SLST Archives - Prerona Academy https://preronaacademy.com/category/slst/ Just another WordPress site Mon, 06 May 2024 14:22:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://preronaacademy.com/wp-content/uploads/2022/10/cropped-PA-Favicon-32x32.png SLST Archives - Prerona Academy https://preronaacademy.com/category/slst/ 32 32 বিশেষণ পদ কাকে বলে ? || বিশেষণ পদের শ্রেণিবিভাগ https://preronaacademy.com/bisheshon/ https://preronaacademy.com/bisheshon/#respond Mon, 06 May 2024 14:16:41 +0000 https://preronaacademy.com/?p=517 বিশেষণ পদ ও বিশেষণ পদের শ্রেণিবিভাগ উদাহরণ সহযোগে আলোচনা সুমন খুব ভালো ছেলে।এই বইটা ছেঁড়া।ফুলটা সুন্দর।বড় ছাতা। এই বাক্যগুলিতে দেখো

The post বিশেষণ পদ কাকে বলে ? || বিশেষণ পদের শ্রেণিবিভাগ appeared first on Prerona Academy.

]]>

বিশেষণ পদ ও বিশেষণ পদের শ্রেণিবিভাগ উদাহরণ সহযোগে আলোচনা

সুমন খুব ভালো ছেলে।
এই বইটা ছেঁড়া।
ফুলটা সুন্দর।
বড় ছাতা।

এই বাক্যগুলিতে দেখো খুব, ভালো, ছেঁড়া, সুন্দর ,বড় পদগুলি দ্বারা পাশে থাকা অপর কোন পদের সম্পর্কে দোষ, গুণ,অবস্থা, পরিমাণ, এসব বোঝানো হচ্ছে। তাই এগুলি হল বিশেষণ পদ। অর্থাৎ বিশেষণ পদ হল- যে পদগুলি পাশে থাকা অপর কোন পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়। অন্যভাবে বলা যায় যে পদ অপর কোন পদকে বিশেষিত করে তাকে বলে বিশেষণ পদ। যেমন- কালো কাক, মিঠে রোদ, বোকা ছেলে ইত্যাদি।

বিশেষণ পদের শ্রেণিবিভাগ :

বিশেষণ পদ প্রধানত তিন প্রকার। যেমন-
ক) নাম বিশেষণ।
খ) বিশেষণের বিশেষণ।
গ) ক্রিয়া বিশেষণ।

ক) নাম বিশেষণ :যে বিশেষণ পদ বিশেষ্য বা সর্বনাম পদের গুণ, অবস্থা ,ধর্ম ,সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে, তাকে নাম বিশেষণ বলে।
উদাহরণ: চমৎকার ছেলে, ঠান্ডা বরফ , এক লক্ষ টাকা ,তৃতীয় কন্যা, দয়ালু ব্যক্তি, পবিত্র গ্রন্থ, পঞ্চ পান্ডব, নীলাভ আকাশ ইত্যাদি।

বিশেষ্য ও সর্বনাম পদকে নামপদ বলা হয়। এজন্য এর বিশেষণের নাম হল – নাম-বিশেষণ।

i) বিশেষ‍্যের বিশেষণ : যে বিশেষণ পদ কোনো বিশেষ‍্য পদের বৈশিষ্ট্য, ধর্ম, গুণাগুণ, সংখ‍্যা, পরিমাণ, অবস্থা, ক্রম, মাত্রা ইত‍্যাদি প্রকাশ করে, তাকে বিশেষ‍্যের বিশেষণ বলে।
উদাহরণ :
১) অর্ঘ্য বুদ্ধিমান ছেলে।
২) অঙ্কিতা লাল জামা গায়ে দিয়েছে।
এই দুটি বাক‍্যে ‘বুদ্ধিমান’, ও ‘লাল‘ পদ দু’টি যথাক্রমে ‘ছেলে’, ‘জামা’ এই দুটি বিশেষ‍্যের পরিচয় স্পষ্ট করছে। তাই বুদ্ধিমান, লাল পদ বিশেষ‍্যের বিশেষণ।
যে বিশেষ্যপদগুলির গুণ প্রকাশ করছে ঠিক তাদের আগে এদের অবস্থান।
এছাড়াও- পোষা ময়ূর,সফেন সমুদ্র,অন্ধকার রাত, ভাঙা কুঁড়ে ঘর ইত্যাদি।

ii) সর্বনামের বিশেষণ :যে বিশেষণ পদ কোনো সর্বনাম পদের গুণাগুণ, বৈশিষ্ট্য ইত‍্যাদি জানান দেয়, তাকে সর্বনামের বিশেষণ বলে।
উদাহরণ :
তুমি অধম – তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?
মূর্খ কি প্রকারে বলিবে ?
উদাহরণদুটিতে অধম, উত্তম, মূর্খ বিশেষণগুলি যথাক্রমে তুমি,আমি,ও সর্বনাম পদের পরে বসেছে। তাই ‘অধম’, ‘উত্তম’, ‘মূর্খ‘ – সর্বনামের বিশেষণ।

অর্থ ও গঠন প্রকৃতি অনুসারে নাম বিশেষণকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় –

১) গুণবাচক বিশেষণ :যে বিশেষণ পদের দ্বারা অন‍্য পদের দোষ, গুণ, ধর্ম প্রকাশ পায়, তাকে গুণবাচক বিশেষণ বলে।
গুণবাচক বিশেষণের উদাহরণ:-
পবিত্র মন্দির,ভালো ছেলে, মন্দ মেয়ে, সুন্দর দৃশ্য, লম্বা গাছ, বেঁটে লোক, উঁচু প্রাসাদ, মধুর ভাষণ, বড়ো নদী, ছোটো ছেলে ইত্যাদি।

২) অবস্থাবাচক বিশেষণ :যে বিশেষণ অন‍্য পদের অবস্থা প্রকাশ করে, তাকে অবস্থাবাচক বিশেষণ বলে।
অবস্থাবাচক বিশেষণের উদাহরণ :-
গরিব কর্মচারী, জ্বলন্ত সূর্য, সুস্থ পরিবেশ, কঠিন পদার্থ, দরিদ্র ব্যক্তি, ধনী মহাজন, সুখী মানুষ , চলন্ত ট্রেন, ফুটন্ত জল ইত‍্যাদি।

৩) সংখ‍্যাবাচক বিশেষণ :যে বিশেষণ পদ বিশেষ‍্যের সংখ‍্যা নির্দেশ করে, তাকে সংখ‍্যাবাচক বিশেষণ বলে।
সংখ‍্যাবাচক বিশেষণের উদাহরণ :-
এক দিন,পাঁচ মাস, দশ বছর, পাঁচটি কলম, দুটো ছেলে,লাখ টাকা,কোটি বৃক্ষ ইত্যাদি।

৪) পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ : যে বিশেষণ পদের দ্বারা কোনো বিশেষ‍্যের সংখ‍্যাগত ক্রমিক অবস্থান বোঝানো হয়, তাকে পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ বলে।
পূরণবাচক বিশেষণের উদাহরণ:-
প্রথম বালক, দ্বিতীয় অধ্যায়, নবমী নিশি , দশের নামতা, পয়লা বৈশাখ, বাইশে শ্রাবণ,তিনের ঘণ্টা,তেরোর পাতা ইত্যাদি।

মনে রেখো : পূরণবাচক বিশেষণ সবসময় একটি বিশেষ‍্যকে বোঝায়। অর্থাৎ ‘দ্বিতীয় অধ্যায়’ বললে একটিই অধ্যায় বোঝায়।

৫) পরিমাণবাচক বিশেষণ :যে বিশেষণ কোনো বিশেষ‍্যের পরিমাণ বোঝায়, তাকে পরিমাণবাচক বিশেষণ বলে।
পরিমাণবাচক বিশেষণের উদাহরণ :-
এক লিটার তেল, দু’কেজি মাছ, দুই বিঘা জমি, একমুঠো চাল, ইত্যাদি।

৬) সংজ্ঞাবাচক বিশেষণ :সংজ্ঞাবাচক বিশেষ্যের পরে তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত বিশেষণকে সংজ্ঞাবাচক বিশেষণ বলে ।
উদাহরণ :-
মোগলাই পরোটা, কলকাতাই ফ্যাশন, ভারতীয় সংস্কৃতি, রাবীন্দ্রিক কাব্য, কাশ্মীরি শাল, জাপানি জাহাজ ইত্যাদি।

৭) উপাদানবাচক বিশেষণ :বিশেষ্যের উপাদানটি বিশেষণ রূপে ব্যবহৃত হলে তাকে উপাদানবাচক বিশেষণ বলে ।
যেমন-
সুতি বস্ত্র ,কাগজি নোট ,পাথুরে কয়লা, কাঁকুরে মাটি, বেলে পাথর ,কাগুজে নৌকা , ইত্যাদি।

৮) সর্বনামীয় বিশেষণ :সর্বনাম পদ বিশেষণ হয়ে ব্যবহৃত হলে তাকে সর্বনামীয় বিশেষণ বলে।
যেমন-
যত মত তত পথ, মদীয় গৃহে, তদীয় আলয়ে, সেই সূর্য ,এই চাঁদ, ওই আকাশ, যত লোক ইত্যাদি।

খ) বিশেষণের বিশেষণ : যে বিশেষণগুলি অন‍্য একটি বিশেষণের গুণ,অবস্থা,প্রকৃতি, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণের বিশেষণ বলে।
যেমন-
ধবধবে সাদা জামা, কুচকুচে কালো কুকুরছানা, টকটকে লাল ফুল,খুব জোরালো বাতাস,বেশ কনকনে ঠাণ্ডা ইত্যাদি।

গ) ক্রিয়াবিশেষণ : যে সব বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করে, তাদের ক্রিয়া-বিশেষণ বা ক্রিয়ার বিশেষণ বলে।
ক্রিয়া কী ভাবে ঘটছে, তা বুঝিয়ে দেওয়া ক্রিয়াবিশেষণের কাজ। অনেক ক্ষেত্রে ক্রিয়া সংঘটনের স্থান-কাল‌ও ক্রিয়াবিশেষণ রূপে কাজ করে।
যেমন-
লেখাটা তাড়াতাড়ি সেরে নাও।
গাড়িটি জোরে ছুটছে।
লোকটি হেঁটে হেঁটে আসছে।
কাজটি সহজে করা যাবে না।
উদাহরণ‌গুলিতে ‘তাড়াতাড়ি’, ‘জোরে’, ‘হেঁটে হেঁটে’, ‘সহজে’, পদগুলি ক্রিয়াবিশেষণ।

বিশেষণের প্রয়োগ বৈচিত্র্য:-
বিশেষণ পদের গঠন বা উপাদান অনুসারে বিশেষণের বিভিন্ন প্রকার প্রয়োগ বৈচিত্র্য লক্ষ্য করা যায় –

ক) একপদী বিশেষণ:- একটি মাত্র পদের সাহায্যে গঠিত বিশেষণ পদকে একপদী বিশেষণপদ বলে। যেমন-
ঠান্ডা জল
নিঝুম রাত্রি
মেঘলা আকাশ।

খ) বহুপদী বিশেষণ:- বাক্যের মধ্যে একাধিক পদের সমবায়ের যে বিশেষণ পদ গঠিত হয় তাকে বহুপদী বিশেষণ পদ বলা হয়। যেমন-

নানা-রঙের দিনগুলি।
পিছনে-ফেলে-আসা দিন।
প্রাণ-কেড়ে-নেওয়া হাসি।

গ) বাক্যাশ্রয়ী বিশেষণ:- যখন একটি বাক্যাংশ বা বাক্য খন্ডের দ্বারা সেই বাক্যের মধ্যে অবস্থিত কোন পদকে বিশেষিত করা হয়, তখন সেই বাক্যাংশকে বাক্যাশ্রয়ী বিশেষণ বলা হয়ে থাকে। যেমন-

যেমন- অনেক দেখেশুনে কাজ শিখেছে, এমন কর্মচারীর জন্য নবীনবাবু হন্যে হয়ে বেড়াচ্ছেন।

ঘ) শব্দদ্বৈতাশ্রয়ী বিশেষণ – একই শব্দ পর পর দুবার ব্যবহৃত হয়ে যে বিশেষণ হয় ,তাকে শব্দদ্বৈতাশ্রয়ী বিশেষণ পদ বলে ।
যেমন- টানটান উত্তেজনা । ঝুড়ি ঝুড়ি আম । হাজার হাজার টাকা।
ঙ) ধ্বন্যাত্মক বিশেষণ:- প্রত্যয় যুক্ত ধ্বন্যাত্মক শব্দ যখন বাক্যের মধ্যে অবস্থিত কোন পদকে বিশেষিত করে, তখন তাকে ধ্বন্যাত্মক বিশেষণপদ বলা হয়। যেমন:-
কনকনে ঠান্ডা
টুকটুকে লাল
ঝলমলে রোদ
চ) পদান্তরিত বিশেষণ – বিশেষ্য পদ পদান্তরিত হয়ে বিশেষ্যের দোষ, গুন,অবস্থা প্রকাশ করলে তাকে পদান্তরিত বিশেষণপদ বলে ।
যেমন- বন্য প্রাণী সংরক্ষণ , পড়ন্ত বেলা , শারদীয় উৎসব ।

The post বিশেষণ পদ কাকে বলে ? || বিশেষণ পদের শ্রেণিবিভাগ appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/bisheshon/feed/ 0
MSC ও WBSLST । সাহিত্য সম্ভার থেকে গুরুত্বপূর্ণ 35 টি MCQ https://preronaacademy.com/sahitya-sambhar-mcq-test/ https://preronaacademy.com/sahitya-sambhar-mcq-test/#respond Sun, 15 Oct 2023 12:49:16 +0000 https://preronaacademy.com/?p=391 সাহিত্য সম্ভারসাহিত্য সম্ভার থেকে গুরুত্বপূর্ণ 35 টি MCQ Important & Useful For : মাদ্রাসা সার্ভিস কমিশন ও WBSLST ১ “মোর

The post MSC ও WBSLST । সাহিত্য সম্ভার থেকে গুরুত্বপূর্ণ 35 টি MCQ appeared first on Prerona Academy.

]]>

সাহিত্য সম্ভার
সাহিত্য সম্ভার থেকে গুরুত্বপূর্ণ 35 টি MCQ

Important & Useful For : মাদ্রাসা সার্ভিস কমিশন ও WBSLST

১ “মোর ঘরে অন্ন কোথা আজ” -মন্তব্যটি কার ?

A.সামন্ত জয়সেন
B. রত্নাকর শেঠ
C.ধর্মপাল
D.সুপ্রিয়া

Ans- A. সামন্ত জয়সেন

২.”পঁচিশজন কবিকে কতদিন কয়েকখানায় বন্দি করে রাখা হয়েছিল ?

A.একমাস
B.দুইমাস
C.তিনমাস
D.চারমাস

Ans:-A.একমাস

৩. কোকিলের ডাক শুনে বেহুলার চোখে ঘনিয়ে এসেছিল –

A. অন্ধকার
B. আলো
C. কুয়াশা
D. স্বপ্ন

Ans-C. কুয়াশা

৪.”হে জননী, আমরা ভয় পায়নি “- কোন কবিতার অংশ ?

A. জননী জন্মভূমি
B. বীরবাহুর মৃত্যুতে রাবণ
C. ঈশ্বর
D. কোনটি নয়

Ans-A. জননী জন্মভূমি

৫. “হে বারীন্দ্র , তব পদে এ মম মিনতি ” -এই মিনতি করেছে –

A. ইন্দ্রজিৎ
B. বীরবাহু
C. রামচন্দ্র
D. রাবণ

Ans- D.রাবণ

৬. সওকতজঙ্গের ধনাগারে কত টাকা ছিল ?

A. নবতি লক্ষ
B. নয় লক্ষ
C. পঞ্চাশ লক্ষ
D. দশ লক্ষ

Ans- A.নবতি লক্ষ

৭.”পোস্টমাস্টার”গল্পে রতনের বয়স কত ?

A. বারো- তেরো
B. দশ বছর
C.তেরো- চোদ্দ
D. আট বছর

Ans- A. বারো- তেরো

৮.”সে যে কত বড় পাকা মাঝি, তখন তাহা বুঝি নাই ” পাকা মাঝি কে ?

A. শ্রীকান্ত
B. ইন্দ্রনাথ
C. খোকা
D. মানিকচাঁদ

Ans- B. ইন্দ্রনাথ

৯.” না বাঁচার চেয়ে বেঁচে থাকা ভালো “মন্তব্যটি কার –

B. মহাজন
B. তরুণ উকিল
C. ইন্দ্রনাথ
D. উপরের সবকটি

Ans- B. তরুণ উকিল

১০.ব্ল্যাকীর “সেলফ- কালচার ” বইটি ছাত্রের কাছে চেয়েছিলেন –

A. শিবনাথ শাস্ত্রী
B. সাদি
C. প্লেটো
D. কেউ না

Ans- A. শিবনাথ শাস্ত্রী

১১. উকিলের বন্দিদশা যবে থেকে শুরু হয় –

A. ১৮৭০ সালের ১৪ই নভেম্বর
B. ১৮৬০ সালের ১৪ই নভেম্বর
C. ১৮৭০ সালের ১৫ই নভেম্বর
D. ১৮৭৫ সালের ১৪ই নভেম্বর

Ans- A. ১৮৭০ সালের ১৪ই নভেম্বর

১২.”জাহাঁপনা আজও আপনি দুনিয়া জয় করতে পারেননি”- মন্তব্যটি করেছেন –

A. সেলিম
B. চন্দ্রগুপ্ত
C. আজিম খাঁ
D. প্রতাপাদিত্য

Ans-D. প্রতাপাদিত্য

১৩.’শামুক’ কবিতাটি তরজমা করেন –

A. সুনীল গঙ্গোপাধ্যায়
B. মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
C. অনুপমা বসুমাতরি
D. বিষ্ণুপদ ভট্টাচার্য

Ans-B. মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

১৪.প্রভাত সূর্যের যে বিশেষণ ‘জ্যোতি ‘কবিতায় ব্যবহার করা হয়নি –

A. দুঃসহ
B. নির্দয়
C. মঙ্গল
D. নির্মল
Ans.- C. মঙ্গল

১৫.ইউরোপীয় অবস্থাপন্ন লোকের স্টাডিতে প্রবেশ করার অর্থ –

A. যেন কেউ না দেখে বা ঢোকে
B. যেন সবাই দেখে ও ঢোকে
C. মন দিয়ে পড়াশোনা করবে
D. কোনোটিই ঠিক নয়

Ans- A. যেন কেউ না দেখে বা ঢোকে

১৬. ”অর্ধনগ্ন যারা , তারা খাদ্যহীন, খাদ্যের সম্বল” — কোন কবিতার লাইন ?

A. মধুমতী নদী দিয়া
B. জননী জন্মভূমি
C. শামুক
D. ইলিশ

Ans- D. ইলিশ

১৭.ইন্দ্রনাথের শেষ পরিণতি যেমন হয়েছিল –

A. কঠিন অসুখ
B. নিরুদ্দেশ যাত্রা
C. বুদবুদের মত শূন্যে মিলিয়ে গিয়েছিল
D. কোনোটিই ঠিক নয়

Ans- C. বুদবুদের মত শূন্যে মিলিয়ে গিয়েছিল

Read More : ইসলামী সাহিত্যের ইতিহাস Mock Test

১৮.পটো দিদি মারা যান –

A. ১৯৫০ সালে
B. ১৯৫৫ সালে
C. ১৯৬০ সালে
D. ১৯৭০ সালে

Ans- C. ১৯৬০ সালে

১৯.“আমি জিজ্ঞাসা করিলাম কোন পথ দিয়া গ্রামে যাইব ?” – কে জিজ্ঞাসা করেছিল ?

A. কঙ্কাবতী
B. রাধারানী
C. পটোদিদি
D. গগন পটো

Ans- A. কঙ্কাবতী

২০.’মধুমতী নদী দিয়া ‘– কার লেখা ?

A. বেগম রোকেয়া
B. জসীমউদ্দীন
C. অরুণ চক্রবর্তী
D. শামসুর রাহমান

Ans- B. জসীমউদ্দীন

২১.’মফস্বলের বাস’ কবিতায় বাস থেকে কি কি নামল ?

A. চাল, পাঁজি, কচুরি
B. চাল, ডাল, পাঁজি
C. চাল, পাঁজি, ব্লাউজ বডিস
D.পাঁজি,গন্ধরাজ,লেবু, ব্লাউজ বডিস

Ans:-C. চাল,পাঁজি, ব্লাউজ বডিস

২২.’নানা বিদ্যার আয়োজন’- গল্পে কে যন্ত্রতন্ত্র যোগে প্রাকৃত বিজ্ঞান শিক্ষা দিতেন ?

A.অঘোরবাবু
B.সীতানাথ দত্ত
C.হেরম্ব তত্ত্বরত্ন
D.নীলকমল ঘোষাল

২৩.জয়রামবাবুর বাড়িতে আদরিণী আসে যে সময় –

A. বেলা সাতটা
B. বেলা আটটা
C. রাত নয়টা
D. দুপুর বারোটা

Ans:-A. বেলা সাতটা

২৪.’সংসারে দুঃখই তো আসল জিনিস রায়কাকা’-রায় কাকা কে ?

A. সীতারাম রায়
B. কানাই রায়
C. দেবু রায়
D. শ্যাম রায়

Ans:-B. কানাই রায়

২৫.’ঋণং কৃত্বা’- গল্পে গল্পকথক কোন্ দিন টাকা ধার চাইতে গিয়েছিলেন হর্ষবর্ধনের কাছে ?

A. রবিবার
B. মঙ্গলবার
C. বুধবার
D. শনিবার

Ans:-C. বুধবার

২৬.’ক্কচিৎ কখনো’ গল্পে দেবীপদ কী কী বারে গোপীনাথের সাথে দেখা করতে আসত-

A. সোম-মঙ্গলবার
B. মঙ্গল-বুধবার
C. শুক্র-শনিবার
D. শনি-রবিবার

Ans:-D. শনি-রবিবার

২৭.’আলপনা’ গল্পে লেখক কাজল রেখার কাহিনি পড়েছিলেন –

A. পূর্ববঙ্গ গীতিকায়
B. নাথ সাহিত্যে
C. ময়মনসিংহ গীতিকায়
D. কথা সাহিত্যে

Ans:-C. ময়মনসিংহ গীতিকায়

২৮.উনিশশো বাষট্টি লিখতে রোমাণে কটি অক্ষর লাগে ?

A.চারটি
B.পাঁচটি
C. ছটি
D. সাতটি

Ans:-D. সাতটি

২৯.’রং নাম্বার’ গল্পে দীপঙ্করের পাঠ্য ছিল –

A.চোখের বালি
B. জনা
C. কৃষ্ণকান্তের উইল
D. রাজর্ষি

Ans:-D. রাজর্ষি

৩০.’সাগরদ্বীপের মহাজন’- গল্পে কে অপূর্ব সুরেলা গলায় পুঁথি পড়ে-

A. তোরাব
B. বদর
C. লখিন্দর গাজি
D. লেখক

Ans:-C. লখিন্দর গাজি

৩১.’বাজারদর’ গল্পে রামবাবুর বৈজ্ঞানিক বন্ধুর নাম কি ছিল ?

A. নরেন হালদার
B. মধু হালদার
C. গয়েশ হালদার
D. নীতিশ হালদার

Ans:-C. গয়েশ হালদার

৩২.চল্লিশ বছরের কম বয়সীকে দেশের বাইরে পদার্পণ করতে কে মানা করেছিলেন ?

A. রবীন্দ্রনাথ
B. সক্রেটিস
C. প্লেটো
D. অ্যারিস্টটল

Ans:-C. প্লেটো

৩৩.’পাখিরা গান গায়’ কবিতাটির কবি হলেন-

A.হুয়ান রামোন হিমেনেথ
B.কি.বা.জগন্নাথ
C. আন্তন চেকভ
D. অনুপমা বসুমাতরি

Ans:-A.হুয়ান রামোন হিমেনেথ

৩৪. ‘ মায়ের মন ধনী-গরীবে কোন তফাৎ আছে নাকি?’- কোন গল্প থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে ?

A. বীক্ষন
B. আদরিণী
C. রং নাম্বার
D. মিঠাইওয়ালা

Ans:-D. মিঠাইওয়ালা

৩৫.’বীক্ষণ’ গল্পে ডঃ চৌধুরীর ভৃত্যের নাম কি ছিল ?

A. কানাই
B. নরেশ
C. দশরথ
D. গোবিন্দ

Ans:-C. দশরথ

সম্পূর্ণ ক্লাসটি ভিডিও আকারে দেখো :-

সমস্ত ক্লাস ভিডিও আকারে পেতে আমাদের YouTube চ্যানেলে যুক্ত থাকো।

The post MSC ও WBSLST । সাহিত্য সম্ভার থেকে গুরুত্বপূর্ণ 35 টি MCQ appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/sahitya-sambhar-mcq-test/feed/ 0
দশম শ্রেণির কবিতা প্রলয়োল্লাস । কাজী নজরুল ইসলাম । MCQ ও SAQ https://preronaacademy.com/calss-x-bengali-poem-proloullas/ https://preronaacademy.com/calss-x-bengali-poem-proloullas/#respond Wed, 09 Aug 2023 18:31:43 +0000 https://preronaacademy.com/?p=373 ‘ প্রলয়োল্লাস ’কাজী নজরুল ইসলামউৎস:- ‘প্রলয়োল্লাস’ কবিতাটি কবির ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের অন্তর্গত। ‘প্রলয়োল্লাস’ কবিতা গুরুত্বপূর্ণ MCQ : ১.‘প্রলয়োল্লাস’ কবিতাটি যে-কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত,

The post দশম শ্রেণির কবিতা প্রলয়োল্লাস । কাজী নজরুল ইসলাম । MCQ ও SAQ appeared first on Prerona Academy.

]]>

‘ প্রলয়োল্লাস ’
কাজী নজরুল ইসলাম
উৎস:- ‘প্রলয়োল্লাস’ কবিতাটি কবির ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

‘প্রলয়োল্লাস’ কবিতা গুরুত্বপূর্ণ MCQ :

১.‘প্রলয়োল্লাস’ কবিতাটি যে-কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, তা হল-

ক.অগ্নিবীণা
খ. ফণীমনসা
গ. সর্বহারা
ঘ. ঝড়

ans:-ক.অগ্নিবীণা

২.‘প্রলয়োল্লাস’ কবিতাটির প্রকাশকাল হল-

ক. ১৯২২ খ্রিস্টাব্দ
খ. ১৯১৮ খ্রিস্টাব্দ
গ. ১৯২০ খ্রিস্টাব্দ
ঘ. ১৯২৪ খ্রিস্টাব্দ

ans:-ক. ১৯২২ খ্রিস্টাব্দ

৩.প্রলয়োল্লাস’ শব্দের অর্থ হল-

ক.ধ্বংসের আনন্দ
খ. রথঘর্ঘর
গ.ভয়ংকরের চণ্ডরূপ
ঘ.দিগন্তরের কাঁদন

ans:-ক.ধ্বংসের আনন্দ

৪.সুন্দর যার বেশে আসছে, সে হল-

ক.কালবোশেখির ঝড়
খ.জ্বালামুখী ধূমকেতু
গ.দ্বাদশ রবি
ঘ. কাল-ভয়ংকর

ans:-ঘ. কাল-ভয়ংকর

৫.‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘তোরা সব জয়ধ্বনি কর’ বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে?

ক.পনেরো বার
খ.উনিশ বার
গ.সতেরো বার
ঘ.একুশ বার

ans:-খ.উনিশ বার

৬.‘দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়নকটায়,’–‘দ্বাদশ রবি’বলতে বোঝানো হয়েছে-

ক.বারোটি রবি
খ.সকালের রবি
গ.মধ্যাহ্নের রবি
ঘ.অস্তগামী রবি

ans:-ক.বারোটি রবি

৭.অনাগত প্রলয় যেখানে ধমক হেনে আগল ভাঙল, তা হল-

ক.বিশ্বমায়ের আসন
খ.সপ্ত মহাসিন্ধু
গ.সিন্ধুপারের সিংহদ্বারে
ঘ.নীল খিলানে

ans:-গ.সিন্ধুপারের সিংহদ্বারে

৮.‘ঝামর’ শব্দের অর্থ হল-

ক.আলুথালু
খ.ঝটকা
গ.কৃষ্ণবর্ণ
ঘ.গভীর

ans:-গ.কৃষ্ণবর্ণ

৯.’সপ্ত মহাসিন্ধু দোলে/কপোলতলে।’—’কপোল’ শব্দের অর্থ হল-

ক.কপাল
খ.গাল
গ.পায়রা
ঘ.কর্পূর

ans:-খ.গাল

১০.‘মাভৈঃ মাভৈঃ’ ধ্বনির তাৎপর্য হল—

ক.রণে ভঙ্গ দেওয়া
খ.ভীতসন্ত্রস্ত হওয়া
গ.যুদ্ধে জয়ী হওয়া
ঘ.ভয় না পাওয়া

ans:-ঘ.ভয় না পাওয়া

১১.দিগম্বরের জটায় কে হাসে?

ক.ধূমকেতু
খ.শিশুচাঁদ
গ.নবীনের দল
ঘ.স্বর্গের গঙ্গা

ans:-খ.শিশুচাঁদ

১২.‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘রথঘর্ঘর’ বলতে বোঝানো হয়েছে-

ক. রথ ভেঙে পড়ার শব্দ
খ.বজ্রপাতের শব্দ
গ. রথের চাকায় ঘর্ষণের শব্দ
ঘ. রথে চড়ে যুদ্ধের শব্দ

ans:-গ. রথের চাকায় ঘর্ষণের শব্দ

১৩.‘জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন!’ কে আসছে?

ক. নবীন
খ. চিরসুন্দর
গ. মহাকাল-সারথি
ঘ. মুমূর্ষু

ans:-ক. নবীন

Read More : আন্তর্জাতিক সাহিত্য । অনুবাদ ও অনুষঙ্গ । পাবলো নেরুদা

১৪.যে ‘ভেঙে আবার গড়তে জানে’ তার নাম হল-

ক. প্রলয়-নেশার নৃত্যপাগল
খ. জ্বালামুখী ধূমকেতু
গ. বিশ্বমাতা
ঘ.চিরসুন্দর

ans:-ঘ.চিরসুন্দর

১৫.বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে, তা হল-

ক.চাবুক
খ. মশাল
গ.প্রদীপ
ঘ. কৃপাণ

ans:-গ.প্রদীপ

১৬.দেবতা কোথায় বাঁধা পড়ে আছে?

ক.অগ্নিযূপে
খ. যজ্ঞ-যূপে
গ.পাতালে
ঘ.সিন্ধু তীরে

Ans:-খ. যজ্ঞ-যূপে

১৭.“দেবতা বাঁধা যজ্ঞ-যূপে”—এই দেবতা আসলে কে?

ক.দেবাদিদেব মহাদেব
খ.পরমপিতা ব্রহ্মা
গ.দেশমাতৃকা
ঘ. দেশ নেতা

ans:-গ. দেশমাতৃকা

১৮.“এই তো রে তার আসার সময়”—কার আসার সময়?

ক. স্বাধীনতার
খ. ব্রিটিশ শক্তির
গ. মহাকাল সারথির
ঘ. চির সুন্দরের

ans:-গ. মহাকাল সারথির

১৯.‘রক্ত-তড়িৎ চাবুক হানে’—কে রক্ত-তড়িৎ চাবুক হানে?

ক. দিগম্বরের জটা
খ. মহাকাল সারথি
গ.কালবৈশাখী ঝড়
ঘ. জ্বালামুখী ধূমকেতু

ans:-খ. মহাকাল সারথি

২০.“রণিয়ে ওঠে হ্রেষার কাঁদন”—‘হ্রেষা’ কী?

ক. কুকুরের ডাক
খ. বিড়ালের ডাক
গ. ময়ূরের ডাক
ঘ.ঘোড়ার ডাক

ans:-ঘ.ঘোড়ার ডাক

২১.হ্রেষার কাঁদন কোথায় রণিয়ে ওঠে?

ক.বজ্রগানে ঝড় তুফানে
খ. নীল খিলানে
গ. অন্ধকূপে
ঘ.ত্রস্ত জটায়

ans:-ক.বজ্রগানে ঝড় তুফানে

‘প্রলয়োল্লাস’ কবিতা গুরুত্বপূর্ণ SAQ :

১. ‘তোরা সব জয়ধ্বনি কর’! কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন?

ans:- কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের ‘প্রলয়োল্লাস’ কবিতায় কবি পরাধীন ভারতের মুক্তিকামী ও স্বাধীনতা-প্রত্যাশী জনগণকে মহাপ্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন।

২.“ওরে ওই স্তব্ধ চরাচর।”- ‘চরাচর’ স্তব্ধ কেন?

ans:-রুদ্রতাণ্ডবের মধ্য দিয়ে ভয়ংকরের বেশে ধ্বংসের দেবতার আবির্ভাবে সমগ্র চরাচর ভীতসন্ত্রস্ত ও বিভ্রান্ত। আসন্ন বিনাশের যেন তারা প্রহর গুনছে। তাই চরাচর স্তব্ধ।

৩.“দ্বাদশ রবির বহ্নিজ্বালা”—দ্বাদশ রবির নামগুলি কী কী?

ans:- কাজী নজরুল ইসলামের ‘প্রলয়োল্লাস’ কবিতায় পুরাণের অনুষঙ্গে দ্বাদশ রবি হল—অর্থমা, মিত্র, বরুণ, অংশ, ভগ, ইন্দ্র, বিবস্বৎ, পূষা, ত্বষ্টা,সবিতা, পর্জন্য, বিষু প্রমুখ।

৪.“দ্বাদশ রবির বহ্নিজ্বালা” ভয়াল কেন?

ans:-প্রখর দ্বিপ্রহরের তীব্র দাবদাহে সমগ্র পৃথিবী যখন অনলদগ্ধ, তখন সৌরতেজের ভীষণতাকে ‘ভয়াল’ বলে চিহ্নিত করেছেন কবি।

৫.“সপ্ত মহাসিন্ধু দোলে”—’সপ্ত মহাসিন্ধু’ কী ?

ans:-পৌরাণিক কাহিনি অনুসারে ‘সপ্ত মহাসিন্ধু’ হল—লবণ, ইক্ষুরস,সুরা, দধি, ক্ষীর, স্বাদুদক এবং ঘৃত।

৬.“মাভৈঃ মাভৈঃ “-মাভৈঃ শব্দের অর্থ কী?

ans:- ‘মাভৈঃ’ সংস্কৃত শব্দ; এর অর্থ হল–অভয় সূচক বাণী অর্থাৎ ‘ভয় কোরো না’। স্বাধীনতা যুদ্ধযাত্রার প্রাকলগ্নে কবি পরাধীন ভারতের সৈনিকদের অভয় প্রদান করেছেন।

৭.“দিগম্বরের জটায় হাসে শিশু-চাঁদের কর।”—পংক্তিটির অর্থ কী?

ans:-শিবের জটায় চাঁদের অবস্থান। সেই চাঁদের জ্যোৎস্নায় হাস্যময় নবযুগের আগমনী বার্তা নির্দেশিত। এখানে, মৃত্যুঘাতী যুদ্ধের পর স্বাধীনতার ভোরের ইঙ্গিত
ব্যান্জিত।

৮.‘আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য পাগল,—‘নৃত্য পাগল’ কে?

ans:- নজরুলের ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘নৃত্য পাগল’ বলতে, মুক্তিগামী মানুষের বৈপ্লবিক সত্তাকে কবি প্রলয়রূপী নটরাজের নৃত্যপরায়ণ রূপের সঙ্গে তুলনা করেছেন।

৯.‘ওই নূতনের কেতন ওড়ে’—‘নূতনের কেতন ওড়ে বলতে কবি কী বুঝিয়েছেন?

ans:-‘প্রলয়োল্লাস’ কবিতা অনুসারে,কালবৈশাখী ঝড় যেমন রুক্ষ-শুষ্ক ও জীর্ণ প্রকৃতির বুকে নতুন প্রাণের উদ্দামতা বহন করে আনে, কবি সেভাবেই পরাধীন দেশের প্রাচীন অচলায়তনকে ভেঙে ‘নূতন’ জীবন ও মূল্যবোধের সূচনাবার্তা ঘোষণা করতে চেয়েছেন।

১০.’ওই আসে সুন্দর’ – ‘সুন্দর’ কীভাবে আসে?

ans:-‘প্রলয়োল্লাস’ কবিতা অনুসারে সুন্দর’, ‘কালভয়ংকরের বেশে’ অর্থাৎ রুদ্ররূপী প্রলয়ের রূপ ধরে আসে।

দশম শ্রেণির কবিতা প্রলয়োল্লাস কবিতাটির থেকে আলোচনা করা MCQ ও SAQ গুলি তোমাদের কাজে লাগবে বলে আশা রাখি। লেখাটি ক্লাসের বাকি বন্ধুদের সাথে শেয়ার কর। পরবর্তী কোন ক্লাস পেতে চাও তা আমাদের কমেন্টে জানাও। নিয়মিত ভিডিও ক্লাসগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো।

The post দশম শ্রেণির কবিতা প্রলয়োল্লাস । কাজী নজরুল ইসলাম । MCQ ও SAQ appeared first on Prerona Academy.

]]>
https://preronaacademy.com/calss-x-bengali-poem-proloullas/feed/ 0