Bengali Subjectবাংলা সাহিত্যের ইতিহাস

বাংলা সাহিত্যের ইতিহাস । অনুবাদ ও অনুষঙ্গ । নাট্যকার শূদ্রক

শূদ্রক সংস্কৃত সাহিত্যের একজন স্বনামধন্য নাট্যকার। তিনি ‘মৃচ্ছকটিক’ নাটক রচনা করেন।

আবির্ভাব কাল :-

শূদ্ৰক কোন সময়ে আবির্ভূত হন এ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্যের শেষ নেই। বিভিন্ন জনে বিভিন্ন মতামত পোষণ করেছেন। আর তাদের সেই মতামতের. ভিত্তিতে এই রকম একটা সিদ্ধান্তে আসা যায় যে, শূদ্রক খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর মধ্যে আবির্ভূত হন।

তিনি কালিদাস পরবর্তী যুগের কবি।

কোথায় শূদ্রকের কী পরিচয় :-

(ক) মৃচ্ছকটিক নাটকের প্রস্তাবনায় –

শূদ্রক জাতিতে ব্রাহ্মণ এবং অস্মক দেশের অধিবাসী ছিলেন। ভানুদত্ত নামে তার এক বন্ধু ছিল। একসময় শূদ্রক উজ্জয়িনীর রাজা হন।

(খ) সংস্কৃত গ্রন্থে –
১। কথাসরিৎ সাগরে বলা হয়েছে শূদ্রক শোভাবতীর রাজা।
২। বেতাল পঞ্চবিংশতিতে বলা হয়েছে শূদ্রক বর্ধমানের রাজা।
৩। বাণভট্টের কাদম্বরীতে বলা হয়েছে শূদ্রক বিদিশার রাজা।।
৪। রাজতরঙ্গিনীতে বলা হয়েছে শূদ্রক বিক্রমাদিত্যের পূর্ববর্তী রাজা।
৫।স্কন্দপুরাণে বলা হয়েছে শূদ্রক অন্ধ্রবংশীয় নরপতি।

‘মৃচ্ছকটিক’ নাটক’ :-

সংস্কৃত সাহিত্যের ইতিহাসে এক অনন্যসাধারণ নাটক ‘মৃচ্ছকটিক’। গ্রন্থের ‘প্রস্তাবনা’-অংশে নাট্যকার রূপে ‘রাজা শূদ্রকের’ নাম উল্লেখ করা হয়েছে। অবশ্য আরও দুটি রচনা শূদ্রকের নামের সঙ্গে জড়িত। একটি নাটক ‘বীণাবাসবদত্ত’ এবং অপরটি একোক্তিমূলক একাঙ্ক বা ভাগ ‘পদ্ম প্রাভূতক’। কিন্তু ‘মৃচ্ছকটিক’ প্রকরণ বা নাটকের জন্যই তাঁর খ্যাতি।

মৃচ্ছকটিক নাটকের উৎস :-

প্রচলিত লোক গাথা ও পুরাণ হতে তথ্য সংগ্রহ করে কবি কল্পনার সাহায্যে নাটকটি রচনা করেন। সুতরাং সমসাময়িক ঘটনা এই নাটকের উৎস।

‘মৃচ্ছকটিক’-এর অঙ্ক সংখ্যা :-

‘মৃচ্ছকটিক’ দশ অঙ্কের নাটক। সংস্কৃত পরিভাষায় নাট্যরচনাটিকে নাটক না বলে প্রকরণ বলা হয়েছে।

মৃচ্ছকটিকা নামের অর্থ :-

মৃৎ মানে মাটি, এবং শকটিকা মানে ছোটো গাড়ি, তাহলে মৃচ্ছকটিকা নামের অর্থ হল—মাটির তৈরি ছোটো গাড়ি। এবার প্রকরণম্ শব্দের সাথে অভেদান্বয় করে নামটি হয়েছে মৃচ্ছকটিকম্।

Read More : কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান

নাটকের দশটি অঙ্ক হল –

১.অলঙ্কারন্যাস
২.দ্যূতসংবাহক
৩.সন্ধিবিচ্ছেদ
৪. মদনিকা-শর্বিলক
৫. দুর্দিন,
৬.প্রবহণবিপর্যয়
৭.আর্যক অপহরণ
৮.বসন্তসেনা-মোটন
৯.ব্যবহার
১০.সংহার

‘মৃচ্ছকটিক’ নাটকের চরিত্র :-

নায়ক -চারুদত্ত।
নায়িকা -বসন্তসেনা।

অনন্যা চরিত্র:- মৈত্রেয়, সমস্থানিক, আর্যক,শর্বিলক
মদনিকা ,মাথুর, দর্দুরক , রোহসেন ইত্যাদি।

‘মৃচ্ছকটিক’ নাটকের রস:- শৃঙ্গার রস

মৃচ্ছকটিক” নাটকটির বাংলায় অনুবাদ করেন
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ১৯০১ সালে।

ভাসের ‘চারুদত্ত’ নাটকের কাহিনী থেকে শূদ্রক “মৃচ্ছকটিক”- এর কাহিনী গ্রহণ করেছেন বলে অনেকের অনুমান। ভাসের নাটক-চক্র আবিষ্কৃত হবার পর দেখা গেল, সেখানে চার অঙ্ক-বিশিষ্ট ‘চারুদত্ত’ নামক একটি নাটক রয়েছে, যার সঙ্গে ‘মৃচ্ছকটিক’ নাটকের সাদৃশ্য বিস্ময়কর। চারুদত্তের চারটি অঙ্কে যে সমস্ত শ্লোক বর্তমান, তার অল্প কয়টি ব্যতীত প্রায় সমুদয় অংশই ‘মৃচ্ছকটিকে’র প্রথম চার অঙ্কেও বর্তমান রয়েছে ।

“মৃচ্ছকটিক” নাটকে উল্লেখিত একটি নদী রয়েছে, নদীটির নাম – শিপ্রা নদী।

Read More : বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান

গুরুত্বপূর্ণ MCQ :

১. শূদ্রক রচিত নাটকটির নাম –

ক) মুদ্রারাক্ষস
খ) মৃচ্ছকটিকম্
গ) প্রবোধচন্দ্রোদয়
ঘ) অবিমারক

উত্তরঃ- খ) মৃচ্ছকটিকম্

২. মৃচ্ছকটিক নাটকে অঙ্ক আছে –

ক) ৫ টি
খ) ৭ টি
গ) ৯টি
ঘ) ১০টি

উত্তরঃ- ঘ) ১০ টি

৩ . ‘মৃচ্ছকটিকম্ ‘ একটি –

ক) নাটক
খ) নাটিকা
গ) প্রকরণ
ঘ) কাব্য

উত্তরঃ- গ) প্রকরণ

৪.’মৃচ্ছকটিকম্ ‘ নাটকে রাজশ্যালকের নাম –

ক) বিকার
খ) রাক্ষস
গ) বসন্তক
ঘ) যৌগন্ধরায়ণ

উত্তরঃ- গ) বসন্তক

৫.’মৃচ্ছকটিক’ নাটকের নায়িকার নাম কী ?

ক) বাসবদত্তা
খ) ধূতা
গ) বসন্তসেনা
ঘ) দেবদূতি

উত্তরঃ- গ) বসন্তসেনা

৬. ‘মৃচ্ছকটিক” নাটকের নায়কের নাম –

ক) মৃচ্ছকটিক
খ) চারুদত্ত
গ) বসন্ত সেন
ঘ) শকার

উত্তরঃ-খ) চারুদত্ত

৭.শূদ্রকের ‘মৃচ্ছকটিক’ নাটকটি অনুবাদ করেন –

ক) সুকুমারী ভট্টাচার্য
খ) বিজন বিহারী ভট্টাচার্য
গ) সুকুমার সেন
ঘ) অজিতকুমার ঘোষ

উত্তরঃ-ক) সুকুমারী ভট্টাচার্য

৮. ‘পদ্মপ্রাভূতক’ গ্রন্থটির লেখক শূদ্রক। একথা বলেছেন –

ক) সুকুমার সেন
খ) রমেশচন্দ্র মজুমদার
গ) সুশীলকুমার দে
ঘ) আশুতোষ ভট্টাচার্য

উত্তরঃ-গ) সুশীলকুমার দে

৯.’বীণাবাসবদত্ত’’ নাটকটি শূদ্রকের রচনা। একথা বলেছেন –

ক)বল্লভসেন
খ) দিনকর
গ) বল্লভদেব
ঘ) সময়সুন্দর

উত্তরঃ-গ) বল্লভদেব

১০.শূদ্রককে বর্ধমানের রাজা বলা হয়েছে যে গ্রন্থে –

ক) কথাসরিৎসাগর
খ) দানসরিৎসাগর
গ) কথামালা
ঘ) বেতাল পঞ্চবিংশতি

উত্তরঃ-ঘ) বেতাল পঞ্চবিংশতি

সমস্ত ক্লাসগুলি ভিডিও আকারে পেতে আমাদের Prerona Academy YouTube চ্যানেলটিতে অবশ্যই যুক্ত থাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Primary TET 2022 Mock Test

X