিতীয় গল্পগ্রন্থ
    C) তৃতীয় গল্পগ্রন্থ
    D) চতুর্থ গল্পগ্রন্থ

    Ans:-C) তৃতীয় গল্পগ্রন্থ

    A) ব্যোমকেশ
    B) প্রফেসর শঙ্কু
    C) পরাশর বর্মা
    D) কর্নেল

    Ans:-C) পরাশর বর্মা

    A) উপনিবেশ
    B) উপয়ন
    C) মৌসুমি
    D) মনুদ্বাদশ

    Ans:-A) উপনিবেশ

    A) পিতৃদেবকে
    B) মাতৃদেবকে
    C) জ্যাঠামশাইকে
    D) কাকাবাবুকে

    Ans:- A) পিতৃদেবকে

    A) চর্যাগীতি
    B) সরহপাদের দোহা
    C) কৃষ্ণাচার্যের দোহা
    D) ডাকার্ণব

    Ans: D) ডাকার্ণব

    A) জন্মখন্ড
    B) তাম্বুলখন্ড
    C) দানখন্ড
    D) নৌকাখন্ড

    Ans:-C) দানখন্ড

    A) বিদ্যাপতি
    B) চন্ডীদাস
    C) জ্ঞানদাস
    D) গোবিন্দ দাস

    Ans:-A) বিদ্যাপতি

    A) বিদগ্ধমাধব
    B) সংগীতমাধব
    C) সংগীতবিজয়
    D) গোরক্ষবিজয়

    Ans:-B) সংগীতমাধব

    Read More : বাংলা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 40 টি MCQ

    A) ১০
    B) ১২
    C) ১৪
    D) ১৬

    Ans:-C) ১৪

    A) প্যারীচাঁদ মিত্র
    B) প্যাড়িমোহন দাশগুপ্ত
    C) প্যারীমোহন সেনগুপ্ত
    D) প্যারিমোহন গুপ্ত

    Ans:-B) প্যারীমোহন দাশগুপ্ত

    A) দ্বাদশ শতাব্দীর শেষার্ধে
    B) চতুর্দশ শতাব্দীর শেষার্ধে
    C) ষোড়শ শতাব্দীর শেষার্ধে
    D) অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে

    Ans:-C) ষোড়শ শতাব্দীর শেষার্ধে

    A) নরেন্দ্র নারায়ণ রায়
    B) নারায়ণ মুখোপাধ্যায়
    C) নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
    D) নরেন্দ্র মুখোপাধ্যায়

    Ans:-A) নরেন্দ্র নারায়ণ রায়

    A) অন্নপূর্ণামঙ্গল
    B) মনসামঙ্গল
    C) মানসিংহ
    D) কালিকামঙ্গল

    Ans:-D) কালিকামঙ্গল

    A) প্রথম
    B) দ্বিতীয়
    C) তৃতীয়
    D) কোনটিই নয়

    Ans:-C) তৃতীয়

    A) রামানন্দ দাস
    B) রঘুনাথ দাস
    C) সদানন্দ দাস
    D) শ্রীজীব গোস্বামী

    Ans:-B) রঘুনাথ দাস

    A) আদিকান্ড বা বালকান্ড, অযোধ্যাকান্ড, অরণ্যকান্ড,কিষ্কিন্ধ্যাকান্ড,
    সুন্দরকাণ্ড, লঙ্কাকান্ড, উত্তরকান্ড

    B) অরণ্যকান্ড,কিষ্কিন্ধ্যাকান্ড,বালকান্ড, অযোধ্যাকান্ড,
    সুন্দরকাণ্ড, লঙ্কাকান্ড, উত্তরকান্ড

    C)বালকান্ড,অযোধ্যাকান্ড,অরণ্যকান্ড,লঙ্কাকান্ড,
    কিষ্কিন্ধ্যাকান্ড, উত্তরকান্ড,সুন্দরকাণ্ড

    D) অযোধ্যাকান্ড,বালকান্ড,অরণ্যকান্ড,কিষ্কিন্ধ্যাকান্ড,
    সুন্দরকাণ্ড,লঙ্কাকান্ড,উত্তরকান্ড

    Ans:- A) আদিকান্ড বা বালকান্ড, অযোধ্যাকান্ড, অরণ্যকান্ড,কিষ্কিন্ধ্যাকান্ড
    সুন্দরকাণ্ড, লঙ্কাকান্ড, উত্তরকান্ড

    A) শান্তি
    B) অশ্বমেধ
    C) আদি
    D) যুদ্ধ

    Ans:-C) আদি

    A) ১টি
    B) ৩টি
    C) ৫টি
    D) ৭টি

    Ans:-B) ৩টি

    A) অতি অল্প হইল
    B) আবার অতি অল্প হইল
    C) রত্নপরীক্ষা
    D) সবগুলিই ঠিক

    Ans:-C) রত্নপরীক্ষা

    A) দশটি
    B) এগারোটি
    C) চৌদ্দটি
    D) বারোটি

    Ans:-C) চৌদ্দটি

    A) ৫টি
    B) ৭টি
    C) ৯টি
    D) ৮টি

    Ans:-B) ৭টি

    A) পয়ার ও ত্রিপদীতে
    B) অমিত্রাক্ষর
    C) পয়ারে
    D) ত্রিপদীতে

    Ans:-B) অমিত্রাক্ষর

    A) ইন্দিরা দেবী
    B) কাদম্বরী দেবী
    C) বলেন্দ্রনাথ ঠাকুর
    D) সুরেন্দ্রনাথ ঠাকুর

    Ans:-A) ইন্দিরা দেবী

    A) ঝরাপালক
    B) বনলতা সেন
    C) ধূসর পান্ডুলিপি
    D) সাতটি তারার তিমির

    Ans:-B) বনলতা সেন

    A) অন্বেষণ
    B) আলেয়া
    C) মৎস-শিকার
    D) নবান্ন

    Ans:-A) অন্বেষণ

    A) ৫৫
    B) ৫৬
    C) ৫৭
    D) ৫৮

    Ans:-B) ৫৬

    A) চোখের বালি
    B) বিষবৃক্ষ
    C) কপালকুণ্ডলা
    D) উপরের সবগুলোই

    Ans:- D) উপরের সবগুলোই

    বাংলা সাহিত্যের ইতিহাস সহ আর কোন কোন বিষয়ে Mock Test চাও তা আমাদের কমেন্টে জানাও। সমস্ত ক্লাস ভিডিও আকারে পেতে আমাদের YouTube চ্যানেলে যুক্ত থাকো।

    The post সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 30 টি গুরুত্বপূর্ণ MCQ appeared first on Prerona Academy.

    ]]>
    https://preronaacademy.com/all-bangla-sahityer-itihas-mcq/feed/ 0
    বাংলা সাহিত্যের ইতিহাস গুরুত্বপূর্ণ 30 টি MCQ। MSC ও WBSLST Bangla 2023 https://preronaacademy.com/bangla-sahityer-itihas-mcq-test/ https://preronaacademy.com/bangla-sahityer-itihas-mcq-test/#respond Sun, 17 Dec 2023 16:43:09 +0000 https://preronaacademy.com/?p=422 বাংলা সাহিত্যের ইতিহাস মাদ্রাসা সার্ভিস কমিশন ও WBSLST Bangla 2023 Exam Preparation বাংলা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ ৩০ টি MCQ

    The post বাংলা সাহিত্যের ইতিহাস গুরুত্বপূর্ণ 30 টি MCQ। MSC ও WBSLST Bangla 2023 appeared first on Prerona Academy.

    ]]>

    মাদ্রাসা সার্ভিস কমিশন ও WBSLST Bangla 2023 Exam Preparation

    বাংলা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ ৩০ টি MCQ

    A) শিব সিংহ
    B) দেব সিংহ
    C) জন বীমস্
    D) দীনেশচন্দ্র সেন

    A) ভট্টাচার্য
    D) চট্টোপাধ্যায়
    B) বন্দ্যোপাধ্যায়
    C) মুখোপাধ্যায়

    A) মুহম্মদ খান
    B) আব্দুল হাকিম
    C) মুহম্মদ সগীর
    D) সৈয়দ সুলতান

    A) নাগরী
    B) দেবনাগরী
    C) প্রত্নবাংলা
    D) রোমান

    A)রামায়ণের উর্মিলা
    B)শকুন্তলার অনুসূয়া,প্রিয়ংবদা
    C)কাদম্বরীর পত্রলেখা
    D)সবগুলি ঠিক

    A) বুদ্ধদেব বসু
    B) অজিত দত্ত
    C) শঙ্খ ঘোষ
    D) সুধীন্দ্রনাথ দত্ত

    A) বদ্যিনাথের বড়ি
    B) দিন-দুপুরে
    C) মনিমালা
    D) টংলিং

    A) মির্নাভা থিয়েটারে
    B) শোভাবাজার থিয়েটারে
    C) স্টার থিয়েটারে
    D) ন্যাশানাল থিয়েটারে

    A) উড়িষ্যার
    B) বিহারের
    C) সাঁওতাল পরগনার
    D) ছোটনাগপুর

    A) ১১৬ টি
    B) ১১২টি
    C) ১১০টি
    D) ১০৮ টি

    A) নীলমনি পাল
    C) রামরতন মুখোপাধ্যায়
    B) ঈশ্বরচন্দ্র গুপ্ত
    D) রামতারক ভট্টাচার্য

    A) রবীন্দ্রনাথ ঠাকুর
    B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    C) হরপ্রসাদ শাস্ত্রী
    D) প্রমথ চৌধুরী

    A) চরিতপূজা প্রবন্ধ
    C) বাতায়নিকের পত্র
    D) রাশিয়ার চিঠিপত্র
    B) ছিন্নপত্র

    A) পয়ার ছন্দ
    B) দলবৃত্ত ছন্দ
    C) গৈরিশ ছন্দ
    D) সবকটিই ঠিক

    A) বিসর্জন
    B) রাজা ও রানী
    A) মালিনী
    D) প্রায়শ্চিত্ত

    A) ৩৩৫টি
    B) ২১৫ টি
    C) ৪২৪ টি
    D) ৩৭২ টি

    A) জয়ানন্দের চৈতন্যমঙ্গল
    B) বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত
    C) কৃষ্ণদাসের চৈতন্যচরিতামৃত
    D) লোচন দাসের চৈতন্যমঙ্গল

    Read More : বাংলা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 40 টি MCQ

    A) বৃন্দাবন দাস
    B) কৃষ্ণদাস কবিরাজ
    C) জয়ানন্দ
    D) লোচন দাস

    A) সনাতন গোস্বামী
    B) শ্রীজীব গোস্বামী
    C) রঘুনাথ দাস
    D) শ্রীরূপ গোস্বামী

    A) যমুনা
    B) ভারতবর্ষ
    C) ভারতী
    D) বসুমতি

    A) ফরিয়াদ
    B) অভিনেত্রী
    C) ডাকহরকরা
    D) নবদিগন্ত

    A) মানিক বন্দ্যোপাধ্যায়
    B) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    C) বনফুল
    D) আশাপূর্ণা দেবী

    A) ধূলিধূসর
    B) যেদিন ফুটলো কমল
    C) ধূসর গোধূলি
    D) রডডেনড্রনগুচ্ছ

    A) নীলদর্পণ
    B) নবীন তপস্বিনী
    C) লীলাবতী
    D) কমলে কামিনী

    A) সাজাহান
    B) নুরজাহান
    C) মেবার পতন
    D) প্রতাপ সিংহ

    A) ১৯০৬ খ্রিস্টাব্দে
    B) ১৯০৭ খ্রিস্টাব্দে
    C) ১৯১০ খ্রিস্টাব্দে
    D) ১৯১২ খ্রিস্টাব্দে

    A) সৈয়দ মুজতবা আলী
    B) জগদীশচন্দ্র বসু
    C) গোলাম মোস্তফা
    D) সঞ্জীবচন্দ্র চট্টপাধ্যায়

    A) রবীন্দ্রনাথ ঠাকুর
    B) প্রমথ চৌধুরী
    C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    D) সৈয়দ মুজতবা আলী

    A) সমরেশ বসু
    B) লীলা মজুমদার
    C) মহাশ্বেতা দেবী
    D) সতীনাথ ভাদুড়ী

    A) কবীন্দ্র পরমেশ্বর
    B) শ্রীকর নন্দী
    C) ছুটি খাঁ
    D) কাশীরাম দাস

    বাংলা সাহিত্যের ইতিহাস সহ আর কোন কোন বিষয়ে Mock Test চাও তা আমাদের কমেন্টে জানাও। সমস্ত ক্লাস ভিডিও আকারে পেতে আমাদের YouTube চ্যানেলে যুক্ত থাকো।

    The post বাংলা সাহিত্যের ইতিহাস গুরুত্বপূর্ণ 30 টি MCQ। MSC ও WBSLST Bangla 2023 appeared first on Prerona Academy.

    ]]>
    https://preronaacademy.com/bangla-sahityer-itihas-mcq-test/feed/ 0